Type Here to Get Search Results !

খলজি বংশ ও জালালউদ্দিন খলজি দ্বিতীয় পর্ব [Khalji Dynasty and Jalaluddin Khalji 2nd Part]

 


খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি  দ্বিতীয় পর্ব

set by- Manas Adhikary

 

খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব Khalji Dynasty and Jalaluddin Khalji 2nd Part.

খলজি বংশ। জালালউদ্দিন  খলজি| খিলজি বংশ| Jalaluddin Khilji| Jalaluddin Khalji| Jalaluddin Firuz Khalji। Jalaluddin Firoz Khilji। Jalaluddin Khilji UPSC। Khilji Dynasty। Founder of Khilji Dynasty। Khilji Dynasty Founder.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব।   এর আগে  প্রথম পর্বে জালালউদ্দীন খলজি সমন্ধে সংক্ষিপ্ত আলোচনা ও ৩৩ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।  এই পর্বে থাকছে খলজি বংশ ও  জালালুদ্দিন খলজি সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব MCQ Khalji Dynasty and Jalaluddin Khalji 2nd Part MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

৩৪) দিল্লীর কোন সুলতান জালালউদ্দিন খিলজি কোন মঙ্গোল নেতাকে পুত্র বলে সম্বোধন করতেন?

আবদুল্লাহকে

৩৫) অধ্যাপক এস. আর. রাও কোন সুলতানকে শর্মা "কোমল হৃদয়ের সুলতান" বলেছেন?

- জালাল উদ্দিন ফিরোজ শাহ খলজি 

৩৬) সুলতান জালালউদ্দিন খিলজিকে কোন নদীর তীরে হত্যা করা হয়েছিল?

- গঙ্গা

৩৭) জালালুদ্দিন ফিরোজ খিলজির শাসনামলে নিচের কাদেরকে নব মুসলমান বলা হত?

- মঙ্গোল

৩৮) 'রাজাকে শাসন করতে হবে এবং শাসনের নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় সিংহাসন ত্যাগ করে শান্তির নিঃশ্বাস নিতে হবে'- কে জালাল উদ্দিন খিলজিকে এই বলে সমালোচনা করেছিলেন?

 - আহমেদ চাপ

৩৯) 1290 সালে কে খিলজি রাজবংশ প্রতিষ্ঠা করেন?

- জালালউদ্দিন খিলজি 

৪০) সুলতানি আমলে কোন শাসক দিল্লি লখনৌতির মধ্যবর্তী অঞ্চলে বনাঞ্চলকে বাসযোগ্য করে তোলেন?

- জালালউদ্দিন ফিরোজ খিলজি 

৪১) জালালুদ্দিন ফিরোজ খিলজি রণথম্ভোরে অভিযান চালান কোন সালে

- 1290

৪২) জালালুদ্দিন খিলজি মন্দসৌর দখল করেন কত সালে?

- 1292

৪৩) জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির প্রথম অভিযান কার বিরুদ্ধে ছিল?

- রণথম্ভোর 

 ৪৪) "আমি এমন শত শত দুর্গকে একজন মুসলমানের গোঁফের এক চুলের সমান মনে করি না"- উক্তিটি কার?

-জালালুদ্দিন খলজি

 ৪৫) কোন দুর্গ জয় করতে না পেরে জালালুদ্দিন খলজি মন্তব্য করেন যে-  "আমি এমন শত শত দুর্গকে একজন মুসলমানের গোঁফের এক চুলের সমান মনে করি না" ?

- রণথম্ভোর

৪৬) রণথম্ভোর অভিযানে রণথম্ভোর অভিমুখে যাত্রা করার সময় জালালুদ্দিন খিলজি সর্বপ্রথম কোন দুর্গ জয় করেন?

- জায়ান দুর্গ 

৪৭) দিল্লি সালতানাতের কোন শাসক ঠগীদের দমন করেছিলেন?

- জালাল উদ্দিন ফিরোজ শাহ খিলজি 

৪৮) দিল্লি সালতানাতের কোন শাসককে মৌর্য শাসক অশোকের সাথে তুলনা করা হয়েছে?

-জালাল উদ্দিন ফিরোজ শাহ খিলজি 

৪৯) দিল্লি সালতানাতের সবচেয়ে বয়স্ক সুলতান কে ছিলেন যিনি ৭০ বছর বয়সে শাসক হয়েছিলেন?

- জালালউদ্দিন খিলজি 

৫০) জালালুদ্দিন খিলজির সময়ে  মালিক চাড্ডু কোথাকার ইকতাদার ছিলেন?

- কারা প্রদেশ

৫১) "রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্র্তে পরিনত করা সম্ভব নহে" কে বলেছেন?

- জালালউদ্দিন খিলজি 

৫২) দিল্লি সালতানাতের কোন সুলতান বলেছিলেন যে - 'শাসনের ভিত্তি হওয়া উচিত শাসিতদের ইচ্ছানুযায়ী'?

- জালালউদ্দিন ফিরোজ খিলজি 

৫৩) "হৃদয় পরিবর্তনকারী অশোকের মতো  জালালুদ্দিন  খিলজি  মানবপ্রেম বিশ্বাস নিয়ে শাসন করতে চেয়েছিলেন”।- বক্তা কে?

- হাবিবুল্লাহ 

৫৪) গিয়াসউদ্দিন তুঘলক ছাড়াও কোন শাসক সুলতান হওয়ার আগে উত্তর-পশ্চিম সীমান্তের প্রধান প্রহরী হিসেবে কাজ করছিলেন?

- জালালউদ্দিন খিলজি 

৫৫) জালালউদ্দিন ফিরোজ খিলজির কোন পুত্রকে আলাউদ্দিন খিলজি  দিল্লির সিংহাসন থেকে অপসারিত করে সুলতান হন?

 - রুকুনউদ্দিন ইব্রাহিম 

৫৬) 'আমি একজন বৃদ্ধ মুসলমান, আর মুসলমানদের রক্ত ​​ঝরানো আমার কাজ  নয়।' - উপরের উক্তিটি কোন সুলতানের?

 - জালালউদ্দিন ফিরোজ খিলজি 

৫৭) যে কিলোখারি প্রাসাদে জালালউদ্দিন ফিরোজ খিলজি রাজ্যাভিষেক হয়েছিল তার  নির্মাতা কে  ছিলেন?

- কায়কুবাদ 

 ৫৮) জালালউদ্দিন ফিরোজ খিলজির কোন উপাধি নিয়েছিলন? 

- ইবনে সাইফ ও শায়েস্তা খান

৫৯) জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির একটি হলো ইবনে সাইফ এই  ইবনে সাইফ  কথাটির অর্থ কি?  

- তলোয়ারের পুত্র

 ৬০) "তিনি একটি পিঁপড়ারও ক্ষতি না করার নীতিতে বিশ্বাস করতেন" - বারনী কার কথা উল্লেখ করে এই উক্তিটি করেন?

- জালালউদ্দিন খিলজি 

 ৬১)  আলাউদ্দিন খিলজির আক্রমণের কারণ হিসেবে ধরা হয় যে রণথম্ভোর ছিল  হামির দেবের দুই মঙ্গোল সেনাপতির আশ্রয়স্থল।   এখন প্রশ্ন হলো ঐ দুই মঙ্গোল সেনাপতির নাম কি  ছিল?

 - মহম্মদ শাহ কেহবু 

৬২) 'দিওয়ান--ওয়াকুফ' - রাষ্ট্রীয় ব্যয় সংক্রান্ত বিভাগ তৈরি করেন  দিল্লির কোন সুলতান?

 - জালালউদ্দিন ফিরোজ খলজি 

৬৩)  কোন   সুলতানের  আমলে দক্ষিণে ভারতে প্রথম মুসলিম আক্রমণ হয়?

- জালালউদ্দিন ফিরোজ খলজী

৬৪)  জালালউদ্দিন ফিরোজ খলজী দক্ষিণে ভারত আক্রমণের সময়  প্রথম কার উপর আক্রমণ করেন?

  - দেবগিরির যাদব শাসক রামচন্দ্রের উপর 

৬৫) নিজামুদ্দিন আউলিয়া নিচের কোন সুলতানের সাথে দেখা করতে অস্বীকার করেছিলেন

- জালালউদ্দিন ফিরোজ খলজি 

৬৬) সুলতান হওয়ার পর জালালউদ্দিন খিলজি,  আলাউদ্দিনকে কোন পদ দেন?

 - আমির--তুজুক 

৬৭) নুসরাত খাতুন কার দরবারের সাথে সম্পর্কযুক্ত ছিলেন?

- জালালউদ্দিন খিলজি 

৬৮) দক্ষিণের বিখ্যাত গায়ক গোপাল নায়ক নিচের কোন শাসকের দরবারী ছিলেন?

 - রামচন্দ্র দেব 

৬৯) দিল্লির প্রথম কোন সুলতান হিন্দুদের প্রতি উদারপন্থী ছিলেন?

- জালালউদ্দিন খিলজি 

৭০) আলাউদ্দিন খিলজি তার ভাই আলমাস বেগের মাধ্যমে সুলতান জালালউদ্দিন খিলজির কাছে একটি বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান, তারপর কে সুলতানকে  আলাউদ্দিনের সাথে দেখা করতে বারণ করেন?

- আহমেদ চাপ 

৭১) 1296 সালে দেবগিরি আক্রমণ করার আগে আলাউদ্দিন খলজি কোথায়  আক্রমণ করার জন্য জালালউদ্দিন খিলজির কাছে অনুমতি চেয়েছিলেন?

- চান্দেরি

৭২) কে বলেছিলেন যে- 'রাজপ্রাসাদের প্রাচীরের নীচে, হিন্দুরা নাচ-গান করে, ঢোল পিটিয়ে যমুনায় বিসর্জনের জন্য অনেকে একত্রিত হয়ে প্রতিমা নিয়ে যায়, এবং আমি দেখতে থাকি'?

- জালালউদ্দিন খিলজি

৭৩) রণথম্ভোর অভিযানের সময় সুলতান জালালউদ্দিন খলজিকে কে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু জালালউদ্দিন খলজি পরে তাকে ক্ষমা করে দেন?

- তাজউদ্দীন কুচি 

৭৪) জালাল উদ্দিন ফিরোজ খলজি কায়কোবাদ কায়ুমার্সকে হত্যা করে দাস রাজবংশের অবসান ঘটিয়ে খিলজি বিপ্লবের সূচনা করেন জালাল উদ্দিন ফিরোজ খলজিকে কায়কোবাদ কোন পদে নিযুক্ত করেন?

- আরজ-ই-মুমালিক 

৭৫) জালালুদ্দিন খিলজির নির্দেশে, যে মঙ্গোল নব  মুসলমান নিয়ে এসেছিলেন, তাকে ভারতে থাকতে দেওয়া হয়েছিল এবং সেই জায়গাটি মঙ্গোলপুরী নামে পরিচিতি লাভ করে এটি ভারতের কোথায় অবস্থিত ?

- দিল্লি 

 ৭৬) নিচের কোন দুই সুলতানকে  উত্তর পশ্চিম সীমান্তের "ওয়ার্ডেন অফ দ্য মার্চেস" বলা হয়?

- জালালউদ্দিন খিলজি গিয়াসউদ্দিন তুঘলক 

৭৭) আমির খসরু রচিত কোন বইটিতে মালিক চাড্ডুর বিদ্রোহ দমন এবং জালাল উদ্দিন খলজির সামরিক অভিযানের বর্ণনা রয়েছে?

- মিফতাহ উল ফুতুহ 

৭৮) আমীর খসরুকে গ্রন্থাগারের প্রধান রাজকীয় কুরআনের কিউরেটরের পদে  কে নিযুক্ত করেন ?

 - জালালউদ্দিন খিলজি 

৭৯) কোন সুলতান বলেছিলেন যে সম্রাটত্ব কেবল প্রতারণা দেখানোর জিনিস?

- জালালুদ্দিন খিলজি

৮০)  বারুদ ব্যবহারের প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় আমির খুসরুর কবিতায়, এখন প্রশ্ন হলো যে কার সময়ে এটি রচিত হয়েছিল?

- জালালউদ্দিন খিলজি 

 

 খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি প্রথম  পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 খলজি বংশ। জালালউদ্দিন  খলজি| খিলজি বংশ| Jalaluddin Khilji| Jalaluddin Khalji| Jalaluddin Firuz Khalji। Jalaluddin Firoz Khilji। Jalaluddin Khilji UPSC। Khilji Dynasty। Founder of Khilji Dynasty। Khilji Dynasty Founder.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad