Type Here to Get Search Results !

খলজি বংশ ও জালালউদ্দিন খলজি প্রথম পর্ব [Khalji Dynasty and Jalaluddin Khalji 1st Part]

 


খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি  প্রথম পর্ব

set by- Manas Adhikary

 

খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি প্রথম পর্ব Khalji Dynasty and Jalaluddin Khalji 1st Part.

খলজি বংশ। জালালউদ্দিন  খলজি| খিলজি বংশ| Jalaluddin Khilji| Jalaluddin Khalji| Jalaluddin Firuz Khalji। Jalaluddin Firoz Khilji। Jalaluddin Khilji UPSC। Khilji Dynasty। Founder of Khilji Dynasty। Khilji Dynasty Founder.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি প্রথম পর্ব। এই পর্বে থাকছে খলজি বংশ ও  জালালুদ্দিন খলজি সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা সাথে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  আমি এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি প্রথম পর্ব MCQ Khalji Dynasty and Jalaluddin Khalji 1st Part MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here



গিয়াস উদ্দীন বলবন এর মৃত্যুর পর তাঁর পৌত্র মুইজ উদ্দীন কায়কোবাদ সিংহাসনে বসেন৷ কিন্তু কায়কোবাদ সিংহাসনের  অযোগ্য হওয়ায় ওমরাহগন তাঁকে সিংহাসনচ্যুত করে তাঁর শিশুপুত্র কায়ুমার্সকে সিংহাসনে বসান এই কায়কোবাদ কায়ুমার্সকে তাঁর সেনাপতি জালাল উদ্দীন ফিরোজ খলজী হত্যা করে দিল্লী তুর্কী ইলাবরী বংশের পতন ঘটিয়ে আফগান বা হিন্দুস্থানী মুসলিমদের রাজত্ব সূচনা করেন একে খলজী বিপ্লব বলা হয়৷

জালাল উদ্দীন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স সত্তর বছর৷ তিনি হত্যার মধ্য দিয়ে সিংহাসন লাভ করলেও জালাল উদ্দীন ছিলেন শান্তিপ্রিয়, ধর্মভীরু, উদার ন্যায়পরায়ন তাঁর আমলে মঙ্গোলরা সম্পূর্নরূপে পরাজিত হয়ে সন্ধি স্থাপনে বাধ্য হয়৷ ১২৯২ খ্রিস্টাব্দ নাগাদ মঙ্গোলদের প্রাক্তন নেতা হলাকুর পূত্র আবদুল্লার নেতৃত্বে প্রায় দেড় লক্ষ মোঙ্গলের একটি দল ভারত আক্রমন করে৷ জালাল উদ্দিন খলজী অত্যন্ত দক্ষতার সাথে মোঙ্গলদের গতিরোধ করেন এবং যুদ্ধে পরাজিত হয়ে মোঙ্গলরা পিছু হটতে বাধ্য হয়৷ এই সময় চেঙ্গিজ খাঁর বংশধর হলাকুর নেতৃত্বে কয়েক হাজার মোঙ্গল ইসলাম ধর্ম গ্রহন করে দিল্লীর আশেপাশে বসবাস করতে থাকে এদেরকে নবমুসলমান বলা হয়৷

এই সময় আযোধ্যা প্রদেশের শাসনকর্তা ছিলেন আলাউদ্দীন খলজী৷ এই আলাউদ্দীন খলজী ছিলেন জালাল উদ্দীন খলজীর ভাইপো জামাতা৷ ১২৯৫ সালের শেষদিকে জালাল উদ্দিন গোয়ালিয়রে অভিযানের সময় আলাউদ্দিন দক্ষিন ভারত আক্রমন করে মালব দেবগিরি জয় করে প্রচুর সম্পদ সংগ্রহ করেন। বিনাঅনুমতিতে আলাউদ্দিনের এরূপ আচরন সম্রাটকে কিছুটা ক্ষুব্ধ করে তুলেছিল৷ যদিও তিনি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ না করে দিল্লীতে নির্বিকার চিত্তে ফিরে আসেন। এইসময় দিল্লীর একজন প্রভাশালী ব্যক্তিত্ব ছিলেন আলাউদ্দিনের ভ্রাতা উলুখ খাঁ (এই উলুখ খাঁ কিন্তু গিয়াস উদ্দিন বলবন নহে।) এই উলুখ খানের প্ররোচনায় এবং ষড়যন্ত্রে স্নেহান্ধ পিতৃব্য জলালাউদ্দিন নিজ জামাতা আলাউদ্দিনের সাথে দেখা করার জন্য সৈন্য ছাড়া কেবলমাত্র দু-চারজন দেহরক্ষীকে

নিয়ে কারা-মানিকপুর(অযোধ্যা) থেকে গঙ্গা পার হয়ে পশ্চিমতীরে অবস্থিত আলাউদ্দিনের শিবিরে উপস্থিত হন৷ আলাউদ্দিনকে দেখার সাথে সাথেই তিনি স্নেহের আবেগে আলিঙ্গনবদ্ধ করলে আলাউদ্দিনের অনুচর মামুদ সেলিম, জালাল উদ্দিনের পিঠে অস্ত্রাঘাত করে৷ আহত জালালুদ্দিন প্রানরক্ষার জন্য ছুটতে শুরু করলে আলাউদ্দিনের অপর অনুচর ইক্তিয়ার উদ্দিন অস্ত্রাঘাতে তার শিরচ্ছেদ করে৷ আলাউদ্দিন মৃত সুলতানের ছিন্নমুন্ড বর্শাবিদ্ধ করে কারা-মানিকপুর অযোধ্যার মানুষকে প্রদর্শন করে এবং নিজেকে সুলতান বলে ঘোষনা করে৷

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) খলজী কোন ধরনের শব্দ?

- তুর্কি

) তুর্কি কথায়খলজি' কথার অর্থ কী?

- যোদ্ধা

৩) খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?

- জালাল উদ্দীন খলজী

) জালাল উদ্দিন খলজী কার সার--জান্দার ছিলেন?

- গিয়াস উদ্দিন বলবনের

) কে জালাল উদ্দীন খলজীকে মুমালিকের পদে আসীন করেছিলেন?

- কায়কোবাদ

) জালাল উদ্দীন খলজী কিভাবে দিল্লীর সিংহাসন দখল করেন?

- দাস বংশের শেষ সম্রাট শিশু কায়ুমার্স তার পিতা কায়কোবাদ কে হত্যা করে জালাল উদ্দীন দিল্লীর সিংহাসনে বসেন৷

) কার আমলে খলজী বিপ্লব হয়েছিল?

- জালাল উদ্দিন খলজী (আসলে এটি ছিল দাসবংশের পতন ঘটিয়ে দিল্লীর সিংহাসনে খলজী বংশের অধিকার কায়েম করা)

) দিল্লির সুলতানি আমলে কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল?

- খলজী বংশ (মাত্র ৩০ বছর)

) জালাল উদ্দিন খলজীর পূর্বনাম কী ছিল?

- মালিক খলজী

১০) জালাল উদ্দিন খলজীর পত্নীর নাম কী?

- মালিকাজাহান

১১) জালাল উদ্দিন খলজীর ভাইয়ের নাম করো যিনি আলাউদ্দিন খলজীর পিতা ছিলেন?

- শিহাব উদ্দিন খলজী

১২) দিল্লীর কোন সুলতান মাথার পাগড়ি ধারন করতেন?

- জালাল উদ্দিন খলজী

১৩) দিল্লীর সুলতানদের মধ্যে সর্বাপেক্ষা বৃদ্ধবয়সে সিংহাসনে বসেন কে?

- জালাল উদ্দিন খলজী

১৪) জালালউদ্দীন খলজী কত বছর বয়সে দিল্লীর সিংহাসনে বসেন?

 - ৭০ বছর

১৫) জালাল উদ্দিন খলজীর অভিষেক ক্রিয়া কোন রাজপ্রাসাদে হয়েছিল?

- কিলখোরী প্রাসাদ

১৬) অসম্পূর্ন কিলখোরী রাজপ্রাসাদের নির্মানকাজ সম্পূর্ন করেন কে?

- জালাল উদ্দিন খলজী

১৭) জালাল উদ্দিন খলজী প্রথম কাকে কারা-মানিকপুরের গভর্নর হিসাবে নিযুক্ত করেন?

- মালিক চাড্ডুকে

১৮) মালিক চাড্ডু কে ছিলেন?

- বলবনের আত্মীয় এবং দিল্লীর সিংহাসনের অন্যতম দাবিদার।

১৯) ১২৯১ সালে জালাল উদ্দিন খলজীর বিরুদ্ধে কে বিদ্রোহ ঘোষনা করেছিল?

- তাঁর কারা-মানিকপুরের গভর্নর বলবনের আত্মীয় মালিক চাড্ডু

২০) কে মালিক চাড্ডু বিদ্রোহ দমন করেছিল?

- জালাল উদ্দিন খলজীর পুত্র আরকলি খাঁ

২১) কোন ধর্মপ্রান সম্ভকে জালাল উদ্দিন খলজীর নির্দেশে তার পুত্র আরকলি খান উন্মত্ত হাতির পদতলে পিস্ট করে হত্যা করেছিলেন?

- সন্ত সিধি মৌলা

২২) জালাল উদ্দিনের আমলে দিল্লীর কোতোয়াল পদে কে নিযুক্ত ছিলেন?

- বৃদ্ধ ফকরুদ্দিন

২৩) জালাল উদ্দিন কাকে উজীর পদে নিযুক্ত করেছিলেন?

- খাজা কাতির

২৪) জালালউদ্দীন খলজীর আমলে মোঙ্গোলরা কতবার আক্রমন করেন?

- একবার

২৫) জালাল উদ্দিন খলজী যে মঙ্গোলদের আক্রমন প্রতিহত করেছিলেন তাদের নেতা কে ছিলেন?

- চেঙ্গিজ খাঁর বংশধর হলাকুর পৌত্র আবদুল্লা

২৬) নবমুসলমানদের ভারতে বসতি স্থাপনের আনুমতি কে দিয়েছিলেন?

- জালালউদ্দীন খলজী

২৭) কে জালাল উদ্দিন খলজীকে "Clemency King Firus" বলে অভিহিত করেছেন?

- অধ্যাপক এস আর শর্মা

২৮) জালাল উদ্দিন খলজী তাঁর রাজত্বেকালে মোট কতবার যুদ্ধাভিযান করেছিলেন?

- দুবার

২৯) জালাল উদ্দিন খলজী যখন রনথম্ভোর আক্রমন করেন তখন সেখানকার শাসনকর্তা কে ছিলেন?

- রানা হামিরদের

৩০) আলাউদ্দীন খলজী, জালালউদ্দীন খলজীর সাথে কিভাবে সম্পর্কযুক্ত?

- জালালউদ্দীন খলজীর ভাইপো জামাতা ছিলেন আলাউদ্দীন খলজী

৩১) সিংহাসনে বসার আগে আলাউদ্দীন খলজী কোথাকর শাসক ছিলেন?

- অযোধ্যা প্রদেশের

৩২) কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম অভিযান হয়েছিল?

- জালাল উদ্দিন খলজী (করেছিলেন আলাউদ্দিন খলজী)

৩৩) আমীর খসরুর লেখামিফতাহ-উল-ফুতুহ' থেকে কোন সুলতানের শাসনকাল সম্পর্কিত তথ্য পাওয়া যায়?

- জালাল উদ্দিন খলজী

 

 খলজি বংশ ও জালালউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 খলজি বংশ। জালালউদ্দিন  খলজি| খিলজি বংশ| Jalaluddin Khilji| Jalaluddin Khalji| Jalaluddin Firuz Khalji। Jalaluddin Firoz Khilji। Jalaluddin Khilji UPSC। Khilji Dynasty। Founder of Khilji Dynasty। Khilji Dynasty Founder.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad