ফিরোজ শাহ তুঘলক দ্বিতীয় পর্ব
By- Manas Adhikary
ফিরোজ শাহ তুগলক দ্বিতীয় পর্ব ।Firoz Shah Tughlaq 2nd Part.
ফিরোজ শাহ তুগলক| Firoz Shah Tughlaq MCQ|Firuz Shah Tughlaq| Feroz Shah Tughlaq| Futuhat E Firoz Shahi| About Firoz Shah Tughlaq|
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ফিরোজ শাহ তুগলক দ্বিতীয় পর্ব। আজ এই পর্বে থাকছে ফিরোজ শাহ তুগলক সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ফিরোজ শাহ তুগলক দ্বিতীয় পর্ব MCQ| Firoz Tughlaq 2nd Part MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১০৫) ফিরোজ শাহ তুঘলকের সময় "মাতবাখ" কথাটি কার সাথে সম্পর্কিত ছিল?
- হেঁশেলখানার সাথে সম্পর্কিত
১০৬) দিল্লির সুলতান, কোন সুলতান খুব দান খয়রাতি করতেন এবং এর জন্য দিওয়ান-ই-খাইরাত নামে একটি বিভাগও স্থাপন করেন?
- ফিরোজ শাহ তুঘলক
১০৭) দিল্লি সালতানাতের কোন সুলতান দাসদের কল্যাণকর কাজ করার জন্য পরিচিত?
- ফিরোজ শাহ তুঘলক
১০৮) দিল্লি সালতানাতের একমাত্র সুলতান কোন তাঁর আত্মজীবনী লিখেছেন?
- ফিরোজ তুঘলক
১০৯) দিল্লির কোন সুলতান খলিফা কর্তৃক "সইয়াদ-উস-সালাতিন" উপাধি পেয়েছিলেন?
- ফিরোজ তুঘলক
১১০) কোন শাসকের শাসনামলে সময় জানার জন্য "তাস- ঘড়ি" ব্যবহার করা হতো?
- ফিরোজ তুঘলক
১১১) দিল্লি সালতানাতের প্রথম কোন শাসক রাজ্যের আয়ের বিবরণ প্রস্তুত করেছিলেন?
- ফিরোজ শাহ তুঘলক
১১২) সুলতান ফিরোজ শাহ তুঘলকের দ্বিতীয় বঙ্গ অভিযানের সময় বাংলার শাসক কে ছিলেন?
- সুলতান সিকান্দারশাহ
১১৩) সুলতান ফিরোজ শাহ তুঘলক ‘শুক্রবার খুৎবা’-এ শুধুমাত্র সুলতানদের নাম উল্লেখ করার আদেশ জারি করেন। নিম্নলিখিতগুলির মধ্যে, তিনি "খুৎবা"-এ তাঁর নিজের নামের আগে কয়টি সুলতানের নাম উল্লেখ করেছেন?
- 09
১১৪) সুলতান ফিরোজ শাহ তুঘলকের কোন আমির অত্যন্ত দুর্নীতিপরায়ণ ছিলেন এবং তার দুর্নীতির দ্বারা সঞ্চিত সম্পদ তুলনাহীন ছিল?
- বশির মুলতানি
১১৫) নিচের কাকে "সুলতানাত যুগের জয় সিং" বলা হয়?
- ফিরোজ শাহ তুঘলক
১১৬) সুলতান ফিরোজ শাহ তুঘলক নিচের কোন নামে ফার্সি ভাষায় ইসলামী আইনের একটি রচনা তৈরি করেছিলেন এবং ফিরোজাবাদের জামে মসজিদের দেয়ালে তা খোদাই করেছিলেন?
- ফিক–ই-ফিরোজশাহী
১১৭) সুলতান ফিরোজ শাহ তুঘলক দ্বারা ফিরোজাবাদের "মাদ্রাসা-ই-ফিরোজশাহী" ছিলসেরা মাদ্রাসা । সুলতান এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিচের কাকে নিযুক্ত করেছিলেন?
- জালালুদ্দিন রুমি
১১৮) সুলতান ফিরোজ শাহ তুঘলক শুধুমাত্র শরীয়ত অনুমোদিত "কর" আদায়ের নীতির কারণে মাত্র চার ধরনের কর রেখেছিলেন। নিচের কোনটি এগুলোর একটি নয়?
- খিজরাওয়াত
১১৯) সুলতান ফিরোজ শাহ তুঘলকের শাসনামলে ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে নিচের মধ্যে কে একটি আরবি প্রবাদ লিখেছেন, "50 টাকায় কিনুন এবং 100 টাকায় বিক্রি করুন"?
- আইন উল মুলক মাহরু
১২০) সুলতান ফিরোজ শাহ তুঘলক "সেচ কর" থেকে কতটা বার্ষিক আয় পেতেন যা তিনি ধর্মীয় ব্যক্তি ও পণ্ডিতদের মধ্যে দান-খয়রাতি হিসাবে বিতরণ করেছিলেন?
- 2 লক্ষ ট্যাংকা
১২১) নিচের কোন স্থানে সুলতান ফিরোজ শাহ তুঘলক কর্তৃক নির্মিত "উলুগখানি এবং রাজওয়াহী" নামক দুটি খাল একে অপরের সাথে মিলিত হয়েছে এবং এখান থেকে হিসার শহরে প্রচুর জল সরবরাহ করা হত?
- করনাল
১২২) ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির মতে দিল্লির আদর্শ সুলতান কে ছিলেন?
- ফিরোজ শাহ তুঘলক
১২৩) দিল্লি সালতানাত কোন শাসক পিথোরার কাছে কিলা রাই শহর প্রতিষ্ঠা করেন?
-ইলতুৎমিশ
১২৪) দিল্লি সালতানাত কোন শাসক সিরি ফোর্ট শহর প্রতিষ্ঠা করেন?
- আলাউদ্দিন খিলজি
১২৫) দিল্লি সালতানাত কোন শাসক তুঘলকবাদ শহর প্রতিষ্ঠা করেন?
-গিয়াসউদ্দিন তুঘলক
১২৬) দিল্লি সালতানাত কোন শাসক ফিরোজ শাহ কোটলা শহর প্রতিষ্ঠা করেন?
- ফিরোজ শাহ তুঘলক
১২৭) নিচের কোন গ্রন্থে ফিরোজ শাহ তুঘলকের খাল পরিকল্পনার বিশদ বিবরণ পাওয়া যায়?
- তারিখ-ই-মুবারকশাহী
১২৮) "আলাউদ্দিন খিলজির আমলে কড়া আইনের কারণে জিনিসপত্র সস্তা ছিল, কিন্তু ফিরোজ শাহ তুঘলকের সময়ে কোনও কারন ছাড়াই জিনিসপত্রের দাম সস্তা ছিল"?- বক্তা কে?
- ইবন বতুতা
১২৯) দিল্লির কোন সুলতান, জৈন সাধুদের জমি দান করেছিলেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৩০) ঐতিহাসিক হেগ দিল্লি সালতানাতের কোন শাসককে রোমান সম্রাট অগাস্টাসের সাথে তুলনা করেছেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৩১) দিল্লি সালতানাতের কোন শাসককের রাজত্বকালে ভারতীয় শাস্ত্রীয় গ্রন্থ "রাগদর্পন" ফার্সি ভাষায় অনূদিত হয়?
- ফিরোজ শাহ তুঘলক
১৩২) দিল্লি সালতানাতের কোন শাসককের নাম ছিল কামালউদ্দিন ফিরোজ?
- ফিরোজ তুঘলক
১৩৩) দিল্লি সালতানাতের কোন সুলতান সেনাবাহিনীতে 'উত্তরাধিকার নীতি' প্রবর্তন করেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৩৪) বারানীর তারিখ-ই-ফিরোজশাহী অনুসারে, মোহাম্মদ বিন তুঘলক কাকে তার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৩৫) গুজরি মহল কে নির্মাণ করেন??
- রাজা মানসিংহ, ফিরোজ শাহ তুঘলক
১৩৬) দিল্লি সালতানাতের কোন সুলতান মুশরিফে মুমালিক ও মুস্তাফির মধ্যে এক্তিয়ারগত পার্থক্য দূর করার জন্য সিদ্ধান্ত নেন যে আয়ের হিসাব মুশরিফের অধীনে থাকবে এবং ব্যয়ের হিসাব মুস্তাফির অধীনে থাকবে?
- ফিরোজ শাহ তুঘলক
১৩৭)দিল্লীর কোন কোন সুলতান ইসলাম বিরোধী সমস্ত কর সরিয়ে দিয়েছিলেন?
- কুতুবুদ্দিন আইবক, ফিরোজ শাহ তুঘলক
১৩৮) ফিরোজ শাহ তুঘলকের শাসনামলে কোন কর ছিল, যুদ্ধের সময় প্রাপ্ত লুঠ করা সাম্পত্তির 1/6 ভাগ?
- খামস
১৩৯) মুহাম্মদ বিন তুঘলকের সময়ে কে প্রথম দৌলতাবাদ (দেবগিরি) রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেন?
- মালিক মাখ
১৪০) ঐতিহাসিক হেগ কোন শাসককে রাজ্য দখলকারী বলেছেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৪১) নিচের কোন সুলতানের শাসনামলে ফিরদৌসিয়া সুফিদের নিপীড়ন ও মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়েছিল?
- ফিরোজ শাহ তুঘলক
১৪২) দিল্লি সালতানাতের কোন সুলতান সেচ কর আরোপ করেছিলেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৪৩) দিল্লি সালতানাতের কোন সুলতান যোগ্যতার ভিত্তিতে শাসন করার উপর বেশি জোর দিয়েছিলেন?
- ফিরোজ শাহ তুঘলক, আওরঙ্গজেব
১৪৪) দিল্লি সালতানাতের কোন সুলতান জুম্মার নামাজের পর গান শুনতেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৪৫) নিচের কোন বইটি সুলতান বলবনের রাজত্ব থেকে শুরু এবং ফিরুজ শাহ তুঘলকের রাজত্বের ষষ্ঠ বছরে শেষ হয়?
- তারিখ ই ফিরোজশাহী
১৪৬) ফিরোজ শাহ তুঘলক কুতুব মিনার কত তলা নির্মাণ করেন?
- ৫
১৪৭) কোন সুলতানের আমলে আঙ্গুরের দাম "সের" প্রতি এক জিতলে নেমেছিল?
- ফিরোজ শাহ তুঘলক
১৪৮) দিল্লি সালতানাতের কোন সুলতান জৌনপুর শহর কে প্রতিষ্ঠা করেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৪৯) জিয়াউদ্দিন বারানী দিল্লির কোন সুলতানকে ‘যোগ ও সময়’ সুলতান বলে সম্বোধন করেছেন?
- ফিরোজ শাহ তুঘলক
১৫০)'শামস-ই-সিরাজ' অনুসারে, কোন শাসকের আমলে দোয়াবকে 55টি পরগনা দেওয়া হয়েছিল?
- ফিরোজ শাহ তুঘলক
ফিরোজ শাহ তুঘলক প্রথম পার্ট >>>>>
ফিরোজ শাহ তুগলক তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here