Type Here to Get Search Results !

ফিরােজ শাহ তুঘলক [Firoj Shah Tughlak100+ MCQ]


 

ফিরােজ শাহ তুঘলক

By- Manas Adhikary

 ফিরােজ শাহ তুঘলক MCQ| Firoj Shah Tughlak MCQ.

 ফিরােজ শাহ তুঘলক| Firojshah| Firoj Shah| Firoj Shah Tughlak.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ফিরােজ শাহ তুঘলক। এই  থাকছে ফিরোজ শাহ তুগলক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও   অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 ফিরোজ শাহ তুগলক সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Firoj Shah Tughlak MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 



তাঘির খানের বিদ্রোহ দমন করে ফেরার পথে সিন্ধুর থাট্টা প্রদেশে হঠাৎ জ্বরে মহম্মদ বিন তুঘলকের মৃত্যু হয়। মহম্মদ বিন তুঘলকের কোন পুত্রসন্তান ছিল না। অভিজাতগন সুলতানের খুড়তুতাে ভাই ৪৬ বছর বয়সী ফিরােজ শাহকে সিংহাসনে বসার জন্য অনুরােধ করেন। প্রথম দিকে রাজী না হলেও পরে ফিরােজ রাজী হয়ে ১৩৫১ সালের ২৪ মার্চ তিনি ফিরােজ শাহ তুঘলক নাম নিয়ে সুলতান হিসাবে দায়িত্বভার গ্রহন করেন। তিনি দায়িত্বভার গ্রহন করে থাট্টা প্রদেশ থেকে সেনাবাহিনী নিয়ে দিল্লীতে অভিমুখে যাত্রা শুরু করেন। এদিকে মৃত সুলতানেরখাজা--জাহান’ নামক একজন অনুচর একটি শিশুকে মৃত সুলতানের পুত্র ঘােষনা করে তাঁকে দিল্লীর সিংহাসনে বসান। ফিরােজ শাহ তুঘলক দিল্লীতে এলে খাজা--জাহান আত্মসমর্পন করেন এবং ফিরােজ তাঁকে ক্ষমা করে দেন। সিংহাসনে বসেই ফিরােজ মৃত সুলতানের আত্মা যাতে শান্তি পায় তার জন্য ফকির দরবেশ গরীব-দুঃখীর মধ্যে প্রচুর দান খয়রাত করেন।

ফিরাে শাহ তুঘলকের আমলে তেমন কোন গুরুত্বপূর্ন রাজ্যজয় বা যুদ্ধ সংঘঠিত হয়নি। মহম্মদ বিন তুঘলকের আমলে বাংলা দিল্লীর হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে শামস উদ্দীন ইলিয়াস শাহ গােটা বাংলা দখল করে নেন। ফিরােজ শাহ দুবার বাংলা অভিযান করেন। প্রথমটি ছিল ১৩৫৩ সালে ইলিয়াস শাহের আমলে, দ্বিতীয়টি ছিল ১৩৫৯ সালে ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহের আমলে। কিন্তু দু দুবারই বাংলার সুলতানদ্বয় একডালা দুর্গে আশ্রয় নেওয়ার জন্য ফিরােজ শাহের বাংলা অভিযান দুবারই ব্যর্থ হয়। দ্বিতীয় বাংলা অভিযান করে ফেরার পথে ফিরােজ শাহ তুঘলক জাজনগর (উড়িষ্যা) দখল করেন। পরবর্তীকালে দুবার চেষ্টা করে তিনি থাট্টা (সিন্ধু) দখল করে নেন৷ তিনি সিন্ধুর জামকে অপসারিত করে তাঁর ভাইপােকে সিন্ধুর শাসক হিসাবে নিযুক্ত করেন তাঁর সময় গুজরাটে বিদ্রোহ দেখা দিলে তিনি তা কঠোর হাতে নিয়ন্ত্রন করেন

 ফিরােজ শাহ যুদ্ধবিজেতা হিসাবে ততটা খ্যাতিলাভ না করলেও শাসক হিসাবে তিনি খুবই বিখ্যাত ছিলেন বিভিন্ন ঐতিহাসিক তাঁকে দিল্লীর অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসাবে চিহ্নিত করেছেন প্রজাহিতৈষী জনদরদী  শাসক হিসাবে ফিরােজ শাহ তুঘলক অনেক জনকল্যানমূলক কাজ করেছিলেন মহম্মদ বিন তুঘলকের পঞ্চ পরিকল্পনা ব্যর্থ হওয়ার ফলে জনগনের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছিল তা ফিরােজ শাহ তুঘলকের আমলে অনেকটা প্রশমিত হয় ফিরােজ শাহ পূর্বে প্রচলিত প্রায় ২৪ প্রকার কর বন্ধ করে দিয়ে প্রধানত চারপ্রকার কর আদায় করতেন এই করগুলি হল-

) খারাজ- উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ কর রাজস্ব হিসাবে সবাইকে দিতে হত৷

) জাকাত -এই করটি ছিল সম্পূর্নভাবে মুসলিমদের উপর আরােপিত একটি কর এর পরিমান ছিল উদ্বৃত্ত সম্পদের শতাংশ

) জিজিয়া -তিনি প্রথম ব্রাহ্মনদের উপর জিজিয়া কর প্রয়ােগ করেন তবে নারী শিশুদের জন্য এই কর দিতে হত না

) খুসম - এই করটি খাম নামেও পরিচিত ছিল এটি ছিল যুদ্ধে লুষ্ঠিত সম্পদের উপর আরােপিত কর যুদ্ধলব্ধ সম্পদের / ভাগ বন্টিত হত সেনাদলের মধ্যে এবং / ভাগ জমা হত সরকারি খাজাঞ্চিখানায় এছাড়াও চুঙ্গিকর, বিক্রয়কর, সেচকর উদ্যানকরের মত আধুনিক কর ব্যাবস্থাও প্রচলন করেন ফিরােজশাহ তুঘলক প্রচুর পরিকাঠামাে উন্নয়ন করেছিলেন প্রচুর স্কুল-মাদ্রাসা, হাসপাতাল, খাল, জলাধার, সরাইখানা, বিশ্রামস্থল রাস্তাঘাট তৈরী করেন তিনি দিল্লীতে দার-উস-শিফা, শিফাখানা বিমারিস্তান নামে হাসপাতাল চিকিৎসা কেন্দ্র খােলেন এখানে দক্ষ ডাক্তার দ্বারা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল এবং গরিব রােগীদের রাষ্ট্রীয় খরচে ঔষধ দেওয়া হত বানিজ্য সুবিধার জন্য আর্থিক সচ্ছলতার জন্য তিনি ব্যবসায়ীদের জন্য সরাইখানা বিশ্রামস্থল খুলেছিলেন

ফিরােজ শাহ একজন বড় মাপের নির্মাতা ছিলেন তিনি অনেকগুলি শহর নির্মান করেন তিনি দিল্লীতে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন যার নাম দেনফিরােজাবাদ’ এছাড়া তিনি ফতেহাবান, জৌনপুর, ফিরােজপুর প্রভৃতি শহর নির্মান করেন এছাড়াও তিনি পুরানাে বহু উমারত মেরামত করেছিলেন, তাদের কুতুবমিনারের সংস্কার উল্লেখযােগ্য তিনিই প্রথম ভারতে ইমারত তৈরির পূর্বে নকশা তৈরি আবশ্যক করেন এবং সেই নকশা অনুযায়ী ইমারতগুলি তৈরী হত ফিরােজ শাহ ৩০টি রাজপ্রাসাদ, ২০০ পান্থশালা, টি কূপ, টি চিকিৎসালয়, ১০টি গােসলখানা, ১০০ টি সেতু এবং ১০ টি কবরস্থান নির্মান করেন দিল্লীর উপকণ্ঠে তিনি ১২০০ বাগান তৈরী করেন যে বাগানের উৎপন্ন ফল থেকে প্রভূত পরিমান রাষ্ট্রীয় আয় আসত৷ ভারতীয় জলসেচ ব্যবস্থার জনক বলা হয় ফিরােজ শাহ তুঘলককে তিনি বেশ কয়েকটি সেচ খাল খনন করেন সেগুলি হল-

 ) যমুনা থেকে হিসার শহর পর্যন্ত ১৫০ মাইল খাল খনন৷

) শতদ্রু থেকে গর্গর পর্যন্ত ১০০ মাইল খাল খনন

) গর্গর থেকে ফিরােজাবাদ পর্যন্ত খাল খনন,

) মান্ধবী সিমুর পাহাড় থেকে হরিয়ানা হাঁসি পর্যন্ত খাল  খনন

  তিনিদেওয়ান--খয়রাত’ নামে একটি দপ্তর খােলেন যেখান থেকে অনাথ, বৃদ্ধ গরিবদেরকে আর্থিক সাহায্য করা হত৷ যৌতুকের অভাবে যে সকল বিবাহযোগ্য মুসলিম বালিকার বিয়ে হতােনা তাদেরকেবিবাহ দপ্তর’ থেকে সাহায্য দেওয়া হত তিনি বেকার যুবকদের চাকরী পাওয়ার জন্যচাকুরী দপ্তর’ অর্থাৎ Employment exchange খুলেছিলেন

ফিরােজ শাহ ১৩৮৮ তে মারা গেলে আর কোন তুঘলক বংশীয় নরপতি সেরকম উল্লেখযােগ্য ছিলেন না নাসির উদ্দিন মাহমুদ ছিলেন শেষ তুঘলক বংশীয় নরপতি যিনি ১৪ ১২ সালে মারা যান

 ফিরােজ শাহ তুঘলক| Firojshah| Firoj Shah| Firoj Shah Tughlak.

 

  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) ফিরােজ শাহ তুঘলক এর প্রকৃত নাম কী?

- কামাল উদ্দীন ফিরােজ

) ফিরােজ শাহ তুঘলকের পিতার নাম কী?

- রজব

) রজবের পিতৃপরিচয় লেখ

- তিনি তুঘলক বংশীয় সিপাহসালার গাজী মালিকের কনিষ্ঠপুত্র ছিলেন

) মহম্মদ বিন তুঘলকের সাথে রজবের সম্পর্কে কী ছিল?

- রজব ছিলেন মহম্মদ বিন তুঘলকের কাকা

) ফিরােজ শাহের মাতা কে ছিলেন?

- ভাট্টি রাজপুতগােষ্ঠীর হিন্দুরাজা রাজামল ভাট্টির কন্যা নীলাদেবী বা নাইলা দেবী

) কোন সুলতান তাঁর মৃত মায়ের থেকে জন্ম নেন?

- ফিরােজ শাহ তুঘলক

) ফিরােজ শাহ তুঘলক কত সালে সিংহাসনে বসেন?

- ১৩৫১ সালে

) ‘নায়েবি বরকত’ উপাধি কে নিয়েছিলেন?

- ফিরােজ শাহ তুঘলক

) মহম্মদ বিন তুঘলকের মৃত্যু খবর পেয়ে কে এক নাবালককে মৃত মহম্মদ বিন তুঘলকের পুত্র দাবি করে সেই নাবালককে সিংহাসনে বসিয়েছিলেন?

- খাজা--জাহান

১০) মহম্মদ বিন তুঘলকের  মৃত্যু খবর পেয়ে সুলতানের কোন ভগিনী নিজপুত্র দাওয়ার মালিককে সিংহাসন পদের আসল দাবিদার হিসাবে দাবী করেন?

- খুদাবজাদা

১১) ফিরােজ শাহের প্রধান মন্ত্রীর নাম কী?

- খান--জাহান মকবুল

১২) ফিরােজ শাহ কাকে প্রকাশ্য সভায় প্রকৃত সুলতান বলে সম্মানিত করত?

- তাঁর প্রধানমন্ত্রী খান--জাহান মকবুলকে

১৩) ফিরােজ শাহের অনুপস্থতিতে কে রাজ্যশাসনের দায়িত্বভার সামলাত?

- তাঁর প্রধানমন্ত্রী খান--জাহান মকবুল।

১৪) ফিরােজ শাহ তুঘলক এর উজির খান--জাহান এর প্রকৃত নাম কী?

- মালিক মকবুল

১৫) দিল্লীর কোন সুলতানের শাসনব্যবস্থাকে বলা হয়পিতামহী সুলভ’ শাসনব্যবস্থা?

- ফিরােজ শাহ তুঘলকের

১৬) কাকে সুলতানী যুগের আকবর বলা হয়?

- ফিরােজ শাহ তুঘলক

১৭) ফিরােজ শাহ তুঘলককে কে সুলতানি আমলের আকবর বলেন?

- ইলিয়ট

১৮) দিল্লীর কোন সুলতান দুবার খলিফার ফরমান লাভ করেন?

- ফিরােজ শাহ তুঘলক

১৯) কোন সুলতানের পর দিল্লীর কোন সুলতান খলিফার অনুমােদন প্রার্থনা করেন নি?

- ফিরােজ শাহ তুঘলক

২০) কোটলা দূর্গ কে নির্মান করেন?

- ফিরােজ শাহ তুঘলক

২১) অশােকস্তম্ভ কে দিল্লীতে নিয়ে আসেন?

- ফিরােজ শাহ তুঘলক

২২) কোন তুঘলক নরপতি সতীদাহ প্রথার প্রতিবাদ করেন?

- ফিরােজ শাহ তুঘলক

২৩) দিল্লীর কোন সুলতান প্রথম বানিজ্যিক দপ্তর স্থাপন করেন?

- ফিরােজ শাহ তুঘলক

২৪) দিল্লীর কোন সুলতান বিখ্যাত হিন্দুতীর্থ জ্বালামুখী ধংস করেন?

- ফিরােজ শাহ তুঘলক

২৫) হজ যাত্রার আংশিক খরচ রাষ্ট্র কর্তৃক বহন করার আয়ােজন করেন কে?

- ফিরােজ শাহ তুঘলক (প্রসঙ্গত উল্লেখ্য যে, হজ যাত্রার পুরাে খরচ আকবর বহন করতেন)

২৬) দিল্লীর কোন সুলতান তাঁর প্রজাদের ২৪ ধরনের করের হাত থেকে অব্যহতি দেন?

- ফিরােজ শাহ তুঘলক

২৭) কোন সুলতান দিল্লী সাম্রাজ্যকে মুসলমান রাষ্ট্র হিসাবে গন্য করতেন?

- ফিরােজ শাহ তুঘলক

২৮) কোন সুলতান সেনাবাহিনী থেকে দাগ হুলিয়া প্রথা তুলে দেন?

- ফিরােজ শাহ তুঘলক।

২৯) ফিরােজ শাহ তুঘলক জামা মসজিদে কোন সুলতানের নাম বাদ দিয়ে সব সুলতানের নাম খুৎবা করেন?

- কুতুব উদ্দীন আইবকের নাম।

৩০) ফিরােজ শাহ তুঘলক কয়টি কারখানা তৈরী করেন?

- ৩৬ টি

৩১) ফিরােজ শাহ তুঘলক কত বছর বয়সে সিংহাসনে বসেন?

- ৪৬ বছর

৩২) দিল্লীর কোন সুলতান প্রথম পৃথকভাবে জিজিয়া কর চালু করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৩৩) দিল্লীর কোন সুলতান যমুনা শতদ্রু নদীর খাল খনন করেন?

-ফিরােজ শাহ তুঘলক

৩৪) ফিরােজ শাহ তুঘলক কতগুলি নতুন নগর সৃষ্টি করেন?

- ৩০০ টি

৩৫) দিল্লীর কোন সুলতান দাঁতের চিকিৎসা প্রচলন করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৩৬) দিল্লীর কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়ােগ দপ্তর স্থাপন করেন?

-ফিরােজ শাহ তুঘলক

৩৭) হিসার শহর কে নির্মান করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৩৮) ফিরােজ শাহ তুঘলক কর্তৃক প্রবর্তিত বিনা পয়সার চিকিৎসা কেন্দ্রের নাম কী ছিল?

- দ্বার-উল-সিফা

৩৯) ফিরােজ শাহ তুঘলক কর্তৃক প্রবর্তিত মুদ্রাদুটির নাম কী?

- অর্ধজিতল বিখ

৪০) ফিরােজ শাহ তুঘলক যে সব নতুন খাল খনন করেন তাদের কে কি বলা হয়?

- আনহার--আম্মা

৪১) ফিরােজ শাহ তুঘলক ২৪ ধরনের কর বাতিল করে, কয়ধরনের কর চালু করেন?

- কোরান প্রবর্তিত চার ধরনের কর (খরাজ, খামাস, জিজিয়া জাকাত)

৪২) ফিরােজ শাহ তুঘলক প্রবর্তিত জলসেচ করকে কি বলা হয়?

- হক--শার্ব (উৎপন্ন ফসলের /১০ অংশ)

৪৩) কোন সুলতান ব্রাহ্মনদের উপর জিজিয়া করা আরােপ করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৪৪) অশােকের স্তম্ভলিপির সংখ্যা কত?

 - টি

৪৫) অশােকের ৭টি স্তম্ভলিপির মধ্যে কোন কোন শিলালিপিকে ফিরােজ শাহ তুঘলক দিল্লীতে নিয়ে যান?

-তােপারা মীরাটের স্তম্ভলিপিগুলিকে ফিরােজ শাহ তুঘলক দিল্লীতে নিয়ে যান

৪৬) কোন গ্রন্থ থেকে জানা যায় যে, ফিরােজ শাহ তুঘলক টোপারা স্তম্ভলিপিটিকে দিল্লীতে নিয়ে যান?

-সীরত--ফিরােজশাহী

৪৭) কোন যন্ত্রের সাহায্যে টোপারা স্তম্ভলিপিটিকে দিল্লীতে আনা হয়?

- ক্যাপষ্টন

৪৮) কোন যন্ত্রের সাহায্যে মীরাট লেখটিকে দিল্লীতে আনা হয়?

- কৌশিক--শিকার

৪৯) ফিরােজ শাহ তুঘলক অশােকের কোন স্তম্ভলেখটিকে মীনার -জরীন বা স্বর্গীয় স্তম্ভ নামে অভিহিত করেন?

- তােপারা স্তম্ভলিপিকে

৫০) দিল্লীর কোন সুলতানের সময় ইক্তার উপর সরকারি নিয়ন্ত্রন হ্রাস পায়?

-ফিরােজ শাহ তুঘলক

৫১) ফিরােজ শাহ তুঘলক কয়টি মহাবিদ্যালয় স্থাপন করেন?

- ৩০ টি।

৫২) দিল্লীর কোন সুলতান সিয়াসত প্রথা বন্ধ করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৫৩) দেওয়ান--আমিরাত ছিল জলকল্যান বিভাগ, কে এই বিভাগটিকে বিশেষ গুরুত্ব দেন?

- ফিরােজ শাহ তুঘলক

৫৪) দিল্লীর সুলতানদের মধ্যে কে পূর্ত বিভাগ স্থাপন করেন?

- ফিরােজ শাহ তুঘলক  

৫৫) দেওয়ান--খয়রত নামক বিভাগটি কোন সুলতান প্রতিষ্ঠা করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৫৬) কোন সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেন?

- ফিরােজ শাহ তুঘলক।

৫৭) দিল্লির কোন সুলতান গজনীর সুলতান মামুদের মতাে মূর্তিভঙ্গকারী গাজীর ভূমিকায় অবতীর্ন হয়েছিলেন?

- ফিরােজ শাহ তুঘলক

৫৮) নাগারকোট অভিযানের সময় সংস্কৃত গ্রন্থের সংস্করন কে করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৫৯) কোন সুলতানের রাজসভায় তিন জন হিন্দু ছিল যারা মাটিতে বসার অনুমতি পেয়েছিলেন?

- ফিরােজ শাহ তুঘলক।

৬০) কোন সুলতান হিন্দুদের যমুনা নদীতে স্নান করা বন্ধ করে দেন?

- ফিরােজ শাহ তুঘলক

৬১) পুরীর জগন্নাথ মন্দির কে ধ্বংস করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৬২) ভারতের কোন সুলতান ওয়াঝদারী ব্যবস্থার প্রবর্তন করেন?

- ফিরােজ শাহ তুঘলক।

৬৩) ফিরােজ শাহ তুঘলক কতবার বাংলা আক্রমন করেন?

- দুবার

৬৪) ফিরােজ শাহ তুঘলক যখন প্রথমবার বাংলা আক্রমন করেন তখন বাংলার শাসক কে ছিলেন?

-ইলিয়াস শাহ

৬৫) ফিরােজ শাহ তুঘলক যখন দ্বিতীয়বার বাংলা আক্রমন করেন তখন বাংলার শাসক কে ছিলেন?

-সিকান্দার শাহ

৬৬) ফিরােজ শাহ যখন বাংলা আক্রমন করেন তখন বাংলার শাসকগন কোথায় আশ্রয় গ্রহন করেছিলেন?

-একডালা দূর্গ (দূর্গটির একদিকে ছিল খরস্রোতা নদী অন্যদিকে ছিল ঘনজঙ্গল)

৬৭) ফিরােজ শাহ তুঘলক একডালার নাম পরিবর্তন করে কি রাখেন?

- আজাদপুর

৬৮) একডালা দূর্গটি কোথায় অবস্থিত?

- মালদার পান্ডুয়াতে

৬৯) ফিরােজ শাহ তুঘলক কাকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘােষনা করেন?

- সিকান্দার শাহ

৭০) বাংলা থেকে ফেরার পথে ফিরােজ শাহ কোনটি জয় করেছিলেন?

- জাজনগর (উড়িষ্যা)

৭১) ফিরােজ শাহ কতকগুলি কর রহিত করেছিলেন?

- প্রায় ২৪ টি (মতান্তরে ২৫টি)

৭২) ফিরােজ শাহ তুঘলক কতগুলি কর চালু করে রেখেছিলেন?

- চার ধরনের (খারাজ, জাকাত, জিজিয়া খুমস)

 ৭৩) কোন সুলতান ইক্তা প্রথা পুনরায় চালু করেন?

- ফিরােজ শাহ তুঘলক

৭৪) কর ব্যবস্থা প্রচলনের আগে ফিরােজ শাহ তুঘলক কাকে নিযুক্ত করেছিলেন তার সাম্রাজ্যের সমস্ত জমির সমীক্ষা করার জন্য?

- খাজা হাসানউদ্দিনকে

৭৫) ফিরােজাবাদ শহরটির গােড়াপত্তন করেন কে?

- ফিরােজ শাহ তুঘলক

৭৬) ফিরােজশাহ তুঘলক কর্তৃক নির্মিত নগরীগুলি নাম লেখ।

- ফিরােজাবাদ, ফতেহাবান, জৌনপুর, ফিরােজপুর ইত্যাদি। ৭৭) ফিরােজ শাহ তুঘলক জে দুটি মুদ্রার প্রচলন ঘটান তাদের নাম কী?

- আধা (অর্ধ জিতল) এবং বিক (জিতলের এক চতুর্থাংশ)

৭৮) ফিরােজ শাহ তাঁর সমগ্র রাজত্বকালে কতজনকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছিলেন?

- ১৬ জনকে

৭৯) দিল্লীর তুঘলক বংশের শেষ রাজা কে?

- নাসির উদ্দিন মহম্মদ শাহ তুঘলক

৮০) মােঙ্গল নেতা তারমাসিরিন কোন সুলতানের রাজত্বকালে ভারত আক্রমন করেন?

- মহম্মদ বিন তুঘলক 

৮১) কোন সুলতানের রাজত্বকালে তৈমুর লও ভারত আক্রমন করেন?

- নাসির উদ্দিন মহম্মদ শাহ তুঘলক

৮২) হাতের লেখা সুন্দর ছিল কোন সুলতানের?

- নাসির উদ্দিন মহম্মদ শাহ তুঘলক (হাতের লেখা সুন্দর হওয়ার দরুন মিনহাজ উদ্দিন তাঁর লেখা তাবাকাৎ--নাসিরী গ্রন্থটি উৎসর্গ করেন)

৮৩) ফিরােজ শাহ তুঘলক সম্ভবত ভারতের প্রথম মুসলিম শাসক যিনি যুদ্ধ রাজ্য জয় অপেক্ষা প্রজাবর্গের জাগতিক কল্যানসাধনকেই রাজার গুরুত্বপূর্ন কর্তব্য বলে মনে করতেন - কে বলেছেন?

-রমেশচন্দ্র মজুমদার

৮৪) ফিরােজ শাহ তুঘলক এর সময়পঞ্চতন্ত্র’ এর পার্সী অনুবাদ কে করেন?

- জিয়াদ্দিন নাকশবি (নতুন নাম দেন তুতিনামা)

৮৫) কোন ঐতিহাসিক ফিরােজ শাহের সিংহাসনে বসাকে জবরদখলকারী হিসাবে চিহ্নিত করেছেন?

- উলসী হেগ।

৮৬) কে ফিরােজ শাহ তুঘলককে সেচ ব্যবস্থার জনক বলেন?

- উলসলী হেগ

৮৭) কোন গ্রন্থে উল্লেখ আছে যে ইলিয়াস শাহ ছিলেন ফিরােজ শাহ তুঘলক এর ভৃত্য?

-রিয়াজ-উস-সালটিত

৮৮) জিয়া উদ্দিন বারুনীর লেখা গ্রন্থের নাম কী?

- তারিখ--ফিরােজশাহী।

৮৯) তারিখ--ফিরােজশাহী থেকে ফিরােজ শাহের রাজত্বে কততম বর্ষ পর্জন্ত জানা যায়?

- ষষ্ঠ বর্ষ পর্যন্ত

৯০) ‘ফুতুয়াৎ--ফিরােজশাহী’ - নামক আত্মচরিতটির রচয়িতা কে?

- ফিরােজ শাহ তুঘলক

৯১) কিতাব-উল-রাহেলা গ্রন্থের রচয়িতা কে?

- ইবনবতুতা

৯২) ইবনবতুতার আসল নাম কী?

- আবদুল্লাহ মহম্মদ

৯৩) ইবনবতুতা কোন দেশ থেকে ভারতে আসেন?

- মরক্কো

৯৪) খারাজ কী?

- সুলতানি যুগের ভূমিরাজস্ব

৯৫) জাকাত কী

- মুসলমান প্রজাদের উপর অর্পিত কর

৯৬) বাংলাকেদোয়াখপুর নিয়ামত বা ধনসম্পম্পূর্ন নরক বলে কে অভিহিত করেন?

- ইবনবতুতা

৯৭) তুঘলকরা কোন গােষ্ঠীর লােক ছিলেন?

- করুনা বা কারানা

 ৯৮) দিল্লীর কোন কোন সুলতান হিন্দু মাতার গর্ভে জন্মগ্রহন করেন?

- ফিরােজ শাহ তুঘলক, নাসিরুদ্দিন খসরু, সিকান্দার লােদী, গিয়াস উদ্দীন তুঘলক

৯৯) খলিফার কর্তৃত্বকে, কোন সুলতান স্বীকৃতি প্রদান করেন নি?

- কুতুব উদ্দীন মােবারক শাহ

১০০) কোন গ্রন্থ থেকে দিল্লীর তুঘলক বংশ সম্পর্কে বিশদভাবে জানা যায়?

- তারিখ--ফিরােজশাহী

১০২) দিল্লীর কোন আমলে উজির নামক পদটি সর্বাধিক শক্তিশালী হয়?

- তুঘলক আমলে

 ১০৩) হিসারনগর স্থাপত্য কোন রাজাদের কৃতিত্ব?

- দিল্লীর তুঘলক সুলতানদের

১০৪) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম ভারতে ইমারত তৈরির পূর্বে নকশা তৈরি আবশ্যক করেন এবং সেই নকশা অনুযায়ী ইমারতগুলি তৈরী হত?

- ফিরােজ শাহ তুঘলক

 

 ফিরােজ শাহ তুঘলক  দ্বিতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 ফিরােজ শাহ তুঘলক| Firojshah| Firoj Shah| Firoj Shah Tughlak.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad