Type Here to Get Search Results !

ফিরোজ শাহ তুগলক তৃতীয় পর্ব [Firoz Shah Tughlaq 3rd Part]

 


ফিরোজ শাহ তুঘলক তৃতীয় পর্ব

By- Manas Adhikary

ফিরোজ শাহ তুগলক তৃতীয়  পর্ব Firoz Shah Tughlaq  3rd Part.

ফিরোজ শাহ তুগলক| Firoz Shah Tughlaq MCQ|Firuz Shah Tughlaq| Feroz Shah Tughlaq| Futuhat E Firoz Shahi| About Firoz Shah Tughlaq|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ফিরোজ শাহ তুগলক তৃতীয় পর্ব আজ এই পর্বে থাকছে ফিরোজ শাহ তুগলক সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

ফিরোজ শাহ  তুগলক তৃতীয় পর্ব MCQ| Firoz Tughlaq 3rd Part MCQ.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here




১৫১) 1360 খ্রিস্টাব্দের দিকে ফিরোজশাহ তুঘলক জৌনপুর প্রতিষ্ঠা করেন, এটি কোন নদীর তীরে অবস্থিত??

- গোমতী

১৫২) দিল্লির কোন সুলতান,ভারতের সবচেয়ে বড় খাল  নির্মাণের জন্য বিখ্যাত ছিলেন

- ফিরোজশাহ তুঘলক

১৫৩) দিল্লির কোন সুলতান 24টি কঠোর করের পরিবর্তে মাত্র 4টি কর আরোপ করেছিলেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৫৪) ভারতের প্রথম কোন সুলতান  মুদ্রায় 'খলিফা কা নায়েব' লিখেছিলেন?

- ফিরোজশাহ তুঘলক

১৫৫) দিল্লির কোন সুলতান একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন যাতে উভয় সম্প্রদায়ের লোকেরা একে অপরের চিন্তাভাবনা আরও ভালভাবে বুঝতে পারে?

- ফিরোজ শাহ তুঘলক

১৫৬) ফিরোজ শাহ তুঘলক "দিওয়ান--বন্দগান" বিভাগ প্রতিষ্ঠা করেনএটি নিচের কোনটির সাথে যুক্ত?

- দাসেদের জন্য আলাদা নাতুন একটি বিভাগ  

১৫৭) দিল্লির বাইরে অবস্থিত মাজারে মুসলিম মহিলাদের  যাওয়া নিষিদ্ধ করেছিলেন কে?

- ফিরোজ শাহ তুঘলক

১৫৮) ফিরোজ শাহ তুঘলকের তৈরি করা মুদ্রার নাম ছিল সাসাঘনি কিসের তৈরী ছিল?

- রূপা

১৫৯) আফিফের মতে ফিরোজ শাহ তুঘলকের সময়ে দোয়াবে পরগণার সংখ্যা ছিল

-  55

১৬০) ফিরোজশাহ তুঘলক কর্তৃক একটি নতুন কর আরোপ করা হয়েছিল, যার নাম ছিল "হক--শরব", ঐ করটির নাম কি?

-সেচ কর

১৬১) দিল্লি সালতানাতের কোন শাসক "চিকিৎসা বিজ্ঞান" জ্ঞানী ছিলেন??

- ফিরোজ শাহ তুঘলক

১৬২) ফিরোজ শাহ তুঘলক কোথা থেকে প্রাপ্ত রাজস্ব নিয়ে দান-খয়রাতি করতেন?

- রাজস্থান

১৬৩) দিল্লি সালতানাতের কোন শাসক অমানবিক শাস্তি দেওয়া বন্ধ করেছিলেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৬৪) কোন শাসক তার রাজধানীতে "দান কা লঙ্গর" প্রতিষ্ঠা করেছিলেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৬৫) কোন শাসক মুসলিম মহিলাদের সমাধি পরিদর্শন নিষিদ্ধ করেছিলেন?

- ফিরোজ শাহ তুঘলক, সিকান্দার লোদী

১৬৬) কে প্রথম শাসক ছিলেন যিনি খারাজ (ভূমি রাজস্ব) থেকে জিজিয়াকে আলাদা করে আলাদা কর করেছিলেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৬৭) সুলতান ফিরোজ শাহ তুঘলকের শাসনামলে হিসামুদ্দিন জুনাইদির অনুমান অনুযায়ী দিল্লি সালতানাতের মোট সম্পদ কত ছিল?

- ৬ কোটি ৮৫ লাখ

১৬৮) কোন শাসকআধা বিখ’ নামে মুদ্রা জারি করেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৬৯) ফিরোজ শাহ তুঘলক কর্তৃক পরিচালিতআধা ভিক’ নামক মুদ্রার "পায়কা" নামটি কে দিয়েছিলেন?

- হোদিওয়ালা

১৭০) দিল্লি সালতানাতের কোন শাসক নিজে প্রশাসনে ঘুষখোরদের  উৎসাহিত করেছিলেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৭১) শামস--সিরাজ আফিফ ফিরোজশাহ তুঘলকের যুগে ৩৩টি কারখানার একটি তালিকা দিয়েছেন, যেগুলোতে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, এই সমস্ত কারখানার পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল?

- খাজা আব্দুল হাসান

১৭২) ফিরোজ শাহ তুঘলকের টাকশালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম কর।

- কাজর শাহ

১৭৩) ফিরোজ শাহ তুঘলকের খাল নির্মাণ সম্পর্কে বিদ্বানদের মতামত উল্লেখ কর?

আফিফ - দুটী  খাল নির্মাণ করেন,

ইয়াহইয়া বিন আহমদ-  চারটী খাল খাল নির্মাণ করেন,

১৭৪) সুলতানি আমলে গয়ায় নির্মিত সূর্য মন্দিরের শিলালিপিতে একজন সুলতানের নাম দুবার এসেছে কে ছিলেন এই সুলতান?

- ফিরোজ শাহ তুঘলক

১৭৫) কোন শাসক সপ্তম পিলার শাসন দিল্লিতে নিয়ে আসেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৭৬) কোন সুলতান ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া আদায় করেছিলেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৭৭) নিচের কোন শাসকের আমলে কবরউদ্দিন আউলিয়ার কবরের উপরে লাল গুম্বাদ নামে একটি সমাধি নির্মিত হয়েছিল?

- নাসিরুদ্দিন মহম্মদ তুঘলক শাহ

১৭৮) কার শাসনামলে তাতার খান নামক একজন আলেমের নেতৃত্বে উলামাদের গোষ্ঠী একটি সম্মেলন  আয়োজন করে এবং সেই সম্মেলনে  কুরানের  বিস্তৃত টীকা "তাফসীর--তাতারখানি" প্রস্তুত করা হয়?

- ফিরোজ শাহ তুঘলক

১৭৯) নিচের মধ্যে কে "মুক্তা ব্যবস্থা" অর্থাৎ চুক্তি ভিত্তিক ব্যবস্থাকে উৎসাহিত করে এর ব্যাপক প্রসার ঘটিয়েছেন?

- ফিরোজ শাহ তুঘলক

১৮০) তুঘলক স্থাপত্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ঢালু দেয়াল এটি ভবনকে শক্তিশালী করে কিন্তু নিচের কোন শাসকের ভবনে ঢালু দেয়ালের ব্যবহার পাওয়া যায় না?

- ফিরোজ শাহ তুঘলক

১৮১) নিম্নলিখিত কোন শাসকের সাম্রাজ্য সম্পর্কে লোকেরা বলত যে "জাহানপানার সালতানাত দিল্লি থেকে পালাম পর্যন্ত বিস্তৃত ছিল"?

- নাসিরুদ্দিন মাহমুদ

১৮২) দিল্লি সালতানাতের শেষ তুর্কি শাসক নিচের মধ্যে কে ছিলেন?

- নাসিরুদ্দিন মাহমুদ

১৮৩) কার মতে- "ফিরোজের রাজত্বকাল, আকবরের রাজত্বের আগে ভারতে মুসলিম শাসনের গৌরবময় যুগের সমাপ্তি ঘটায়"

- হেগ

১৮৪) "তিনি একটি ঘৃণ্য কিন্তু প্রয়োজনীয় স্বৈরাচারী মুসলিম প্রতিষ্ঠানে কোরানের নীতি, নবীর শিক্ষা এবং মানবতার সমস্ত ব্যক্তি এবং ধর্মের সাধারণ নীতিগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন, যা সেই রাজতন্ত্রের মৌলিক নীতির বিপরীতে ছিল"- ফিরোজ প্রসঙ্গে বক্তব্য কার?

- কে.  নিজামী

১৮৫) ফিরোজ প্রসঙ্গে যিনি বলেছিলেন- “প্রশাসনে স্থিতিশীলতা ছিল, সরকারের সমস্ত কাজ সুবিন্যস্ত হয়েছিল এবং উঁচু-নিচু সব শ্রেণির মানুষ সন্তুষ্ট ছিলেন, হিন্দু-মুসলিম প্রজারা খুশি ছিল"

- জিয়াউদ্দিন বারানী

১৮৬) কার মতে- "ফিরোজ ছিলেন এই যুগের সর্বশ্রেষ্ঠ ধর্মান্ধ সুলতান এবং এই হিসাবে তিনি ছিলেন সিকান্দার লোদি আওরঙ্গজেবের অগ্রদূত"

- আর. সি. মজুমদার

১৮৭) নিচের কোন অভিযানের সময় সুলতান ফিরোজ শাহ তার 8 বছর বয়সী ছেলে ফতেহ খানকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন এবং মুদ্রায় তার নাম খোদাই করেছিলেন?

- বাংলার দ্বিতীয় অভিযান

১৮৮) সুলতান ফিরোজ তুঘলকের শাসনামলে নিম্নলিখিত কোন বিদ্রোহের জন্য বলা হয় যে- "এই বিদ্রোহ এত নির্দয়ভাবে দমন করা হয়েছিল যে মৃত সইয়দের আত্মা নিজেই সুলতানের কাছে অত্যাচার বন্ধ করার জন্য প্রার্থনা করতে শুরু করেছিল"?

- কাটিহারের রায় বিদ্রোহ

১৮৯) সুলতান ফিরোজের শাসনামলে গুজরাটের গভর্নর দ্বারা প্রথম বিদ্রোহ শুরু হয় এটিই ছিল তাঁর শাসনাধীন কোনো ওমরাহ গভর্নরের একমাত্র বিদ্রোহ কে এই বিদ্রোহ সংগঠিত করেছিল?

- শামসুদ্দিন দামগানি

১৯০) কার মতে- "সিন্ধু অভিযান ফিরোজ তুঘলকের নির্বুদ্ধিতা এবং কূটনৈতিক অদূরদর্শিতার এক অনন্য উদাহরণ"

- ডাঃ ঈশ্বরী প্রসাদ

১৯১) নিচের কোন সামরিক অভিযানটি সুলতান ফিরোজ শাহ তুঘলকের সবচেয়ে সফল সামরিক অভিযান ছিল?

- নাগরকোট অভিযান

১৯২) জাজনগর অঞ্চলের নিচের কোন স্থানে শান্তিপ্রিয় ব্রাহ্মণদের লুণ্ঠন না করার জন্য ফিরোজ আদেশ দিয়েছিলেন?

- কোনিয়ানগর

১৯৩) জাজনগর অভিযানের সময় আইন--মাহরু ওই অঞ্চলের নিচের কোন একটি গুরুত্বপূর্ণ স্থানের উল্লেখ করেছেন এবং বলেছেন যে - " স্থানের অধিবাসীরা কখনো কাউকে কোনো কর প্রদান করেনি?"

- তিনিয়ানগর

১৯৪) ফিরোজ শাহ তুঘলকের অভিযানের সময় জাজনগরের তৎকালীন শাসক কে ছিলেন যিনি দিল্লির সাথে সংঘর্ষে বাংলার শাসকের পক্ষ নিয়েছিলেন?

- বীর ভানুদেব তৃতীয়

১৯৫) সুলতান ফিরোজ শাহ তুঘলকের দ্বিতীয় বঙ্গ অভিযানের সময় কে বাংলার শাসক ছিলেন?

- সুলতান সিকান্দারশাহ

১৯৬) সুলতান ফিরোজ শাহের মুদ্রায় কোন কোন খলিফার নাম লেখা আছে?

- খলিফা আল হাকিম, আল মুতাজিৎ, আলী মুতাওয়াক্কিল

১৯৭)  কে লিখেছেন যে- "কোনও খান বা মালিকের কাছে বশীরের সমান সম্পদ ছিল না এই সম্পদ ফিরোজের মৃত্যুর পর তার পুত্র সুলতান মুহাম্মদ শাহের এবং রাজকীয় দাসদের মধ্যে ঝগড়া ষড়যন্ত্রের কারণ হয়ে দাঁড়ায়"

- শামস সিরাজ আফিক

১৯৮) সুলতান ফিরোজ শাহের শাসনামলে অত্যাচারের লিখিত প্রমাণে  একজন আমীরের নাম পাওয়া যায়, যাকে দুর্নীতির অভিযোগে মাস নির্যাতনের পর নির্বাসিত করা হয়েছিলসেই আমিরের নাম কি?

- শামসুদ্দিন আবুরাজা

১৯৯) সুলতান ফিরোজ শাহ তুঘলকের কোন আমির অত্যন্ত দুর্নীতিপরায়ণ ছিলেন এবং তার দুর্নীতির দ্বারা সঞ্চিত সম্পদ তুলনাহীন ছিল?

- বশির মুলতানি

২০০) সুলতান ফিরোজ শাহ নাগরকোট (কাংড়া) অভিযানের সময় জ্বালামুখী মন্দির থেকে 1300টি সংস্কৃত গ্রন্থ দিল্লিতে নিয়ে এসেছিলেন এবং পরবরতিকালে সেগুলিকে কি নাম দিয়ে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে?

- দালায়ত--ফিরোজশাহী

২০১) অশোকের দিল্লি মিরাট লাট যাছোট লাটনামেও পরিচিত, সেটি আফিকের মতে সুলতান ফিরোজ শাহের  কোন প্রাসাদে স্থাপিত হয়েছিল?

- কুশক শিকার

২০২) নিচের কোন রচনায়, "টোপরা লাট"কে দিল্লীতে নিয়ে এসে তার নতুন জায়গায় স্থাপনের দৃশ্য চিত্রিতভাবে বর্ণনা করা হয়েছে?

- সীরাত ফিরোজশাহী

২০৩) ইতিহাসবিদ আফিক সুলতান কর্তৃক রদকৃত কর থেকে আয় হিসেবে কতটুকু দিয়েছেন?

- ৩০ লাখ

২০৪) "ফুতুহাত--ফিরোজশাহী"-তে সুলতান দাবি করেছেন যে নিম্নলিখিত কতগুলি কঠিন কর বাতিল করেছেন যা শরীয়তে অনুমোদিত নয়?

- 28

২০৫) সুলতান ফিরোজ শাহের সম্পূর্ণ করতে একটি সেচ প্রকল্পে  50 হাজার শ্রমিক 8 মাস ধরে কাজ করেছিল এবং সেই সেচ প্রকল্পটি ব্যর্থ হয়েছিলএই প্রকল্পটির নাম কি?

- সিরসতি-সালিয়া নদী সংযোগ প্রকল্প

 

ফিরোজ শাহ তুঘলক প্রথম পার্ট >>>>>

ফিরোজ শাহ তুগলক দ্বিতীয় পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 ফিরোজ শাহ তুগলক| Firoz Shah Tughlaq MCQ|Firuz Shah Tughlaq| Feroz Shah Tughlaq| Futuhat E Firoz Shahi| About Firoz Shah Tughlaq|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad