Type Here to Get Search Results !

ইলতুৎমিশ দ্বিতীয় পর্ব [Iltutmish 2nd Part

 

ইলতুতমিশ দ্বিতীয় পর্ব

By- Manas Adhikary

 ইলতুৎমিশ সম্পর্কিত  MCQ প্রশ্নোত্তর।  Iltutmish MCQ.

ইলতুৎমিশ| Iltutmish MCQ| ShamsuddinIltutmish MCQ| Sultan Iltutmish MCQ|  Iltutmish Dynasty MCQ| Daughter of Iltutmish| Iltutmish Coins| Iltutmish Belongs to Which Dynasty| About Iltutmish| Delhi Sultanate Iltutmish.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ইলতুৎমিশ  দ্বিতীয় পর্ব। ইলতুৎমিশ সম্পর্কিত প্রথম পর্বে ইলতুৎমিশের রাজত্বের আলোচনা করা হয়েছিল এবং সাথে ৭৭ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও আলোচনা করা হয়েছিল।  এই পর্বে থাকছে ইলতুৎমিশ সম্পর্কিতঅবশিষ্ট  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 প্রশ্নোত্তরে ইলতুৎমিশ।  Iltutmis MCQ

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here



৭৮) কোন সুলতান সর্বপ্রথম প্রথাসম্মত মুদ্রা জারি করেন?

- ইলতুতমিস

৭৯) ইলতুৎমিশ যখন সুলতান নির্বাচিত হন তখন তিনি ভারতের কোন প্রদেশের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন?

- বাদাউন

৮০) দিল্লি সালতানাতের প্রথম শাসক কে, যিনি দিল্লিকে তার রাজধানী করেছিলেন?

- ইলতুৎমিশ

৮১) নিচের কোন তুর্কি শাসক লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন?

- ইলতুৎমিশ

৮২) কোন সুলতান সমাধি নির্মাণ শৈলীর প্রবর্তক হিসাবে বিবেচিত হন?

- ইলতুৎমিশ

৮৩) কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন কে  ?

 

- ইলতুৎমিশ

৮৪) দিল্লি সালতানাতের কোন শাসকের  টাকশালটির নাম "বিলাদ হিন্দ" ছিল?

- ইলতুৎমিশ

৮৫) ইলতুৎমিশের রাজ্যাভিষেকের সময় কোন কাজী  ইলতুৎমিশ মুক্তিপত্র পেয়েছেন কি না তা জানার চেষ্টা করেন ?

- ওয়াজিহউদ্দিন কাশানি

৮৬) "ইলতুৎমিশের এই নামকরণ করা হয়েছিল কারণ তিনি চন্দ্রগ্রহণের রাতে জন্মগ্রহণ করেছিলেন" এই উক্তিটি কোন ঐতিহাসিকের?

- বদায়ুনী

৮৭) নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে ইলতুৎমিশের সন্তান ছিলেন না কিন্তু তাঁর বংশের শেষ উত্তরাধিকারী ছিলেন?

- নাসরুদ্দিন মাহমুদ

৮৯) নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে ইরানের রাজতান্ত্রিক ঐতিহ্য গ্রহণ করেছিলেন এবং ভারতীয় পরিবেশের সাথে তা মিশিয়ে দিয়েছিলেন?

 

- ইলতুৎমিশ

৯০) কার শাসনামলে জনগণের শিক্ষাগত চাহিদা মেটানোর জন্য মাদ্রাসা--নাসিরি’ নির্মিত হয়েছিল?

- ইলতুৎমিশ

৯১) "মাদ্রাসা--মুইজি" কে নির্মাণ করেন?

- ইলতুৎমিশ

৯২) কোনটী বিজয়ের পর ইলতুৎমিশ বলবনকে ক্রয় করেন?

- গোয়ালিয়র

৯৩) রাজিয়াকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করার জন্য ইলতুৎমিশের রাজকীয় আদেশনামা কে রচনা করেছিলেন?

- মুশরিফ মামলিক

৯৪) খলিফার কাছ থেকে ইলতুৎমিশের খিলহাত(সুলতান পদ) গ্রহণের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে?

-  তাবাকাত-ই- নাসিরি

৯৫) দিল্লির কোন সুলতান শিবলিঙ্গ, বিক্রমজিতের (বিক্রমাদিত্য) মূর্তি এবং অন্যান্য রাজাদের অষ্টধাতু মূর্তি উজ্জয়িনী থেকে দিল্লিতে নিয়ে এসেছিলেন?

- ইলতুৎমিশ

৯৬) দিল্লির কোন সুলতান  আতরকিনের দরওজা তৈরি করেছিলেন?

- ইলতুৎমিশ

৯৭) ইলতুৎমিশ কাকে সুগরাকে শেখ-উল-ইসলাম পদে নিযুক্ত করেন?

- শেখ নাখাসবি ওরফে সুগরাকে

৯৮) কুতুব মিনারের দ্বিতীয় তলার গেটে ইলতুৎমিশের নাম  কি বলে খোদিত আছে?

- ইলতুৎমিশ  আল কুতুবি

৯৯) ঐতিহাসিক এলিয়ট ইলতুৎমিশের নাম  কী  বলে উল্লেখ করেছেন?

-আলতামাশ

১০০) ঐতিহাসিক এলফিনস্টোন  ইলতুৎমিশের নাম  কী  বলে উল্লেখ করেছেন?

- আলতামিশ

১০১) নিচের কোন বইটি ইলতুৎমিশকে নিয়ে লেখা?

- আদাব উস সালাতিন

১০২) দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন?

- ইলতুৎমিশ

১০৩)ইলতুৎমিশের শাসনামলে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোল আক্রমণ কত সালে সংঘটিত হয়?

- 1221

১০৪) দিল্লি সালতানাতের কোন শাসকের সময় তিব্বতি বৌদ্ধ সন্ন্যাসী ধর্মস্বামীন নালন্দা পরিদর্শন করেছিলেন?

- ইলতুৎমিশ

১০৫) কোন সুফি সাধক বলেছিলেন যে "ইলতুৎমিশের খুব তীক্ষ্ণ স্মৃতিশক্তি ছিল"?

 

- নিজামুদ্দিন আউলিয়া

১০৬) ইলতুৎমিশের রৌপ্য টাঙ্কা মুদ্রা কত গ্রেন ছিল

- 175 গ্রেন

১০৭) কার মতে, ইলতুৎমিশ "দিল্লির সিংহাসন জবরদখলকারী" ছিলেন?

- আর্নল্ড

১০৮) দিল্লীর কোন কোন  শাসক তার নিজের সমাধি তৈরি করেছিলেন?

- ইলতুৎমিশ, বলবন, গিয়াসউদ্দিন তুঘলক

১০৯) ইলতুৎমিশের সময়ে টঙ্কা জিতালের অনুপাত কত ছিল?

- 1:48

১১০) বাহাউদ্দিন জাকারিয়াকে কে শেখ উল হিন্দ উপাধি দেন?

- ইলতুৎমিশ

১১১) ইলতুৎমিশ কাকে বাবা বলে ডাকতেন??

- শেখ নকশবী

১১২) আজমীরে খাজা মঈনুদ্দিন চিশতীর দরগা নির্মাণের কাজ শুরু করেন কে?

- ইলতুৎমিশ

১১৩) ইলতুৎমিশ সম্পর্কে কে বলেছেন, "ভারতে মুসলিম সার্বভৌমত্বের প্রকৃত রূপ তাঁর কাছ থেকে এসেছে"

- আর পি ত্রিপাঠী

১১৪) কার মতে, "আইবক দিল্লি সালতানাতের রূপরেখার একটি মানসিক স্কেচ তৈরি করেছিলেন, ইলতুৎমিশ তাকে একটি ব্যক্তিত্ব, একটি অবস্থান, একটি চালিকাশক্তি, একটি দিক, একটি রাষ্ট্র এবং একটি শাসক শ্রেণী প্রদান করেছিলেন"?

- কে নিজামী

১১৫) দিল্লির কোন তুর্কি সেনাপতি ইলতুৎমিশকে সুলতানের পদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন?

- আলী ইসমাইল

১১৬) হাসান নিজামী ফখর মুদাব্বির কার দরবারে কবি ছিলেন?

- ইলতুৎমিশ

 

৩৪) ইলতুৎমিশের শাসনামলে রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রসংগঠনের শিল্পের ওপর প্রথম মুসলিম গৌরব কোনটি?

- আদাব-উল-মুলক

 ৩৫) ‘তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা আভিজাত্যের কোনো মিল ছিল নাপণ্ডিত গুরুজনের প্রতি তিনি এতটাই দয়ালু, সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল ছিলেন যে আর কোনো রাজার ক্ষেত্রে এগুলো দেখা যায় না।‘ – উক্তিটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে?

- ইলতুৎমিশ

৩৬) ''ভারতকে দারুল ইসলামে রূপান্তর করা কার্যত সম্ভব নয়'' - বক্তা কে?

- ইলতুৎমিশ

৩৭) কোন শাসকের রাজত্বকালে তিব্বতীয় বৌদ্ধ পরিব্রাজক ধর্মস্বামী নালন্দায় এসে তিন বছর এখানে অধ্যয়ন করেন?

- ইলতুৎমিশ

 

 ইলতুৎমিশ প্রথম  পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ইলতুৎমিশ| Iltutmish MCQ| ShamsuddinIltutmish MCQ| Sultan Iltutmish MCQ|  Iltutmish Dynasty MCQ| Daughter of Iltutmish| Iltutmish Coins| Iltutmish Belongs to Which Dynasty| About Iltutmish| Delhi Sultanate Iltutmish.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad