Type Here to Get Search Results !

গিয়াসউদ্দিন তুগলক তৃতীয় পর্ব [Giyusuddin Tughlok 3rd Part]

 



গিয়াসউদ্দিন তুগলক তৃতীয় পর্ব

set by- Manas Adhikary

 

গিয়াসউদ্দিন তুগলক তৃতীয় পর্ব Giyusuddin Tughlok 3rd Part.

গিয়াসউদ্দিন তুগলক|গিয়াসউদ্দিন তুঘলক| Giyusuddin Tughlok MCQ

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গিয়াসউদ্দিন তুগলক তৃতীয় পর্ব।   এর আগে  প্রথম ও দ্বিতিয়  পর্বে এই টপিকের সংক্ষিপ্তরূপ এবং  ৪৫ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছিল। আজ এই পর্বে থাকছে গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কিত আরো  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

গিয়াসউদ্দিন তুগলক তৃতীয় পর্ব MCQ  Giyusuddin Tughlok 3rd Part MCQ.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

৪৬) নিজামুদ্দিন আউলিয়া কত জন সুলতানের রাজত্বকালে ছিলেন?

- সাতজন সুলতান দিল্লির সিংহাসনে বসেছিলেন, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া কারও দরবারে যাননি

৪৭) গিয়াসউদ্দিন তুঘলকের তিরহুত আক্রমণের বিস্তারিত বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়?

- বাসাতিনুল নস

৪৮) গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু সম্পর্কে কোন ঐতিহাসিক বলেছেন যে-  আকাশ থেকে বজ্রপাত হয় এবং সুলতান চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যান?

- জিয়াউদ্দিন বারুনী  

৪৯) কোন সুলতান সাম্রাজ্যে সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন?

- গিয়াসউদ্দিন তুঘলক

৫০) কোন সুলতান মজলিস--হুকরাম গঠন করেন?

- গিয়াসউদ্দিন তুঘলক

৫১) তেলেঙ্গানা কোন শাসকের আমলে দিল্লি সালতানাতের সাথে একীভূত হয়?

- গিয়াসউদ্দিন তুঘলক  

৫২) গিয়াসউদ্দীন তুঘলক সম্পর্কে কে বলেছেন যে, সে 100 জন পণ্ডিতের মাথার কাপড় তার মুকুটের নিচে রাখতেন, তিনি যা কিছু করেছেন সবগুলিই ছিল  বিচক্ষণ বুদ্ধিমত্তায় পরিপূর্ণ 

- আমির খসরু

৫৩) গিয়াসউদ্দিন তুঘলক রাজকবি আমীর খসরুকে মাসে কত টাকা পেনশন দিতেন?

- 1000 টাকা

৫৪) দিল্লি সালতানাতের প্রথম  কোন সুলতান যিনি কৃষকদের কল্যাণের জন্য চেষ্টা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে - কৃষকদের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে দেশকে ধ্বংস করা উচিত নয় এবং সংস্কারের পথ রুদ্ধ করা উচিত নয়

- গিয়াসউদ্দিন তুঘলক  

৫৫) আমার তীর-ধনুক আমার সিংহাসন এই কথা কে বলেছেন?

- গিয়াসউদ্দিন তুঘলক

৫৬) তাতারদের বিরুদ্ধে গিয়াসউদ্দিন তুঘলকের বিজয়ের সংখ্যা কোন ঐতিহাসিকরা কতবার উল্লেখ করেছেন?

- ইবন বতুতা – 21, আমীর খসরু – 18, বারুনি – 20

৫৭) গিয়াসউদ্দিন তুঘলক মুলতানের জামে মসজিদ নিবন্ধে কতবার তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বলে উল্লেখ করেছেন?

- 29 বার

৫৮) নিজামুদ্দিন আউলিয়া কোন অভিযান থেকে ফেরার সময় গিয়াসউদ্দিন তুঘলকের কাছেহুনাস্ত, দিল্লি দুরস্ত (দিল্লি দূর)’ বলেছিলেন

- বাংলা

৫৯) মোহাম্মদ বিন তুঘলক নির্দোষ, বজ্রপাতের কারণে সেই প্রাসাদটি ধসে পড়ে উপরোক্ত বক্তব্যটি কার?

- বারুনি

৬০) কে কে  মহম্মদ বিন তুঘলককে পিতৃহন্তা বলে মনে করেন?

- আবুল ফজল, ইসামি, বদায়ুনী, ইবন বতুতা

৬১) গিয়াসউদ্দিন তুঘলকের সময় 1324 সালে কোন মঙ্গোল ভারত আক্রমণ করেছিল? ,

- শেরমুঘল

৬২) গিয়াসউদ্দিন তুঘলক কবে বাংলায় অভিযান চালান?

- 1324 খ্রি 

৬৩) কবে গিয়াসউদ্দিন তার বড় ছেলে জুন খা-এর নেতৃত্বে বরাঙ্গল অভিযান পরিচালনা করেছিলেন?

- 1321 খ্রি

৬৪) গিয়াসউদ্দিনের সময় সৈন্যদের বেতন রেজিস্টারের নাম কি ছিল?

- ওয়াসিলাত--হাশাম

৬৫) গিয়াসউদ্দিনের সময় সৈন্যদের বেতন রেজিস্টার ওয়াসিলাত--হাশাম কে পরীক্ষা করতেন?

- তিনি নিজেই

৬৫) গিয়াসউদ্দিন পুরোনো টাকা অর্থ  উদ্ধারের জন্য একটি রেজিস্টার তৈরি করেন। তার নাম কি?

- দফতর--ফজিলাত--হাশাম

৬৬) গিয়াসউদ্দিন তার সৈন্যদের সাথে তার নিজের ছেলের মতো ব্যবহার করতেন , উপরের বিবৃতিটি কার?

- বারুনি

৬৭) কৃষকদের এত ধনী হওয়া উচিত নয় যে তারা বিদ্রোহ করবে, এবং তাদের এত দরিদ্র হওয়া উচিত নয় যে তারা কৃষিকাজ থেকে পালিয়ে যায় - কোন শাসক এই বক্তব্যের সাথে সম্পর্কিত ছিলেন?

- গিয়াসউদ্দিন তুঘলক

৬৮) বারুনির মতে, কোন সুলতানের  অর্থনৈতিক নীতির ভিত্তি ছিল রাসমিয়ান (মধ্যবিত্ত নীতি) ,

- গিয়াসউদ্দিন তুঘলক

৬৯) গিয়াসউদ্দিন তুঘলক কত মাইল অন্তর একটি  করে ডাকঘর স্থাপন করেন?

- 3 মাইল

 ৭০) ‘গিয়াসউদ্দিনের বিচার ব্যবস্থার কারণে একটি নেকড়েও ভেড়ার দিকে তাকাতে পারে না’- উপরের বিবৃতিটি কার?

- বারুনি

৭১) কোন শাসক গিয়াসউদ্দিন তুঘলককে উত্তর পশ্চিম সীমান্তের প্রধান প্রহরী নিযুক্ত করেছিলেন?

- আলাউদ্দিন খিলজি

৭২) মুলতানের জামে মসজিদের নিবন্ধে কোন সুলতান বলেছেন-

আমি তাতারদের বিরুদ্ধে 29টি যুদ্ধ করেছি, তারপর আমি গাজী উপাধি পেয়েছি’

- গিয়াসউদ্দিন তুঘলক

৭৩) কে তুঘলকদেরকে তুর্কিদের করণ শাখা বলেছিল?

- ইবন বতুতা

৭৪) গিয়াসউদ্দিন তুঘলক ছাড়াও কোন শাসক সুলতান হওয়ার আগে উত্তর-পশ্চিম সীমান্তের প্রধান প্রহরী হিসেবে কাজ করছিলেন?

- জালালউদ্দিন খিলজি

৭৫) মুহাম্মদ বিন তুঘলকের মুদ্রায় গিয়াসউদ্দিন তুঘলকের কোন উপাধি পাওয়া যায়?

- আল শহীদ

৭৬) সুলতানি আমলে ডাক ব্যবস্থা সংগঠিত সুবিন্যস্ত করার কৃতিত্ব নিচের কোন সুলতানকে দেওয়া হয়?

- গিয়াসউদ্দিন তুঘলক

৭৭) দিল্লি সালতানাতের কোন শাসকের আমলে  নিজামুদ্দিন আউলিয়াকে ৫৩ জন উলামার আদালতে বিচার করা হয়েছিল এবং নিজামুদ্দিন আউলিয়া বেকসুর খালাস পেয়েছিলেন?

-  গিয়াসউদ্দিন তুঘলক

৭৮) দিল্লির সুলতানদের মধ্যে কে খারাজ সংগ্রহের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের নীতির পক্ষে ছিলেন?

- গিয়াসউদ্দিন তুঘলক

৭৯) "সূর্যোদয়ের সময় তুঘলকাবাদে সোনার ইট দিয়ে নির্মিত প্রাসাদটি এত উজ্জ্বল হয়ে ওঠে যে কেউ তার দিকে তাকাতে পারে না"  - প্রাসাদটি কার ছিল?

- গিয়াসউদ্দিন তুঘলক

৮০) গিয়াসউদ্দিন তুঘলক বঙ্গীয় অভিযান থেকে ফিরে এসে দিল্লি থেকে কত দূরে শিবির স্থাপন করেছিলেন?

- কিলোমিটার আগে

৮১) গিয়াসউদ্দিন তুঘলক কবে মৃত্যুবরণ করেন?

-1325 খ্রি

৮২) গিয়াসউদ্দিনের সাথে আর কে  কাঠের প্রাসাদে পিষ্ট হয়ে মারা যান?

-  ছোট ছেলে মাহমুদ

৮৩) গিয়াসউদ্দিন তুঘলক এর সমাধি কে তৈরি করেছিলেন?

-  তিনি নিজেই

৮৪) কোন সুলতানের  সমাধি শের শাহের সমাধির পূর্বসূরি বলে জানা যায়

- গিয়াসউদ্দিন তুঘলকের সমাধি

৮৫) গিয়াসউদ্দিন তুঘলকের সমাধি কোথায় অবস্থিত?

- নয়াদিল্লি

 

গিয়াসউদ্দিন তুঘলক প্রথম পর্ব>>>>

গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

গিয়াসউদ্দিন তুগলক|গিয়াসউদ্দিন তুঘলক| Giyusuddin Tughlok MCQ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad