Type Here to Get Search Results !

বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব [Vedas MCQ]

 

বে সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দ্বিতীয়পর্ব  

SET BY - MANAS ADHIKARY


বে সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব   । Some Questions from Vedas

বে vedas। rigveda। atharva veda। vedas and upanishads। the rig veda। vedas in bengali। Vedas MCQ.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বেদ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। এর আগে আমি বেব সম্পর্কিত ১২৭ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই ব্লগে দিয়ে দিয়েছি। আজ দ্বিতীয় পর্বে বাকি অতিসংক্ষিপ্তত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 বেদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। Short Question and Answer on Vedas 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 



১২৭) যাগযজ্ঞের বর্ননা পাওয়া যায় কোন বেদে?

-যজুবেদ

১২৮) কোন বেদ গদ্য এবং পদ্য উভয়ভাবে লিখিত?

-যজুরবেদ।

১২৯) কে বলেন যে বেদ সংস্কৃত ছান্দস্য ভাষায় রচিত?

- সুকুমারী ভট্টাচার্য

১৩০) কোন বেদ প্রথম সংকলিত হয়েছিল?

- ঋকবেদ

১৩১) কোন বেদে কয়েকটি মন্ত্র নিয়ে একটি বড়ো কবিতা গঠন করা হয়েছে?

-ঋকবেদ।

১৩২) ঋকবেদে অনেকগুলি কবিতা নিয়ে কী গঠিত হয়েছে?

- সুক্ত

১৩৩) ঋকবেদে কয়েকটি সুক্ত নিয়ে কী গঠিত হয়েছে?

- মন্ডল

১৩৪) ঋকবেদের মন্ডল সংখ্যা কতগুলি?

- ১০ টি

১৩৫) সামবেদে মোট ১৮১০ টি মন্ত্র আছে৷ এদের মধ্যে কতগুলি মন্ত্রকে ঋকবেদ থেকে গ্রহন করা হয় নি?

- ৭৫ টি (বাকীগুলি ঋকবেদ থেকে গ্রহন করা হয়েছে)

১৩৬) যজুর্বেদের প্রধান দুই ভাগ কী কী?

- কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ

১৩৭) কৃষ্ণ যজুর্বেদের ওপর নাম কী?

- তৈত্তিরীয় সংহিতা

১৩৮) শুক্ল যজুর্বেদের ওপর নাম কী?

.- বাজসেনীয় সংহিতা

১৩৯) বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের বিনিয়োগ বা ব্যবহারের কথা আলোচিত হয়েছে তাকে কি বলা হয়?

- ব্রাহ্মন

১৪০) ব্রাহ্মন গদ্য না পদ্যে রচিত?

- গদ্যে

১৪১) বেদত্রয়ী কাকে বলা হয়?

- প্রথম তিনটি বেদ অর্থাৎ ঋক, সাম, যজু কে একত্রে বেদত্রয়ী বলা হয়৷

১৪২) কোন বেদকে মানবজাতির প্রথম আইন বলা হয়?

- ঋকবেদ

১৪৩) কোন বেদের প্রথম নাম ছিলসমন’?

- সামবেদ

১৪৪) যজুর্বেদের আদি নাম কী ছিল?

- যজুমশি

১৪৫) কোন বেদটি অবিন্যস্ত, অস্পষ্ট এবং বিক্ষিপ্তরূপে সংকলিত?

- যজুর্বেদের কৃষ্ণবেদ বা কালোবেদ

১৪৬) অথর্ব বেদের আদিনাম কী?

- অথর্বাঙ্গিরশ।

১৪৭) বেদোঅখিলধর্মুলম- কে কোথায় এই উক্তিটি করেচেন?

- মনুসংহিতায় আচার্য মনু এই উক্তি করেছেন

১৪৮) বেদো ধর্মমুলম - কে এই উক্তিটি করেছেন?

- গৌতম মুনি

১৪৯) মন্ত্ৰব্ৰাহ্মণয়োর্বেদনামধয়েম- উক্তিটি কার?

- আপস্তম্ব

১৫০) কশ্চিৎ বেদকাস্তি - কে কোথায় এই উক্তিটি করেছেন?

-পরাশরসংহিতাতে পরাশর মুনি

১৫১) সামর্গ্যজুর্বেদাস্ত্রয়ন্ত্রয়ী - উক্তিটি কার?

- অর্থশাস্ত্রে কৌটিল্য

১৫২) বেদের বিভাজন কে কেন করেন?

- মনে করা হয় যে, যজ্ঞানুষ্ঠানের পুরোহিতদের কর্ম দায়িত্বের বিষয় অনুসারেই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বেদের বিভাজন ঘটান ২৭) ঋকবেদের বৃহত্তম সুক্ত কোনটি?

- /৯৭

১৫৩) সামবেদ কয়টি শাখায় বিভক্ত?

-

১৫৪) দশতয়ী কোন বেদের নামান্তর?

- ঋকবেদ

১৫৫) গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ?

- সাম

১৫৬) কোথায় যজ্ঞের নিয়মগুলি সংকলিত আছে?

- শ্ৰৌতসুত্রে

১৫৭) ওম কারের মহত্ব কোথায় আলোচিত হয়েছে?

- মান্ডুক্যোপনিষদে

১৫৮) নাট্য সাহিত্যের উৎসরূপে কোন সুক্তগুলি গন্য হয়?

- সংবাদসুক্ত 

 

বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম পর্ব>>>> 

বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তৃতীয় পর্ব>>>> 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

বে vedas। rigveda। atharva veda। vedas and upanishads। the rig veda। vedas in bengali। Vedas MCQ.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad