Type Here to Get Search Results !

মহম্মদ বিন তুগলক প্রথম পর্ব MCQ [Muhammad Bin Tughlaq]


 

মহম্মদ বিন তুঘলক

By- Manas Adhikary


মহম্মদ বিন  তুগলক প্রথম পর্ব Md Bin Tughlaq 1st Part.

মহম্মদ বিন তুগলক| ইতিহাসের পাগলা রাজা| Mohammadf Bin Tughlaq MCQ| Mohd Bin Tughlaq| Md Bin Tughlaq| Mahmud Bin Tughlaq| Jauna Khan| Tughlaq Coins|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মহম্মদ বিন তুগলক প্রথম পর্ব।  আজ এই পর্বে থাকছে মহম্মদ বিন তুগলক সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা সাথে কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

মহম্মদ বিন  তুগলক প্রথম পর্ব MCQ  Md Bin Tughlaq 1st Part MCQ.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন তুঘলকের মৃত্যু হলে তাঁর পুত্র জুনা খান, মহম্মদ বিন তুঘলক নাম ধারন করে দিল্লীর সিংহাসনে বসেন ১৩২৫ খ্রিস্টাব্দে জুনা খান ছােটবেলায় সামরিক বেসামরিক উভয় শিক্ষা অত্যন্ত দক্ষতার সাথে গ্রহন করেছিলেন তিনি একজন সাধারন সৈনিক হিসাবে খলজী আমলের শেষদিকে নাসিরুদ্দিন খসরু শাহের আমলে তাঁর কর্মজীবন শুরু করেন নাসিরুদ্দিন খসরু সাহ তাঁকেআমির--আখুর’ বা রাজকীয় অশ্বশালার তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করেন তুঘলক বংশের প্রতিশঠাকালে* জুনা খাঁ তাঁর পিতা গিয়াস উদ্দীন তুঘলককে প্রভূত পরিমানে সাহায্য করেছিল সুলতান গিয়াস উদ্দীন তুঘলক তাঁর পুত্র জুনা খাঁকেউলুগ খান’ উপাধিতে ভূষিত করেছিলেন ১৩২৫ খ্রিস্টাব্দ থেকে ১৩৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত মােট ২৬ বছর মহম্মদ বিন তুঘলক দিল্লীর সুলতান হিসাবে অধিষ্ঠিত ছিলেন

মহম্মদ বিন তুঘলক তাঁর রাজত্বকালে উল্লেখযােগ্য পাঁচটি পরিকল্পনা গ্রহন করেছিলেন সেগুলি হল-

) দেবগিরিতে রাজধানী স্থানান্তর

) খােরাসান অভিযান

) তাম্র মুদ্রার প্রচলন

) কারাচিল অভিযান

) দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি

দেবগিরিতে রাজধানী স্থানান্তরকরন

মহম্মদ বিন তুঘলকের একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া এই সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে মহম্মদ বিন তুঘলকের বুদ্ধিমত্তার ছাপ পরিলক্ষিত হয় প্রথমত, দেবগিরি অবস্থানগত দিক দেখলে বােঝা যায় যে এটি মহম্মদ বিন তুঘলকের সাম্রাজ্যের মধ্যভাগে অবস্থিত ছিল ফলে এখান সমগ্র দেশের উপর লক্ষ্য রাখাটা অনেক সহজ ছিল৷ দ্বিতীয়ত, দেশের মধ্যভাগে অবস্থিত ছিল বলে  মােঙ্গল আক্রমন থেকে  রাজধানীকে সুরক্ষিত রাখা যেত

সর্বোপরি, দাক্ষিণাত্যে ইসলাম ধর্ম সম্প্রসারনের জন্য দেবগিরির অবস্থান ছিল অনেকটাই সুবিধাজনক

কিন্তু মহম্মদ বিন তুঘলক এই পরিকল্পনা সফল করতে গিয়ে একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহন করেন প্রথমত, দিল্লী থেকে দেবগিরি বা দৌলতাবাদের দূরত্ব ছিল অনেক বেশী এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন গ্রীষ্মকালে৷ ফলে  দিল্লী থেকে যারা নতুন রাজধানীর দিকে যাত্রা করেছিল তাদের কষ্টের শেষ ছিল না দ্বিতীয়ত, দেবগিরি থেকে উত্তরভারতের দূরত্ব অনেকটাই বেশী হওয়ায় দেবগিরি থেকে উত্তরভারতের উপর নজর দেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য ছিল তাই শেষ পর্যন্ত এই পরিকল্পনা পুরােপুরি ব্যর্থ হয় রাজধানী আবার দিল্লীতেই স্থানান্তরিত হয়

খােরাসান অভিযান

১৩২৭-১৩২৮ খ্রিস্টাব্দে সুলতান মহম্মদ বিন তুঘলক খােরাসান অভিযানের পরিকল্পনা গ্রহন করেছিলেন এই সময় পারস্যের ইলখানি শাসক ছিলেন আবু সাইদ তাঁর খােরাসান পরিকল্পনা করার কারনগুলি মধ্যে অন্যতম ছিল সুলতানের দরবারে আশ্রয়প্রাপ্ত কতিপয় আমিরের প্ররােচনা, ট্রান্সঅক্সিয়ানার মােঙ্গল শাসক তারমাশিরিন এবং মিশরের মামলুক সুলতান আল নাসিরের সর্বাত্মক সহযােগীতার আশ্বাস এবং ইলখানি শাসক আবু সাইদের দূর্বলতা বিশেষভাবে উল্লেখযােগ্য খােরাসান অভিযানের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সুলতান ৩৭০০০০ সৈন্যের এক বিশাল সেনাবাহিনী গঠন করেন এবং একবছর ধরে তাদের বেতন ভাতাদি প্রদান করেন কিন্তু মধ্য এশিয়ার রাজনৈতিক পট পরিবর্তন, উপযুক্ত সামরিক শক্তির অভাব, ভৌগলিক অসুবিধা, ট্রান্সঅক্সিয়ানার তারমাশিরিনের ক্ষমতাচ্যুতি, মিশরের সুলতান আল-নাসির ইলখানি সুলতান আবু সাইদের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং সর্বোপরি হিন্দুকুশ পর্বতের গিরিপথে সৈন্য প্রেরনের অসুবিধা প্রভৃতি কারনে সুলতান মহম্মদ বিন তুঘলক খােরাসান অভিযান বাতিল করেন৷

তাম্রমুদ্রার প্রচলন

প্রভৃতি পরিকল্পনা গ্রহন এবং সেগুলি ব্যর্থ হয়ে যাওয়ার ফলে রাজকোষে আর্থিক  সংকট দেখা দিলে ১৩২৯-১৩৩০ খ্রিস্টাব্দে সুলতান মহম্মদ বিন তুঘলক পরীক্ষামূলক পদক্ষেপ হিসাবে প্রতীক তাম্র-মুদ্রা প্রবর্তন করেন। কিন্তু তিনি এক্ষেত্রে বাস্তব জ্ঞানের পরিচয় দেননি। তাঁর প্রচলিত মুদ্রা যাতে কেউ জাল না করতে পারে তার কোনরূপ ব্যবস্থা তিনি করেননি ফলে বাজারে জাল নােট ছেয়ে যায় এবং এইসাথে তাঁর পরিকল্পনা ব্যর্থ হয়৷

কারাচিল অভিযান

চীন হিন্দুস্থানের মধ্যবর্তী অঞ্চলে একটি ছােট্ট হিন্দু রাজ্য ছিল কারাচিল এই কারাচিলের স্থানিয় গােত্রের মানুষজন প্রায় সময় উত্তর দিক থেকে সুলতানি সাম্রাজ্য আক্রমন করত এবং সীমান্তবর্তী অঞ্চলে নানা প্রকার উপদ্রব সৃষ্টি করে সুলতানকে ব্যতিব্যস্ত করে রাখত সুলতান এদের বিরুদ্ধে ১৩৩২-১৩৩৩ সালে খসরু মালিকের নেতৃত্বে একটি অভিযান প্রেরন করেন সুলতান প্রেরিত বাহিনী প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হলেও পার্বত্য সর্দাররা সন্ধি স্বাক্ষর করে বাৎসরিক কর প্রদানে সম্মত হয়

দোয়াব-অঞ্চলে কর বৃদ্ধি

গঙ্গা-যমুনার মধ্যবর্তী উর্বর ভূমি দোয়াব অঞ্চল নামে পরিচিত ছিল বিভিন্ন কারনে রাজকোষে আর্থিক সংকট দেখা দিলে সুলতান দিল্লী সালতানাতেরশস্যভান্ডার’ নামে পরিচিত উর্বর দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন কিন্তু দুর্ভাগ্যবশত এই সময় অনাবৃষ্টিজনিত কারনে ফসল উৎপাদন ব্যাহত হলে দুর্ভিক্ষ দেখা দেয় সুলতান জনগনের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে মুক্ত হস্তে অর্থ সাহায্য করেন, কূপ খনন এবং সরকারি লঙ্গরখানা স্থাপন করে দৈনিক ৫০০ ক্ষুধার্ত লােকের খাদ্য সরবরাহ করেন এভাবে সুলতান মহম্মব বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা নানাবিধ কারনে ব্যর্থতায় পর্যবসিত হয়৷

মহম্মদ বিন তুঘলক তার উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য সমালােচিত হলেও তিনি আসলে ছিলেন এমন একজন শাসক যাকে ভুল বােঝা হয়েছিল তিনি চেয়েছিলেন নতুন পরিকল্পনার মাধ্যমে সাম্রজ্যের উন্নতি সাধন করতে কিন্তু দুর্ভাগ্যক্রমে তাঁর এসব পরিকল্পনা ব্যর্থ হয় এবং সাম্রাজ্যে বিদ্রোহ দেখা দেয় অতঃপর ১৩৫১ সালে এই আকর্ষনীয় সুলতানের মৃত্যু হয়৷

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?

- জুনা খাঁ

) মহম্মদ বিন তুঘলকের পিতার নাম কী?

- গিয়াস উদ্দিন তুঘলকপ

) মহম্মদ বিন তুঘলকের কাকার নাম কী?

- রজব

) মহম্মদ বিন তুঘলকের শিক্ষাগুরুর নাম কী?

- কুতুল খান

) মহম্মদ বিন তুঘলকের ধর্মগুরুর নাম কী?

- নিজাম উদ্দিন আউলিয়া

) দিল্লীর কোন সুলতান একজন বিখ্যাত হস্তলিপি শিল্পী ছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

) দিল্লীর কোন সুলতান সবথেকে বেশী শিক্ষিত ছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

) দিল্লী সুলতানিতের সর্বাধিক জ্ঞানী শাসক যিনি জ্যোতির্বিজ্ঞান, গনিত এবং চিকিৎসা সহ অনেকগুলি শাখার বিশেষজ্ঞ ছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

) পাগলা রাজা কাকে বলা হয়?

- মহম্মদ বিন তুঘলক

১০) কোন সুলতান দয়ার সাগর নামে পরিচিত ছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

১১) মহম্মদ বিন তুঘলক কোন সময় উলেমাদের সাথে মিলিত হয়ে ইসলাম ধর্মের নানা দিক সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জনের চেষ্টা করতেন?

- সন্ধ্যাবেলা

১২) কোন সুলতান জৈন সন্ন্যাসীদের জন্য আশ্রম নির্মান এবং একটি গাে-মঠনির্মানের জন্য সরকারি অর্থও ব্যয় করেন?

- মহম্মদ বিন তুঘলক

১৩) মহম্মদ বিন তুঘলক কোন খলিফার কাছ থেকে সুলতান এর মান্যতা প্রাপ্ত করেন?

- মিশরের খলিফা দ্বিতীয় আলহাকিম

১৪) মহম্মদ বিন তুঘলক রাজধানী দিল্লী থেকে যেস্থানে স্থানান্তরিত করেন সেই স্থানের পূর্ব নাম কী ছিল?

- দেবগিরি (পরে মহম্মদ বিন তুঘলক এর নাম দেন দৌলতাবাদ) ১৫) কোন সুলতান রাজধানী দিল্লী থেকে সরিয়ে দৌলতাবাদ (দেবগিরিতে) নিয়ে যান?

-মহম্মদ বিন তুঘলক

১৬) মহম্মদ বিন তুঘলক কবে দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ করেন?

-১৩২৭ সালে

১৭) মহম্মদ বিন তুঘলক কাকে সাথে নিয়ে দেবগিরি যান?

- ইসামীদ

১৮) মহম্মদ বিন তুঘলক দিল্লী থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন দিল্লী থেকে দেবগিরির দূরত্ব কত ছিল?

- পায়ে হেঁটে ৪০ (চল্লিশ) দিনের (৭০০ কিমি)

১৯) মহম্মদ বিন তুঘলক দেবগিরিতে রাজধানী স্থানান্তকরনের কত বছর পর আবার দিল্লীতে ফিরে আসেন?

- বছর

২০) মহম্মদ বিন তুঘলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কী?

- আদল বা আধুলি

২১) মহম্মদ বিন তুঘলক প্রচলিত স্বর্নমুদ্রার নাম কী?

- দিনার

২২) মহম্মদ বিন তুঘলকের তাম্রমিশ্রিত ধাতব মুদ্রার নাম কী?

- দোকানী

২৩) দিল্লীর কোন সুলতান অধুনা কাগজের নােটের মত টোকন মুদ্রার প্রচলন করেছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

২৪) দোকানি মুদ্রা কে প্রচলন করেন?

- মহম্মদ বিন তুঘলক

২৫) দিল্লীর কোন সুলতান মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন?

- মহম্মদ বিন তুঘলক

২৬) মহম্মদ বিন তুঘলক কোন ধাতুর মুদ্রা প্রচল করেন?

- তামা

২৭) দিল্লীর কোন সুলতান সাসঘানি মুদ্রার প্রচলন করেন?

- মহম্মদ বিন তুঘলক

২৮) মহম্মদ অ্যাডলিস নামক একটি রৌপ্যমদ্রা প্রচলন করেছিলেন কিন্ত জনপ্রিয়তা গ্রহনযােগ্যতার অভাবের জন্য এই মুদ্রাটি বন্ধ হয়ে যায় প্রশ্ন হলাে প্রচলতি হওয়ার কতদিন মুদ্রাটি বন্ধ হয়ে গিয়েছিল?

- সাতবছর

২৯) Prince of Moneyers কোন সুলতানকে বলা হয়?

- মহম্মদ বিন তুঘলক (by -Edward Thomas)

৩০) কোন সুলতান মুদ্রা থেকে নিজের নাম সরিয়ে খলিফার নাম উৎকীর্ন করেন?

-মহম্মদ বিন তুঘলক

৩১) দুর্ভিক্ষের সময় দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি করেন কে?

- মহম্মদ বিন তুঘলক

৩২) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম দুর্ভিক্ষ আইন প্রবর্তন করেন?

-মহম্মদ বিন তুঘলক

৩৩) পিতা গিয়াস উদ্দিন তুঘলকের আমলে মহম্মদ বিন তুঘলক একটি রাজ্যজয় করেছিলেন সেই রাজ্যটির নাম কী?

- বরাঙ্গল (১৩২৪)

৩৪) দিল্লীর কোন সুলতান কৃষকদেরতাকাভি’ নামক কৃষি ঋন দানের ব্যবস্থা করেন?

- মহম্মদ বিন তুঘলক

৩৫) মহম্মদ বিন তুঘলকআমির--কোহী’ নামক দপ্তর কেন তৈরী করেছিলেন?

-কৃষি ব্যবস্থার উন্নতির জন্য (পতিত জমি উদ্ধারের জন্য)

৩৬) দিল্লীর কোন সুলতান ভিজিলেন্স সিস্টেম চালু করেন?

- মহম্মদ বিন তুঘলক।

৩৭) মহম্মদ বিন তুঘলক যে ভিজিলেন্স সিস্টেম গড়ে তােলেন তাঁর নাম কী?

-দেওয়ান--সিয়াসত

৩৮) উলাক ব্যবস্থা কে প্রচলন করেন?

- মহম্মদ বিন তুঘলক

৩৯) ‘দিওয়ান--কোহী’ কে স্থাপন করেন?

- মহম্মদ বিন তুঘলক

৪০) ভারতে কে সর্বপ্রথম সতীদাহ প্রথা বন্ধ করার প্রচেষ্টা করেছিলেন?

- মহম্মদ বিন তুঘলক (যদি তিনি সফল হতে পারেননি)

৪১) কার রাজত্বকালে সুলতানি সাম্রাজ্যের আয়তন সবচেয়ে বেশি হয়েছিল?

- মহম্মদ বিন তুঘলক

৪২) মহম্মদ বিন তুঘলক দিল্লীতে যে শহরের গােড়াপত্তন করেন তার নাম কি?

-ইন্দ্রাপোস্টা

৪৩) ‘স্বর্গদ্বারি’ যেখানে মহম্মদ বিন তুঘলক আড়াই বছর কাটিয়েছিলেন, সেই স্থানটি বর্তমানে কোথায় অবস্থিত?

- উত্তরপ্রদেশের কানপুরে

৪৪) দিল্লীর কোন সুলতান রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ বন্ধ করেন?

- মহম্মদ বিন তুঘলক

৪৫) মহম্মদ বিন তুঘলকের আমলে ঘােড়ার ডাক ব্যবস্থা কে কী বলেন?

- উলাক

৪৬) কার আমলে বিজয়নগর বাহমনি সালতানাত প্রতিষ্ঠিত হয়?

- মহম্মদ বিন তুঘলক (বিজয়নগর -১৩৩৬ এবং বাহমনি সালতানাত- ১৩৮৭)

৪৭) হরিহর বুক্ক যখন দক্ষিন ভারতে বিজয়নগর সাম্রাজ্যের স্থাপন করেন তখন দিল্লীর সুলতান কে ছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

৪৯) মহম্মদ বিন তুঘলকের সমসাময়িক বাহমনি রাজ্যের শাসক কে ছিলেন?

- হাসান গঙ্গ (বাহমান শাহ)

৫০) মহম্মদ বিন তুঘলকের সমসাময়িক মাদুরাই এর শাসক কে ছিলেন?

- জালাল উদ্দিন আহসান শাহ

৫১) দিল্লীর কোন সুলতান Postal System চালু করেন?

- মহম্মদ বিন তুঘলক ( অনেকে মনে করেন যে গিয়াস উদ্দীন তুঘলক আসলে গিয়াস উদ্দীন তুঘলক চালু করার চেষ্টা করলেও তিনি Postal system চালু করতে পারেন নি)

৫২) দিল্লীর কোন সুলতান সেনাবাহিনীতে দশমিক প্রথা চালু করেন?

- মহম্মদ বিন তুঘলক

৫৩) মহম্মদ বিন তুঘলক প্রচলিত পায়ে হেঁটে ডাক ব্যবস্থাকে কি বলা হয়?

- দাওয়া

৫৪) দিল্লীর কোন সুলতান ভারতে প্রথম কৃষি মন্ত্রক স্থাপন করেন?

- মহম্মদ বিন তুঘলক

৫৫) মধ্য যুগের কোন শাসক প্রথম কোন কৃষিমন্ত্রক/ কৃষিসচিব রেখেছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

৫৬) দিল্লীর কোন সুলতানদেওয়ান--শিয়াশত’ নামক পদটি সৃষ্টি করেন?

- মহম্মদ বিন তুঘলক

৫৭) দিল্লীর কোন সুলতান জাহানপনা শহরটি নির্মান করেন?

- মহম্মদ বিন তুঘলক

৫৮) মহম্মদ বিন তুঘলক কবে কারাজল অভিযান করেন?

- ১৩৩৭-৩৮ সালে

৫৯) মহম্মদ বিন তুঘলক কবে নাগরকোট জয় করেন?

- ১৩৩৭ সালে।

৬০) মহম্মদ বিন তুঘলক চীনের কোন রাজার দরবারে দূত পাঠান?

- কুবলাই খাঁ

৬১) মহম্মদ বিন তুঘলক কোন মােঙ্গল নেতার অনুকরনে ব্রোঞ্জের (কাঁসা) মুদ্রা প্রচলন করেন?

- কুবলাই খান।

৬২) মহম্মদ বিন তুঘলক বাংলাকে কয়টি ইত্তায় ভাগ করেন?

- টি

৬৩) মহম্মদ বিন তুঘলক কোন হিন্দু মন্দির পুনরায় নির্মান করেন?

- কল্যানের হিন্দু মন্দির।

৬৪) মহম্মদ বিন তুঘলকের আমলে জাহানপানা শহরের প্রধান মসজিদটির নাম কী ছিল?

- বেগমপুরী মসজিদ (এটি দিল্লীর নিকটে বেগমপুরের শ্রী অরবিন্দ রােডে অরবিন্দ আশ্রমের কাছে অবস্থিত)

৬৫) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম সুলতানের সাম্রাজ্যকেদার-উল-ইসলাম’ এর অংশ বলে চিহ্নিত করেন?

- মহম্মদ বিন তুঘলক

৬৬) ফকর উদ্দীন দিল্লীর কোন সুলতানের রাজত্বকালে বিদ্রোহ ঘােষনা করেন?

-মহম্মদ বিন তুঘলক

৬৭) দিল্লীর কোন সুলতান চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন?

- মহম্মদ বিন তুঘলক

৬৮) বিখ্যাত জৈনপন্ডিত রাজশেখর দিল্লীর কোন সুলতানের পৃষ্ঠপােষকতা লাভ করেন?

- মহম্মদ বিন তুঘলক

৬৯) কোন সুলতানের রাজনৈতিক আদর্শের মূলকথা ছিল ভারতের রাজনৈতিক ভাবগত ঐক্য প্রতিষ্ঠা?

- মহম্মদ বিন তুঘলক

৭০) মৃত্যুর পূর্বে মহম্মদ বিন তুঘলক কাকে বলেছিলেনআমার রাজ্য রােগগ্রস্ত, কোন চিকিৎসকই তাকে সুস্থ করতে পারবে না’?

- জিয়াউদ্দীন বারীনকে

৭১) দিল্লীর কোন সুলতান নামাজ পড়ার সময় বলবন থেকে শুরু করে পূর্বসুরিদের নাম মুছে দিয়েছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

৭২) দিল্লীর কোন সুলতানের আমলে দক্ষিন ভারতে প্রথম ফার্সী চর্চা ছড়িয়ে পড়ে?

-মহম্মদ বিন তুঘলক

৭৩) না দেখে কোরান বলতে পারতেন কোন সুলতান?

- মহম্মদ বিন তুঘলক

৭৪) মহম্মদ বিন তুঘলক এর সর্বশেষ আক্রমন কোনটি?

- ১৩৫১ সালের ঠাট্টার তাঘির বিদ্রোহ

৭৫) মহম্মদ বিন তুঘলক কার বিদ্রোহ দমন করতে গিয়ে মারা যান?

- অঘির খাঁন

৭৬) ইবন বতুতা দিল্লীর কোন সুলতানের আমলে ভারতে আসেন?

- মহম্মদ বিন তুঘলক

৭৭) ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম কী?

- কিতাব-উল-রিহালা

৭৮) ইবনবতুতা মহম্মদ বিন তুঘলকের প্রধান কাজী হিসাবে কত বছর দায়িত্বভার গ্রহন করেন?

- আট বছর

৭৯) মহম্মদ বিন তুঘলক কাকে দূতরূপে চীনের সম্রাটের কাছে পাঠান?

- ইবনবতুতা

৮০) ইবনবতুতার মতে মহম্মদ বিন তুঘলকের প্রিয় খাদ্য কি ছিল?

- মুর্গী-মুসালাম

৮১) দিল্লীর সুলতানদের মধ্যে জ্ঞানীমুখ কাকে বলা হয়?

- মহম্মদ বিন তুঘলক

৮২) সুলতানী যুগের ক্যারাভ্যান কাকে বলা হয়?

- মহম্মদ বিন তুঘলক

৮৩) মহম্মদ বিন তুঘলককে কে বিকৃত মস্তিষ্ক বা পাগলা রাজা বলেছেন?

-এলিফিনস্টোন

৮৪) মহম্মদ বিন তুঘলককে কোন মধ্যকালীন ঐতিহাসিকহিন্দু মনােভাবাপন্ন পৌন্ডলিক সুলতান’ বলে ব্যঙ্গ করেন?

- ইসামী

৮৫) “মহম্মদ বিন তুঘলক ছিলেন পরস্পরবিরােধি গুনের মিশ্রনে গঠিত”- উক্তিটি কার?

- ভিনসেন্ট স্মিথ এলফিনস্টেন

৮৬) ‘মহম্মদ বিন তুঘলক ছিলেন একদিকে দয়ার সাগর এবং অন্যদিকে ছিলেন রক্তপিপাসু’- উক্তিটি কার?

- ইবন বতুতা

৮৭) কার মতে মহম্মদ বিন তুঘলক পাগলা রাজা ছিলেন না?

- ঈশ্বরীপ্রসাদ

৮৮) কোন সুলতান নিজেকেমুহি--সুনাম-খতিন-উন-নবীন’ বলে ঘােষনা করেছিলেন?

- মহম্মদ বিন তুঘলক।

৮৯) মুহি--সুনাম-খতিন-উন-নবীন কথাটির অর্থ কী?

- নবীর ঐতিহ্য রক্ষক

৯০) মহম্মদ বিন তুঘলকের মৃত্যু হয় কত সালে?

- ১৩৫১ সালে

৯১) মহম্মদ বিন তুঘলক কোথায় মারা যান?

- ঠাট্টা প্রদেশে (সিন্ধু)

৯২) মহম্মদ বিন তুঘলক কোন অসুখে মারা যান?

- জ্বর

৯৩) দিল্লীর কোন সুলতান ইলিশ মাছ খেয়ে মারা যান?

- মহম্মদ বিন তুঘলক (ইলিশমাছ খেয়ে জ্বর আসে এবং সেই জ্বরে মারা যান)

৯৪) কোন সুলতানের মৃত্যুর পর দিল্লীর মসনদ দিনের জন্য সুলতানহীন ছিল?

-মহম্মদ বিন তুঘলক

) দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করে মহম্মদ বিন তুঘলক করের হার কত ধার্য করেন?

- উৎপন্ন ফসলের ২ভাগের ভাগ (/)

 

মহম্মদ বিন তুগলক দ্বিতীয় পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

মহম্মদ বিন তুগলক| ইতিহাসের পাগলা রাজা| Mohammadf Bin Tughlaq MCQ| Mohd Bin Tughlaq| Md Bin Tughlaq| Mahmud Bin Tughlaq| Jauna Khan| Tughlaq Coins| 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad