মেগাস্থিনিস ও ইন্ডিকা দ্বিতীয় পর্ব
SET BY - MANAS ADHIKARY
মেগাস্থিনিস দ্বিতীয় পর্ব ।Megasthenes 2nd Part.
মৌর্য বংশ। মেগাস্থিনিস| ইন্ডিকা। Megasthenes। Indica| Megasthenes was the Ambassador of| Megasthenes Book| Megasthenes Came from which Country| Megasthenes indica upsc.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মেগাস্থিনিস ও ইন্ডিকা দ্বিতীয় পর্ব। আজ এই পর্বে থাকছে মেগাস্থিনিস ও ইন্ডিকা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিকের আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মেগাস্থিনিস ও ইন্ডিকা দ্বিতীয় পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Megasthenes 2nd Part
১) মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে আসেন?
- সেলুকাসের।
২) মেগাস্থিনিস কত বছর ভারতে ছিলেন?
- ৫ বছর (মতান্তরে ৭ বছর)
৩) মেগাস্থিনিস পাটলিপুত্রের পৌরশাসন ব্যবস্থার কয়টি বিভাগের কথা লিখেছেন?
- ৬টি
৪) নিচের কোনটিতে বাসুদেব-কৃষ্ণের পূজার কথা উল্লেখ করা আছে?
- মেগাস্থিনিস ইন্ডিকা ও পাণিনির অষ্টাধ্যায়ী
৫) মেগাস্থিনিস বর্নিত দুজন ভারতীয় দেবতা ডাইনিসাস ও হেরাক্লিজ আমাদের কাছে কী নামে পরিচিত?
- কৃষও ও বলরাম |
৬) মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কী?
- ইন্ডিকা
৭) মেগাস্থিনিস ছাড়া আর কে ইন্ডিকা গ্রন্থ টি রচনা করেন?
- এরিয়ান (গ্রন্থটির নাম ট্রিটিয়াস)
৮) মেগাস্থিনিস মৌর্যযুগের গুপ্তচরদের কী বলেন?
- এপিসকোপয়
৯) মৌর্য সামাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কী?
-অর্থশাস্ত্র (ইন্ডিকা অপেক্ষা এটা থেকে বেশী জানা যায়)
১০) মেগাস্থিনিস জীবিকার ভিত্তিতে ভারতীয় সমাজকে কটি স্তরে বিভক্ত করে ছিলেন?
-৭ টি
১১) মেগাস্থিনিস তৎকালীন সমাজব্যবস্থাকে সাতটি ভাগ করেছিলেন। সেগুলি কী কী?
-দার্শনিক, কৃষক, পশুপালক ও শিকারী, বনিক ও কারিগর, সৈনিক, অধ্যক্ষ, রাজার পরামর্শদাতা)।
১২) কার সাত শ্রেণীর মডেলের উপর ভিত্তি করে মেগাস্থিনিস ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন?
- হেরোডোটাস
১৩) মেগাস্থিনিস যে সপ্তজাতির বিবরন দিয়েছেন, তাদের মধ্যে কারা কর দেওয়া থেকে বিরতি পেত, এমনকি রাজাই তাদের পৃষ্টপােষকতা করতেন?
- শিল্পী বা কারিগর
১৪) কার মতে মৌর্য আমলে কারিগরদের উপর কোন কর আরোপ করা হয়নি, কারন কারিগরদেরকে রাষ্ট্রীয় কর্মচারী হিসাবে বিবেচনা করা হত?
- স্ট্রাবো
১৫) মেগাস্থেনিসের বর্ণনায় ভারতীয় সমাজের সাতটি বর্ণের মধ্যে তৃতীয় বর্ণ কোনটি ছিল?
- পশুপালন
১৬) মেগাস্থিনিস বর্নিত সাতটি জাতির মধ্যে পঞ্চম স্থানে কারা?
- যােদ্ধা বা সৈনিক
১৭)মেগাস্থিনিস ভারতীয় সমাজকে সাতটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন, সেই অনুসারে সমাজে কোন শ্রেণীর সংখ্যা সর্বাধিক ছিল?
- কৃষক
১৮) ‘এই শ্রেণী আয়ুর্দেবে পারদর্শী ছিল, বনে বাস করত।‘
- উপরের বিবৃতিতে মেগাস্থিনিস কোন শ্রেণীর কথা উল্লেখ করেছেন?
- শ্রমণ
১৯) মেগাস্থিনিস ভারতীয় জনগণকে ৭টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন, নিচের কোন শ্রেণিটী মেগাস্থিনিসের তালিকায় ছিল না?
- ক্রীতদাস
২০) মেগাস্থেনিসের মতে এগ্রনেমাই কারা ছিলেন?
- মার্গ নির্মাণ কর্মকর্তা
২১) মেগাস্থিনিস যাদের এগ্রোনােময় বলেছেন অর্থশাস্ত্রে তাদের কী বলে?
- সমাহর্তী
২২) মেগাস্থিনিসের মতে দার্শনিকদের কটি ভাগ ও কি কি?
- দুটি। ব্রোকমেনিস ও সেরমেনিস।
২৩) মেগাস্থিনিস কোন ধর্ম-সম্প্রদায়কে "ব্রাহ্মণ" বলেছেন?
- জৈন
২৪) কে মেগাস্থিনিসের রচিত ইন্ডিকা গ্রন্থের ইংরেজী অনুবাদ করেন?
- ম্যাক কিন্ডল
২৫) “চন্দ্রগুপ্তের মন্ত্রী চানক্য বা কৌটিল্য অর্থশাস্ত্রের রচয়িতা নয়”- এটি কার মত?
- ডা. জলি, মেগাস্থিনিস, ভিনটারনিৎস, ক্ৰিথ।
২৬) মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের শাসনব্যবস্থাকে কী বলেছেন?
- কেন্দ্রীভুত আমলাতন্ত্র
২৭) মেগাস্থিনিসের মতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর কোনটি?
- পাটলিপুত্র
২৮) মেগাস্থিনিস তাঁর বিবরনে ভারতের কয়টি শহরের কথা বলেছেন?
- ১১৮ টি
২৯) মেগাস্থিনিস এগ্রোনোমোই নামে একজন সড়ক নির্মাণ কর্মকর্তার বর্ণনা দিয়েছেন।
"Agronomoi" মৌর্য সাম্রাজ্যের কোন প্রশাসনিক পদের প্রধান ছিলেন?
- আহর (জেলা)
৩০) মৌর্য সামাজ্যের শাসনব্যবস্থায় জেলার প্রধানকে কী বলা হত?
- সমাহর্তা (মেগাস্থিনিসের মতে এগ্রোনময়)
৩১) মেগাস্থিনিসের মতে অ্যাস্টিনোমোই মৌর্য কি প্রশাসনে কি পদে ছিলেন?
- জেলা প্রশাসনের আধিকারিক
৩২) মেগাস্থিনিসের ইন্ডিকা অনুসারে, পাটলিপুত্র শহরের সুরক্ষার জন্য চারদিকে কাঠের দেয়াল তৈরি করা হয়েছিল। পাটলীপুত্রের দূর্গপ্রাচীরে কয়টি সিংহ দরজা ও সাধারন তােরন ছিল?
- ৬৪ টি সিংহদরজা এবং ৫৭০ টি সাধারন তােরণ
৩৩) পাটলিপুত্র শহরের দৈর্ঘ্য ছিল 80টি একক এবং প্রস্থ 18টি একক, এতে 64টি গেট এবং 570টি বুরুজ ছিল। এটা কার বক্তব্য?
- স্ট্রাবো
৩৪) অশােকের রাজপ্রাসদ কী দিয়ে নির্মিত ছিল?
- পাথর (অশােকের সময় প্রথম পাথর দিয়ে প্রাসাদ বানানাে হয়। চন্দ্রগুপ্তের আমলে রাজপ্রাসাদ কাঠের তৈরী ছিল)
৩৫) ভারত সম্পর্কে প্রাচীনতম বিবরন কার লেখা থেকে পাই?
- ফাসিয়ান (সবাই মেগাস্থিনিস ভেবে ভুল করি)
৩৬) ভারতীয়রা লিখতে জানে না- একথা কোন গ্রন্থে উল্লেখ আছে?
- মেগাস্থিনিসের ইন্ডিকা
৩৭) কে বলেছেন মৌর্য যুগে ক্রীতদাসের অস্তিত্ব ছিল না?
- মেগাস্থিনিস |
৩৮) ভারতে কোন দাস নেই সবাই স্বাধীন- কথাটি কে বলেছেন?
- মেগাস্থিনিস
৩৯) মেগাস্থিনিস এবং স্ট্র্যাবোর মতে, ভারতে কোন দাসপ্রথা ছিল না, কিন্তু অন্যদিকে, কৌটিল্য ভারতে দাসদের কত প্রকারের বর্ণনা দিয়েছেন?
- 9
৪০) কোন সূত্রে উল্লেখ করা হয়েছে যে প্রাচীন ভারতে কোন দাসপ্রথা ছিল না?
- ইন্ডিকা
মেগাস্থিনিস তৃতীয় পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ইউরোপের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে Click Hereমৌর্য বংশ। মেগাস্থিনিস| ইন্ডিকা। Megasthenes। Indica| Megasthenes was the Ambassador of| Megasthenes Book| Megasthenes Came from which Country| Megasthenes indica upsc.