Type Here to Get Search Results !

জীবমন্ডল/ Biosphere MCQ

 


জীবমন্ডল

Set by –Manas Adhikary

জীব মন্ডল সংক্ষিপ্তরূপ প্রশ্নোত্তর| Biosphere MCQ

জীব মন্ডল সংক্ষিপ্তরূপ প্রশ্নোত্তর| Biosphere mcq| Environment Science| primary tet| wbprimary tet

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের জন্য নিয়ে এসেছি পারিবেশ বি একটি অন্যতম টপিক ভাষার আয়ত্তি ভাষা শিখন এর সংক্ষিপ্তরূপ উক্ত টপিক থেকে   ২৫ টী প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত শিক্ষা সংক্রান্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (Competitive exam: WBPrimarytet, SLST, SI, School Service etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়


এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।



পৃথিবীতে সমগ্র জীবগােষ্ঠীর বসবাসযােগ্য সমস্ত অঞ্চলসমূহকে একসাথে জীবমন্ডল বলা হয়। অর্থাৎ পৃথিবীর শিলামন্ডল, বারিমন্ডল এবং বায়ুমন্ডলের যতটা অংশজুড়ে প্রানের স্পন্দন পাওয়া যায়, সেই অঞ্চলকেই জীবমন্ডল বলা হয়।

জীবমন্ডল সাধারনভাবে পরস্পরের উপর নির্ভশীল এরূপ তিনটি উপাদান নিয়ে গঠিত। যথা-

ক) সজীব উপাদান (প্রানী ও উদ্ভিদ)

খ) প্রাকৃতিক পরিবেশ - মাটি, আলাে, জল, বায়ু ইত্যাদি যাতে প্ৰানী ও উদ্ভিদকুল জীবনধারনের জন্য ক্রিয়া ও প্রতিক্রিয়া করে এদেরকেই প্রাকৃতিক পরিবেশ হিসাবে ধরা হয়৷

গ) শক্তিপ্রবাহ - সৌরশক্তি ও ভূ-তাপীয় শক্তি বিভিন্নরূপে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে স্থানান্তর।

 জীবমন্ডল হল পরিবেশের এক অবিভাজ্য অংশ, যেখানে বাস্তুতন্ত্রের অস্তিত্ব লক্ষ্যনীয়৷ জীবমন্ডলের সবচেয়ে ক্ষুদ্র উপাদান হল কোশ৷ অনেকগুলি কোষ নিয়ে গড়ে ওঠে কলা, কলার সমষ্টিতে গড়ে ওঠে অঙ্গ এবং একাধিক অঙ্গ নিয়ে গঠিত হয় জীবদেহ৷ এইভাবে জীব, জনসংখ্যা, জীবগােষ্ঠি নিয়ে গঠিত হয় বাস্তুতন্ত্র এবং জীবমন্ডল৷ জীবমন্ডল প্রধানত দুইভাগে বিভক্ত-

১) স্থলভাগের জীবমন্ডল - পৃথিবীর স্থলভাগে যে সব প্রানি ও উদ্ভিদকুল বসবাস করে তাদেরকে স্থলভাগের জীবমন্ডল বলা হয়।।

২) জলভাগের জীবমন্ডল - পৃথিবির বারিমন্ডলের যে জীব বসবাস করে তাদেরকে জলভাগের জীবমন্ডল বলা হয়৷ একটি জীবমন্ডলে এক বা একাধিক জীবগােষ্ঠী বসবাস করে এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে এই সব জীবগােষ্ঠী দৈহিক অভিযােজনের মাধ্যমে তাদের গঠন ও কাজ নিয়ন্ত্রিত করে। জীবমন্ডলের মধ্যস্থ জীবগােষ্ঠীর সাথে পরিবেশের পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার মাধ্যমে বাস্তুতন্ত্রের উদ্ভব ঘটে এবং সমধর্মী বাস্তুতন্ত্রগুলি একত্রিত হয়ে বায়ােম গঠন করে। অর্থাৎ অনেকগুলি বায়ােম (তৈগা বায়ােম, মরু ব্যায়াম, তুন্দ্রা বায়ােম) একত্রিত হয়ে গঠিত হয় জীব মন্ডল৷ জীবমন্ডল হলাে একটি সিস্টেম যেখানে জৈব উপাদান, অজৈব উপাদান এবং শক্তির পারিপার্শ্বিক নির্ভরশীলতা ও মিথােস্ক্রিয়ার মাধ্যমে একটি সুস্তিত ব্যবস্থা গঠিত হয়। এবং এই ব্যবস্থাটি একটি উন্মুক্ত প্রনালী বা Open System। জীবমন্ডল রচিত হয়েছে বায়ুমন্ডল, অশ্বমন্ডল এবং বারিমন্ডল নিয়ে। পৃথিবীকে বেষ্টন করে থাকা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড, জলীয়বাষ্প, ধুলিকনা প্রভৃতি সমন্বিত গংআসীয় আবরন হল বায়ুমন্ডল। ইহা জীবকুলের প্রানবায়ুস্বরূপ। 

জীব মন্ডল সংক্ষিপ্তরূপ প্রশ্নোত্তর| Biosphere mcq| Environment Science| primary tet| wbprimary tet

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রানীই ভূ-পৃষ্টের উপরিতলে বা কাছাকাছি বসবাস করে, মৃত্তিকার নীচে অথবা বায়ুমন্ডলে পৃথিবীর যে সকল জীবের অস্তিত্ব আছে তাকে কী বলে?

- জীবমন্ডল বা বায়ােস্ফিয়ার।

২) ভূ-পৃষ্ট থেকে নীচের দিকে খনিজ পদার্থপূর্ন যে স্তর থাকে তাকে কি বলা হয়?

-অশ্বমন্ডল।

৩) বায়ুমন্ডল, জলমন্ডল ও অশ্বমন্ডলের বিভিন্ন জড় পদার্থের আদান-প্রদান এবং জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কি বলা হয়?

- বাস্তব্যমন্ডল।

৪) পরিবেশ প্রনালীর বৃহত্তম একক কোনটি?

- বায়ােম

৫) জীবমন্ডল বা বয়ােস্ফিয়ার সংক্রান্ত প্রাথমিক ধারনার জনক কে?

-ল্যামার্ক

৬) পৃথিবীর জীবমন্ডল কী কী নিয়ে গঠিত?

 -উদ্ভিদ ও প্রানী

৭) পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বাস করে কোন মন্ডলে?

- বারিমন্ডলে

৮) ভূ-পৃষ্ট থেকে কত উচ্চতায় জীবের অস্তিত্ব পাওয়া যায়?

- ১৫ কিমি

৯) উদ্ভিদ ও প্রানী জগতের সমষ্টিকে কী বলা হয়?

- জীবমন্ডল

১০) প্রকৃতির আঁচল কাকে বলা হয়?

- অরন্যকে

১১) একটি নির্দিষ্ট জীব বা একটি প্রজাতির সমস্ত জীব ও তার পরিবেশের সম্পর্কে আলােচনাকে কি বলা হয়?

- অটোকোলজি

১২) একটি নির্দিষ্ট স্থানে সব জীবগােষ্ঠী এবং সেখানকার পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলােচনা কাকে কি বলা হয়?

- সিনইকোলজি

১৩) কোনাে একটি প্রজাতির বহন ক্ষমতা নির্ধারিত হয় কীসের দ্বারা?

- সম্পদের সীমাবদ্ধতার দ্বারা

১৪) পৃথিবীর যেখানে অনুকূল পরিবেশে জীব সম্প্রদায় নিজেদের মত বেঁচে থাকে, তাকে কী বলা হয়?

- সেই জীবের বসতি বসতি বা হ্যাবিট্যাট

১৫) যে সব গাছপালা লবনাক্ত জলে বেঁচে থাকতে পারে তাদের কী বলে?

-হ্যালােফাইট

১৬) দুটি স্থলজ বায়ােমের নাম কর।

- বনভুমি বায়ােম, তৃনভূমি বায়ােম

১৭) একটি তৃনভূমি বায়ােমের নাম কর।

- সাভানা বায়ােম

১৮) পৃথিবীর কোনাে বিশাল অঞ্চলে প্রায় একই বৈশিষ্ট্যসম্পন্ন জীব সম্প্রদায় একত্রে যে সুসংহত জীবন গড়ে তােলে তাদেরকে কী বলে?

- বায়ােম

১৯) বায়ােজিওগ্রাফি বইটি কে লেখেন?

- জে টিভি

২০) ‘জীবমন্ডল একটি সামগ্রিক এলাকা। পৃথিবীর জল, মৃত্তিকা, বায়ু যেখানেই প্রানের অস্তিত্ব আছে তা জীবমন্ডলের অন্তর্ভুক্ত’- উক্তিটি কার?

- জে টিভি

২১) জীব মন্ডলকে কয়ভাগে ভাগ করা যায়?

- দুই ভাগে।

২২) জীবমন্ডলের ভাগগুলি কী কী?

- পেডােবায়ােস্ফিয়ার, হাইড্রোবায়ােস্ফিয়ার

২৩) স্থলভাগের অপর নাম কী?

- পেডােবায়ােস্ফিয়ার।

২৪) জলভাগের অপর নাম কী?

- হাইড্রোবায়ােস্ফিয়ার

২৫) বাস্তবমন্ডলের প্রত্যেকটি জীবমন্ডল বিভিন্ন জলবৎ সাহায্যে প্রভাবিত হয়। এই বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী জীবমন্ডলকে কী বলা হয়?

- বায়ােম

২৬) কোনাে নির্দিষ্ট অঞ্চলের জীবিত উদ্ভিদ ও প্রানীর মােট ওজনকে কী বলা হয়?

-বায়ােমাস

২৭) কোনাে একটি নির্দিষ্ট স্থানে একই প্রজাতিভুক্ত জীবের সমষ্টিকে কী বলা হয়?

-পপুলেশান।

২৮) একটি নির্দিষ্ট স্থানে উদ্ভিদ ও প্রানী কমিনিটির একত্রিত বাসস্থানকে কি বলা হয়?

- বায়ােটিক কমিউনিটি

২৯) কোনাে জীবগােষ্ঠির জন্মহার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

-ক) পরিনত স্ত্রী ও পুরুষ সংখ্যার অনুপাতের উপর

খ) প্রতিটি স্ত্রী প্রানীর জন্মদানের ক্ষমতার উপর।

গ) স্ত্রী ও পুরুষপ্রানীর পরিনত হওয়ার সময় সীমার উপর 

 ৩০) কোন কোন পদ্ধতির মাধ্যমে পুরুষ ও স্ত্রীদের বন্ধ্যাত্নকরন করা হয়?

- টিউবেকটমি ও ভােসেকটমি

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

জীব মন্ডল সংক্ষিপ্তরূপ প্রশ্নোত্তর| Biosphere mcq| Environment Science| primary tet| wbprimary tet

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad