Type Here to Get Search Results !

গিয়াস উদ্দিন তুঘলক MCQ/GIYAS UDDIN TUGHLAK


 


গিয়াসউদ্দিন তুগলক প্রথম পর্ব

set by- Manas Adhikary

 

গিয়াসউদ্দিন তুগলক প্রথম পর্ব Giyusuddin Tughlok 1st Part.

গিয়াসউদ্দিন তুগলক|গিয়াসউদ্দিন তুঘলক| Giyusuddin Tughlok MCQ

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গিয়াসউদ্দিন তুগলক প্রথম পর্ব।  এই পর্বে থাকছে এই টপিকের সংক্ষিপ্তরূপ এবং  27 টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

গিয়াসউদ্দিন তুগলক প্রথম পর্ব MCQ  Giyusuddin Tughlok 1st Part MCQ.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


 

 

 ১৩১৬ খ্রিস্টাব্দের জানুয়ারি সুলতান আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তাঁর প্রধানমন্ত্রীমালিক তাজ-উল-মালিক কাফুরীউপাধিধারী হাজার দিনারী’ নামে খ্যাত মালিক কাফুর সুলতানের পাঁচ বছর বয়স্ক শিশুপুত্র শিহাব উদ্দিন ওমরকে দিল্লির সিংহাসনে বসান এবং নিজে অভিভাবক হিসাবে নিযুক্ত হয়ে সাম্রাজ্য শাসন করতে থাকেন তাঁর অত্যাচারের সীমা এতটাই বেড়ে গিয়েছিল যে সুলতানের দেহরক্ষীরা দিল্লির অভিজাতদের সাহায্যে ঠিক ৩৬ দিন পর তাঁকে নির্মমভাবে হত্যা করেন এরপর আলাউদ্দিন খলজীর অকর্মন্য, অলস, ভােগবিলাসী তৃতীয় পুত্র মােবারককুতুব উদ্দিন  মুবারক শাহ’ উপাধি ধারন করে দিল্লীর সিংহাসনে আরােহন করেন তাঁর সময়কালে রাজ্যে অরজকতার মাত্রা বৃদ্ধি পায় এই অরাজকতার সুযােগ নিয়ে খসরু শাহ, মুবারক শাহকে হত্যা করে দিল্লীর সিংহাসনে আরােহন করেন সমসাময়িক মুসলিম ঐতিহাসিকগন খসরু শাহের রাজত্বকালকেসন্ত্রাসের রাজত্ব’ হিসাবে চিহ্নিত করেন। খসরু খানের দুঃশাসনে অতিষ্ট হয়ে দিল্লীর অভিজাত আমির উমরাহগন পাজ্ঞাবের শাসক গাজী মালিককে দিল্লীর মসনদ দখল করার জন্য আহ্বান করেন। ১৩২০ খ্রীস্টাব্দে গাজি মালিক এক যুদ্ধে খসরু শাহকে পরাজিত নিহত করেগিয়াস উদ্দিন তুঘলক’ উপাধি ধারন করে দিল্লীর সিংহাসনে আরােহন করে দিল্লীর সিংহাসনে তুঘলক  বংশের রাজত্বের সূচনা করেন। তুঘলক বংশকেকারাউনা তুর্কি’ নামেও অভিহিত করা হয়৷ ১৩২০ খ্রিস্টাব্দ থেকে ১৪১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ৯৩ বছর এই বংশের সর্বমােট নয়জন শাসক ভারত উপমাহাদেশ শাসন করেন

 

গিয়াস উদ্দিন তুঘলকের ছােটবেলার নাম ছিল গাজী তুঘলক তিনি কারাউনা তুর্কি গােষ্ঠীর অন্তর্গত ছিলেন তার পরিবার দিল্লীতে এসেছিল গিয়াস উদ্দিন বলবনের শাসনকালে৷ গিয়াস উদ্দিন তুঘলকের পিতা বলবনের অধীনে একজন তুর্কি দাস হিসাবে নিযুক্ত হয়েছিলেন দরিদ্র পরিবারের গাজী মলিক প্রথম জীবনে একজন সাদারন* সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করেন কিন্তু তাঁর যুদ্ধে পারদর্শীতা চাতুরতা দেখে এবং প্রবল আত্মবিশ্বাস দেখে সুলতান আলাউদ্দীন খলজী তাঁকেসেনাবাহিনীর প্রধান রক্ষক’ পদে নিযুক্ত করেন ১৩০৫ সালে সুলতান আলাউদ্দিন খলজী তাঁকে পাজ্ঞাবের দীপালপুরের শাসনকর্তারূপে নিযুক্ত করেন এই সময় ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে প্রায় ২৯ বার মােঙ্গল আক্রমন হয়৷ প্রতিবারই গিয়াস উদ্দিন তুঘলক অত্যন্ত দক্ষতার সাথে তাদের মােকাবিলা করে তাদেরকে পরাস্ত করেন এই কাজে আলাউদ্দিন খলজী খুশি হয়ে তাঁকেমালিক-উল-গাজী’ বা গাজী- মালিক উপাধিতে ভূষিত করেন ১৩২০ খ্রীস্টাব্দের সেপ্টেম্বর তিনি অত্যাচারী খসরু শাহকে পরাজিত নিহত করে গিয়াস উদ্দিন তুঘলক উপাধি ধারন করে সিংহাসনে বসে তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন দিল্লীর সিংহাসনে বসে গিয়াস উদ্দিন তুঘলক, খসরু শাহের শাসনামলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তা নির্মূল করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন এর আগে সুলতান আলাউদ্দিন খলজীর আমলে বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য ভুমিকর বৃদ্ধি করা হয়েছিল৷ গিয়াস উদ্দিন তুঘলক সেই ভুমিকর হ্রাস করে উৎপন্ন ফসলের ১০ ভাগের ভাগ করে দেন তিনি কৃষিকাজের উন্নতিসাধনে জলসেচের ব্যবস্থা করেন এবং বহয়* স্থানে খাল খনন করেন গিয়াস উদ্দিন তুঘলকের সময় কৃষকদের অবস্থার পরিবর্তন হয়েছিল এছাড়া তিনি সরকারি ডাক চলাচলের জন্য লােকমারফত ঘােড়ার ব্যবস্থা করেন তিনি তাঁর পুত্র ফখরউদ্দিন মুহম্মদ জুনা খানকে তিনিউলখ খান’ উপাধিতে ভূষিত করেন তিনি ১৩২১ সালে জুনা খানের নেতৃত্বে দাক্ষিনাত্যের বরঙ্গলের কাকতীয় বংশের রুদ্রদেবের বিরুদ্ধে এক সামরিক অভিযান পাঠালে জুনা খান সেখানে বিজিত হয়ে তুঘলক বংশের পতাকা উত্তোলন করেন। এই সময় বাংলায় শামসুদ্দিন  ফিরােজ শাহের তিন পুত্রের মধ্যে বাংলার শাসন নিয়ে ব্যাপক বিরােধ দেখা দেয়। তারা নামমাত্র দিল্লীর আনুগত্য প্রকাশ করত কার্যত তারা স্বাধীনভাবেই বাংলার শাসনভার পরিচালনা করত। শামসুদ্দিন ফিরুজ শাহের পুত্রদের মধ্যে সংঘঠিত গৃহযুদ্ধ গিয়াস উদ্দিন তুঘলককে বাংলার রাজনীতিতে হস্তক্ষেপের সুযােগ করে দেয়। তিনি শামসুদ্দিন ফিরুজশাহের পুত্র উত্তরাধিকারী গিয়াস উদ্দিন বাহাদুর শাহকে পরাজিত বন্দি করে দিল্লিতে নিয়ে যান এবং সুলতানের অপর পুত্র নাসিরুদ্দিন ইব্রাহিমকে লখনৌতির সামন্ত-শাসক হিসাবে নিযুক্ত করেন৷ গিয়াস উদ্দিন তুঘলক এইসময় পূর্ববঙ্গ ত্রিহুত অধিকার করেছিলেন। বাংলা জয় করে ফেরার পথে দিল্লির থেকে ছয়মাইল দূরে আফগানপুরে তাঁর পুত্র জুনা খাঁ কর্তৃক সংবর্ধনা সভায় এক তােরন রহস্যজনক ভাবে তাঁর উপর পড়লে তিনি তাঁর সঙ্গে থাকা জেষ্ঠ্য পুত্র আহমেদ বিন তুঘলক তােরনের নীচে চাপা পড়ে মারা যান অনেক ঐতিহাসকের মতে এটি ছিল জুনা খানে চক্রান্ত আবার অনেক ঐতিহাসিক মনে করেন বজ্রপাতের ফলে তােরনটি ভেঙে পড়েছিল এরপর অপ্রত্যাশিত ভাবে গিয়াস উদ্দিন তুঘলকের কনিষ্ঠ পুত্র জুনা খান দিল্লীর সিংহাসনে অধিকারী হন

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) কোন বংশ দীর্ঘকাল রাজত্ব করেছিল?

- তুঘলক

) তুঘলকরা জাতিতে কী ছিলেন?

- তুর্কি

) গিয়াস উদ্দিন তুঘলক কার সেনাপতি ছিলেন?

- আলাউদ্দিন খলজীর

) গিয়াস উদ্দিন তুঘলককে কে গাজি মালিক বা মালিক--গাজী উপাধিতে ভুষিত করেন?

- আলাউদ্দিন খলজী

) গাজী শব্দটির অর্থ কী?

- ইসলামের যােদ্ধা

) কেন আলাউদ্দিন খলজী গিয়াস উদ্দিন তুঘলককেগাজী মালিক’ উপাধিতে ভূষিত করেন?

- মােঙ্গল আক্রমন প্রতিরােধ করেন বলে৷

) গিয়াস উদ্দিন তুঘলকের পরিবার দিল্লীর কোন সুলতানে আমলে ভারতে এসেছিল?

-- গিয়াস উদ্দিনের বলবনের আমলে

) গিয়াস উদ্দিন তুঘলকের বাবা কার দরবারে একজন তুর্কি দাস হিসাবে কাজ করতেন?

- গিয়াস উদ্দিন বলবনের

) গিয়াস উদ্দিন তুঘলক সিংহাসনে বসার আগে কোথাকার শাসক হিসাবে নিযুক্ত হন?

- পাজ্ঞাবের দীপালপুরের (এইসময় তিনি মােঙ্গল আক্রমন প্রতিহত করেন৷)

১০) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- গিয়াস উদ্দিন তুঘলক

১১) কাকে পরাজিত করে দিল্লীতে গিয়াস উদ্দিন তুঘলক তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন?

- নাসিরুদ্দিন খসরু শাহকে

১২) দিল্লীর সিংহাসন অধিকার করার জন্য কারা গিয়াস উদ্দিন তুঘলককে আহ্বান করেছিল?

- দিল্লীর অভিজাত আমির ওমরাহগন

১৩) খলজী তুঘলক বংশের রাজত্বের মাঝখানে কোন ধর্মান্তরিত হিন্দু দিল্লীতে রাজত্ব করেছিল?

- নাসিরুদ্দিন খসরু সাহ

১৪) গিয়াস উদ্দিন তুঘলক কোন যুদ্ধে নাসিরুদ্দিন খসরু শাহকে পরাজিত করেন?

-তিলপাত বা ইন্দ্রাপােস্টার যুদ্ধে৷

১৫) সুলতানী আমলে কোন সুলতান কঠোর পন্থার পরিবর্তে মধ্যপন্থা নীতি’ অনুসরন করেন?

- গিয়া উদ্দিন তুঘলক

১৬) Golden compromise policy কে গ্রহন করেন?

- গিয়াস উদ্দিন তুঘলক

১৭) অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য কোণ শাসক আদেশ দিয়েছিলেন?

- গিয়াস উদ্দিন তুঘলক

১৮) সুলতানি যুগে কে জলসেচ ব্যবস্থার প্রচলন করেন?

- গিয়াস উদ্দিন তুঘলক

১৯) সুলতানি জমি পরিমাপের পদ্ধিত কোনটি?

- মাশাহাত

২০) সুলতানি যুগে প্রচলিত জমি পরিমাপের পদ্ধতি মাশাহাত কে প্রচলন করেন?

-গিয়াস উদ্দিন তুঘলক

২১) হুকুম--হাসিল কে চালু করেন?

- গিয়াস উদ্দিন তুঘলক

২২) Kick and Kiss নিতি কোন তুঘলক শাসক গ্রহন করেছিলেন?

- গিয়াস উদ্দিন তুঘলক (এছাড়াও বৈরাম খাঁ এই নীতি গ্রহন করেন)

২৩) কোন শাসকফার্মিং' ব্যবস্থা প্রচলন করেন?

- গিয়াস উদ্দিন তুঘলক

২৪) কোন সুলতান দিল্লীর কাছে তুঘলকাবাদ নগরী প্রতিষ্ঠা করেন?

- গিয়াস উদ্দিন তুঘলক


 

২৫) গিয়াস উদ্দিন তুঘলক তার ছেলে জুনা খান (মহম্মদ বিন তুঘলক)কে কোন উপাধি দিয়েছিলেন?

- উলুগ খান এবং Khan of World

২৬) গিয়াস উদ্দিন তুঘলক কোন বিখ্যাত সুফী সাধককে সহ্য করতে পারতেন না?

-নিজাম-উদ্দীন-আউলিয়া ( প্রসঙ্গত উল্লেখ্য যে, গিয়াস উদ্দিন তুঘলক সুলতান থাকাকালীন নিজাম-উদ্দীন আউলিয়া মহম্মদ বিন তুঘলককে বলেছিলেন যে সে খুব তাড়াতাড়ি সুলতান হবে)

২৭) কাওয়ালির জনক কে ছিলেন?

- নিজাম-উদ্দীন আউলিয়া

 

গিয়াস উদ্দিন তুঘলক দ্বিতীয়  পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad