Set By - Manas Adhikary
কুতুব উদ্দিন আইবক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2nd Part।KUTUB UDDIN IBAK.
কুতুব উদ্দিন আইবক MCQ| Ibak| Ibok| About Kutub uddin Ibak| Kuyat ul Islam| Adai di ka Jhopra.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কুতুব উদ্দিন আইবক দ্বিতীয় পর্ব । এই পর্বে থাকছে কুতুব উদ্দিন আইবক সম্পর্কিত অবশিষ্ট ২৫ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
কুতুব উদ্দিন আইবক MCQ। Kutub uddin Ibak MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৬১) মুহাম্মদ ঘোরিকে ভারতে মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু ভারতে স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়?
- কুতুবুদ্দিন আইবক
৬২) তাজ-উল-মাসির এ প্রধানত কোন শাসকের ইতিহাসের বর্ণনা পাওয়া যায়?
- কুতুবুদ্দিন আইবক
৬৩) নিশাপুর (পারস্য) থেকে কুতুবুদ্দিন আইবক কে কিনে এনেছিলেন?
- কাজী ফখরুদ্দিন ও আব্দুল আজিজ কোকি
৬৪) কবে কুতুবুদ্দিন আইবক দাসত্ব থেকে মুক্তি পান?
- 1208-09 খ্রিস্টাব্দে
৬৫) মোহাম্মদ ঘোরীর মৃত্যুর পর, কুতুবুদ্দিন আইবক ভারতীয় প্রদেশগুলি শাসন করেন এবং একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। সেই রাজবংশটির নাম কী?
- দাস রাজবংশ
৬৬) 1206 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের পর কুতুবুদ্দিন আইবক কোন উপাধি গ্রহণ করেন?
- মালিক ও সিপাহীশালা
৬৭) কুতুবুদ্দিন আইবকের প্রথম উজির কে ছিলেন?
- ফখরে মুদাব্বির
৬৮) কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল
- লাহোর
৬৯) কুতুবুদ্দিন আইবক কোন স্থান থেকে প্রশাসন পরিচালনা করতেন?
- লাহোর
৭০)সালতানাতের কোন শাসক 'কুরানখাওয়া' (কুরআন তেলাওয়াতকারী) নামেও পরিচিত ছিলেন?
- কুতুবুদ্দিন আইবক
৭১) মিনহাজ কোন সালতানাতের শাসককে 'হাতিমতাই দ্বিতীয়/হাতেম দ্বিতীয়' বলে ডাকতেন?
- কুতুবুদ্দিন আইবক
৭২) মুহাম্মদ ঘোরি কাকে তার বিজিত অঞ্চলের প্রশাসনের জন্য নিযুক্ত করেছিলেন?
- কুতুবুদ্দিন আইবক ২
৭৩) সুলতানি আমলে কার মুদ্রায় উদীয়মান চাঁদ এবং তার মুদ্রার উপর সাপ বা সিংহ ছিল?
- কুতুবুদ্দিন আইবক ২
৭৪) দিল্লীর কোন সুলতান ইসলাম বিরোধী সমস্ত কর সরিয়ে দিয়েছিলেন?
- কুতুবুদ্দিন আইবক ও ফিরোজ শাহ তুঘলক
৭৫) কে কুওয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন
- কুতুবুদ্দিন আইবক
৭৬) কুওয়াত-উল-ইসলাম মসজিদ নির্মাণে কোন কোন সুলতানের অবদান ছিল?
- কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ ও আলাউদ্দিন খিলজি
৭৭) হাসান নিজামীর মতে দিরহাম ও দিনার নামক মুদ্রা কে চালু করেন?
- কুতুবুদ্দিন আইবক
৭৮) কুতুবুদ্দিন আইবকের কাছে বুন্দেলখণ্ডের কোন শাসক পরাজিত হন?
- পরমর্দিদেব
৭৯) নিচের কোন সর্দার কুতুবুদ্দিন আইবককে খাম্বাতে পরাজিত করেছিলেন?
- লবনপ্রসাদ/ লক্ষ্মণপ্রসাদ
৮০) মোহাম্মদ ঘোরীর কোন অনুচর নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে ধ্বংস করেছিল?
- বখতিয়ার খিলজি
৮১) 1210 সালে লাহোরে পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবুদ্দিন আইবক মারা যান। সেই ঘোড়াটির নাম কি ছিল?
- শুভ্রক
৮২) কুতুবুদ্দিন আইবককে তার মৃত্যুর পর কোথায় সমাহিত করা হয়?
- লাহোরে
৮৩) কুতুবুদ্দিন আইবক যে ঘোড়াটি থেকে পড়ে মারা গিয়েছিলেন সেটি তিনি নিচের কোন স্থান থেকে সংগ্রহ করেছিলেন?
- মেওয়ার
৮৪) কুতুবুদ্দিন আইবক কোন রাজাকে আক্রমণ করে ঐ ঘোড়াটি পেয়েছিলেন এবং রাজাকে বন্দী করেছিলেন?
-রাজা করণ সিং
৮৫) দুর্ভিক্ষ ও প্লেগের সময়, মুহাম্মাদ বিন তুঘলক জনগণকে বিনামূল্যে খাওয়ানোর কাজে ইবন বতুতাকে নিযুক্ত করেছিলেন কোন স্থানে?
- কুতুবুদ্দিন আইবকের সমাধি
কুতুব উদ্দিন আইবক প্রথম পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
কুতুব উদ্দিন আইবক MCQ| Ibak| Ibok| About Kutub uddin Ibak| Kuyat ul Islam| Adai di ka Jhopra.