Type Here to Get Search Results !

গজনীর সুলতান মামুদ ও অলবিরুনী (MAMUD & ALBERUNI)

গজনীর সুলতান মামুদ ও অলবিরুনী

 SET BY - MANAS ADHIKARY

গজনীর সুলতান মামুদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম  পর্ব। Mamud MCQ 1st part.

সবুক্তগীন। বাৎ-সিকান। মূর্তিভঙ্গকারী। উতবি। ফিরদৌসী। প্রাচ্যের হোমার। তুর্কীর হোমার। দিল্লী বালা। অলবিরুনী। তহকিক--হিন্দ। অল্লম গল্লম। অলবিরুনীর আসল নাম।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গজনীর সুলতান মামুদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম পর্ব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 গজনীর সুলতান মামুদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম পর্ব। Mamud MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


তুর্কী জাতির নেতৃত্বে ভারতে মুসলিম বিজয় সম্পাদিত হয়৷ সবুক্তগীনের মৃত্যুর পর তার বড় ছেলে মামুদ গজনীর সিংহাসনে বসেন৷ মামুদ বাগদাদের  খালিফার কাছ থেকে স্বাধীনতার স্বীকৃতি পেয়েসুলতানউপাধি গ্রহন করেন দুর্ধর্ষ যােদ্ধা সুলতান মামুদ ছিলেন যেমন নিষ্ঠুর, তেমনি ধর্মান্ধ ধনলিপ্সু সমসাময়িক এক মুসলিম ঐতিহাসিকের মতে বাবার দৃষ্টান্ত অনুসরন করে মামুদ প্রতি বছর ভারতে অভিযান চালাবে বলে শপথ নিয়েছিল ভারতের বিভিন্ন রাজাদের রাজকোষে, মন্দিরে, মঠে যুগ যুগ ধরে যে ধনরত্ন জমা হয়েছিল, তা লুণ্ঠন করে তার সাহায্যে গজনী নগরীকে সুসজ্জিত করা এবং এক বিরাট সেনাদল গড়ে তার সাহায্যে মধ্য এশিয়া ইরাক জয় করা ছিল তার লক্ষ্য ভারতে স্থায়ীভাবে বসবাস করার কোন ইচ্ছা তার ছিল না ভারতের বাইরে সুলতান মামুদবাৎ-সিকান” বা মূর্তিভঙ্গকারীরূপে খ্যাতিলাভ করেছিল মামুদের সভাকবি ছিলেন আব নাসির উতবি ফিরদৌসী উতবির লেখা গ্রন্থের নাম  তারিক--আলফি” এবং ফিরদৌসীর লেখা গ্রন্থের নামশাহনামা” ফিরদৌসৌকে প্রাচ্যের হােমার বা ফার্সির হােমার বলা হয় সুলতান মামুদ  মােট ১৭ বার ভারত আক্রমন করেন তবে তার সব ভারত অভিযান গুরুত্বপূর্ন ছিল না৷

মামুদের অভিযানসমূহঃ

১০০১ খ্রীষ্টাব্দঃ- এটা ছিল মামুদের প্রথম ভারত অভিযান এই অভিযানে পেশােয়ারের যুদ্ধে শাহীবংশের রাজা জয়পালকে পরাজিত বন্দী করেন এবং মুলতান জয় করেন

১০০৯ খ্রীষ্টাব্দঃ- মামুদ জয়পালের পুত্র আনন্দপালের নেতৃত্বে গড়ে ওঠা শক্তিজোটকে উন্দের যুদ্ধে পরাস্ত করে শাহী রাজ্য ধ্বংস করেন মামুদ নাগরকোট বা কাংড়া লুঠ করেন এবং বহু ধনরত্ন নিয়ে যান শাহী রাজ্যের পতন হলে গঙ্গা-যমুনার উপত্যকার দরজা সুলতান মামুদের কাছে খুলে যায়।।

১০১৪খ্রীষ্টাব্দঃ- সুলতান মামুদ থানেশ্বর আক্রমন করে চক্ৰস্বামী মন্দির লুঠ ধ্বংস করেন

১০১৮ খ্রীস্টাব্দঃ- মথুরায় বহু মন্দির লুঠ ধ্বংস করেন এবং এক বিরাট পরিমান সােনা, রূপা নগদ টাকা নিয়ে যান। কনৌজের রাজা রাজ্যপাল প্রতিহার মথুরা রক্ষায় বিফল হয়ে পালিয়ে যান। 

 ১০১৯ খ্রীষ্টাব্দঃ- চান্দেলরাজ বিদ্যাধরকে পরাজিত করে তাঁর বশ্যতা স্বীকারে বাধ্য করেন এবং কালিঞ্জর দূর্গ লুঠ করে বহু ধনরত্ন যুদ্ধের হাতী নিয়ে চলে যান


 

১০২৪-২৫ খ্রীষ্টাব্দঃ- মামুদের সর্ববিখ্যাত অভিযান ছিল এটি গুজরাটের সােমনাথ মন্দির লুণ্ঠন ছিল এই অভিযানের লক্ষ্য বহু বছর ধরে এই ভারতবিখ্যাত মন্দিরে বহু হীরা, মনিমুক্তা, রত্নখচিত চন্দ্রাতপ, সােনা রূপা জমা হয়েছিল৷ মন্দিরে অগনিত ভক্ত-পুরােহিত দেবদাসী ছিল আনাহিলবাড়ের চালুক্যরাজ ভীম অন্যান্য হিন্দুরাজারা এই পবিত্র মন্দির রক্ষার জন্য প্রানপনে বাধা দিয়ে মামুদের হাতে পরাস্ত হন মামুদ সােমনাথের মন্দির বিগ্রহ ধ্বংস করে দুকোটি স্বর্ণমুদ্রা, বহু অলংকার, সােনা-রুপার সিংহাসন, দামী রত্নখচিত চন্দ্রাতপ নিয়ে যান

১০২৭খ্রীষ্টাব্দঃ- জাঠদের বিরুদ্ধে সুলতান মামুদ ভারতে সর্বশেষ অভিযান পরিচালনা করেন

অলবিরুনী

গজনীর সুলতান মামুদের সময়ে ভারতে আসেন আরব-দেশীয় পর্যটক অলবিরুনী তার আসল নাম ছিল আবুরিহান তার লেখা গ্রন্থতহকিক--হিন্দ” বাকিতাব-উল-হিন্দ”৷ এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের সমাজ সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাওয়া যায়৷ সমাজে জাতিভেদ প্রথাকে বর্নপ্ৰথা বলত৷ সমাজের শীর্ষে ছিল ব্রাক্ষ্ম তারপর ছিল ক্ষত্রিয়৷ এরা ছিল শাসকশ্রেনী যােদ্ধা বৈশ্যরা কৃষি ব্যবসা বানিজ্যের মাধ্যমে জীবিকা চালাত শুদ্ৰশ্রেনী ছিল ব্রাক্ষ্মনদের দাস বৈশ্য শুদ্র শ্রেনীর বেদপাঠের কোন অধিকার ছিল

 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

) সুলতান মামুদের পিতার নাম কী?

- সবুক্তগীন

) গজনীর সুলতান মামুদ কোন জাতিভুক্ত ছিলেন?

- তুর্কী

) তুর্কীদের মধ্যে কে প্রথম ভারত আক্রমন করেন?

- সুলতান মামুদের পিতা সবুক্তগীন  

) গজনীর সুলতান মামুদ কীসের জন্য ভারত আক্রমন করেছিলেন?

- ধনসম্পত্তি লুঠ করার জন্য

) গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমন করেন?

- ১৭ বার

) গজনীর সুলতান মামুদ কোন পথে প্রবেশ করে ভারত আক্রমন করেন?

- খাইবার পাস (বর্তমানে ইহা পাকিস্থানে অবস্থিত)

) গজনীর সুলতান মামুদ কোন ঋতুতে গজনী থেকে যাত্রা শুরু করতেন আক্রমনের জন্য?

- সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে বর্ষা ঋতুর শেষের দিকে

) মামুদের অনুপস্থিতিতে কে প্রশাসনিক কাজ চালাইতেন?

 - খাজা আহমেদ।

) মামুদ প্রথম কবে ভারত আক্রমন করেন?

- ১০০১ খ্রীস্টাব্দে শাহী বংশের জয়পালের উপর

১০) মামুদের সেনাতে কোন দুই হিন্দু উচ্চ পদে নিযুক্ত ছিলেন?

- তিলক এবং সেবংদরায়

১১)মামুদ কোন নদীতে বাড়- সুলতান বানিয়েছিলেন?

-নাওয়ার

১২) কে সর্বপ্রথম ভারতীয় শৈলীতে মুদ্রার প্রচলন করেন?

- মামুদ

 ১৩) মামুদের প্রথম অসফল ভারত অভিযান কোনটি?

- ১০২১ খ্রীস্টাব্দের কাশ্মীরের লৌহরিন দূর্গ লুঠ করার অভিযান

১৪) অব্যমেক্তম মুহম্মদ অবতার উপাধি কে গ্রহন করেছিলেন?

- গজনীর সুলতান মামুদ

১৫) বাগদাদের খলিফার কাছ থেকে মামুদ কী উপাধি পান?

 - সুলতান

১৬) ভারত ভারতের বাইরে সুলতান মামুদ কি নামে খ্যাতি লাভ করেন?

- বাৎ-সিকান বা মূর্তিভঙ্গকারী

১৭) কে ইয়ামিন-উদ-দৌলা উপাধিতে ভূষিত হন?

মামুদ

১৮) কোন যুদ্ধে মামুদ, শাহী বংশের রাজা জয়পালকে পরাজিত করেন?

- পেশােয়ারের যুদ্ধে (১০০১ খ্রীষ্টাব্দে, এটা ছিল মামুদের প্রথম ভারত আভিযান)

১৯) মামুদ কোন সময় আক্রমন করে শাহী রাজবংশের রাজা জয়পালের পুত্র আনন্দপালের নেতৃত্বে গড়ে ওঠা শক্তিজোটকে পরাজিত করেন?

- ১০০৯ খ্রীস্টাব্দে এই যুদ্ধ উন্দের যুদ্ধ নামে পরিচিত এইসময় মামুদ নাগরকোট কাংড়া লুঠ করে প্রচুর ধনসম্পত্তি নিয়ে যান

 ২০) মামুদ ১০১৪ খ্রীস্টাব্দে ভারতের কোন মন্দির লুঠ করেন?

- থানেশ্বর আক্রমন করে চক্ৰস্বামী মন্দির লুঠ ধ্বংস করেন

২১) মামুদ যখন মথুরা লুঠ করতে আক্রমন চালায় তখন কে তাকে বাধা দিয়েছিল? - কনৌজের রাজা রাজ্যপাল প্রতিহার (যদিও তিনি বিফল হয়ে পালিয়ে যান এবং মামুদ মথুরার বহু মন্দির লুঠ ধ্বংস করেন)

২২) মামুদ কবে কালিঞ্জর দূর্গ আক্রমন করেন?

 - ১০১৯ খ্রীষ্টাব্দে

২৩) মামুদের সর্ববিখ্যাত ভারত অভিযান কোনটি?

- ১০২৪ -১০২৫ খ্রীষ্টাব্দ পর্যন্ত এই অভিযানে মামুদ গুজরাটের সােমনাথ মন্দির বিগ্রহ ধ্বংস করে দুকোটি স্বর্ণমুদ্রা, বহু অংলকার, সােনা-রুপার সিংহাসন ইত্যাদি লুঠ করে নিয়ে যান

২৪) মামুদ যখন গুজরাটের সােমনাথ মন্দির অভিযান চালায় তখন কে তাকে প্রতিহত করার চেষ্টা করেন?

- চালুক্যরাজ প্রথম ভীম৷

২৫) মামুদ গুজরাটের মন্দির ধ্বংস করলে সেই মন্দিরের পুনঃনির্মান কে করেন?

- চালুক্য রাজ প্রথম ভীম


 

২৬) মামুদের শেষ ভারত অভিযান কাদের বিরুদ্ধে ছিল?

- জাঠদের বিরুদ্ধে (১০২৭ খ্রীষ্টাব্দে)

২৭) মামুদ কোন শহরকে সামরিক ঘাঁটি হিসাবে গড়ে তুলেছিলেন?

- বােস্ট শহরকে

২৮) সুলতান মামুদের মন্ত্রীর নাম কী?

- আবুল হাসান ইসফারাইনি

২৯) সুলতান মামুদের সভাকবি কে ছিলেন?

- আবু নাসির উতবি এবং ফিরদৌসী

৩০) উতবির লেখা গ্রন্থটির নাম কী?

- তারিক--আলফি

৩১) কোন রাজকবির মুখ মামুদ 3 বার মতি দিয়ে ভরিয়ে দিয়েছিলেন?

- উতবীর

৩২) ফিরদৌসীর লেখা গ্রন্থটির নাম কী?

- শাহনামা

৩৩) কাকে প্রাচ্যের হােমার বা তুর্কীর হােমার বলা হত?

- ফিরদৌসী

৩৪) কে মামুদকে নীচু বংশধর বলেছেন?

 - ফিরদৌসী

৩৫) মামুদের আক্রমনকে কে জিহাদী বলেছেন?

- উতবী।

৩৬) দিল্লী বালা কী?

- মামুদ প্রচলিত মুদ্রার নাম

৩৭) অলবিরুনীকে মামুদ কোথা থেকে পান?

- খারজাম থেকে।

৩৮)সুলতান মামুদের সাথে কোন পর্যটক ভারতবর্ষে আসেন?

- আরবদেশীয় পর্যটক অলবেরুনী।

৩৯) সুলতান মামুদের ভারত আক্রমনের বিশদ বিবরন কোথা থেকে জানা যায়?

- অরব পর্যটক অলবেরুনীর লেখা থেকে।

৪০) অলবেরুনীর লেখা গ্রন্থটির নাম কী?

- তহকিক--হিন্দ বা কিতাব-উল-হিন্দ

৪১) কিতাবস সয়না কার রচনা?

- অলবেরুনী

৪২) অলবেরুনী কোন শাসকদেরকনিকের বংশধর বলেছেন?

- শাহীবংশ

৪৩) অলবেরুনী ভারতীয় ব্রাক্ষ্মনদের থেকে কী উপাধি পেয়েছিলেন?

- বিদ্যাসাগর

৪৪) অলবেরুনীর বিবরন অনুযায়ী তৎকালীন ভারতে ব্রাক্ষ্মনদের কয়টি করে স্ত্রী রাখার অধিকার ছিল?

- ব্রাক্ষ্মন- ৪টি, ক্ষত্রিয়-৩টি, বৈশ্য-২টি এবং শুদ্র- ১টি

৪৫) অলবেরুনী তার গ্রন্থে ভারতের কোন দুটি মুখ্য উৎসবের কথা উল্লেখ করেছেন?

- রামনবমী শিবরাত্রি

৪৬) শুদ্র বৈশ্য যদি বেদ পাঠ করত তাহলে কোন শাস্তি দেওয়া হত বলে অলবেরুনী তার গ্রন্থে উল্লেখ করেছেন?

- জিহ্বা কেটে নেওয়া হত

৪৭) অল্লম গল্লম কাদের বলা হত?

- অস্পৃশ্য অন্ত্যজ শ্রেনীর মানুষদেরকে

৪৮) কোন চান্দেলরাজ মামুদের বশ্যতা স্বীকার করেন?

- বিদ্যাধর

৪৯) অলবিরুনীর আসল নাম কী?

- আবু রিহান।

৫০) কনৌজ এবং মথুরার মতাে অন্য কোন স্থাপত্য যদি কেউ নির্মান করতে চায় তাহলে তাকে এক লক্ষ সােনার দিনার খরচ করতে হত এবং ২০০ বছর সময় লাগত - উক্তিটির বক্তা কে?

 - গজনীর সুলতান মামুদ।

 

গজনীর সুলতান মামুদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব>>>>

 

 ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

সবুক্তগীন। বাৎ-সিকান। মূর্তিভঙ্গকারী। উতবি। ফিরদৌসী। প্রাচ্যের হোমার। তুর্কীর হোমার। দিল্লী বালা। অলবিরুনী। তহকিক--হিন্দ। অল্লম গল্লম। অলবিরুনীর আসল নাম।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad