Type Here to Get Search Results !

কুতুব উদ্দিন আইবক প্রথম পর্ব (Kutub Uddin Ibak MCQ/Das Dynasty)


কুতুব উদ্দিন আইবক (প্রথম পর্ব)

Set By - Manas Adhikary

কুতুব উদ্দিন আইবক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।KUTUB UDDIN IBAK.

কুতুব উদ্দিন আইবক| Ibak| Ibok| About Kutub uddin Ibak| Kuyat ul Islam| Adai di ka Jhopra.


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কুতুব উদ্দিন আইবক। এই পর্বে থাকছে কুতুব উদ্দিন আইবক সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  আমি এই টপিক থেকে অবশিষ্ট  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

কুতুব উদ্দিন আইবক সংক্ষিপ্ত আলোচনা ও  MCQ। About Kutub uddin Ibak and MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


 


  মহম্মদ ঘােরি অপুত্রক ছিলেন উত্তরাধিকারির প্রসঙ্গে তাঁর বিখ্যাত উক্তিআমি দুই-একজন নয়, কয়েক পুত্র রেখে গেলাম, যারা আমার সাম্রাজ্যকে কায়েম রাখবে এবং তাদের মধ্যেই আমি বেঁচে থাকব।' মহম্মদ ঘােরির ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি বিশেষভাবে তাঁকে সাহায্য করেছিলেন তিনি হলেন তার অন্যতম দক্ষ সেনাপতি কুতুব উদ্দিন আইবক কুতুব উদ্দিন আইবক হলেন মামলুক বা আইবক বা দাস বংশের প্রতিষ্ঠাতা৷আইবক' শব্দের অর্থ হলাে দাস৷ প্রথম জীবনে তিনি মহম্মদ ঘােরির ক্রীতদাস ছিলেন পরবর্তীকালে কুতুব উদ্দীন আইবক তাঁর বিশ্বস্ত সেনাপতির পদ অর্জন করেন এবং ভারতের সাম্রাজ্যের দায়িত্ব পান ১২০৬ খ্রিষ্টাব্দে মহম্মদ ঘােরির মৃত্যুর পর কুতুব উদ্দিন আইবক নিজেকে স্বাধীন নরপতি হিসাবে ঘােষনা করেন

 মধ্য এশিয়ার কোনাে এক স্থানে কুতুব উদ্দিন আইবক জন্মগ্রহন করেন তার পূর্ব পুরুষরা ছিলেন তুর্কি। শিশুকালেই তাকে দাস বা গােলাম হিসাবে বিক্রি করে দেওয়া হয় ইরানের খােরসাসান অঞ্চলের নিসাপুরের প্রধান কাজী (বিচারক) সাহেবের কাছে৷ এই বিচারকের তাঁকে পুত্রের মতই প্রতিপালন করেন। এখানেই কুতুব উদ্দিন সাহিত্য সমরকৌশল শিক্ষালাভ করেন। এছাড়াও তিনি আইবককে ফার্সি আরবি ভাষায় দক্ষ করে তােলেন। তীর চালনা অশ্বচালনা প্রশিক্ষনের মাধ্যমে তিনি আইবককে করে তােলেন সমরবীর আইবকের এই কাজী প্রভুর মৃত্যুর পর কাজীর পুত্র আইবককে আবারও এক দাস বনিকের কাছে বিক্রি করে দেন সেই দাস বনিকের থেকে মহম্মদ ঘােরি কুতুব উদ্দিনকে ক্রীতদাসরূপে কিনে নেন কিন্তু কিছুদিনের মধ্যে মহম্মদ ঘােরি কুতুব উদ্দিনের প্রতিভায় মুগ্ধ হয়ে যায়৷ ফলে এক সময় কুতুব উদ্দিন মহম্মদ ঘুরির প্রিয়পাত্র ওঠেন এবং মহম্মদ ঘুরি তাঁকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং সহচর হিসাবে নিযুক্ত করেন তাঁর আনুগত্য, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা প্রভৃতি গুনে মুগ্ধ হয়ে মহম্মদ ঘুরি তাঁকে আমীর--আকুর (আস্তাবলের প্রধান) পদে নিযুক্ত করেন। কুতুব উদ্দিন আইবকের হাতের একটা আঙুল কাটা ছিল। কুতুবুদ্দিনের সামরিক দক্ষতা সম্বন্ধে আলােচনা করতে গেলে তাঁর সময়কালকে দুটি পর্যায়ে বিভক্ত করতে হয়। প্রথমটি হল - মুহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে সামরিক দক্ষতা এবং দিল্লীর স্বাধীন হিসাবে সামরিক দক্ষতা

মুহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে সামরিক দক্ষতা

মহম্মদ ঘােরী পৃথবীরাজ চৌহানকে আক্রমন করলে পৃথবীরাজ চৌহানের দাদা গােবিন্দ রাও তাঁর সামনে প্রতিরােধ গড়ে তােলে প্রথম তারাইনের যুদ্ধে গােবিন্দ রাও এর কাছে মহম্মদ ঘােরী পরাজিত হন এবং মারাত্বকভাবে আহত হন এই সময় কুতুব উদ্দিন আইবক দ্রুত মহম্মদ ঘুরি কাছে পৌঁছে আহত ঘুরিকে ঘােড়ার পিঠে চাপিয়ে নিয়ে দ্রুত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন। তারাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরি সেনারা বিজয় লাভ করে এবং এই যুদ্ধে ঘুরি সৈন্যদের নেতৃত্ব দিয়েছিল কুতুব উদ্দীন আইবক

1192 সালে তারাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার পর মহম্মদ ঘুরী তাঁর বিশ্বস্ত অনুচর কুতুব উদ্দিন আইবককে বিজিত অঞ্চল সমূহের শাসনভার এবং ভারত অভিযানের গুরুদায়িত্ব অর্পন করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। পৃথবীরাজ চৌহানের মৃত্যুর পর তাঁর পুত্র চতুর্থ গােবিন্দরাজকে আইবেক ঘুরি সামন্ত রাজারূপে নিযুক্ত করেন। মহম্মদ ঘােরীর আমলে আইবেক সেনাপতিরূপে যে রনথম্বাের দূর্গ অধিকার করেছিলেন সেই রণথম্বােরের দায়িত্ব দেন কাওয়ামুল মুলুক উপর।পরবর্তীকালে পৃথবীরাজের ভাই হরিরাজা রণথম্বাের দূর্গ আক্রমন করলে আইবক হরিরাজকে রনথম্বাের তথা পূর্বের চাহমন রাজধানী অজয়মেরু (বর্তমানে আজমীর) থেকে বিতাড়িত করে রাজপুতদের নামগন্ধ নিশ্চিহ্ন করে দেন এরপর আইবক ঘুরি রাজ্যের রাজধানী লাহাের থেকে দিল্লীতে স্থানান্তরিত করেন 1194 সালে মহম্মদ ঘুরি পুনরায় ভারতে ফিরে আসেন এইসময় ঘুরী, কুতুব উদ্দিনের সহায়তায় কনৌজের রাজা জয়চন্দ্রকে আক্রমন করে তাকে পরাজিত করেন 1197 সালে কুতুব উদ্দীন সহায়তায় মহম্মদ ঘুরী দ্বিতীয় ভীমদেবকে পরাজিত করে গুজরাট অধিকার করেন 1206 খ্রিষ্টাব্দে অপুত্রক অবস্থায় মহম্মদ ঘুরির মৃত্যু হয় 

স্বাধীন শাসক হিসাবে দক্ষতা 

মহম্মদ ঘুরি মৃত্যুর পূর্বেই কুতুব উদ্দিনকে তাঁর ভারত রাজ্যের উত্তরাধিকারী মনােনীত করেমালিক” উপাধিতে ভূষিত করেন মহম্মদ ঘুরির মৃত্যুর (1206 সালের 24 জুন) 3 মাস পর আনুষ্ঠানিকভাবে কুতুব উদ্দীনের রাজ্যাভিষেক সম্পন্ন হয় সময় হতেই দিল্লীর সুলতানী সাম্রাজ্যের শুরু হয় কুতুব উদ্দীনের রাজ্যাভিষেকের দুবছর পর ঘুর সাম্রজ্যের অধিপতি এবং মহম্মদ ঘুরির ভ্রাতুস্পুত্র গিয়াস উদ্দীন মাহমুদ কুতুব উদ্দীনকে এক রাজকীয় ফরমানের দ্বারাসুলতান” উপাধিতে ভূষিত করেন স্বাধীন সুলতান হিসাবে দিল্লীর মসনদে বসার পর যাতে মহম্মদ ঘুরির অন্যান্য অনুচরের সাথে প্রীতির সম্পর্ক স্থাপিত থাকে সেজন্য তিনি মহম্মদ ঘুরির প্রধান সেনাপতি তাজ উদ্দিন ইলদুচের কন্যাকে বিবাহ করেন কুতুব উদ্দিন নিজ ভগিনীর সাথে মহম্মদ ঘুরির অপর সেনাপতি নাসিরুদ্দিন কুবাচার সাথে বিবাহ দেন এবং নিজ কন্যাকে তুর্কি দাস সেনাপতি ইলতুতমিশের সাথে বিবাহ দেন কিন্তু এতদসত্বেও কুতুব উদ্দীনকে, মহম্মদ ঘুরির অন্যতম প্রধান সেনাপতি তাজ উদ্দীন ইয়ালদুজ হঠাৎই গজনী আক্রমন করে খােয়ারিজম শাহের এর ভয়ে সসৈন্যে পাজ্ঞাবের দিকে অগ্রসর হন খােয়ারিজম শাহ, ইয়ালদুজকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে পাজ্ঞাব পর্যন্ত অগ্রসর হলে দিল্লী সালতানাত বিপন্ন হতে পারে এই ভেবে কুতুব উদ্দীন, ইয়ালদুজের বিরুদ্ধে অস্ত্রধারন করে তাঁকে কেবলমাত্র পাজ্ঞাব থেকেই নহে গজনী থেকে বিতাড়িত করেন কিন্তু মাত্র 4০ দিনের মধ্যে গজনীর সাধারন মানুষের কাছে কুতুব উদ্দীন অপ্রিয় হয়ে ওঠেন এবং দিল্লী প্রত্যাবর্তন করেন এই সুযােগে ইয়ালদুজ পুনরায় গজনী অধিকার করেন ইতিপূর্বে পরাজিত চান্দেলা রাজপুতগন কালিজ্ঞরে, গাহড়বালরাজগন ফরুখবাদে এবং বাউনের কিছু অংশে এবং প্রতিহারগন গােয়ালিয়রে মাথাচাড়া দিয়ে উঠলে কুতুব উদ্দীন তাদের প্রচেষ্টাকে নসাৎ করে দেন মাত্র 4বছর রাজত্বকাল আয়িত্ব হয়েছিল তাঁর 1210 সালে নভেম্বর মাসে লাহােরে চৌগান বা পােলাে খেলার সময় আকস্মিকভাবে অস্বপৃষ্ঠ থেকে পড়ে গিয়ে কুতুব উদ্দীন আইবক গুরুতরভাবে আহত হন এবং সেই আঘাতেই তাঁর জীবননাট্যের যবনিকাপাত ঘটে

স্থাপত্য শিল্প

কুতুব উদ্দীনের মূল কৃতিত্ব আসলে রাজ্য বিস্তারের থেকেও ইসালমের প্রচার, প্রসার এবং ইসলামী স্থাপত্য নির্মানের সূচনা করা ইতিহাসবিদ গনের মতে কুতুব উদ্দিন আইবেক কমপক্ষে একহাজার মন্দির ধ্বংস করে সেই ভিত্তির উপরেই নতুন করে মসজিদ নির্মান করে দিল্লীর জামে মসজিদের পূর্বদিকের প্রবেশপথে কোরানের আয়াত লেখা সােনার পাতগুলাে বানানাে হয়েছিল বিভিন্ন মন্দির থেকে লুট করা 27 টি সােনার প্রতিমা গলিয়ে 1191-92 সালে দিল্লীতে তিনি কুয়াত-উল-ইসলাম নামক মসজিদ নির্মান করেন, যেটি ছিল ভারতবর্ষের প্রথম মসজিদ এছাড়াও তিনি আজমীরেআড়াই দিন-কা ঝােপড়া নির্মান করেন দিল্লীর কুতুব মিনার ছিল আইবকের সর্বশ্রেষ্ঠ কীর্তি এটি ছিল তৎকালীন বিশ্বের সর্বোচ্চ মিনার

কুতুব উদ্দিন আইবক| Ibak| Ibok| About Kutub uddin Ibak| Kuyat ul Islam| Adai di ka Jhopra.

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) মহম্মদ ঘােরীর মৃত্যুর পর তার জয় করা অঞ্চলগুলিকে কিভাবে ভাগ করা হয়?

-মুলত চারজন অনুচর তার অঞ্চলগুলিকে চারটি ভাগে ভাগ করে নেন। যথাঃ-

) তাজউদ্দিন ইয়ালদুজ পান গজনীর অধিকার

) নাসিরউদ্দিন কুবাচা পান মুলতান উছ এর অধিকার

) বখতিয়ার খলজী পান বাংলার অধিকার

) কুতুবউদ্দিন আইবক পান লাহাের দিল্লীর অধিকার

2) মহম্মদ ঘােরীর পর কে গজনীর সিংহাসনে বসেন?

- তাজউদ্দিন ইয়ালদুজ

3) মহম্মদ ঘােরী পৃথবীরাজ চৌহানের পুত্রকে কোন অঞ্চল দিয়েছিলেন?

-রণথম্বর

4) তাজ-উল-মাসির গ্রন্থের লেখক হাসান নিজামী কার সাথে ভারতে আসেন?

- মহম্মদ ঘােরি  

5)দিল্লীর সুলতানী বংশের প্রতিষ্ঠাতা কে?

- কুতুবউদ্দিন আইবক

6) ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

- কুতুবউদ্দিন আইবক

7) কুতুব উদ্দীন কোন জাতির বংশধর ছিলেন?

- তুর্কিজাতির

8) কুতুবউদ্দিন আইবকের জন্মস্থান কোথায়?

- তুর্কিস্তান (কাজাখস্তান)

9) কুতুবউদ্দিন আইবক প্রথম কার কাছে দাস হিসাবে বিক্রিত হন?

-ফকরুদ্দিন আব্দুল আজিজ কুফি

10) কুতুবউদ্দিন কার সেনাপতি ছিলেন?

- মহম্মদ ঘােরী

11) মহম্মদ ঘােরি কুতুব উদ্দীনকে প্রথম কোন পদে বসিয়েছিলেন?

-আমীর--আকুর (আস্তাবলের প্রধান)

12) কুতুবউদ্দিন আইবক প্রথম জীবনে কি ছিলেন?

- প্রথমে মহম্মদ ঘােরীর ক্রীতদাস বা গােলাম ছিলেন

13) প্রথম তারাইনের যুদ্ধে কে মহম্মদ ঘুরিকে বাঁচিয়েছিলেন?

- কুতুব উদ্দীন আইবক

14) মহম্মদ ঘুরি দ্বিতীয় তারাইনের যুদ্ধে পৃধীরাজকে পরাজিত হত্যা করেন পৃথবীরাজকে হত্যা করার পর কার উপর পৃথবীরাজের রাজ্যের শাসনের ভার দেওয়া হয়?

- কাওমুল মুলক

15) কুতুবউদ্দিন আইবককে কে দাসত্ব থেকে মুক্তি দেন?

- মহম্মদ ঘােরী (মতান্তরে মহম্মদ ঘােরীর ভ্রাতা গিয়াস উদ্দিন ঘােরী)

16) মহম্মদ ঘােরী প্রথম কাকে ইকতা দিয়েছিলেন?

- কুতুবউদ্দিন আইবক

(প্রসঙ্গত - ইকতার মত একটা ব্যবস্থা প্রথম চালু করেছিলেন মহম্মদ ঘােরী। এই ব্যবস্থার কিছু পরিবর্তন করে ইলতুতমিস নতুন করে চালু করেন এবং নাম দেন ইকতা৷ সেই অর্থে ইকতা প্রথার প্রথম প্রচলন করেন ইলতুতমিস।)

17) কে লক্ষন সেনকে পরাজিত করে বাংলা দখল করেন?

- মহম্মদ ঘােরীর অনুচর বখতিয়ার খলজী

18) নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন?

- বখতিয়ার খলজী।

19) দিল্লীর প্রথম মুসলিম শাসনকর্তা কে?

- কুতুবউদ্দিন আইবক

20) কুতুব উদ্দীন আইবকের শাসনকালে কোথাকার উপজাতিরা বিদ্রোহ ঘােষনা করেছিল?

- গুজরাটের সৌরাষ্টর আজমীর এলাকার মার আদিবাসী গােত্রের মানুষজন।

21) মার আদিবাসী গােত্রের রাজা কে ছিলেন?

- কর্ন

22) কুতুবউদ্দিন আইবক কি সুলতান উপাধি পেয়েছিলেন?

- খলিফার দ্বারা গৃহীত না হলে সুলতান উপাধি গ্রহনযােগ্য নয়৷ কুতুবউদ্দিন আইবক নিজে সুলতান উপাধি নিয়েছিলেন কিন্তু খলিফা তাহার মান্যতা দেন নি। কিন্তু ইলতুতমিস এর ক্ষেত্রে খলিফা নিজে সুলতান উপাধির মান্যতা দেন। তাই সুলতান উপাধির দাবিদার ইলতুতমিস

23) কুতুবউদ্দিন আইবককে কে সুলতান উপাধি দেন?

- গিয়াস উদ্দিন ঘােরী (যদিও এই উপাধির মান্যতা দেননি বাগদাদের খলিফা সেই অর্থে প্রকৃত সুলতান উপাধি পান ইলতুতমিস)

24) কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল?

- লাহাের (পরে দিল্লীতে স্থানান্তরিত করেন)

25) দিল্লীর কুতুবমিনার কে নির্মান করেন?

- কুতুবউদ্দিন আইবক

26) কুতুবউদ্দিন কার স্মৃতির উদ্দেশ্যে কুতুবমিনার নির্মান করেন?

- খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি

27) আজমীরে আড়াই দিন কা ঝােপড়া - কে স্থাপন করেন?

- কুতুবউদ্দিন আইবক

28) কুতুবউদ্দিন আইবক কার নির্মিত সংস্কৃত পাঠাগার ভেঙে দিয়ে আড়াই-দিনকা-ঝােপড়া নির্মান করেন?

- বিশালদেব (ওরফে চতুর্থ বিগ্রহরাজ)

29) কোন সুলতানকে লাখবকস বা লক্ষদাতা বলা হয়?

- কুতুবউদ্দিন আইবক (সেনাদের মধ্যে লুটের টাকা দান করত বলে)

30) কুতুবউদ্দিন আইবক ছাড়া লাখবক্স আর কাকে বলা হয়?

- লক্ষন সেনকে

31) কোন ঐতিহাসিক লক্ষন সেনকেলক্ষদাতা' সুলতান কুতুবউদ্দিন এর সাথে তুলনা করেছেন?

- মিনহাজ উদ্দিন সিরাজ

32) দিল্লী কুতুবমিনার কে নির্মান করেন?

- কুতুবউদ্দিন আইবক (নির্মান কার্য শেষ করেন- ইলতুতমিস)

 33) দিল্লীর কোন সুলতান মালিক উপাধি ধারন করেছিলেন?

- কুতুবউদ্দিন আইবক।

34) কুতুবউদ্দিন আইবক, ইলতুতমিসকে কোন বাজার থেকে ক্রয় করেন?

- নিসাপুর নামক বাজার থেকে। (কুতুবউদ্দিন আইবক গজনীর দাস বাজারে ইলতুতমিসের খোঁজ পান কিন্তু দামের ব্যাপারে পিছিয়ে আসেন। পরবর্তীকালে মহম্মদ ঘােরীর নির্দেশে ইলতুতমিসকে দিল্লীর নিসাপুর বাজারে আনা হয়। আর সেখান থেকেই কুতুবউদ্দিন আইবক ইলতুতমিসকে ক্রয় করেন)

35) কোন স্থানের লুঠের টাকা দিয়ে কুতুবউদ্দিন ইলতুতমিসকে ক্রয় করেন?

- আনহিলওয়াড়া

36) ইলতুতমিসকে দাসত্ব থেকে মুক্ত করেন কে?

- মহম্মদ ঘােরী

37) কুতুবউদ্দিন নিজ কন্যার সাথে ইলতুতমিসের বিয়ে দিয়ে তাকে কোন প্রদেশের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন?

- বাউন।

38) কুতুবউদ্দিন কার সাথে নিজ ভগিনীর বিবাহ দেন?

- নাসির উদ্দিন কুবাচা

39) নাসিরউদ্দিন কুবাচা কার সেনাপতি ছিলেন?

- মহম্মদ ঘােরী

40) আইবক শব্দের অর্থ কী?

- দাস।

41) মালিক সিপাহী শালার - উপাধিগুলি কার?

- কুতুবউদ্দিন আইবকের(মহম্মদ ঘােরী তাকে এই উপাধি দেন)

42) কোন সুলতান ছত্র উপাধি নেন?

- কুতুবউদ্দিন আইবক।

43) কোন মুসলিম শাসক ভারতের 27 টি হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করে তার ধ্বংসাবশেষ দিয়ে ভারতে প্রথম মসজিদ নির্মান করেন?

-কুতুবউদ্দিন আইবক

44) কুতুবউদ্দিন আইবক কতৃক নির্মিত প্রথম মসজিদের নাম কী?

-কুয়াত-উল-ইসলাম (এটাই ছিল ভারতের প্রথম মসজিদ)

45) কুয়াত-উল-ইসলাম কথাটির অর্থ কী?

- ইসলামের শক্তি

46) কুতুবউদ্দিন কতদিন রাজত্ব করেছিলেন?

- চারবছর

47) কুতুবউদ্দিন আইবকের রাজধানীর নাম কী?

- লাহাের

48) কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রবর্তিত মুদ্রার নাম কী?

- কুতবি

49) কুতুবউদ্দিন আইবকের সভাকবি কে ছিলেন?

- ফকরুদ্দিন মুদ্দাবির

50) হাসান নিজামি ফাকড়িমুদি কার রাজ সভা অলংকৃত করেন?

-কুতুবউদ্দিন আইবক

51) দিল্লীর কুতুবউদ্দিন আইবকের অনুমতিক্রমে কে বাংলার শাসন কর্তা হিসাবে নিযুক্ত হন?

- আলী মর্দান

52) কুতুবউদ্দিন আইবককে কোথায় সমাধিস্থ করা হয়?

- লাহাের

53) কুতুবউদ্দিন এর দত্তক পুত্রের নাম কী?

- আরাম শাহ

54) কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কে ক্ষনিকের জন্য সিংহাসনে বসেন (বা কুতুবউদ্দিন আইবকের উত্তরসুরী কে)?

- তার দত্তক পুত্র আরাম শাহ

55) খাজা নামক কর্মচারীদেরকে কে নিযুক্ত করেন?

- কুতুবউদ্দিন আইবক

56) কোন সুলতান পােলাে খেলার সময় মারা যান?

- কুতুবউদ্দিন আইবক

57) অজয়মেরুর নাম পরিবর্তন করে আজমির শরীফ রাখেন কে?

- কুতুব উদ্দিন আইবক

 58) আজমির শরিফে কুতুব উদ্দিন কার জন্য খানকা শরীফ, দরগা এবং মাদ্রাসা নির্মান করেছিলেন?

- খাজা নিজাম উদ্দীন চিস্তীর জন্য

59) হাসান নিজামির মতে কোন রাজ্য দখল করার পর কুতুব উদ্দীন সেখানকার হিন্দু পুরুষদের মাথা কেটে সেই কাটা মাথা দিয়ে তিনটি দূর্গ সমান সুপ তৈরী করেছিলেন?

- কালিজ্ঞর (যার বর্তমান নাম আলীর্গ)

60) কুতুব উদ্দিনকেলাখবক্স বলা হয় কেন?

- লুঠ করা অর্থ সেনাদের মধ্যে দান করতেন বলে

 

 কুতুব উদ্দিন আইবক দ্বিতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

কুতুব উদ্দিন আইবক| Ibak| Ibok| About Kutub uddin Ibak| Kuyat ul Islam| Adai di ka Jhopra.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad