পুরাণ
Set By- Manas Adhikary
পুরাণ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। MCQ on Puran.
পুরাণ MCQ| bengali puran| puran bengali| Puran MCQ.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পুরাণ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) কোন পুরাণে সঙ্গীতের বিশদ বর্ণনা আছে?
- বায়ু পুরাণ
২) ভারতীয় পুরাণ অনুসারে সোমপুত্র বুধ পেশায় কি ছিলেন???
- ডাক্তার
৩) মৎস্য পুরাণ অনুসারে, সোমপুত্র বুদ্ধ ভারতে কার ওষুধের প্রবর্তক ছিলেন?
- গজ
৪) কোন গ্রন্থ অনুসারে বিন্দুসার ব্রাহ্মণ ধর্মের অনুসারী ছিলেন?
- মহাবংশ
৫) কালিকা পুরাণ কোন ধর্মের অনুসারী বলে বিশ্বাস করা হয়?
-জৈন
৬) কৌটিল্যকে "দ্বিজর্ষভ (শ্রেষ্ঠ ব্রাহ্মণ)" বলা হয়েছে কথায়?
- পুরাণে
৭) 18টি পুরাণের মধ্যে সবচেয়ে বড় পুরাণ কোনটি?
- স্কন্দ পুরাণ
৮) কোন বেদে "পুরাণ" শব্দটি সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে?
- অথর্ববেদ
৯) কোন ধর্মে পুরাণকে "চরিত" বলা হয়েছে?
- জৈন
১০)নিচের কোন গ্রন্থে মৌর্য রাজবংশকে অসুর নাম দেওয়া হয়েছে?
- মার্কন্ডেয় পুরাণ
১১) কোথায় বলা হয়েছে –‘কলিযুগে একজন ঋদ্ধভিজ্জ (নতুন) কশ্যপ গোত্রিয় দ্বিজ যোদ্ধা অশ্বমেধ যজ্ঞকে পুনরুজ্জীবিত করবেন’
- হরিবংশ পুরাণ
১২) কোন পুরাণকে বিশ্ব সম্পদের মর্যাদা দেওয়া হয়েছে?
- অগ্নি পুরাণ
১৩) পুরাণে কত লক্ষণ বর্ণিত হয়েছে
- 5
১৪) বিষ্ণুধর্মেত্তর পুরাণের কোন অধ্যায়ে চিত্রকলার বর্ণনা পাওয়া যায়?
- 3
১৫) কোন পুরাণে বলা হয়েছে যে সতীপ্রথা ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ?
- পদ্ম পুরাণ
১৬) পুরাণে অশোকের উত্তরসূরিরূপে কার নাম পাওয়া যায় না?
- মহেন্দ্র, বীরসেন
১৭) ভবিষ্য পুরাণে কোন বৌদ্ধরাজার কথা বলা হয়েছে?
চন্দ্রগুপ্ত মৌর্য
১৮)পুরাণ অনুসারে মৌর্য সম্রাট বিন্দুসার কত বছর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন?
- 24
১৯)কোন পুরাণে বিন্দুসারকে "মানদাসার" বলা হয়েছে?? ,
- বায়ু পুরাণ
২০)কোন পুরাণ অনুসারে, জনমেজয়ের প্রপৌত্র নিচক্ষু, কৌশাম্বীকে বৎস মহাজনপদের রাজধানী করেছিলেন ?
- বিষ্ণু পুরাণ
২১)কোন শাস্ত্র অনুসারে – ‘ভক্তি, দ্রাবিড় দেশে জন্মেছিল, কর্ণাটকে বিকশিত হয়েছিল, মহারাষ্ট্রে থাকার পর গুজরাটে পৌঁছে জীর্ণ হয়ে গিয়েছিল’?
-ভাগবত পুরাণ
২২) কোন পুরাণে বিম্বিসারকে "ক্ষেত্রোজ" বলা হয়েছে?? ,
-মৎস্য পুরাণ
২৩)"যুগপুরাণ" কোন গ্রন্থের সাথে সম্পর্কিত??
- গার্গী সংহিতা
২৪)পুরাণে কোন রাজবংশের শাসকদের শ্রীপার্বতীয়া বলা হয়েছে??
- ইক্ষ্বাকু
২৫)নিচের কোন পাণ্ডুলিপিতে উল্লেখ আছে যে 'অনুগঙ্গা প্রয়াগ মগধঃ গুপ্তশ্চ ভোক্ষ্যন্তি' অর্থাৎ মগধের গুপ্তরা প্রয়াগ এবং গঙ্গার তীরে অবস্থিত অঞ্চল শাসন করবে?
- বিষ্ণু পুরাণ
২৬)যে পুরাণে জ্যোতিষশাস্ত্রের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।
-বিষ্ণু পুরাণ
২৭)কোন পুরাণ অনুসারে, সোমপুত্রকে বুদ্ধ ভারতে গজ চিকিতসার প্রবর্তক বলা হল?
-- মৎস্য পুরাণ
২৮)কোন পুরাণে রাজধর্ম ও সপ্তাঙ্গ তত্ত্বের বর্ণনা পাওয়া যায়?
- মৎস্য পুরাণ
২৯)শান্তি পুরাণ কে রচনা করেন?
- পোণ্ণ
৩০)নিচের কোন পুরাণে বিষ্ণুর অবতারের তালিকায় বুদ্ধের পরিবর্তে কৃষ্ণকে স্থান দেওয়া হয়েছে?
- বায়ু পুরাণ
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here