Type Here to Get Search Results !

ইলতুতমিশ প্রথম পর্ব [lltutmis MCQ]

 


ইলতুতমিশ 

By- Manas Adhikary

 ইলতুৎমিশ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও MCQ প্রশ্নোত্তর। About Iltutmish and MCQ.

ইলতুৎমিশ| Iltutmish| ShamsuddinIltutmish| Sultan Iltutmish| Achievements of Iltutmish| Iltutmish Dynasty| Daughter of Iltutmish| Iltutmish Coins| Iltutmish Belongs to Which Dynasty| About Iltutmish| Delhi Sultanate Iltutmish.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ইলতুৎমিশ  প্রথম পর্ব। এই পর্বে থাকছে ইলতুৎমিশ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও ৭৭ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই  অবশিষ্ট প্রশ্ন উত্তর করব.পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 প্রশ্নোত্তরে ইলতুৎমিশ। MCQ About Iltutmis.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ইলতুতমিশ ছিলেন তুর্কিস্থানের বিখ্যাত ইলবারী গােত্রের ইয়ালম খানের পুত্ৰ। ইয়ালম খানের মৃত্যুর পর ইলতুতমিশের বুদ্ধিমত্তা, চাতুর্য সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে তার ভ্রাতৃগন চক্রান্ত করে তাকে এক জনৈক ক্রীতদাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। উক্ত ব্যবসায়ী ইলতুতমিসকে বােখারার কাজীর কাছে বিক্রয় করে দেন। এরপর আবার জামাল উদ্দিন নামক এক ক্রীতদাস ব্যবসায়ী তাকে কাজীর নিকট থেকে ক্রীতদাস হিসাবে কিনে নিয়ে দিল্লীতে নিয়ে আসেন। অবশ্য তাঁর এই দুর্ভাগ্য তাঁর গুনাবলীকে বিনষ্ট করতে পারে নি। দিল্লির তৎকালীন শাসনকর্তা কুতুব উদ্দীন তাঁর নৈপুন্যে আকৃষ্ট হয়ে তাঁকে জামাল উদ্দিনের কাছ থেকে কিনে নেন। এরপর কুতুব উদ্দীন তাঁকেসার--জাহানদার’ বা রাজকীয় দেহরক্ষীর কাজে নিযুক্ত করেন। এই সময় কুতুব উদ্দীন ইলতুতমিসের সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা এবং বিচক্ষনতার মুগ্ধ হয়ে নিজ কন্যার সাথে তার বিবাহ দেন এবং ইলতুতমিশকেআমীর--শিকার’ পদে নিযুক্ত করেন। এরপর থেকেই ইলতুতমিশের পদমর্যাদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তাঁকে যথাক্রমে গােয়ালিওর, বায়ান বাদাউনের শাসনকর্তারূপে নিযুক্ত করা হয়। কুতুব উদ্দিনের মৃত্যুর পর তাঁর দত্তক পুত্র আরাম শাহ নিজেকে দিল্লির সুলতান হিসাবে ঘােষনা করে দিল্লীর সিংহাসনে বসেন। কিন্তু প্রশাসক হিসাবে আরাম শাহ ছিলেন সম্পূর্ন ব্যর্থ এই অবস্থায় দিল্লীর তুর্কি অভিজাতগন কুতুব উদ্দীনের জামাতা এবং বাদাউনের শাসনকর্তা ইলতুতমিসকে সিংহাসনে আরােহন করার জন্য আমন্ত্রন জানান এই আমন্ত্রনে সাড়া দিয়ে ইলতুতমিস সসৈন্যে দিল্লীতে উপস্থিত হন আরাম শাহ তাঁকে বাধা দিলে ইলতুতমিস, তরাইনের একটি যুদ্ধে তাকে পরাজিত করে লাহােরের আমিরদের সমর্থন নিয়ে দিল্লীর সিংহাসনে আরােহন করেন তাঁর সিংহাসন আরােহনের সাথে সাথে দাসবংশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সংযােজিত হয়৷ তবে ইলতুতমিস সিংহাসনে আরােহন করার পর বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল৷

) গজনীর শাসনকর্তা তাজউদ্দীন ইয়ালদুজ এইসময় হিন্দুস্থানের সময় কর্তা হয়ে ওঠার দুঃস্বপ্ন দেখেছিল।

) এইসময় মুলতানের শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচা নিজেকে স্বাধীন বলে ঘােষনা করে ভাতিন্দা, গুহরাম সারসুতী এলাকায় স্বীয় প্রাধান্য বিস্তার করে পাঞ্জাব অধিকার করার জন্য অগ্রসর হন।

) এই সময় পূর্ব রাজস্থানের রাজপুত বীরেরা ঐক্যবদ্ধ হয়ে আজমীর,বায়ন, রণথম্বাের, গােয়ালিয়র এবং দোয়াব অঞ্চলে সুলতানের অধীনতা অস্বীকার করে স্বাধিনতা ঘােষনা করে।

) মুঈজী কুতবী আমীর বলে পরিচিত আমীরগনও ইলতুতমিশের বিরােধিতা করতে শুরু করে।

) এই সুযােগে বাংলা বিহারের শাসনকর্তা আলী মর্দানও নিজেকে স্বাধীন বলে প্রচার করেন। পরে আলী মর্দানের থেকে গিয়াসউদ্দীন ইওজ খলজী ক্ষমতা কেড়ে নেন এবং তিনিও দিল্লীর কর্তৃত্ব অস্বীকার করেন।


 

) এইরূপ একাধিক অভ্যন্তরীন বিবাদের মুহুর্তে দুর্ধর্ষ মঙ্গোল নেতা চেঙ্গিস খাঁ সসৈন্যে মধ্য এশিয়ার শাসক জালা উদ্দিনের পিছা করতে করতে ভারত সীমান্তে এসে উপস্থিত হলে ভারতের সুলতানী সাম্রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

নানা সমস্যায় জর্জরিত হলেও বিচক্ষন ইলতুতমিস বিচলিত না হয়ে সুপরিকল্পিতভাবে শত্রুদের চিহ্নিত করেন এবং একটি একটি করে সমস্ত সমস্যার মুলােচ্ছেদ করার কাজে লিপ্ত হন।

সর্বপ্রথম তিনি দিল্লীর উপকণ্ঠে জুধ নামক স্থানে বিক্ষুব্ধ মুঈজী কুতবী আমীরগনকে এক সংঘর্ষে পরাজিত করে দিল্লী, অযােধ্যা, বেনারস, বাদাম, সিউয়ালিক প্রভৃতি অঞ্চলের উপর নিজের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন

এরপর সুলতান ইলতুতমিশ গজনীর সুলতান তাজউদ্দীন ইয়ালদুজের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন গজনীর তাজউদ্দিন ইয়ালদুজ খারজিম শাহ কর্তৃক  বিতাড়িত হয়ে পাজ্ঞাবে প্রবেশ করে অঞ্চলে নিজ কর্তৃত্ব স্থাপন করেন ইলতুতমিস তরাইনের সন্নিকটে এক মুখােমুখি সংঘর্ষে ইয়ালদুজকে পরাজিত বন্দী করেন৷৷ অনুরূপভাবে নাসিরুদ্দিনও ইলতুৎমিসের সাথে যুদ্ধে পরাজিত হয়ে সিন্ধুদেশে আশ্রয় নেন ১১২৮ সালে ইলতুতমিশ সিন্ধুদেশ আক্রমন করলে উপায়ান্তর দেখে নাসিরুদ্দিন কুবাচা আত্মহত্যা করেন ইতিমধ্যে মােঙ্গল নেতা চেঙ্গিজ খাঁ (বা তেমুচিন) এক বিরাট বাহিনী নিয়ে ভারত সীমান্তের উপস্থিত হন তিনি খারাজমের শাহ জালাল উদ্দিনের রাজ্য আক্রমন করলে জালাল উদ্দিন পাঞ্জাবে আশ্রয় গ্রহন করে ইলতুতমিশের স্মরনাপন্ন হন কিন্তু বিচক্ষন ইলতুতমিশ চেঙ্গিজের বিরুদ্ধে গিয়ে জালাল উদ্দিনকে সাহায্য করে সুলতানির সাম্রাজ্যের বিপদ ডেকে আনার পক্ষপাতি ছিলেন না তাঁর নিরপেক্ষতায় সন্তুষ্ট হয়ে চেঙ্গিজ খাঁ ভারত ত্যাগ করেন ফলে এক বিরাট বিপদ থেকে দিল্লীর সুলতানি সাম্রাজ্য রক্ষা পায়৷

১২২৫ খ্রিস্টাব্দের দিকে ইলতুতমিস নিজেই ইওয়াজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন একটি সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে সন্ধির শর্তানুসারে ইওয়াজ খলজী ইলতুতমিশের নামে খুতবাপাঠ মুদ্রা চালু করতে এবং যুদ্ধের ক্ষতিপূরন বাবদ ৮০ লক্ষ টাকা ৩৮ টি হাতি প্রদানের অঙ্গীকার করেন এইসময় বিহারকে বাংলা থেকে পথক করে আলাউদ্দীন জানিকে বিহারের শাসনকর্তারূপে নিযুক্ত করে ইলতুতমিস দিল্লীতে ফেরার পথ ধরেন কিন্তু  ইলতুতমিশ দিল্লীতে ফিরতে না ফিরতেই ইওয়াজ আবার বিদ্রোহ ঘােষনা করে আলাউদ্দীন জানীকে বিহার থেকে বিতাড়িত করেন। ইলতুতমিশ এইসময় তাঁর জ্যেষ্ঠ পুত্র নাসিরুদ্দীন মামুদকে আলাউদ্দীন জানির সাথে পাঠিয়ে দেন ইওয়াজকে প্রতিহত করার জন্য। যুদ্ধে ইওয়াজ নিহত হন। বিহারসহ বাংলা পুনরায় দিল্লী সালতানাতের অন্তর্গত হয়৷ বাংলা পুনরুদ্ধারের পর ইলতুতমিশ দিল্লীর অদূরে অবস্থিত রাজপুত রাজ্যগুলি পুর্নদখলে অগ্রসর হন। গােয়ালিয়র, রণথম্ভোর রাজ্য তিনি পুনরুদ্ধার করেন। এই সময় তিনি কয়েকটি নতুন রাজ্য দিল্লী সালতানাতের  অন্তর্ভুক্ত করেন। মালবের অন্তর্গত ভিলসা দুর্গ, শিবালিক পর্বতের মান্ডার প্রভৃতি স্থান তিনি দখল করেন। এছাড়া উজ্জয়িনী বানিয়ান এর বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করেন। শেষােক্ত অভিযানের সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুমুখে পতিত হয়


 

ইলতুৎমিশ প্রশাসনিক রাজস্ব সংগঠনে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন ইকতা বিলির মাধ্যমে তিনি বিজিত অঞ্চলের সম্পূর্ন অংশ কেন্দ্রীয় শাসনের আওতায় আনেন গঙ্গা-যমুনার দোয়াব অঞ্চল নিজ নের্তৃত্বে রাখার ফলে তুর্কী রাজ্যের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়েছিল তিনি রৌপ্যমুদ্রা তঙ্কা তাম্র মুদ্রা জিতল এর প্রচলন করেন ইলতুৎমিশের  রাজত্বকালে কোন -মুসলমানকে জোরপূর্বক ইসলামধর্মে দীক্ষিত করা হয়নি। মুসলিম জগতে সম্মান বৃদ্ধি শক্তি বৃদ্ধি, প্রতিদ্বন্ধীদের নিকট উচ্চস্থান অদীকার করা জন্য এবং আইন সম্মত শাসক হওয়ার জন্য ১২২৯ সালে বাগদাদের খলিফা আল-মুসতানসির বিল্লাহর কাছ থেকে তিনিসুলতান--আজম’ উপাধি পান। তিনি ৪০ জন দাসদের নেতাকে নিয়ে তর্কন--চাহালগানি’ বা চল্লিশা বা চল্লিশ চক্রের প্রবর্তন ঘটান। ইলতুতমিশ দিল্লীকে রাজধানী হিসাবে ঘােষনা করেন এবং এর নাম দেনহজরত--দিল্লী’।

ইলতুৎমিশ| Iltutmish| ShamsuddinIltutmish| Sultan Iltutmish| Achievements of Iltutmish| Iltutmish Dynasty| Daughter of Iltutmish| Iltutmish Coins| Iltutmish Belongs to Which Dynasty| About Iltutmish| Delhi Sultanate Iltutmish.

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

) ক্রীতদাসের ক্রীতদাস কাকে বলা হয়?

- ইলতুতমিসকে

) ক্রীতদাসের সামসি কাকে বলা হয়?

- ইলতুতমিসকে

) ইলতুতমিস কথার অর্থ কী?

- সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা/ সাম্রাজ্যের পালনকর্তা (হুমায়ুন- ভাগ্যবান; জাহাঙ্গীর - বিশ্বের অধীশ্বর)

) দিল্লীর প্রথম সুলতানের নাম কী?

- ইলতুতমিস/ কুতুবউদ্দীন আইবক

) দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন/ দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

- ইলতুতমিস

) ইলতুতমিস কত সালে দিল্লীর সিংহাসনে বসেন?

- ১২১১ সালে

) ইলতুতমিসের আসল নাম কী?

- শামস- উদ্দিন-ইলতুতমিস

) কাকে পরাজিত করে ইলতুতমিস দিল্লীর সিংহাসনে বসেন?

- আরাম শাহ (ইনি ছিলেন কুতুব উদ্দিন আইবকের দত্তক পুত্ৰ৷ জুদ নামক স্থানে ইলতুতমিস এনাকে পরাজিত করেন)

) ইলতুতমিসকে সবার প্রথমে দাস ব্যবসায়ীদের থেকে কে কিনে নেন?

- বুখরার কাজী সদরজং (তারপর তাকে দিল্লীতে আনা হলে কুতুব উদ্দিন আইবক কিনে নেন)

১০) কুতুব উদ্দিন আইবক, ইলতুতমিসকে প্রথম কোন পদে নিয়ােগ করেন?

- সার--জান্দার (প্রধান প্রহরী)

১১) ইলতুতমিস সিংহাসনে বসার আগে কেথাকার শাসক ছিলেন?

- বাদাউন প্রদেশের

১২) কুতুব উদ্দিন আইবকের সাথে ইলতুতমিসের সম্পর্ক কী ছিল?

-কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন ইলতুতমিস

১৩) দিল্লী সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

- ইলতুতমিস

১৪) আরবীয় ধাচে কে প্রথম মুদ্রার প্রচলন করেন?

- ইলতুতমিস

১৫) ভারতীয় আধুনিক টাকার আদিম পূর্বপুরুষ কী?

- টঙ্কা (ইলতুতমিস প্রবর্তিত)

১৬) কোন সুলতানের সময় খলিফার প্রতিনিধি দিল্লীতে এসে তাকে সুলতান হিসাবে স্বীকৃতি দেন?

- ইলতুতমিস

১৭) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানের স্বীকৃতি পান?

- ইলতুতমিস

১৮) ইলতুতমিস কত সালে সুলতান--আজম উপাধি লাভ করেন?

-১২২৯ সালে

১৯) ইলতুতমিস কত বছর দিল্লীর সিংহাসন অলঙ্কৃত করেছিলেন?

- ২৬ বছর

২০) কোন সুলতানের আমলে ভারতে মােঙ্গল আক্রমনের সুত্রপাত হয়?

-ইলতুতমিস (এই সময় প্রথম ভারত আক্রমন করে চেঙ্গিস খাঁ)

২১) মােঙ্গল নেতা চেঙ্গিস খাঁ কোন সুলতানের সময় সিন্ধুনদের তীর পর্যন্ত এসেছিলেন?

- ইলতুতমিস

২২) চেঙ্গিস খাঁ কার আমলে ভারত আক্রমন করেন?

- ১২২১ খ্রীস্টাব্দে ইলতুতমিসের আমলে৷ (চেঙ্গিস খাঁ ছিলেন মােঙ্গল নেতা৷ এর আসল নাম ছিল তেমুচিন। এই মঙ্গল নেতা মানব জাতির মড়ক ভগবানের নিপীড়ন যন্ত্র নামে পরিচিত ছিলেন)

২৩) ভারতে কে প্রথম আরবী মুদ্রা প্রচলন করেন?

- ইলতুতমিস।

২৪) ইলতুতমিসের আমলে কয়ধরনের মুদ্রার প্রচলন ছিল?

 - দুইধরনের (একটি ছিল তামার তৈরী এবং ওপরটি ছিল রূপার তৈরী)

২৫) ইলতুতমিসের আমলে প্রচলিত তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল?

-জিতল

২৬) ভারতে কোন সুলতান  প্রথম রূপার মুদ্রা চালু করেন?

- ইলতুতমিস

২৭) ইলতুতমিসের আমলে প্রচলিত রূপার মুদ্রার নাম কী?

- তঙ্কা

২৮) ইলতুতমিস তঙ্কা বা রুপাইয়া নামক যে রৌপ্যমুদ্রা প্রচলন করেন, সেখানে নিজেকে কি নামে উল্লেখ করেন?

- খলিফার সেনাপতি

২৯) ইলতুতমিস প্রবর্তিত রৌপ্য মুদ্রায় তার নাম ছাড়া অন্য আর কার নাম ছিল?

- তার কন্যা রাজিয়ার (এভাবে তিনি তাঁর উত্তরসুরি হিসাবে রাজিয়ার মনােনয়নের কথা সরকারিভাবে ঘােষনা করেন)

৩০) দিল্লীর কোন সুলতান নিজের মুদ্রায় সর্বপ্রথম হিন্দি অক্ষরের নাম উৎকীর্ন করেন?

- ইলতুতমিস

৩১) দিল্লীর কোন সুলতান প্রথম তামমুদ্রা প্রচলন করেন?

- ইলতুতমিস

৩২) ইলতুতমিস বাংলার নবাবকে পরাজিত করে কত সালে বাংলার ওপর দিল্লীর সুলতানির ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করেন?

- ১২২৭ সালে

৩৩) চল্লিশ চক্র কে নিয়ােগ করেন?

- ইলতুতমিস (রদ করেন গিয়াসউদ্দিন বলবন)

৩৪) প্রথম ইসলামী দরগা কে স্থাপন করেন?

- ইলতুতমিস

৩৫) ইক্তা প্রথার প্রবর্তক ছিলেন কে?

- ইলতুতমিস ( প্রসঙ্গত, প্রথম ইক্তার মতই একটি প্রথা চালু করেছিলেন কুতুবউদ্দিন আইবক পরে ইলতুতমিস সেটির কিছু পরিবর্তন সংযােজন করে নাম দেন ইক্তা ইক্তা প্রথা রদ করেন আলাউদ্দিন খলজী৷ পুনরায় চালু করেন এবং বংশানুক্রমিক করেন ফিরােজ শাহ তুখলক)

 ৩৬) ‘হজ--শামসি’ ভান্ডার কে নির্মান করেন?

- ইলতুতমিস

৩৭) ইলতুতমিশ কোথায় হজ--সামসি স্থাপন করেন?

- মেহের উল্লাতে

 ৩৮) সুলতান-- আজম নামে কে পরিচিত?

- ইলতুতমিস

৩৯) ইলতুতমিস কোথায় শিক্ষাকেন্দ্র স্থাপন করেন?

- পাটনাতে

৪০) কুতুবমিনারের নির্মান কার্য কে শেষ করেন?

- ইলতুতমিস (শুরু করেছিলেন- কুতুবউদ্দিন আইবক)

৪১) ইলতুতমিস যে মসজিদ নির্মান করেন তা কোথায় অবস্থিত?

- দিল্লীর আজমীরে

৪২) দিল্লীর কোন সুলতানসুলতান-গরহি’ নামক স্থাপত্যটি নির্মান করেন?

- ইলতুতমিশ (নিজ পুত্র নাসিরুদ্দিন মহম্মদের সমাধির উপর)

৪৩) ভারতে স্থাপিত প্রথম ইসলামী দরগা কোনটি?

- সুলতান-গরহি

৪৪) ইলতুতমিস রাজস্থানের কোন মন্দিরের আংশিকভাবে ধ্বংস করেন?

-সহস্রবাহু মন্দির৷ ইহা নাগাদা উদয়পুরে অবস্থিত (১২২৬ সালে ইলতুতমিস ইহা ধ্বংস করেন)

৪৫) কোন দাস বংশীয় সুলতান দীর্ঘতম সময় ধরে রাজত্ব করেন?

-ইলতুতমিস।

৪৬) ন্যায়ের ঘন্টি - ব্যবস্থা সর্বপ্রথম কে শুরু করেন?

- ইলতুতমিস

৪৭) চল্লিশ চক্র কী?

- সুলতানি আমলে (ইলতুতমিসের রাজত্বকালে) চল্লিশজন তুর্কি অভিজাতকে নিয়ে গঠিত একটি সংস্থা। (প্রসঙ্গত এর উচ্ছেদ ঘটান গিয়াস উদ্দিন বলবান)

৪৮) সুলতান কথার অর্থ কী?

- কর্তৃত্ব বা ক্ষমতা।

৪৯) উজ্জয়িনী দখল করে সেখানকার মহাকাল মন্দির কে ধ্বংস করেন?

-ইলতুতমিস

৫০) কোন সুলতান মুদ্রায় সর্বপ্রথম ট্যাকশালের নাম খােদাই করেন?

-ইলতুতমিস

৫১) ইলতুতমিসের পর কে দিল্লীর সিংহাসনে বসেন?

- রাজিয়া/রুকনুদ্দিন ফিরােজ

৫২) ইলতুতমিসের সমাধিস্থলের নাম কী?

- কুতুব কমপ্লেক্স (মেহেরাউলি, দিল্লী কুতুবমিনারের কাছে)

৫৩) দিল্লীতে রাজধানী স্থাপন করে ইলতুতমিস দিল্লীর একটি নতুন নামকরন করেন, সেটি কী?

- হজরত--দিল্লী

৫৪) ইলতুতমিস সৃষ্ট চল্লিশচক্র এর অপর নাম কী?

- বন্দেগী--চাহেলগানি

৫৫) ইলতুতমিস একটি পুকুর খনন করেন তার নাম কী?

- হাউজ--সামসি।

৫৬) ইলতুতমিস একটি নতুন পদের সৃষ্টি করেছিলেন। এই পদের নাম কী?

- নায়েব--মামালিক (ইলতুতমিস এই পদে বাহরাম শাহকে নিযুক্ত করেন এই পদের বিলােপ ঘটান গিয়াস উদ্দিন বলবান)

৫৭) ইলতুতমিসের রাজসভায় যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের নাম লিখুন৷

- হাসান নিজামী, নুরউদ্দিন, নিজাম-উল-মুলক, মহম্মদ আউফি, মিনহাজ -উস-সিরাজ

৫৮) তাজ-উল-মাসির গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

- হাসান নিজামী

৫৯) রাজিয়ার কোরান শিক্ষার জন্য ইলতুতমিস কাকে নিয়ােগ করেছিলেন?

- ফতিমা বিবি।

৬০) তরাইনের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়?

- ইলতুতমিস তাজউদ্দিন ইলদুজ (এই তাজ উদ্দিন ইলদুজ, মহম্মদ ঘােরীর মৃত্যুর পর গজনীর সিংহাসনে বসেন। এই যুদ্ধে তাজউদ্দিন ইলদুজ পরাজিত নিহত হন।)

৬১) কোন যুদ্ধের পর দিল্লীর সিংহাসন, গজনীর আধিপত্য থেকে মুক্ত হয়?

- তরাইনের তৃতীয় যুদ্ধ

৬২) কোন যুদ্ধে নাসিরউদ্দিন কুবাচা, ইলতুতমিসের কাছে পরাজিত হন?

-মানসেরার যুদ্ধ

৬৩) দিল্লীর সুলতানি সাম্রাজ্যের রক্ষাকর্তা কাকে বলা হয়?

- ইলতুতমিস  

৬৪) জনগনের শিক্ষাগত চাহিদা পূরনের জন্যমাদ্রাসা--নাসিরী’ কার আমলে নির্মিত হয়?

- ইলতুতমিস

৬৫) ইলতুতমিস কবে মালব রাজ্য আক্রমন করে ভিলশা উজ্জয়িনী দখল করেন?

- ১২৩৪ সালে

৬৬) সুলতানি যুগে কোন সুলতান ‘Divide and Rule" চালানাের নীতি নেন?

- ইলতুতমিস

৬৭) দিল্লীতে কোন সুলতান সুলতান ঘােরী নির্মান করেন?

- ইলতুতমিস

৬৮) ইলতুতমিস যে খলিফার কাছ থেকে মনসুর পেয়েছিল, তাকে কে হত্যা করেন?

- হলাকু খাঁ।

৬৯) ইলতুতমিসের প্রধানমন্ত্রীর নাম কী?

- সৈফুদ্দিন হাসান

৭০) কার নির্দেশানুযায়ী বিক্রমশীলা মহাবিহার ধ্বংস করা হয়?

- ইলতুতমিস

৭১) কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লী নিয়ে যান?

- ইলতুতমিস

৭২) কোন সুলতানের আমল থেকে ঘােড়ার পায়ে নাল দেওয়ার প্রচলন হয়?

- ইলতুতমিশ

৭৩) মনসুয়া যুদ্ধ জয়ের পর ইলতুতমিশ কোন অঞ্চল দখল করেছিলেন?

-লাহাের

৭৪) ইলতুতমিশের সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন?

- খলজী আলী মর্দান

৭৫) ইলতুতমিশের কাছে পরাজিত হয়ে কোন শাসক আত্মহতা করেন?

-নাসিরুদ্দিন কুবাচা

76) দাসবংশের সুলতানদের মধ্যে কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন?

-সামস-উদ্দিন-ইলতুতমিস

77) কোন সুলতানের আমলে একতা সিস্টেমে একতাদারদের বংশপরম্পর্যর প্রথা বন্ধ হয়?

- ইলতুতমিস

 

 ইলতুৎমিশ দ্বিতীয় পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ইলতুৎমিশ| Iltutmish| ShamsuddinIltutmish| Sultan Iltutmish| Achievements of Iltutmish| Iltutmish Dynasty| Daughter of Iltutmish| Iltutmish Coins| Iltutmish Belongs to Which Dynasty| About Iltutmish| Delhi Sultanate Iltutmish.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad