Type Here to Get Search Results !

গ্রিন হাউস ইফেক্ট ও তার উপাদান [ Green House Effect and Its Components]

 

 

 গ্রিন হাউস ইফেক্ট ও তার উপাদান

Set By- Manas Adhikary

 গ্রিন হাউস ইফেক্ট অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Green House Effect MCQ.

গ্রিন হাউস ইফেক্ট ও তার উপাদান MCQ| Green House Effect and Its Components MCQ| Green House| Green House Efect| Greenhouse Efects| Global Warming.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গ্রিন হাউস ইফেক্ট ও তার উপাদান এই পর্বে থাকছে প্রাথমিক টেটের পরিবেশবিদ্যার অন্যতম টপিক গ্রিন হাউস ইফেক্ট ও তার উপাদান থেকে ৪০ টি  অতিসংক্ষিপ্ত প্রশ্ন(MCQ)। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

গ্রিন হাউস ইফেক্ট MCQ প্রশ্নোত্তর। Green House Effect MCQ.

১)গ্রিনহাউস গ্যাস কাকে বলা হয়?

- যে গ্যাসগুলি বায়ুমণ্ডলের উত্তাপকে আবদ্ধ করে দেয় তাদের গ্রিনহাউস গ্যাস  বলে 

২) গ্রিনহাউস গ্যাসগুলির প্রধান গ্যাস কি কি ?  

- গ্রিনহাউস গ্যাসগুলির প্রধান গ্যাস হল কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাসের অন্যান্য গ্যাসগুলি হল মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ফুলুরিনেটেড গ্যাস, ওজোন (O3), জলীয় বাষ্প (H2O)

    বিভিন্ন শিল্প প্রক্রিয়া থেকে উৎপন্ন হওয়া কৃত্রিম, শক্তিশালী গ্রিনহাউস গ্যাসগুলি হল ফ্লুরিনেটেড গ্যাসগুলি যেমন হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন (PFCs), সালফার হেক্সাফ্লোরাইড (SF6) এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড

 ৩) গ্রিনহাউস গ্যাসগুলির কাজ কি?  

- গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্গত অবলোহিত  বিকিরণ  (মোট তাপীয় শক্তি)   শোষণ করে  এবং  এটিকে  আবার  পৃথিবীর  পৃষ্ঠে  পুনরায়  প্রেরণ  করে।

৪) গ্রীনহাউস গ্যাসে কোন গ্যাসের  উপস্থিতি খুব বেশি পরিমাণে থাকে?

- কার্বন ডাই অক্সাইড

৫) কার্যক্ষমতার  দিক  থেকে  সবচেয়ে শক্তিশালী গ্রীনহাউস গ্যাস কোনটি?

- CFC

৬) নিচের কোন বিকিরন উচ্চ শক্তি্সম্পন্ন এবং ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিশিষ্ট হয়?

- অতিবেগুনী বিকিরণ

৭)  স্বাভাবিক  গ্রীনহাউস  প্রভাব  পৃথিবীতে  জীবন  ধারণের  জন্য  অপরিহার্য  কারণ এটি  পৃথিবীর গড় তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। সেই তাপমাত্রার মান কত?

- 15 

৮) ইনফ্রারেড বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কেমন হয়?

- দীর্ঘ

৯) জীবাশ্ম (খনিজ) জ্বালানী পোড়ানোর ফলে কি ঘটে?

গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি করে 

১০)  কোনটিকে  প্রাকৃতিকভাবে  উৎপন্ন  গ্রিনহাউস  গ্যাস  হিসেবে  বিবেচনা  করা  হয় না?

- CFC

১১) বিশ্বের বৃহত্তম সি. এফ. সি. উৎপাদনকারী সংস্থার নাম কি?

- মার্কিন সংস্থা ডুপন্ট 

১২) ইলেক্ট্রনিক্স ও কম্পিউটার শিল্পে পরিবেশ দূষক কোন গ্যাস  ব্যবহৃত হয়?

- CFC-113

১৩) CFC-11 এর পুরো নাম কি?

- Trichlori-Pluro Methene

১৪) CFC-113 এর পুরো নাম কি?

- Trichloro Trifluro Ethane

১৫) CFC-115 এর আয়ুষ্কাল কত?

- ৯০ বছর 

১৬) ওজোন গ্যাসের  কেমন হয়?

- গাঢ় নীল বর্ণের 

১৭) ওজোন গ্যাসকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়?

- মোডিফিকেশন ও আলোপিক  

১৮) 2015 সালের জুন মাস পর্যন্ত, (নিখুঁত রূপে)  গ্রিনহাউস  গ্যাস  নিঃসরণে  অবদানের  ক্ষেত্রে বিশ্বব্যাপী ভারতের রাঙ্ক  (স্থান) কত?

- চতুর্থ  

(ভারত চীন, মেক্সিকো এবং ব্রাজিলের পরেই আছে)

১৯) গ্লোবাল ওয়ার্মিং কোন কোন কাজের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়?

 বন কাটা কমানোজীবাশ্ম জ্বালানির(খনিজ তেল) ব্যবহার কমানো

 ২০)কোন দুটি গ্যাসএর মধ্যে একটি  গ্রিনহাউস  গ্যাস  মোট  গ্লোবাল  ওয়ার্মিংয়ের  জন্য 14% দায়ী এবং অন্যটি 6% দায়ী?

- CFC এবং N2O

২১) গ্রিনহাউজ গ্যাস প্রধানত কি কি?

- প্রধানত CO2 এবং CH4 এবং N20

২২) গত শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে---------। গত তিন দশকে এর বেশিরভাগটাই বেরেছে।   

- 0.6°C

২৩) মোট বৈশ্বিক উষ্ণায়নে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের আপেক্ষিক অবদানের সঠিক ক্রমহ্রাসমান ক্রম লেখ

- কার্বন ডাই অক্সাইড; মিথেন; সিএফসি; নাইট্রাস অক্সাইড

২৪) বায়ুমণ্ডলে CO2, CH4 ইত্যাদি দ্বারা তাপ আটকানোকে 'গ্রিন হাউস ইফেক্ট' বলা হয় কেন?

- গ্রিন হাউস সূর্যালোকের জন্য প্রবেশযোগ্য এবং তাপের জন্য অভেদ্য

২৫) অর্ধেক গ্রিন হাউস প্রভাব দ্বারা সৃষ্ট হয়

- CO

২৬) গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে বলে

- বিশ্ব উষ্ণায়ন

২৭) মানুষের কোন কাজের ফলে কার্বন ডাই-অক্সাইড সবথেকে বেশী পরিমাণে উৎপণ্ণ হয়?

- খনিজ  জ্বালানি পোড়ানো

২৯)  বিশ্বব্যাপী কোন ক্ষেত্রে  গ্রীনহাউস গ্যাস সবথেকে বেশী পরিমাণে উৎপন্ন হয়?

- বিদ্যুৎ এবং তাপ উৎপাদন

৩০) সবথেকে বেশী পরিমাণে  মিথেন গ্যাস উৎপন্ন হয় মানুষের কোন কাজের কারণে?

 - জীবাশ্ম(খনিজ) জ্বালানি উৎপাদন এবং পশুপালন

 ৩১) মিথেন কার্বন-ডাই অক্সাইডের তুলনায় কত গুণ ভারি ?

- ৩০ গুন 

৩২) কার্বন ডাই অক্সাইডের তাপ ধারাণ ক্ষমতা CFC এর কত গুণ কম?

- ২০০০ গুন

 ৩৩) নিম্নের কোন গ্যাসটিকে বলা হয় হাসির গ্যাস ?

- N2O

৩৪) অগ্নী নির্বাপন যন্ত্রে নিম্নের কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

 -  কার্বণ ডাই অক্সাইড

৩৫) স্বল্প সময়ের অ্যানেসথেসিয়ায় নিম্নের কোন গ্যাসটি ব্যবহার করা হয় ?

- N2O

৩৬) ক্লোরোফ্লোরো কার্বণ নিম্নের কোন দুটির মিলিত রূপ?

- ক্লোরিন ফ্লোরিন

৩৭) ফোম ফাঁপিয়ে তোলার জন্য নিম্নের কোন গ্যাস ব্যবহার করা হয়?

- CFC 

৩৮) আইসক্রিম তৈরী করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

- কার্বন ডাই অক্সাইড  

৩৯) একজন মানুষ প্রতিদিন কত পাউন্ড কার্বন দেয় অক্সাইড বাতাসে পরিত্যাগ করে?

- ২ পাউন্ড 

৪০) বর্তমানে বায়ুমণ্ডলে মিথেনের পরিমান কত P.P.M.?

- ১.১ 

 পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>>

 প্রাইমারি টেট  মকটেস্ট  >>>>

 

গ্রিন হাউস ইফেক্ট ও তার উপাদান MCQ| Green House Effect and Its Components MCQ| Green House| Green House Efect| Greenhouse Efects| Global Warming.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad