Type Here to Get Search Results !

মহম্মদ বিন তুগলক দ্বিতীয় পর্ব [Muhammad Bin Tughlaq 2nd part]

 


মহম্মদ বিন তুঘলক দ্বিতীয় পর্ব

By- Manas Adhikary


মহম্মদ বিন  তুগলক দ্বিতীয়  পর্ব Md Bin Tughlaq 2nd Part.

মহম্মদ বিন তুগলক| ইতিহাসের পাগলা রাজা| Mohammadf Bin Tughlaq MCQ| Mohd Bin Tughlaq| Md Bin Tughlaq| Mahmud Bin Tughlaq| Jauna Khan| Tughlaq Coins|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মহম্মদ বিন তুগলক দ্বিতীয় পর্ব আজ এই পর্বে থাকছে মহম্মদ বিন তুগলক সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

মহম্মদ বিন  তুগলক দ্বিতীয় পর্ব MCQ  Md Bin Tughlaq 2nd Part MCQ.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


৯৫) মুহাম্মদ বিন তুঘলকের শাসনামলে একজন খানের কতগুলো পতাকা  লাগানোর অনুমতি দেওয়া হয়েছিল?

- 7

৯৬) দিল্লি সালতানাতের কোন শাসক প্রথম  খাজা মঈনুদ্দিন চিশতীর দরগায় গিয়েছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

৯৭) ইবন বতুতার মতে, দিল্লি সালতানাতের কোন শাসক নাসিরুদ্দিন নামক এক সন্ন্যাসীর বক্তৃতায় অত্যন্ত খুশি হয়েছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

৯৮) কার শাসনামলে  অভিজাতদের বিদ্রোহ হয়েছিল, যার পরিসমাপ্তি ঘটেছিল ১৩৪৭ খ্রিস্টাব্দে বাহমানি রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে?

- মহম্মদ বিন তুঘলক

৯৯) দিল্লি সালতানাতের তুঘলক রাজবংশের শেষ শাসক কে ছিলেন?

- নাসিরুদ্দিন মহম্মদ

১০০) তৈমুর লং কার রাজত্বে ভারত আক্রমণ করেন?

- নাসিরুদ্দিন মাহমুদ তুঘলক

১০১) কোন সুলতান রাজশেখর এবং জিনপ্রভা সুরির মতো জৈন পণ্ডিতদের রাজকীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন?

- মহম্মদ-বিন-তুঘলক

১০২) দিল্লি সালতানাতের কোন সুলতান  শাসক হওয়ার উপলক্ষ্যে  তার উপাধি 'আবুল মুজাহিদ' রাখেন?

- মহম্মদ-বিন-তুঘলক

১০৩) দিল্লির কোন মুসলিম শাসকের মৃত্যুতে ঐতিহাসিক বদায়ুনী বলেছিলেন, 'রাজা তার প্রজাদের কাছ থেকে এবং প্রজারা তাদের রাজার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে’'?

- মহম্মদ বিন তুঘলক

১০৪) "কাশ্মীর, ওড়িশা, রাজস্থান এবং মালাবার উপকূল ব্যতীত সমগ্র ভারতে তুঘলকের ক্ষমতা সুলতান মোহাম্মদ বিনের হাতে গৃহীত হয়েছিল এবং তিনি এখানে প্রাক-পেশাগত শাসন প্রতিষ্ঠা করেছিলেন" - এটি কার উক্তি?

- আর সি মজুমদার

১০৫) দিল্লি সালতানাতের প্রথম কোন সুলতান  সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

১০৬) দিল্লি সালতানাতের কোন সুলতান প্রথম মঙ্গোল অঞ্চল জয় করার পরিকল্পনা করেছিলেন?

- মহম্মদ বিন তুঘলক  

১০৭) কার শাসনামলে রতন নামে একজন হিন্দু ব্যক্তি রাজস্ব কর্মকর্তারূপে নিযুক্ত হন?

- মহম্মদ বিন তুঘলক

১০৮) নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে খলিফার কাছ থেকে "সইয়দ- উস- সালাতিন" উপাধি পেয়েছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

১০৯) কার মতে মহম্মদ বিন তুঘলক ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি হোলি এবং অন্যান্য হিন্দু উৎসবে অংশগ্রহণ করতেন এবং গঙ্গার জল পান করতেন?

- জিয়াউদ্দিন বারনী

১১০) কোন সংস্কৃত শিলালিপিতে মহম্মদ বিন তুঘলককে পৃথিবীর সমস্ত সম্রাটের মধ্যে মুকুটের মুক্তা বলা হয়েছে?

- সার্বন শিলালিপি

১১১) কোন দুই ঐতিহাসকের মতে মহম্মদ বিন তুঘলক ব্যক্তিগতভাবে যোগীদের সাথে বিতর্ক করতেন?

- ইসামী ইবন বতুতা

১১২) কার সাম্রাজ্য সম্পর্কে সাধারন মানুষজন  বলত, "জাহানপানার সালতানাত দিল্লি থেকে পালামো পর্যন্ত ছড়িয়ে পড়ে"

- নাসিরুদ্দিন মাহমুদ

১১৩) সুলতান মহম্মদ বিন তুঘলক কবে রাজধানী দিল্লি থেকে দক্ষিণে দেবগিরিতে স্থানান্তর করেন?

- 1327 খ্রিস্টাব্দ

১১৪) 1327 সালে মহম্মদ-বিন-তুঘলক তার রাজধানী দিল্লি থেকে "দেবগিরি" স্থানান্তরিত করেন এবং এর কি নামকরণ করেন?

- দৌলতাবাদ

১১৫) মহম্মদ-বিন-তুঘলক কি উদ্দেশ্যে "দিওয়ান--কোহি" নামে একটি বিভাগ স্থাপন করেন?

- কৃষি উন্নয়ন

১১৬) "স্বর্গদুয়ারি" শিবিরটি কোন সুলতানের সাথে সম্পর্কিত ছিল..??

- মহম্মদ বিন তুঘলক

১১৭) দিল্লি সালতানাতের কোন শাসক  আমীর--সাদাহকে হয়রানি করেছিল??

- মহম্মদ বিন তুঘলক

১১৮) ওয়ালী আমীরের পদ আলাদা করেন কে?

- মহম্মদ তুঘলক

১১৯) আলাউদ্দিন খিলজি মুহম্মদ বিন তুঘলকের শাসনামলে ভূমি রাজস্বের হার সঠিকভাবে বেছে নিন?

- ½ , ½

 ১২০) ‘মাকড়সা কিসরার খিলানে জাল বিছিয়েছে, আফরাসিয়াবের গম্বুজে পেঁচা কথা বলছে’।-  মহম্মদ বিন তুঘলকের মৃত্যুতে উপরোক্ত উক্তিটি কে লিখেছেন?

- বারুনি  

১২১) কার আমলে দিল্লি সালতানাতে সর্বাধিক সংখ্যক টাকশাল ছিল?

- মহম্মদ বিন তুঘলক

১২২) দিল্লী সালতানাতে সেচ ব্যবস্থার সর্বাধিক বিকাশ ঘটেছিল কোন রাজবংশের আমলে?

- তুঘলক আমল

১২৩)  তিনি দক্ষিণ ভারতকে মুসলিম সভ্যতার কেন্দ্রে পরিণত করার জন্য রাজধানী পরিবর্তন করেছিলেন’ - মহম্মদ বিন তুঘলকের রাজধানী পরিবর্তন সম্পর্কে এটি কার বক্তব্য?

- হাবিবুল্লাহ

১২৪) মহম্মদ বিন তুঘলক  ছারাও আর এক বিখ্যাত শাসক গঙ্গা  নদীর জল পান করতেন। তার নাম কি?

সম্রাট আকবর

১২৫) "এই শাসকের আমলে দিল্লির কোষাগারে সব দিক থেকে এত রাজস্ব এসেছিল যা পূর্বের কোন শাসকের আমলে আসেনি." - উপরোক্ত বক্তব্যে জিয়াউদ্দিন বারানী কোন শাসকের শাসনামলের উল্লেখ করেছেন?

- মহম্মদ বিন তুঘলক

১২৬) কোন সুলতান  পানের প্লেট দিয়ে বিদেশীদের অভ্যর্থনা জানাতেন?

- মহম্মদ বিন তুঘলক

১২৭) মহম্মদ বিন তুঘলক সর্বক্ষেত্রে খলিফার নাম উল্লেখ করা বন্ধ করে দেন কিন্তু সে সময় ঘন ঘন বিদ্রোহ হয়েছিল অতএব, তার শাসনের শেষ সময়ে খিলাফতের প্রতি তার নীতি পরিবর্তন করে খুৎবা মুদ্রায় কোন খলিফার নাম খোদাই করা হয়েছিল?

- খলিফা আলমুস্তাকিফি বিল্লাহ

১২৮) বলবনের লাল মহলে কার রাজ্যাভিষেক হয়েছিল??

- আলাউদ্দিন খিলজি ও মহম্মদ বিন তুঘলক

১২৯) কার রাজত্বের কথা কোথায় বলা হয়েছে যে, তাঁর সময়ে বেদ মন্ত্র উচ্চারনের ফলে সমস্ত পাপ দূর হয়?

- মহম্মদ বিন তুঘলক

১৩০) মহম্মদ বিন তুঘলকের কারাজাল অভিযানের নেতৃত্ব দেন কে?

- খসরু মালিক

১৩১) সুফি সাধক মুইনুদ্দিন চিশতীর সমাধি পরিদর্শনকারী প্রথম শাসক কে ছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

১৩২) দিল্লির কোন শাসক 'সিঙ্গোলির যুদ্ধে' রানা হাম্মিরদেবের কাছে পরাজিত হন?

- মহম্মদ বিন তুঘলক

 

মহম্মদ বিন তুগলক প্রথম পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

মহম্মদ বিন তুগলক| ইতিহাসের পাগলা রাজা| Mohammadf Bin Tughlaq MCQ| Mohd Bin Tughlaq| Md Bin Tughlaq| Mahmud Bin Tughlaq| Jauna Khan| Tughlaq Coins| 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad