Type Here to Get Search Results !

মহম্মদ ঘােরী প্রথম পর্ব | Mohammad Ghori.

 


মহম্মদ ঘােরী প্রথম পর্ব

Set By- Manas Adhikary

মহম্মদ ঘোরী। Mohammad Ghori. 

মহম্মদ ঘোরী| মহম্মদ ঘুরি| Mohammad Ghuri|  Mohammad Ghori MCQ| Sultan Shahabuddin Ghori| Shahabuddin Ghori। Battle of Tarain। First Tarain War। Tarain 2nd War.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মহম্মদ ঘোরী সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  প্রথম পর্বে মহম্মদ ঘোরী  সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা এবং  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। অবশিষ্ট আরও কিছু প্রশ্নোত্তর  এই পর্বে আলোচিত হল। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

মহম্মদ ঘোরী  সম্পর্কিত প্রশ্নোত্তর।  Md Ghuri MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


 

 মহম্মদ বিন কাশিম গজনীর সুলতান মামুদ ভারতীয় উপমহাদেশে একের পর এক আক্রমন করে স্থানীয় রাজাদের পরাজিত করে ভারতের প্রচুর ধনসম্পত্তি লুঠ করে, নারী শিশুদের দাস হিসাবে বন্দী করলেও স্থায়ীভাবে কেউ ভারতে রাজত্ব করেননি তাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ভারতকে লুঠ করা৷ অনেক সময় বিশ্বস্ত এবং মনােনীত শাসকদের হাতে নিজেদের বিজিত রাজ্যের শাসনভার অর্পন করে ফিরে গিয়েছে নিজেদের রাজত্বে ফলে ভারতে বিন কাশিম বা গজনীর সুলতান মামুদের হাত ধরে সত্যিকারের অর্থে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়নি৷ বেশীরভাগ ঐতিহাসিকদের মতে ভারতে তথাকথিত মুসলিম সামজ্যের প্রকৃত সূচনা হয় মহম্মদ ঘুরির হাত ধরেই বর্তমানে আফগানিস্তানের হেরাত গজনীর মাঝে ছােট্ট একটি প্রদেশ ছিল; এই ছােট্ট প্রদেশটির নাম ঘুর৷ এই ঘুর প্রদেশের সামন্ত রাজা ছিলেন বাহাউদ্দিন সাম তাঁর দুই পুত্র- গিয়াসুদ্দিন মহম্মদ এক শিহাবউদ্দিন মহম্মদ এই শিহাব উদ্দিন মহম্মদ আমাদের কাছে মহম্মদ ঘুরি নামে পরিচিত

গিয়াসউদ্দিন মহম্মদ যখন গজনী দখল করার জন্য খােরাসনের যুদ্ধ লিপ্ত হন তখন মহম্মদ ঘােরি তাঁর বড়ভাইকে সাহায্য করেছিল। গজনী দখল করার পর তাঁরা দুইভাই গজনীকে দুটি অংশে ভাগ করে শাসন করতে থাকে। কিন্তু মহম্মদ ঘােরি ছিলেন একজন উচ্চাভিলাষী সামরিক নেতা। ছােটবেলা থেকেই তার মনে একটা মনােভাব বদ্ধভাবে ছিল যে, এত ছােট রাজ্য তাঁর জন্য নহে। ছােট্ট গজনীকে দুই ভাই ভাগে শাসন করে সন্তুষ্ট হতে পারছিল না। তাই মহম্মদ ঘুরি কি করে পুরাে ভারতবর্ষকে পদানত করা যায় সেই চিন্তা তাঁর মাথায় সবসময় ঘুরপাক খেত। যুদ্ধবিদ্যাটা ভালােমতােই শিখেই সে অভিযানে নেমে পড়ে। ঘুরি, ১১৭৫ সালে বর্তমান পাকিস্থানের মূলতান প্রদেশকে আক্রমন করে সেখানকার শাসক খসরু শাহকে পরাজিত করে মূলতান দখল করে। মূলত মুলতান দখলের মাধ্যমে তার রাজ্যবিস্তার শুরু হয়। ১১৭৮ সালে সিন্ধুর উচ রাজ্য দখল করে মহম্মদ ঘুরি সেখানে একটি দূর্গ নির্মান করেন। এরপর সেখান থেকে গুজরাটে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। এইসময় রাজপুতরাজারা বেশ শক্তিশালী সংঘবদ্ধ ছিলেন তাই প্রথমদিকে মহম্মদ ঘােরী রাজপুতদের প্রবল প্রতিরােধের সম্মুখীন হয় গুজরাটের রাজপুত রাজা ভীমদেব সােলাঙ্কি গুজরাটের কাছে আনিলবারের কাছে কায়াদারার যুদ্ধে ঘুরিকে পরাজিত করেন কিন্তু যুদ্ধবন্দীদের হত্যা করা রাজপুতদের নিয়ম বিরুদ্ধ হওয়ায় সােলাঙ্কি মহম্মদ ঘুরিকে জীবিত অবস্থায় ছেড়ে দেন পরাজিত মহম্মদ ঘুরির সেনাবাহিনী ফেরার পথে পথের দুপাশে মন্দির, গঞ্জ, নগর ধ্বংস এবং লুট করতে করতে ফিরে গেছিল৷ এরপর ১১৭৯ সালে মহম্মদ ঘুরি আরও একবার গুজরাট আক্রমন করলে সেসময় গুজরাটের রানী নাইকি দেবীর কাছে তিনি শােচনীয়ভাবে পরাজিত হন গুজরাট দখলে ব্যর্থ হয়ে পরাজিত মহম্মদ ঘুরি মরুভুমি অতিক্রম করে আবার সিন্ধুতে ফিরে যায়

১১৭৯ সালে মহম্মদ ঘুরি পুনরায় অভিযান চালিয়ে পেশােয়ার দখল করে নেন। ১১৮২ সালের মধ্যে পুরাে সিন্ধু অববাহিকার সমস্ত রাজ্য তার দখলে চলে আসে৷ সিন্ধুর পর তাঁর চোখ পড়ে পাঞ্জাব এবং লাহােরের উপর

তারাইনের প্রথম যুদ্ধ

১১৯১ সালে মহম্মদ ঘুরি বিশাল প্রস্তুতি নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী খায়রার গিরিপথ দিয়ে ভারত এবং বর্তমান পাকিস্তান সীমান্তের পাঞ্জাবে পৌছায় পাঞ্জাব পৌঁছে তিনি দিল্লী অভিযানে মনােযােগ দেন এবং পাঞ্জাবের সিরহিন্দ দখল করে এইসময় তিনি পৃথবীরাজ চৌহানের রাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলের দিকের একটা শক্তিশালী দূর্গ দখল করে নেয় এরপর মহম্মদ ঘুরি, কাজী জিয়া উদ্দিনের উপর দুর্গের দায়িত্ব দিয়ে গুজরাট অভিমুখে অগ্রসর হন কিন্তু এইসময় তিনি দূত মারফত খবর পান যে যুবরাজ গােবিন্দ রাইয়ের নেতৃত্বে পৃথ্বীরাজ চৌহান সসৈন্যে দূর্গ পুনরুদ্ধারের জন্য দূর্গের তিনদিক ঘিরে রেখেছে দুই সেনাবাহিনী থানেশ্বর (হরিয়ানা) থেকে ১৪ মাইল দুরে তারাইনে মুখােমুখি হয় এই যুদ্ধে মহম্মদ ঘুরী, পৃথ্বীরাজ চৌহানের ভাই যুবরাজ গােবিন্দ রাইয়ের কাছে পরাজিত হয়ে মারাত্বকভাবে আহত হন এইসময় আহত মহম্মদ ঘুরিকে কুতুব উদ্দিন আইবক ঘােড়ার পিঠে চাপিয়ে দ্রুত যুদ্ধের ময়দান ত্যাগ করেন তারাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন মহম্মদ ঘুরি৷

তারাইনের দ্বিতীয় যুদ্ধ

তরাইনের প্রথম যুদ্ধে হেরে গিয়ে মহম্মদ ঘুরি তুর্কি, আফগান এবং পার্সিয়ানদের সমন্বয়ে গঠন করে ১২০০০০ সৈন্যের এক বিশাল সেনাবাহিনী। ১১৯২ সালে মাত্র একবছরের মধ্যেই ঘুরি পুনরায় ভারত আক্রমন করার পরিকল্পনা নেয়। এইসময় অনেকেই তাঁর বিরােধিতা করলেও ঘােরি তাঁর আধ্যাত্বিক উপদেষ্টা খাজা মইনুদ্দিন চিস্তীর পরামর্শ অনুযায়ী রাতের দিকে পৃথ্বীরাজ চৌহানের উপর সসৈন্যে আক্রমন করেন। অতর্কিত আক্রমনে চৌহানের সেনাবাহিনী দিশেহারা হয়ে পড়ে। পরের দিন দুপুর বেলা চৌহানের সেনাদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে তাদের সেনাপতি খান্ডে রাও মারা গিয়েছে। ফলে তাদের মনােবল ভেঙে পড়ে। একসময় চৌহান নিজের রাজপ্রাসাদের দিকে পালানাের চেষ্টা করলে মহম্মদ ঘুরির হাতে তিনি বন্দি হন। এরপর ঘুরি রাজপ্রাসাদে গিয়ে রানি সংযুক্তাকে বন্দী করেন এবং পৃথ্বীরাজ চৌহানকে ইসলাম কবুল করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু পৃথ্বীরাজ রাজী না হওয়ায় তাঁর সামনেই টানা ১৫ দিন ধরে সংযুক্তার উপর চলতে থাকে আদিম মানবিক শারীরিক অত্যাচার (ধর্ষন) শেষে চৌহান রাজী না হলে তাঁর শিরচ্ছেদ করে তাঁর কাটা মাথা খাজা মইনুদ্দিন চিস্তীকে উপহার দেওয়া হয়

তারাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল ভারতের ইতিহাসের অন্যতম হত্যাযজ্ঞ। মাত্র দশ ঘন্টার ব্যবধানে তিন লাখ সৈন্যকে হত্যা করে ঘুরির সেনাদল৷ চৌহানের রাজপ্রাসাদ ছিল অজয়মেরুতে (যেটি এখন আজমির নামে পরিচিত) এই আজমির, দিল্লী দখল করার পর মহম্মদ ঘুরির সেনাবাহিনী বিনা প্রতিরােধে উত্তর ভারতের সরস্বতী, সামানা, কোরাম, হাসি দখল করে নেয়। তারাইনের দ্বিতীয় যুদ্ধের সমাপ্তির মাধ্যমে ভারতে ৬০০ বছর স্থায়ী ইসলামী শাসনামলের শুরু হয়। এরপর মহম্মদ ঘুরি ১১৯৪ সালে কনৌজ আক্রমন করে এবং চান্দাবারের যুদ্ধে জয়চাঁদ রাঠোরকে হত্যা করে। (প্রসঙ্গত উল্লেখ্য যে, এই জয়চাঁদ রাঠোর ছিলেন, পৃথ্বীরাজ চৌহানের প্রতিপক্ষ। ঘােরী যখন পৃথ্বীরাজ চৌহানকে আক্রমন করেছিল তখন জয়চাঁদ উল্লাস প্রকাশ করেছিল আবার আত্মীয়তার দিক থেকে পৃথ্বীরাজ চৌহান ছিলেন জয়চাঁদের জামাতা অর্থাৎ অজয়মেরুর রানী সংযুক্তার পিতা ছিলেন এই জয়চাঁদ রাঠোর সংযুক্তাকে পৃথ্বীরাজ চৌহান স্বয়ংম্বর সভা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন বলেই রাঠোর এবং চৌহানের মধ্যে শত্রুতার সুত্রপাত হয়) কনৌজ দখল করার পর ঘুরি কনৌজের শাসনভার কুতুব উদ্দিন আইবকের উপর ন্যস্ত করে খােরসানে চলে যান বিদ্রোহ দমন করতে৷ ১২০৬ সালে মহম্মদ ঘুরির মৃত্যু হয়

মহম্মদ ঘোরী| মহম্মদ ঘুরি| Mohammad Ghuri|  Mohammad Ghori MCQ| Sultan Shahabuddin Ghori| Shahabuddin Ghori। Battle of Tarain। First Tarain War। Tarain 2nd War.

 

MCQ

) প্রথম কোন মুসলিম সেনাপতি ভারত আক্রমন করেছিলেন?

- মহম্মদ বিন কাশিম।

) কত সালে আরবীয় মুসলিম বাহিনী সিন্ধু বিজয় করেছিলেন?

- ৭১২ সালে

) সিন্ধু বিজয়ে কোন মুসলিম সেনাপতি নেতৃত্ব দেন?

- মহম্মদ বিন কাশিম

) মহম্মদ বিন কাশিমের অপর নাম কী?

- ইমাদ-আদ-দীনের লাকৃবি

) আরবের কোন খলিফার শাসনকালে সিন্ধু বিজিত হয়?

- উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনকালে

) আরবের কোন খলিফার শাসনকালে সিন্ধু বিজিত হয়?

- উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনকালে

) মহম্মদ বিন কাশিম যখন সিন্ধু বিজয় করেন তখন সিন্ধুর শাসনকর্তা কে ছিলেন?

- রাজা দাহিরা

) রাজা দাহিরা কোন ধর্মালম্বী ছিলেন?

- ব্রাহ্মন

) সিন্ধুর শেষ হিন্দু রাজার নাম কী?

- দাহিরা

) মহম্মদ বিন কাশিমের মৃত্যুর জন্য কাকে দায়ী করা হয়?

- রাজা দাহিরার দুই কন্যা সুরুজ দেবী পরিমল দেবী

১০) মহম্মদ বিন কাশিমের পর কে ভারত আক্রমন করেন?

- গজনীর সুলতান মামুদের পিতা সবুক্তগীন (ভারতে প্রথম তুর্কি আক্রমন)

১১) সবুক্তগীনের পর কে ভারত আক্রমন করেন?

- গজনীর সুলতান মামুদ

১২) গজনীর সুলতান মামুদের পর কোন মুসলিম শাসক ভারত আক্রমন করেন?

- মহম্মদ ঘুরী

১৩) কোন মুসলিম শাসক সর্বপ্রথম ভারতে ইসলাম কায়েম করার চিন্তা ভাবনা করেছিলেন?

- মহম্মদ ঘােরী

১৪) মহম্মদ ঘােরির পিতার নাম কী?

- বাহাউদ্দিন সাম

১৫) মহম্মদ ঘােরীর পিতা পেশায় কী ছিলেন?

- সামন্ত রাজা

১৬) মহম্মদ ঘুরীর দাদার নাম কী ছিল?

- গিয়াস উদ্দিন মহম্মদ

১৭) মহম্মদ ঘুরির পুরাে নাম কী?

- শাহাবুদ্দিন আল্লাস মুইজউদ্দিন মহম্মদ ঘােরি

১৮) মহম্মদ ঘুরীর আদিবাসস্থান কোথায় ছিল?

- আফগানিস্তানের হেরাট গজনীর মধ্যবর্তী ছােট্ট ঘুর নামক প্রদেশে

১৯) কতসালে ঘােরী বংশ মুসলিম ধর্ম কবুল করে?

- ১০১১ খ্রীস্টাব্দে

২০) ১০১১ সালের আগে ঘােরী বংশ কোন ধর্মে দীক্ষিত ছিল?

- বৌদ্ধধর্মে

২১) কোন যুদ্ধে ঘুরবংশ গজনী দখল করেছিল?

- খােরাসানের যুদ্ধে

২২) খােরাসানের যুদ্ধে জয়ী হবার পর কে গজনীর রাজা হয়েছিল?

- মহম্মদ  ঘােরীর দাদা গিয়াস উদ্দিন সাম (পরবর্তীকালে প্রদেশটি দুইভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়)

২৩) কোন জাতি ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?

- তুর্কি জাতি

২৪) ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন?

- সবুক্তগীন (মামুদের পিতা)

২৪) ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন?

- সবুক্তগীন (মামুদের পিতা)

২৫) ভারতে মুসলিম সাম্রাজ্য কে প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

- মহম্মদ ঘােরি (প্রসঙ্গত উল্লেখ্য যে, দাস সাম্রাজ্য -ইলতুতমিস, স্বাধীন মুসলিম সাম্রাজ্য - কুতুব উদ্দিন আইবক এবং মুসলিম সাম্রাজ্য - মহম্মদ ঘােরি)

২৬) মহম্মদ ঘােরি কোথাকার শাসক ছিলেন?

- আফগান প্রদেশের

২৭) মহম্মদ ঘােরি মােট কতবার ভারত আক্রমন করেন?

- ১৫ বার

২৮) মহম্মদ ঘুরির প্রধান সেনাপতি কে ছিলেন?

- কুতুবউদ্দিন আইবক

২৯) মহম্মদ ঘােরী প্রথম কোন পথ দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন?

-গােমালপাস দিয়ে সিন্ধু উপত্যাকায় উপস্থিত হয়েছিলেন

৩০) মহম্মদ ঘুরি কত সালে লাহাের দখল করেন?

- ১১৯১ খ্রিস্টাব্দে

৩১) কোন প্রদেশ জয়ের মাধ্যমে মহম্মদ ঘুরি তাঁর রাজ্যবিস্তার শুরু করেন?

-পাকিস্তানের মুলতান

৩২) মহম্মদ ঘুরি যখন মুলতান দখল করে তখন মুলতানের শাসনকর্তা কে ছিলেন?

- খসরু শাহ

৩৩) মহম্মদ ঘুরি কার পুত্রকে ছেলেকে বন্দী করে মুক্তিপন দাবি করেছিলেন?

- খসরু শাহের

৩৪) ১১৭৮ সালে মহম্মদ ঘােরি কোনটি দখল করে সেখানে একটি দূর্গ গঠন করেন?

- সিন্ধুর উচ রাজ্য

৩৫) মহম্মদ ঘােরী কতসালে প্রথম ভারত আক্রমন করেন?

- ১১৯১ খ্রিস্টাব্দে

৩৬) ভারতের কোন রাজ্যের বিরুদ্ধে মহম্মদ ঘোরি সর্বপ্রথম ভারত অভিযান করেন?

- গুজরাট।

৩৭) সিন্ধুর উচ থেকে প্রথমে গুজরাটে প্রবেশ করার চেষ্টা করলে কারা তাঁকে বাধা দেয়?

- স্থানীয় রাজপুত যােদ্ধারা

৩৮) মহম্মদ ঘুরি প্রথম কোন রাজপুত রাজার নিকট পরাজিত হন?

-গুজরাটের রাজা ভীমদেব সােলাঙ্কি

৩৯) মহম্মদ ঘুরির সাথে ভিমদেব সােলাঙ্কির কোন যুদ্ধ হয়েছিল?

- আনহিলবারের কাছে কায়াদারার যুদ্ধ

৪০) আনহিলবারের কায়াদারার যুদ্ধে বা আনিলয়ালার যুদ্ধে কে পরাজিত হন?

- মহম্মদ ঘুরি

৪১) কোন রাজপুত রানীর কাছে মহম্মদ ঘুরি পরাজিত হন?

- গুজরাটের রানী নাইকি দেবী (১১৭৯ সালে)

৪২) কত সালে ঘুরি পেশােয়ার দখল করেন?

- ১১৭৯ সালে

৪৩) ১১৯১ সালে কোন গিরিপথ দিয়ে মহম্মদ ঘুরি পাকিস্তান সীমান্তের পাঞ্জাবে পৌঁছেছিলেন?

- খাইবার পাস দিয়ে

৪৪) মহম্মদ ঘুরি প্রথম পাঞ্জাবের কোন অঞ্চলটি দখল করে নিয়েছিলেন?

- শিরহিন্দ

৪৫) কোন অঞ্চল দখল করার মাধ্যমে মহম্মদ ঘােরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংঘাতের শুরু হয়?

- ভাতিন্ডা

৪৬) মহম্মদ ঘুরী প্রথম চৌহানের একটি দূর্গ দখল করে নিয়েছিলেন যেটি চৌহানের রাজত্বের উত্তরপশ্চিমাঞ্চলের ভাতিন্ডায় অবস্থিত ছিল পরে ঘুরী এই দূর্গে দায়িত্বভার কার উপর অর্পন করে গুজরাটের দিকে যাত্রা শুরু করেছিলেন?

- কাজী জিয়া উদ্দিন

৪৭) তারাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের সেনাপতি কে ছিলেন ?

- তাঁর দাদা গােবিন্দ রাও

৪৮) তারাইন কোথায় অবস্থিত?

- থানেশ্বর (হরিয়ানা) থেকে ১৪ কিমি দূরে

৪৯) তারাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন?

- মহম্মদ ঘুরি

৫০) তারাইনের প্রথম যুদ্ধে মারাত্মকভাবে আহত পরাজিত মহম্মদ ঘুরিকে কে ঘােড়ার পিঠে চাপিয়ে যুদ্ধক্ষেত্র থেকে দ্রুত পলায়ন করেন?

- কুতুবউদ্দীন আইবক

৫১) তারাইনের দ্বিতীয় যুদ্ধে মহম্মদ ঘুরীর সৈন্য সংখ্যা কত ছিল?

-১২০০০০

৫২) কবে তারাইনের দ্বিতীয় যুদ্ধ হয়?

- ১১৯২ সালে

৫৩) মহম্মদ ঘুরী কোন যুদ্ধে জয়লাভের পর দিল্লি আজমীর দখল করে?

-তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রীস্টাব্দে, এই যুদ্ধটি হয়েছিল মহম্মদ ঘােরী পৃথবীরাজ চৌহানের মধ্যে পৃথবীরাজ চৌহান পরাজিত হন)

৫৪) তারাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?

- পৃথবীরাজ চৌহান

৫৫) পৃথ্বীরাজ চৌহানের অপর নাম কী?

- রাই পিথারাে

৫৬) পৃথবীরাজ চৌহানের পত্নীর নাম কী?

- সংযুক্তা

৫৭) পৃথ্বীরাজের রাজধানী কোথায় ছিল?

- অজয়মেরু (বর্তমানে যার নাম আজমীর)

৫৮) তারাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ে কে উল্লাস প্রকাশ করেছিল?

- জয়চাঁদ রাঠোর

৫৯) জয়চাঁদ রাঠোর সম্পর্কে পৃথ্বীরাজ চৌহানের কে হতেন?

- শ্বশুড় (রানী সংযুক্তার পিতা)

৬০) জয়চাঁদের সাথে পৃথ্বীরাজের বিরােধ ছিল কীসের জন্য?

-পৃথবীরাজ জয়চাঁদ রাঠোরের কন্যা সংযুক্তাকে স্বয়ংম্বর সভা থেকে অপহরন করেছিলেন বলে৷

৬১) দ্বিতীয় তারাইনের যুদ্ধে পৃথ্বীরাজের সেনাপতি ছিলেন কে?

- খান্ডে রাও

৬২) মহম্মদ ঘুরি কতসালে কনৌজ আক্রমন করেন?

- ১১৯৪ সালে

৬৩) মহম্মদ ঘুরি যখন কনৌজ আক্রমন করেন তখন কনৌজের শাসনকর্তা কে ছিলেন?

- জয়চাঁদ রাঠোর

৬৪) জয়চাঁদ রাঠোর মহম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি কী নামে পরিচিত?

- চান্দাওয়ারের যুদ্ধ

৬৫) চান্দাওয়ারের যদ্ধে কে পরাজিত হন?

- জয়চাঁদ রাঠোর

৬৬) কনৌজ জয় করার পর মহম্মদ ঘুরি কী করেন?

- খােরাসান বিদ্রোহ দমন করতে ভারত ত্যাগ করে খােরাসানে চলে যান।

৬৭) মহম্মদ ঘুরী যখন খােরাসানে বিদ্রোহ দমন করতে যান তখন ভারতের শাসনভার কার উপর অপর্ন করে গিয়েছিলেন?

- কুতুব উদ্দিন আইবকের উপর।

৬৮) মহম্মদ ঘুরীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?

- খাজা মইনুদ্দিন চিস্তী

৬৯) পৃথ্বীরাজের শিরচ্ছেদ করার পর মহম্মদ ঘুরী কাকে পৃথ্বীরাজের কাটা শির উপহার দিয়েছিলেন?

- খাজা মইনুদ্দিন চিস্তী

৭০) কার মাধ্যমে ঘুরী জানতে পেরেছিলেন যে রাজপুতরা সূর্যাস্তের পর আর যুদ্ধ করেন না?

- খাজা মইনুদ্দিন চিস্তী।

৭১) কোন মুসলিম শাসকের মুদ্রায় লক্ষ্মীদেবীর প্রতিকৃতি অঙ্কিত ছিল?

-মহম্মদ ঘােরি।

৭২) মহম্মদ ঘােরির লক্ষ্মীদেবীর প্রতিকৃতি অঙ্কিত মুদ্রায় কোন ভাষা লেখা থাকত?

- দেবনাগরী অক্ষরে সংস্কৃত ভাষায়

৭৩) মহম্মদ ঘােরীর রাজধানী কোথায় ছিল?

-ঘােরি বংশের প্রথম রাজধানী ছিল ঘুর প্রদেশের ফিরােজকোহ৷ পরবর্তীতে এই রাজধানী হেরাট স্থানান্তরিত হয়। এছাড়াও শীতকালে গজনী লাহােরকে অতিরিক্ত রাজধানী হিসাবে ব্যবহার করা হত

৭৪) মাউন্ট আবু পাহাড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়?

- দ্বিতীয় মুলারাজ মহম্মদ ঘােরি

৭৫) মহম্মদ ঘােরির মৃত্যুর পর তাঁর বিজিত অঞ্চলগুলি কিভাবে ভাগ করা হয়?

- মূলত তাঁর চারজন অনুচর তাঁর অঞ্চলগুলিকে চারটি ভাগে ভাগ করে নেন। যথা-

) তাজউদ্দিন ইয়ালদুজ পান গজনীর অধিকার।

) নাসির উদ্দিন কুবাচা পান মুলতান উছ এর অধিকার

) বখতিয়ার খলজী পান বাংলার অধিকার।

 ) কুতুব উদ্দিন আইবক পান লাহাের দিল্লীর অধিকার।

৭৬) মহম্মদ ঘােরির পর কে গজনীর সিংহাসনে বসেন?

- তাজউদ্দিন ইয়ালদুজ।

৭৭) মহম্মদ ঘােরি পৃথ্বীরাজ চৌহানের পুত্রকে কোন অঞ্চল দিয়েছিলেন?

-রণােথম্বর।

৭৮) তাজ-উল-মাসির গ্রন্থের লেখক হাসনা নিজামী কার সাথে ভারতে আসেন?

- মহম্মদ ঘােরি

৭৯) মহম্মদ ঘুরী কতসালে মারা যান?

- ১২০৬ সালে

 মহম্মদ ঘোরী দ্বিতীয় পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 

মহম্মদ ঘোরী| মহম্মদ ঘুরি| Mohammad Ghuri|  Mohammad Ghori MCQ| Sultan Shahabuddin Ghori| Shahabuddin Ghori। Battle of Tarain। First Tarain War। Tarain 2nd War.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad