Type Here to Get Search Results !

প্যারিস কমিউন প্রতিষ্ঠা, মহা আতঙ্ক, সামন্ত প্রথার বিলােপ এবং অক্টোবরের ঘটনা


প্যারিস কমিউন প্রতিষ্ঠা, মহা আতঙ্ক, সামন্ত প্রথার বিলােপ এবং অক্টোবরের ঘটনা

Set By - Manas Adhikary

প্যারিস কমিউন প্রতিষ্ঠা| মহা আতঙ্ক| সামন্ত প্রথার বিলােপ| অক্টোবরের ঘটনা| Establishment of the Paris Commune| Great fear| Abolition of feudal system| October Events.

প্যারিস কমিউন প্রতিষ্ঠা MCQ| মহা আতঙ্ক MCQ| সামন্ত প্রথার বিলােপ MCQ| অক্টোবরের ঘটনা MCQ| Establishment of the Paris Commune MCQ| Great fear MCQ| Abolition of feudal system MCQ| October Events MCQ.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ইউরোপের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক প্যারিস কমিউন প্রতিষ্ঠা, মহা আতঙ্ক, সামন্ত প্রথার বিলােপ এবং অক্টোবরের ঘটনা। এই পর্বে  এই টপিক থেকে থাকছে সংক্ষিপ্ত আলোচনা ও  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্যারিস কমিউন প্রতিষ্ঠা, মহা আতঙ্ক, সামন্ত প্রথার বিলােপ এবং অক্টোবরের ঘটনা MCQ । Establishment of the Paris Commune, Great fear, Abolition of feudal system, October events MCQ .

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


 

প্যারিস কমিউন প্রতিষ্ঠা

বাস্তিল দূর্গের পতনের পর প্যারিস নগরীতে সাঁ-কুলােৎ বা সর্বহারা শ্রেনির হিংস্র আচরন, ধনী ব্যক্তদের ঘরবাড়ি লুটপাট এবং অস্ত্রের দোকান লুটের ঘটনা প্যারিসের বুর্জোয়া শ্রেনির আধিবাসীদের মনে আতঙ্কের সৃষ্টি করে তারা বুঝতে পারে যে তারা যে বিপ্লব শুরু করেছিল তা তাদের হাতের বাইরে চলে যাচ্ছে এবং শাসনযন্ত্রও ভেঙে পড়েছে এইসময় তারা, নগরের অধিবাসীদের ধনসম্পদ রক্ষার জন্য বিকল্প ব্যবস্থার প্রয়ােজন অনুভব করে বস্তুত সর্বহারাদের হিংস্র আচরন বুর্জোয়া শ্রেনীকে নিজেদেরকে সংগঠিত করতে বাধ্য করে তারা নগরের অধিবাসীদের ধন-সম্পদ রক্ষা নগর শাসনের জন্য স্বায়ত্বশাসন প্রবর্তনের সিন্ধান্ত নেয় এই স্বায়ত্বশাসন পরবর্তী কালে প্যারিস কমিউন নামে পরিচিতি লাভ করে নগর শাসনের সুবিধার্থে তারা প্যারিস নগরীকে ৬০টি অঞ্চলে বিভক্ত করেন একটি নাগরিক সেনাদল গঠন করে যার নাম দেওয়া হয়ন্যাশনাল গার্ড” বা জাতীয় রক্ষীবাহিনি৷ এর সেনাপতি হন লাফায়েৎ এই  জাতীয় রক্ষীবাহিনীতে ভবঘুরে শ্রমিকদের স্থান দেওয়া হয়নি প্যারিসের শাসনভার  আইন-শৃঙ্খলার জন্য গঠিত হয়প্যারিস মিউনিসিপ্যালিটি বা কমিউন” এই কমিউন গঠিত হয়হােটেল দ্য ভিলে” নামক টাউন হলো এই কমিউনের মেয়রের পদে নিযুক্ত হন  বেইলি (Bailly) ক্ষমতা স্পষ্টতই রাজা বা অভিজাতদের বদলে বুর্জোয়া শ্রেণির হাতে চলে এলাে। প্যারিসের ন্যায় ফ্রান্সের অন্যান্য শহরগুলিতেও প্যারিসের অনুকরনে কমিউনের শাসন বা মিউনিসিপ্যালিটি নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে স্বায়ত্বশাসন প্রতিষ্ঠিত হয় বিভিন্ন শহরে গঠিত এই কমিউনগুলি একে ওপরের সাথে চুক্তির দ্বারা আবদ্ধ হয় লেফেভরের মতে,”কমিউনগুলির সমন্বয়ে ফ্রান্স একটি যুক্তরাষ্ট্রে পরিনত হয়।“ রাজা ষােড়শ লুই তৃতীয় শ্রেনীর প্রতিনিধিদের অধিকাংশ দাবির স্বীকৃতি দিয়ে প্যারিসের অবস্থা আপাতত শান্ত করেন

মহাআতঙ্ক

১৭৮৯ সাল ছিল ফ্রান্সের মহাসঙ্কটের বৎসর। অজন্মার ফলে পর পর দুবছর ফ্রান্সের কৃষকের ঘরে কোন খাদ্য ছিল না। বাজারে রুটির দাম এইসময় ভয়ঙ্কর রকম বেড়ে  যায়। এই সুযােগে অন্যান্য দরকারী জিনিসপত্রের দামও দোকানদারেরা বাড়িয়ে দেয়৷

ফলে গ্রামাঞ্চলে ভবঘুরে সাঁ-কুলােৎ শ্রেনীর লােকজনের সংখ্যা উত্তরােত্তর বৃদ্ধি পেতে থাকে। এরমধ্যে প্যারিসে জনতার অভ্যুত্থান বাস্তিল দূর্গের পতনের কথা গ্রামাঞ্চলে পৌঁছালে কৃষকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। তারাও অভিজাত যাজকশ্রেনীর শােষনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে থাকে। সমাজের সব শােষনযন্ত্র ভেঙে ফেলার জন্য তাদের মধ্যে একটি তাগিদ কাজ করতে করতে থাকে। এইসময় গ্রামাঞ্চলে যেসব শিক্ষিত মধ্যবিত্তশ্রেনীর মানুষজন ছিলেন তারা সামন্ত প্রথাকে ভেঙে দেওয়ার জন্য কৃষকদের নেতৃত্ব দিতে থাকে। এইসময় চারিদেকে গুজব রটে যায় যে, ‘অভিজাতরা শহর থেকে ভাড়াটে সেনা লুঠেরা শ্রেনী পাঠিয়ে গ্রামে শস্যক্ষেতগুলি জ্বালিয়ে দিচ্ছে।“ লেফেভরের মতেএর ফলে দেখা দেয়মহাআতঙ্ক’ এই আতঙ্ক পরিনত হয় ক্রোধে, এবং ক্রোধ পরিনত হয় প্রতিজ্ঞায়”। শুরু হলাে গ্রামগঞ্জে বিপ্লবী তৎপরতা৷

সামন্তপ্রথার বিলােপ

ফ্রান্সের নর্মান্ডি ছাড়া সকল স্থানে ক্রুদ্ধ কৃষকরা সামন্তদের শাতােগুলিতে (ভবন) আগুন ধরিয়ে দিতে থাকে। বেলিফ বা নায়েবরা লাঞ্চিত হতে থাকে। কৃষকদের কাছে সামন্তদের যে পাওনার কাগজগুলি ছিল সেগুলি তারা পুড়িয়ে ফেলে৷ জমির বেষ্টনী গুলিকে ভেঙে দেওয়া হয় এবং পশুচারনভুমি অধিকার করে নেওয়া হয়৷ অভিজাতদের অবসর বিনােদনের জন্য শস্যক্ষেত নষ্ট করে শিকার করা বা বেগার খাটানাে অবাঞ্ছনীয় করের বিরুদ্ধে সবাই সােচ্চার হতে শুরু করল। জমির মালিকশ্রেনী সম্পদশালী লােকেরা সবকিছু ছেড়ে প্রানভয়ে পালিয়ে যায়৷ এইভাবে গ্রামাঞ্চলে কৃষক বিদ্রোহের ফলে সামন্ত  প্রথা সম্পূর্নরূপে ভেঙে পড়ে। ১৭৮৯ সালের আগষ্ট সােলেমন নামক জাতীয় সভার

এক সদস্য গ্রামাঞ্চলে ঘটা অরাজকতা সম্পর্কে জাতীয় সভার দৃষ্টি আকর্ষন করেন। রােবসপিয়ের নামক এক সদস্য পরামর্শ দেন যে, উদারপন্থী আভিজাতদের উচিত স্বেচ্ছায় তাদের জমিদারী পরিতাগ করা উচিত। এইসময় অধিকাংশ জমিদার তার সাথে সহমত হয়ে তাদের সামন্তস্বত্ব ত্যাগ করেন। জাতীয় সভা ১১ আগষ্ট্রের একটি আদেশনামা দ্বারা ঘােষনা করে যেসামন্ত প্রথা ফ্রান্স থেকে লুপ্ত হল”। সামন্তপ্রথা লােপ পাওয়ার ফলে কৃষক শ্রেনী উপকৃত হয় কৃষক ভাগচাষীরাও সামন্তকর, ধর্মকর, বেগার প্রথার হাত থেকে মুক্ত হয়৷ সুবিধাভােগী সামন্তপ্রথা লুপ্ত হবার ফলে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠিত হয়।

অক্টোবরের ঘটনা

ইতিমধ্যে রাজার সাথে জাতীয় সভার কয়েকটি বিষয়ে মতানৈক্য দেখা দেয়৷ সামন্ততন্ত্র লােপ করা সম্পর্কে জাতীয় সভার প্রসতাবকে** তিনি ভেটো ক্ষমতার দ্বারা নাকচ করার চেষ্টা করেন। এছাড়াও মানবাধিকার ঘােষনাপত্রে তিনি সম্মতি দিতে নারাজ হন। এইসময় প্যারিসে দারুন খাদ্যসংকট দেখা দেয়৷ রুটির দাম এতটাই বেড়ে যায় যে, দরিদ্র লােকেরা রুটির জন্য দাঙ্গা-হাঙ্গামা করতে থাকে। জাঁ পল ম্যারাট সম্পাদিতফ্রেন্ড অফ দি পিপল' নামক পত্রিকাটি এইসযােগে জানসাধারনকে রাজার বিরুদ্ধে ক্ষেপিয়ে তােলে। লােকে সবকিছুর জন্য রাজা ষােড়শ লুইকে দায়ী করতে থাকে। এই পরিস্থিতিতে রাজা ষােড়শ লুইফ্র্যান্ডার্স’ থেকে রাজভক্ত বাহিনীকে ভার্সাই নগরীতে আনান। ভার্সাইতে সেনা সমাবেশের খবর প্যারিসে জনতার মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে গুজব রটে যায় যে, রাজা জাতীয় সভা ভেঙে দেওয়ার জন্য এই সৈন্য মােতায়েন করেছেন। কর্ডেলিয়ার নামক একটি রানৈতিক ক্লাব এবং পেটিয়াটিক** দল প্যারিসবাসীদের পরামর্শ দেন যে রাজাকে ভার্সাই থেকে প্যারিস আনলে এই খাদ্য সমস্যার সমাধান হবে ১৭৮৯ সালের অক্টোবর কয়েক হাজার মহিলারুটি চাই, রুটি চাই” চিৎকার করে করে ভার্সাই নগরীর দিকে যেতে শুরু করে এদের সাথে ২০ হাজার ন্যাশন্যাল গার্ডও ভার্সাইতে যায়৷ এই বিক্ষোভের সম্মুখীন হয়ে রাজা ষােড়শ লুই জাতীয় সভার আইনগুলিকে মেনে নিয়ে সম্মতি দিতে বাধ্য হন এই নারী বাহিনী রাজা, রানী তাহার বালক পুত্রকে তাদের সাথে প্যারিসে আসতে বাধ্য করে রাজপরিবারকে একটি ঘােড়ার গাড়ীতে বসিয়ে প্যারিসে আনার সময় তারা ধূনি** দেয়আমরা রুটিওয়ালা, রুটিওয়ালার স্ত্রী এবং তাদের বালক পুত্রকে পেয়েছি এবার আমরা রুটি পাব” ঐতিহাসিক রাইকারের মতে এঘটনা ছিলফরাসি রাজতন্ত্রের শবযাত্রার প্রতীক’ এরপর রাজা বিপ্লবী নেতাদের নিয়ন্ত্রনে থাকতে বাধ্য হন জাতীয় পরিষদও প্যারিসে স্থানান্তরিত হয় এবং জনতার দ্বারা প্রভাবিত হয় এভাবে ফরাসি বিপ্লবের প্রথম অধ্যায় শেষ হয়৷

প্যারিস কমিউন প্রতিষ্ঠা MCQ| মহা আতঙ্ক MCQ| সামন্ত প্রথার বিলােপ MCQ| অক্টোবরের ঘটনা MCQ| Establishment of the Paris Commune MCQ| Great fear MCQ| Abolition of feudal system MCQ| October Events MCQ.

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) বাস্তিল দূর্গের পতনের পর বুর্জোয়া শ্রেনির লােকজন নিজেদের সংগঠিত করার প্রয়ােজন অনুভব করে কেন?

- সাঁ-কুল্যাৎ দের হিংস্রতার জন্য

) বাস্তিল দূর্গের পতনের পর প্যারিসে যে স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা হয় তা কী নামে পরিচিত?

- প্যারিস কমিউন

) প্যারিস নগরীকে শাসনের জন্য বুর্জোয়ারা প্যারিস নগরী কটি ভাগে বিভক্ত করেন?

-৬০ টি অঞ্চলে

) বাস্তিল দূর্গের পতনের পর প্যারিস নগরীতে নাগরিক সেনাদল গঠিত হয় তার নাম কী দেওয়া হয়?

- জাতীয় রক্ষীবাহিনী বা ন্যাশন্যাল গার্ড

) ন্যাশন্যাল গার্ডের সেনাপতি হন কে?

- লাফায়েৎ

) জাতীয় রক্ষী বাহিনী বা ন্যাশন্যাল গার্ডে কাদেরকে নেওয়া হয় নি?

- সাঁ-কুলাৎ শ্রমিক শ্রেনীর লােকজনকে

) বাস্তিল দূর্গের পতনের প্যারিস নগরীর শাসনভার আইন শৃঙ্খলা কার উপর ন্যস্ত হয়?

- প্যারিস কমিউন বা প্যারিস মিউনিসিপ্যালিটি

) প্যারিস কমিউন কোথায় গঠিত হয়েছিল?

- হােটেল দ্য ভিলে নামক টাউন হলে

) প্যারিস কমিউনের মেয়র হিসাবে কে নিযুক্ত হন?

- বেইলি

১০) “কমিউনগুলির সমন্বয়ে ফ্রান্স একটি যুক্তরাষ্ট্রে পরিনত হয়” - উক্তিটি কার?

-লেফেভর

১১) ফ্রান্সের কোন স্থান ব্যতীত প্রায় সর্বত্রই কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল?

- নর্মান্ডি

১২) ফ্রান্সের সামন্তদের ভবনগুলিকে কী বলা হত?

- শাতাে।

১৩) ফ্রান্সের সামন্তদের নায়েবদের কী বলা হত?

- বেলিফ

১৪) কোন গুজবের ফলে ফ্রান্সের কৃষক শ্রেনীর মধ্যে মহাআতঙ্ক দেখা দেয়?

-‘অভিজাতরা শহর থেকে ভাড়াটে সেনা লুঠেরা শ্রেনী পাঠিয়ে গ্রামে শস্যক্ষেতগুলি জ্বালিয়ে দিচ্ছে’

১৫) কোন বিদ্রোহের ফলে ফ্রান্সে সামন্ত প্রথার বিলােপ ঘটে?

- কৃষকবিদ্রোহ

১৬) কার পরামর্শে সামন্তরা তাদের জমিদারি স্বত্ত্ব পরিত্যাগ করেন?

- রােবসপিয়ের

১৭) রােবসপিয়ের কে ছিলেন?

- জ্যাকোবিন দলের নেতা।

১৮) কে সর্বপ্রথম কৃষক বিদ্রোহের ফলে ফ্রান্সে ঘটে যাওয়া অরাজকতা সম্পর্কে জাতীয় সভার দৃষ্টি আকর্ষন করে?

- সােলেমন (১৭৮৯ সালের আগষ্ট)

১৯) কবে ফ্রান্সে সামন্ততন্ত্রের অবসান ঘটে?

- ১৭৮৯ সালের আগষ্ট

২০) কবে জাতীয় সভা একটি ঘােষনার দ্বারা ফ্রান্স থেকে সমান্তপ্রথার অবলুপ্তির কথা ঘােষনা করেন?

- ১৭৮৯ সালের ১১ আগষ্ট

২১) জাতীয় সভার নেতৃত্বে ফ্রান্সে ব্যক্তি নাগরিকের অধিকার ঘােষিত হয় কবে?

-১৭৮৯ সালের ২৬ আগষ্ট

২২) কোন প্রথা লুপ্ত হবার ফলে ফ্রান্সের কৃষক ভাগচাষীরা সামন্তকর, ধর্মকর বেগার খাটা প্রথার হাত থেকে রেহাই পান?

- সামন্তপ্রথার বিলুপ্তি

২৩) “জাতীয় সভা অনেকদূর আগাইলেও, যতটা আগাইবার দরকার ছিল তাহা থেকে বিরত থাকে” - উক্তিটি কার?

- ঐতিহাসিক হ্যাম্পসন।

২৪) কোন পত্রিকা প্যারিসে খাদ্যসংকটের দিনে জনসাধারনকে রাজা বিরুদ্ধে ক্ষেপিয়ে তােলে?

- ফ্রেন্ড অফ দ্য পিপল

২৫) ফ্রেন্ড অফ দ্য পিপল নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- জাঁ পল ম্যারাট

২৬) কোন ক্লাব প্যারিসবাসীকে বুঝিয়েছিল যে, রাজাকে ভার্সাই থেকে প্যারিসে আনলে প্যারিসের খাদ্যসংকট দূর হবে?

- কর্ডেলিয়ার নামক রাজনৈতিক ক্লাব

২৭) কর্ডেলিয়ার ক্লবের এই পরামর্শকে কোন দল সমত্রন* করেছিল?

- প্যাট্রিয়টিক দল

২৮) খাদ্যসংকটের জন্য যখন সবাই রাজাকে দোষারােপ করতে থাকে তখন রাজা ষােড়শ লুই কোথা থেকে ভার্সাইতে রাজভক্ত সেনাবাহিনী এনেছিলেন?

- ফ্র্যান্ডার্স থেকে।

২৯) ১৭৮৯ খ্রিস্টাব্দে ভার্সাই থেকে রাজপরিবারকে প্যারিসে আনতে বাধ্য করার ঘটনাটি কবে ঘটেছিল?

- অক্টোবর

৩০) ১৭৮৯ খ্রিস্টব্দের অক্টোবর ভার্সাই থেকে রাজপরিবারকে প্যারিস আসতে যে মহিলাদের দল বাধ্য করেছিল তাদের সাথে আর কারা গিয়েছিল?

- ২০ হাজার ন্যাশন্যাল গার্ড

৩১) রাজা ষােড়শ লুই এর পরিবারকে ভার্সাই থেকে প্যারিসে আসাকে ঐতিহাসিক রাইকার কী বলেছেন?

- রাজতন্ত্রের  শবযাত্রার  প্রতীক।

৩২) ফ্রান্সের কোন শহরকেবিপ্লবের জননী বলা হয়?

- প্যারিস

এই অধ্যায় সম্পর্কিত MCQ মকটেস্ট দেওয়ার জন্য নীচে দেওয়া ছবিটির উপর ক্লিক করুন  


 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here



প্যারিস কমিউন প্রতিষ্ঠা MCQ| মহা আতঙ্ক MCQ| সামন্ত প্রথার বিলােপ MCQ| অক্টোবরের ঘটনা MCQ| Establishment of the Paris Commune MCQ| Great fear MCQ| Abolition of feudal system MCQ| October Events MCQ.


 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad