Type Here to Get Search Results !

মেগাস্থিনিস ও ইন্ডিকা [Megasthenes]



 মেগাস্থিনিস ও ইন্ডিকা প্রথম  পর্ব

SET BY - MANAS ADHIKARY

মেগাস্থিনিস প্রথম  পর্ব Megasthenes 1st Part.

 মৌর্য বংশ। মেগাস্থিনিস| ইন্ডিকা Megasthenes।  Indica| Megasthenes was the Ambassador of| Megasthenes Book| Megasthenes Came from which Country| Megasthenes indica upsc.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মেগাস্থিনিস ও ইন্ডিকা প্রথম  পর্ব আজ এই পর্বে থাকছে মেগাস্থিনিস ও ইন্ডিকা সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা । পরবর্তী পর্বে  টপিকের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 মেগাস্থিনিস ও ইন্ডিকা প্রথম  পর্ব সংক্ষিপ্তরূপ| About Megasthenes 1st Part



প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


 

 আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য তার বিভিন্ন সেনাপতির মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল আলেকজান্ডারের অন্যতম সেনাপতি ছিলেন সেলুকাস এই সেলুকাস আলেকজান্ডারের মৃত্যুর পর আলেকজান্ডারে সাম্রাজ্যের পূর্বাংশের অধিপতি হয়েছিলেন এবং ভারতবর্ষে গ্রীক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তিনি খ্রীস্টপূর্ব ৩০৫ অব্দে সসৈন্যে অগ্রসর হন এই যুদ্ধে তিনি মৌযর সম্রাট চন্দ্রগুপ্তের নিকট পরাজিত হয়ে সন্ধি স্থাপন করেন তাঁদের মিত্রতা দৃঢ় করার জন্য তিনি মেগাস্থিনিসকে তাঁর দূত হিসাবে চন্দ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্রে প্রেরন করেন মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের রাজসভায় খ্রিস্টপূর্ব ৩০৫ থেকে খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ পর্যন্ত ছিলেন ভারত সম্পর্কে তাঁর রচিত গ্রন্থের নাম ইন্ডিকা দীর্ঘকাল ভারতে অবস্থান করার ফলে তিনি সমকালীন ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটি সুন্দর বিবরন তাঁর ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করেন। সময়ের ব্যবধানে এই গ্রন্থটির মূল অংশ লুপ্তপ্রায়। গ্রীক ঐতিহাসিকরা যে অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন তা সমকালীন ভারত সম্পর্কে অনেক অজ্ঞাত তথ্য দান করে। ইন্ডিকা থেকে তৎকালীন ভারতের বহু তথ্য, বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। ইন্ডিকা গ্রন্থটিতে মগধকে ভারতের সবচেয়ে বড়াে রাজ্য হিসাবে বর্ননা করা হয়েছে। ছাড়া পাটলিপুত্র নগরী রাজপ্রসাদ, রাজার ক্ষমতা দায়িত্ব, পৌর শাসনব্যবস্থা, রাজকর্মচারীদের কর্তব্য, সামরিক কার্যকলাপ সম্পর্কে বিশদ আলােচনা রয়েছে

. মেগাস্থিনিস ভারতবাসীর নৈতিক চরিত্রের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন, দেশে তখন চুরি - ডাকাতি বা মামলা প্রায় ছিলই না মানুষ ছিল সরল সত্যবাদী শ্রমিক, কৃষক সবাই ছিল মিতব্যয়ী সংযত

. কৃষিকাজই ছিল মানুষের প্রধান জীবিকা জমি উর্বর হওয়ায় তখন দুবার ফসল ফলানাে হত খাদ্যাভাব বা দুর্ভিক্ষ প্রায় ছিলই না

. সে যুগে পশুপালন, ব্যবসাবানিজ্য শিল্পকর্ম দ্বারা মানুষ অর্থ উপার্জন করত . মেগাস্থিনিস তৎকালীন সমাজে সাতটি শ্রেনীর কথা উল্লেখ করেছেন, যথা - কৃষক, সৈনিক, দার্শনিক, পশুপালন, শিল্পী, বিচারক অমাত্য তিনি বৃত্তি অনুসারে এই শ্রেনিবিভাগ করেছিলেন

. তখন সমাজে ক্রীতদাস প্রথার প্রচলন ছিল না তবে নারীর স্বাধীনতা অনেকটাই হ্রাস পেয়েছিল অবশ্য মৌৰ্য্য রাজপ্রাসাদে রাজার দেহরক্ষী হিসাবে মহিলাদের নিয়ােগ করা হত

ঐতিহাসিক ডঃ রমেশচন্দ্র মজুমদারের মতে, যেহেতু তিনি ভারতীয় ভাষা জানতেন না এবং ভারতবর্ষকে গ্রীক চোখ দিয়ে দেখেছিলেন, সেজন্য তাঁর অভিজ্ঞতার বৃত্তের বাইরে তিনি যা কিছু দেখেছিলেন তার প্রত্যেকটি তিনি হয় বিকৃত বা অতিরজ্ঞিত করেছিলেন সেজন্য সম্ভবত তাঁর রচনার কিছু অংশ চানক্যের বর্ননার সাথে মেলে না অর্থশাস্ত্রের সঙ্গে ইন্ডিকার অমিল সত্ত্বেও কথা নিঃসন্দেহে স্বীকার করা যায় যে, তার ভারত বিবরন মৌর্য যুগের প্রামান্য ইতিহাস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ন উপাদান। 

 

 মেগাস্থিনিস দ্বিতীয় পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ইউরোপের বিভিন্ন  টপিক সম্পর্কে পড়তে Click Here

 মৌর্য বংশ। মেগাস্থিনিস| ইন্ডিকা Megasthenes।  Indica| Megasthenes was the Ambassador of| Megasthenes Book| Megasthenes Came from which Country| Megasthenes indica upsc.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad