কৌটিল্য ও অর্থশাস্ত্র প্রথম পর্ব
SET BY - MANAS ADHIKARY
কৌটিল্য ও অর্থশাস্ত্র প্রথম পর্ব ।Chanakya And Arthashastra 1st Part.
মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| Koutilya। Chanakya। Chanakya Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya। Chanakya Kautilya।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কৌটিল্য ও অর্থশাস্ত্র প্রথম পর্ব। আজ এই পর্বে থাকছে কৌটিল্য ও অর্থশাস্ত্র সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা । পরবর্তী পর্বে টপিকের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
কৌটিল্য ও অর্থশাস্ত্র প্রথম পর্ব সংক্ষিপ্তরূপ| About
Chanakya And Arthashastra 1st Part
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
চানক্য, বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য
প্রাচ্যের রাষ্ট্রচিন্তার একজন উল্লেখযােগ্য দিকপাল কৌটিল্য খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দে এক বিদ্যোৎসাহী ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর জন্মস্থান সম্পর্কে নানা মত প্রচলিত আছে। বৌদ্ধগ্রন্থ মহাবংশটীকা অনুসারে তক্ষশীলায় তার জন্ম৷ জৈন পুঁথি “অদ্বিধন চিন্তামনি” অনুযায়ী তিনি দক্ষিন ভারতের অধিবাসী ছিলেন। হেমচন্দ্র প্রনীত “পরিশিষ্টপর্ব” গ্ৰন্থানুসারে তিনি চনক নামক গ্রামে জন্মগ্রহন করেন। কৌটিল্য প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। চানক্য নিজের তীক্ষা বুদ্ধির প্রভাবে বেদসমূহ ও নীতি শাস্ত্রসমূহের পারদর্শিতা অর্জন করেন। শিক্ষাজীবনের সমাপ্তির পর সেখানেই অর্থাৎ তক্ষশীলাতেই অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে যৌবনের প্রারম্ভিক পর্যায়ে তিনি নন্দবংশের রাজা ধননন্দের রাজদরবারে চাকরি গ্রহন করে অমাত্যের পদে অধিষ্ঠিত হন। অচিরেই নন্দরাজের সাথে তাঁর মতানৈক্য দেখা দেয়। এই মতানৈক্যের জন্য একদিন ভােজনের সময় তিনি নন্দাজের দ্বারা ভৎসিত হয়ে অপমানজনকভাবে রাজদরবার ত্যাগ করেন। তাঁর প্রতি নন্দরাজের অসম্মানের প্রেক্ষাপটে তিনি নন্দ সাম্রাজ্য ধ্বংস করার প্রতিশােধমূলক প্রতিজ্ঞা গ্রহন করেন। একদিকে নন্দ সাম্রাজ্যের ধংসসাধন এবং অন্যদিকে শক্তিশালী রাষ্ট্র গঠন - এই দুই উদ্দেশ্যে তিনি তাঁর শিষ্য উচ্চাভিলাষী তরুন চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রশিক্ষন দেন। কৌটিল্যের পরামর্শে চন্দ্রগুপ্ত স্থানীয় অধিবাসীদের সংঘবদ্ধ করে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। এরপর কৌটিল্য অত্যন্ত সাফল্যের সঙ্গে তার উদ্দেশ্য সাধনে সক্ষম হন। অর্থাৎ নন্দরাজবংশের ধংস সাধন করে মৌর্যবংশের চন্দ্রগুপ্তকে মগধ সাম্রাজ্যের সিংহাসনে আরােহন করান। চন্দ্রগুপত মৌর্য গুরু, উপদেষ্টা ও মন্ত্রনাদাতা এবং প্রধানমন্ত্রী হিসাবে কৌটিল্যকে নিযুক্ত করেন। কৌটিল্যের ব্যক্তিপরিচয় সম্পর্কে তাঁর তিনটি নাম পাওয়া যায়। যথা- চানক্য, বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য। চানক্য- তাঁর পিতা ছিলেন চানক্য ঋষি, এজন্য তাঁর নাম হয় চানক্য। অপরমতে, তিনি চনক নামক স্থানে জন্মগ্রহন করেছিলেন বলে তাঁর নাম হয় চানক্য। বিষ্ণুগুপ্ত - কামন্দকীয় নীতিসার, দন্ডীর দশকুমারচরিত, বিশাখদত্তের মুদ্রারাক্ষস নাটক ইত্যাদি গ্রন্থের অর্থশাস্ত্রের রচয়িতা হিসাবে বিষ্ণুগুপ্তের নাম পাওয়া যায়। প্রচলিত আছে যে, বিষ্ণুগুপ্ত হল কৌটিল্যের পিতৃপ্রদত্ত নাম। চানক্য “কৌটিল্য” এই বিশেষ নামেই সর্বাধিক প্রসিদ্ধ ছিলেন৷ অর্থশাস্ত্র গ্রন্থেও “ইতি কৌটিল্য” বা “নেতি কৌটিল্য” ইত্যাদি উক্তির দ্বারা অর্থশাস্ত্রের প্রবক্তারূপে কৌটিল্য নামটিই উল্লেখিত হয়েছে। সাধারনভাবে মনে করা হয়, কৌটিল্য পদটি ‘কুটিল শব্দ থেকে উৎপন্ন ভাববাচক বিশেষ্য এবং এর অর্থ কুটিলমতিত্ব৷ কৌটিল্য ছিলেন রাজনৈতিক ইতিহাসে একজন বাস্তববাদী ব্যক্তি৷ ভারতীয় রাষ্ট্রচিন্তায় কৌটিল্যই প্রথম ধর্মনিরপেক্ষ মতবাদ প্রদান করেছেন। কৌটিল্য সুপারিশ করেন যে কোন রাজা যদি প্রতিবেশী রাজা কর্তৃক আক্রমনের ভীতির সম্মুখীন হন তিনি সেই রাজাকে কোন উৎসব, বিবাহ অথবা হাতি শিকারের জন্য ছলে নিজ রাজ্যে আমন্ত্রন জানিয়ে নিয়ে এসে বন্দী করবেন, এমনকি তাকে হত্যা করবেন। এভাবে কৌটিল্য শত্রর উপর প্রভাব বিস্তারের জন্য প্রতারনা ও চাতুরীর আশ্রয় নেওয়ার মত অনৈতিক কাজে লিপ্ত হবার পরামর্শ দিয়েছেন।
অর্থশাস্ত্র
কৌটিল্য রচিত অর্থশাস্ত্র মৌর্য সাম্রাজ্যের প্রামান্য ঐতিহাসিক গ্রন্থ হিসাবে স্বীকৃত। মেকিয়াভেলিকে যে কারনে ইউরােপের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ঠিক একই কারনে কৌটিল্যকে প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞান তথা রাস্ট্রদর্শনের জনক বলে গন্য করা হয়। সার্বিক বিবেচনায় বিশ্ব জ্ঞানভান্ডারে যে সকল গ্রন্থ রচনা প্রসিদ্ধ লাভ করেছে, কৌটিল্যর অর্থশাস্ত্র তাদের মধ্যে অন্যতম৷ কৌটিল্য এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম ধর্মকে রাজনীতি থেকে আলাদাভাবে চিন্তা ভাবনা করেন। তিনি বলেছেন, রাজাকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কঠোর হতে হবে। রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের নিরাপত্তা ও সর্বাঙ্গীন উন্নতিসাধন। অর্থশাস্ত্রে ছয় ভাগের এক ভাগ রাজস্ব নেওয়ার কথা বলা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রের মূলনীতিগুলিকে আমরা নিম্নলিখিত ভাবে ভাগ করতে পারি।
১. রাজনীতিই হল রাষ্ট্রের অন্য সকল বিষয়ের নির্ধারক।
২. রাষ্ট্র যুদ্ধের মাধ্যমে সৃষ্ট এবং রাষ্ট্র বড় হওয়াই উচিত৷
৩. রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা এবং বিস্তারের জন্য সশস্ত্র শক্তির প্রয়ােগ এবং হত্যা সম্পূর্ন
৪. রাজার ব্যক্তিগত শিক্ষা এবং যােগ্যতাই যথার্থ রাষ্ট্র শাসনের পূর্বশর্ত।
৫. রাষ্ট্র শাসনের জন্য দক্ষতার সাথে মন্ত্রী এবং আমলাদের গড়ে তােলা এবং এদের সাথে পরামর্শ করা রাজার কর্তব্য।
৬. রাজা প্রজাদের সাথে ভাল ব্যবহার করবেন কিন্তু প্ৰজা অবাধ্য হলে তাকে হত্যা করতেও কোন দ্বিধাবােধ করবেন না।
৭. রাষ্ট্র শাসনের ব্যাপারে ধর্ম এবং নৈতিকতার কোন স্থান নেই।
অর্থশাস্ত্রে কৌটিল্য পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ছয়টি নীতির কথা বলেছেন। এগুলােকে “ষষ্ঠাঙ্গনীতি” হিসাবে পরিচিত৷ এগুলি নীচে উল্লেখ করা হল –
১. সন্ধি (শান্তি)
২. বিগ্রহ (যুদ্ধ)
৩. যান (অগ্রসর হওয়ার প্রস্তুতি)
৪. আসন (নিরপেক্ষতা)।
৫. দ্বৈধীভাব ( দ্বৈতনীতি)
৬. সংশ্রয় (আত্মরক্ষার আশ্রয়)
কৌটিল্য ও অর্থশাস্ত্র দ্বিতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ইউরোপের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে Click Here
মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| Koutilya। Chanakya। Chanakya
Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya
Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya।
Chanakya Kautilya।