Type Here to Get Search Results !

ষােড়শ মহাজনপদ দ্বিতীয় পর্ব [ 16 Mahajanapad MCQ]

ষােড়শ মহাজনপদ দ্বিতীয় পর্ব 

 Set By- Manas Adhikary

 ষােড়শ মহাজনপদ দ্বিতিয় পর্ব। 16 Mahajanapad MCQ.

ষােড়শ মহাজনপদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Mahajanapad| 16 Mahajanapad MCQ| 16 Mahajanapad.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো প্রাচীন ভারতের ষােড়শ মহাজনপদ দ্বিতিয় পর্বএর আগে এই টপিক থেকে সংক্ষিপ্ত আলোচনা ও ৬২ টি MCQ প্রশ্ন দিয়ে ছিলাম ,আজ এই পোস্টে থাকছে ষােড়শ মহাজনপদ সম্পর্কিত বাকি MCQ প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

ষোড়শ মাহাজনপদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Short Question and Answer on Sixteenth Mahajanpada.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 


 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

৬৩) প্রদ্যুত কোন মহাজনপদের শাসক ছিলেন?

- অবন্তী।

৬৪) রাজা প্রদ্যুতের রাজবংশ কী নামে পরিচিত ছিল?

- পৃথীবিম ভোকস্যন্তি

৬৫) রাজা প্রদ্যুতের পুত্র সংখ্যা কতগুলি?

- দুই (গোপাল পালক)

৬৬) প্রদ্যোতের পর কে অবন্তীর সিংহাসনে বসেছিলেন?

- পালক

৬৭) রাজা প্রদ্যুতের পিতার নাম কী?

- পুনিক

৬৮) পুনিক কোথাকার মন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন?

- উজ্জয়িনী (অবন্তী)

৬৯) উদয়িন কোন মহাজনপদের শাসক ছিলেন?

- বৎস্য

৭০) প্রসেনজিত কোন মহাজনপদের শাসক ছিলেন?

- কোশল

৭১) মগধ মহাজনপদের প্রথম শাসক কে ছিলেন?

- বিম্বিসার

৭২) ব্রহ্মদত্ত কোন মহাজনপদের শাসক ছিলেন?

- অঙ্গ

৭৩) ষোড়শ মহাজনপদের যুগে যে ছাপাঙ্কিত মুদ্রা প্রচলিত ছিল তা কি দিয়ে তৈরী ছিল?

- রূপা

৭৪) এই ছাপাঙ্কিত মুদ্রাগুলির ওপরনাম কী ছিল?

- পুরান বা কার্ষাপন বা পানা।

৭৫) ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি যুদ্ধের জন্য প্রথম হাতির ব্যবহার করে?

- মগধ

৭৬) মেগাস্থিনিস কোন মহাজনপদের রাজধানীকে কৃষ্ণ উপসনার কেন্দ্র হিসাবে বর্ননা করেছেন?

- সুরসেন মহাজনপদের রাজধানী মথুরাকে

৭৭) মগধরাজ অজাতশত্র তাঁর কোন মন্ত্রীকে বৃজির উপর আক্রমনের জন্য পরামর্শ গ্রহনের উদ্দেশ্যে গৌতম বুদ্ধের কাছে প্রেরন করেছিলেন?

- বসসাকার।

৭৮) সমকালীন সাহিত্যে কোন মহাজনপদগঙ্গাসাগর’ বলে চিহ্নিত আছে?

- বৃজি

৭৯) ষোড়শ মহাজনপদের সময় বনিকরা কীসে চেপে বানিজ্যে যেতেন?

- গোরুর গাড়ি

৮০) ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি তুলা শিল্পে বিখ্যাত ছিল?

- বৎস

৮১) ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি পরে দুটিভাগে ভাগ হয়ে যায়?

- অবন্তী (উত্তরাংশ- উজ্জয়িনী। এবং দক্ষিনাংশ মহিষ্মতী)

৮২) ষোড়শ মহাজনপদগুলির মধ্যে মগধ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয়৷ মগধের এই উত্থানের জন্য কোন শাসককে কৃতিত্ব দেওয়া হয়?

- বিম্বিসার।

৮৩) ষোড়শ মহাজনপদের পুর্নাঙ্গ তালিকা কোথায় পাওয়া যায়?

- অঙ্গুত্তরনিকায়

৮৪) ষোড়শ মহাজনপদের আমলে কৃষিজ ফসলগুলি কী ছিল?

- ধান,গম,যব আখ

৮৫) ষোড়শ মহাজনপদের যুগে বস্ত্রশিল্প কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল কোনটি?

- বারানসী

৮৬) ষোড়শ মহাজনপদের যুগে কী সমুদ্রপথে বানিজ্য প্রচলিত ছিল?

- না।

৮৭) ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতে কয়েকটি পরিচিত জীবিকার কথা উল্লেখ করা

- ধোপা, নাপিত, চিকিৎসক

৮৮) ষোড়শ মহাজনপদের যুগে প্রধান জীবিকা কী ছিল?

- কৃষিকাজ

 ষােড়শ মহাজনপদ প্রথম পর্ব>>>>

ষােড়শ মহাজনপদ তৃতীয় পর্ব >>>> 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

  ষােড়শ মহাজনপদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Mahajanapad| 16 Mahajanapad MCQ| 16 Mahajanapad.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad