Type Here to Get Search Results !

রঞ্জিত সিং MCQ | Ranjit Sing MCQ

 

রঞ্জিত সিং

SET BY- MANAS ADHIKARY

 রঞ্জিত সিং MCQ | Ranjit Sing MCQ.

রঞ্জিত সিং MCQ | Ranjit Sing MCQ। Shikh Mishal| Sob Lal Ho Jayega| Raja Ranjit Sing| Maharaja Ranjit Singh| Shere Punjab Maharaja Ranjit Singh| Maharaja Ranjit Singh Empire| About Maharaja Ranjit Singh.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি মহারাজা রণজিৎ সিং সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও ৪০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তোর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 Ranjit Sing MCQ| Ranjit Sing Question and Answer.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 


রঞ্জিত সিং কোন শিখ গুরু ছিলেন না, কিন্তু শিখ জাতির উত্থানে রঞ্জিত সিংএর অবদান অনস্বীকার্য ১৭৯৩ খ্রীষ্ঠাব্দে মাত্র ১৩ বৎসর বয়সে সুকারচাকিয়া মিশসলের অধিপতি মহা সিংহের মৃত্যুর তাঁর পুত্র রঞ্জিত সিং সুকারচাকিয়া মিশলের দায়িত্বভার গ্রহন করেন তিনি ছিলেন হায়দার আলির মতই নিরক্ষর যুদ্ধবিশারদ এবং সংগঠন শক্তির অধিকারী৷ রঞ্জিত সিং স্থির করেন যে ১২ টি শিখ মিশলকে তিনি তাঁর অধীনে এনে এক অখিল শিখ সামাজ্য গড়ে তুলবেন এই লক্ষ্যে তিনি লৌহ রক্ত নীতি গ্রহন করে একের পর এক শতদ্রু নদীর পশ্চিম তীরের শিখ মিসলগুলিকে তাঁর বশ্যতা স্বীকারে বাধ্য করেন তিনি ১৮০৭ খ্রীষ্টাব্দে (মতান্তরে ১৮০২ খ্রীস্টাব্দে) শিখ তীর্থ অমৃতসর দখল করেন ১৮০৫- ২৩ খ্রীস্টাব্দ পর্যন্ত তিনি রামগড়িয়া, কানহাইয়া, আলুওয়ালিয়া প্রভৃতি শিখ মিসলগুলি অধিকার করে মিসলের সর্দারদেরকে সেই স্থানীয় জমিদারে পরিনত করে শতদ্রু নদীর তীর পর্যন্ত তাঁর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এরপর রঞ্জিত সিং শতদ্রুর পূর্বতীরের শিখ মিসলগুলির দিকে নজর দেন শতদ্রুর পূর্ব তীরের মিসলগুলি দখলের করার বিশেষ গুরুত্ব ছিল এই মিশলগুলিতে যদি ইংরেজ আধিপত্য বিস্তার হত তাহলে রঞ্জিত সিংএর স্বাধীনতা বিপন্ন হততাছাড়া তাঁর অখিল শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন অধরাই থেকে যেত তাই তিনি পরপর তিনবার অভিযান চালিয়ে লুধিয়ানা সহ শতদ্রু নদীর পূর্ব তীরের অনেকগুলি মিসল অধিকার করেন কিন্তু ঐসব শিখ নায়ক রঞ্জিত সিংএর অধিনতা স্বীকার রাজী ছিলেন না তারা ইংরেজ গভর্নর লর্ড মিন্টোর শরনাপন্ন হয় এদিকে মিন্টো ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তার খাতিরেই শতদ্রু নদীর তীর পর্যন্ত কর্তৃত্ব প্রসারে আগ্রহান্বিত ছিলেন তাই তিনি রঞ্জিত সিংএর সাথে আপস মীমাংসার জন্য চার্লস মেটাকফ নামক এক দূতকে রঞ্জিত সিংএর কাছে পাঠান দীর্ঘ আলােচনার পর ১৮০৯ খ্ৰীষ্টাব্দে রঞ্জিত সিং মিন্টোর মধ্যে অমৃতসরের সন্ধি স্থাপিত হয় এই সন্ধিতে রঞ্জিত সিং এর রাজ্যের পূর্ব সীমানা নির্ধারিত হয় শতদ্রু নদীর পশ্চিম তীর পর্যন্ত এবং স্থির হয় শতদ্রু নদীর পূর্ব তীরের মিসলগুলি ইংরেজদের রক্ষনাধীন থাকবে এইভাবে অমৃতসরের সন্ধির দ্বারা পূর্ব সীমান্ত নির্ধারিত হয়ে গেলেও উত্তর বা পশ্চিম দিকে সাম্রাজ্য বিস্তারে রঞ্জিত সিংএর কোন বাধাই ছিল না তাই ১৮০৯ থেকে ১৮১৩ পর্যন্ত একের পর এক অভিযান চালিয়ে ডােগরা বা গুর্খাদের পরাজিত করে বিস্তীর্ন কাংড়া অঞ্চল এবং আফগানদের পরাজিত করে তিনি আটক করেন এরপর একে একে মুলতান, কাশ্মীর পেশােয়া তার অধীনে আসে কিন্তু বড়লাট বেন্টিঙ্কের প্রচেষ্টায় তাঁর সিন্ধু বিজয় করা সম্ভব হয় নি এদিকে পারস্যে রুশ প্রভাব বৃদ্ধি পেলে ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বেন্টিঙ্ক ১৮৩১ খ্রীস্টাব্দে নিজে লাহােরে উপস্থিত থেকে রঞ্জিত সিংএর সাথেচিরস্থায়ী মৈত্রী’ নামক স্থাপন করে এইভাবে শতদ্রু থেকে আফগানিস্তানের সীমানা পর্যন্ত এক বিস্তীর্ণ অঞ্চলে রঞ্জিত সিং এর প্রচেষ্টায় এক বিশাল শিখ সামাজ্য গড়ে ওঠে ১৮৩৯ খ্রীস্টাব্দে রঞ্জিত সিং এর মৃত্যু হয়

রঞ্জিত সিং MCQ | Ranjit Sing MCQ। Shikh Mishal| Sob Lal Ho Jayega| Raja Ranjit Sing| Maharaja Ranjit Singh| Shere Punjab Maharaja Ranjit Singh| Maharaja Ranjit Singh Empire| About Maharaja Ranjit Singh.

প্রশ্নোত্তর পর্ব

) রঞ্জিত সিং কোথায় কবে জন্মগ্রহন করেন?

- ১৭৮০ সালে পাঞ্জাবের গুজরানওয়ালায়

) রঞ্জিত সিং এর পিতার নাম কী?

- মহা সিং

) রঞ্জিত সিং কোন মিশলের অন্তর্গত ছিলেন?

- সুকেরচকিয়া

) গুরু গােবিন্দ সিং এর পর শিখদের স্বাধীনতা সংগ্রামে কে নেতৃত্ব দেন?

- বান্দা বাহাদুর বা বান্দা বৈরাগী (আমরা সবাই রঞ্জিত সিং ভেবে ভুল করি)

) কার সময়কাল থেকে সুকেরচকিয়া মিসেলের উত্থান শুরু হয়?

- রঞ্জিত সিং

) কত বছর বয়সে রঞ্জিত সিং সুকেরচকিয়া মিশেলের দায়িত্বভার গ্রহন করে?

- ১৩ বছর

) ১২ টি মিসেলের মধ্যে রঞ্জিত সিং প্রথম কোন মিশেলটি দখল করেন?

- ভেঙ্গী মিশেল (১৮০১)

) কবে রঞ্জিত সিং কাবুলের গভর্নর হিসাবে নিযুক্ত হন?

- ১৭৯৮ সালে

) রঞ্জিত সিং কবে লাহাের দখল করেন?

- জুলাই ১৭৯৯ খ্রীষ্টাব্দে

১০) রঞ্জিত সিং তাঁর রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেন?

- গুজরানওয়ালা থেকে লাহােরে (১৭৯৯)

১১) কবে পাঞ্জাবের মহারাজা হিসাবে রঞ্জিত সিংকে ঘােষনা করা হয়?

- ১৮০১ সালের ১২ এপ্রিল

১২) রঞ্জিত সিং কেরাজা’ উপাধি কে দিয়েছিলেন?

- আহম্মদ শাহ আবদালীর পুত্র জামান শাহ

১৩) জামান শাহ কিজন্য রঞ্জিত সিংকেরাজা’ উপাধি দিয়েছিলেন?

- জামান শাহ ১৭৯৮ সালে যখন ভারত আক্রমন করেন তখন রঞ্জিত সিং তাকে নানাভাবে সাহায্য করেছিল। তাই জামান শাহ ১৭৯৯ সালে রঞ্জিত সিংকে রাজা উপাধি দেন।

১৪) রঞ্জিত সিং কোন মুসলিম বাঈজিকে বিবাহ করেন যার জন্য পরে তাঁকে শিখজাতির কাছে ক্ষমা চাইতে হয়?

- মােরান সরকার

১৫) রঞ্জিত সিং একধরনের মুদ্রার প্রচলন করেন সেই মুদ্রাটির নাম কী?

- নানকশাহী

১৬) রঞ্জিত সিংতিরিন’ নামক একধরনের কর আদায় করতেন। এই করটি কিসের সাথে সম্পর্কিত?

- চারন কর। যাদের কাছে গরু, মহিষ ছিল তাদেরকে এই কর দিতে হত

১৭) ‘শের--পাঞ্জাব’ নামে কে খ্যাত ছিলেন?

- রঞ্জিত সিং

১৮) রঞ্জিত সিং এর বিখ্যাত উক্তি কী ছিল?

- ‘সব লাল হাে জায়েগা’

১৯) রঞ্জিত সিং তাঁর বিখ্যাত উক্তিসব লাল হাে জায়েগা” কী বােঝাতে চেয়েছিলেন?

- ব্রিটিশরা সব দখল করে নেবে

২০) রঞ্জিত সিং সাক্ষর ছিলেন না নিরক্ষর?

- নিরক্ষর ছিলেন

২১) অখিল শিখ রাষ্ট্র গঠনে কে উদ্যোগী হন?

 - রঞ্জিত সিং

২২) অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়?

- ১৮০৯ সালে রঞ্জিত সিং এবং লর্ড মিন্টো (মিন্টোর হয়ে সাক্ষর করেন চালর্স মেটাকফ)

২৩) রঞ্জিত সিং এর সাথে বােঝাপড়া করার জন্য লর্ড মিন্টো কাকে পাঠিয়েছিল?

- চালর্স মেটাকফকে

২৪) নােপােলিয়ান বেনাপার্ট এর আক্রমনের ভয়ে ভারতের ইংরেজ সরকার কোন ভারতীয় শাসকের সাথে মিত্ৰতা চুক্তিতে আবদ্ধ হয়?

- রঞ্জিত সিং ( অমৃতসরের সন্ধি)

২৫) চিরস্থায়ী মিত্ৰতা চুক্তি কাদের মধ্যে হয়?

- রঞ্জিত সিং উইলিয়াম বেন্টিঙ্ক এর মধ্যে

২৬) চিরস্থায়ী মিত্ৰতা চুক্তিতে উইলিয়াম বেন্টিঙ্কের দুত কে ছিলেন?

- আলেকজান্ডার বার্নেস

২৭) ত্রিশক্তি মিত্রতা চুক্তি কাদের মধ্যে কবে হয়?

- ১৮৩৮ সালে রঞ্জিত সিং, শাহ সুজা এবং লর্ড অকল্যান্ডের মধ্যে ২৮) রঞ্জিত সিং কবে অমৃতসর জয় করেন?

- ১৮০২ সাল (অমৃতসরের সন্ধি হয়- ১৮০৯ সাল)

২৯) রঞ্জিত সিং কবে লুধিয়ানা জয় করেন?

- ১৮০৬ সালে

৩০) রঞ্জিত সিং কার কাছ থেকে কোহিনুর মনি দখল করেছিলেন?

- শাহ সুজা

৩১) রঞ্জিত সিং ভুমি রাজস্ব নির্ধারনের জন্য কী প্রথা চালু করেন?

- বার্তা প্রথা

৩২) রঞ্জিত সিং এর আমলে শাসনকার্য পরিচালার জন্য কোন ভাষা ব্যবহৃত হত?

- ফার্সি

৩৩) রঞ্জিত সিং এর সেনাবাহিনীতে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

- কলােনেল ভেরা

৩৪) রঞ্জিত সিং তাঁর সেনাবাহিনীকে মজবুত করতে কোন কোন বিদেশী সেনাপতির সাহায্য নেন?

- ইংরেজ সেনাপতি কলােনেল ভেন্টুরা, ফরাসী সেনানয়ক কোর্ট গার্ডনার

৩৫) রঞ্জিত সিং এর বিদেশমন্ত্রী কে ছিলেন?

- ফকির আজিজ উদ্দীন

৩৬) রঞ্জিত সিং এর সামরিক মন্ত্রী প্রধান সেনাপতি কে ছিলেন?

- মােকাম চাঁদ

৩৭) রঞ্জিত সিং তাঁর স্ত্রী মােরান সরকারের অনুরােধে একটি মসজিদ নির্মান করেছিলেন সেই মসজিদের নাম ?

- জামিয়া মসজিদ তারাে মােরান

৩৮) রঞ্জিত সিং কবে মারা যান?

- ১৮৩৯ সালে

৩৯) রঞ্জিত সিং কীভাবে মারা যান?

- অত্যাধিক মদ্যপানের জন্য লিভার নষ্ট হয়ে যায় (মতান্তরে স্ট্রোক হয়ে)

৪০) রঞ্জিত সিং এর পর পাঞ্জাবের নেতা কে হন?

- অহিফেন সেবী তারপর সিংহাসনে বসেন খড়গ সিং (ওপশানে যদি অহিফেন সেবী না থাকে তবে খড়গ সিং সঠিক উত্তর হবে)

৪১) রঞ্জিত সিংকেনেপােলিয়নের ক্ষুদ্র সংস্করন’ কে বলেছেন?

- ফরাসী পর্যটক ভিক্টর জ্যাকোমো

৪২) পাঞ্জাবের নেপােলিয়ান নামে কে খ্যাত?

- রঞ্জিত সিং

৪৩) রঞ্জিত সিং কাকেপাক্কা হারামজাদা’ বলেছিলেন?

- হােলকরকে

৪৪) শিখজাতির ইতিহাস কে রচনা করেন?

- জে ডি ক্যানিংহােম

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 রঞ্জিত সিং MCQ | Ranjit Sing MCQ। Shikh Mishal| Sob Lal Ho Jayega| Raja Ranjit Sing| Maharaja Ranjit Singh| Shere Punjab Maharaja Ranjit Singh| Maharaja Ranjit Singh Empire| About Maharaja Ranjit Singh.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad