Type Here to Get Search Results !

ভলতেয়ার 50 mcq/Valteyar

 

ভলতেয়ার

Set By – Manas Adhikary

ভলতেয়ার সম্পর্কিত ৫০ টী প্রশ্নোত্তর| Volteyar 50 Mcq Questions and Answer

ভলতেয়ার সম্পর্কিত ৫০ টী প্রশ্নোত্তর| Volteyar 50 Mcq Questions and Answer| Volteyar| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Voltaire|Philosophy of The French Revolution

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– ফরাসি বিপ্লবের প্রভাববিস্তারকারী ফরাসি দার্শনিক ভলতেয়ার জীবনী ও ভলতেয়ার সম্পর্কিত ৫০টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

মকটেস্টের জন্য নীচে দেওয়া  গ্রুপে জয়েন করতে পারেন

* টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here


 

ফরাসি আলােকময় যুগের অন্যতম সেরা প্রতিভা, জগদ্বিখ্যাত ফরাসি লেখক, প্রাবন্ধিক দার্শনিক এবং ফরাসি নবজাগরনের নেতা ছিলেন ফ্রাঙ্কো ম্যারিক এ্যারােয়েট যিনি আমাদের কাছেভলতেয়ার’ নামক ছদ্মনামে বিশেষভাবে পরিচিত তিনি কিজন্যভলতেয়ার’ নামক ছদ্মনামটি নিয়েছিলেন তা আজও আমাদের কাছে অজ্ঞাত৷মত প্রকাশের স্বাধিনতা’ কথাটি মনে পড়লেই যার নাম সবার আগে মনে পড়ে তিনি হলেন ভলতেয়ার মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার কঠোর সমালােচক ছিলেন তিনি তিনি বলতেন একজন নিরপরাধ মানুষকে বাঁচাতে যদি একজন অপরাধীকে মুক্তি দিতে হয় তবে অপরাধীকে মুক্তি দেওয়াটাই উচিত ভলতেয়ার ছিলেন সামন্তবাদ খ্রিস্টীয় গোঁড়ামির এক আপােসহীন বিরােধী তার সামন্তবাদ বিরােধী বিদ্রুপাত্মক লেখার ধার, শাসকগােষ্ঠীর কাছে অসহনীয় ছিল ১৬৯৪ সালের ২১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে এক মধ্যবিত্ত বুর্জোয়া পরিবারে জন্মগ্রহন করেন ভলতেয়ার তাঁর বাবা ফ্রঁসােয়া আরুয়ে ছিলেন রাজা চতুর্দশ লুই এর নােটারি সরকারের ট্রেজারি দপ্তরের এক সাধারন কর্মকর্তা মা মারি মার্গারেট দোমার ছিলেন ফ্রান্সের পােয়াতু প্রদেশের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ভলতেয়ার তাঁর পাঁচভাইবােনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন

১৭০৪ থেকে ১৭১১ সাল পর্যন্ত ভলতেয়ার লুই-ল্য-গ্র্যান্ড নামক বিদ্যালয়ে এবং জেসুইট কলেজের পাদ্রিদের কাছে পড়াশুনা করেছিলেন এখানেই তিনি প্রাচীন লাতিন গ্রিক ভাষা আয়ত্ব করেন পরবর্তী কালে ভলতেয়ার ইতালীয়, স্পেনীয় ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল তিনি একজন নাট্যকার হবেন। কিন্তু তাঁর ধর্মপিতা অ্যাবে এর ইচ্ছা ছিল তিনি একজন সরকারী কর্মকর্তা হােন। ধর্মপিতার চাপে পড়ে নােটারি

অ্যাসিস্ট্যান্ট হিসাবে ভলতেয়ার তাঁর কর্মজীবন শুরু করেন। পরে নেদারল্যান্ডের হেগ শহরে ফরাসি দূতাবাসে সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন। চতুর্দশ লুই এর মৃত্যুর পর প্যারিসের বুদ্ধিজীবি মহলে ভলতেয়ার অন্যতম গুরুত্বপূর্ন ব্যক্তি হয়ে ওঠেন এবং তাঁরএপিগ্রাম’ গুলি সকলের মুখে মুখে জনপ্রিয় হয়ে ওঠে। এখান থেকেই শুরু হয় তাঁর সাহিত্য সাধনা

ভলতেয়ার সাহিত্যজীবনে সর্বোচ্চ খ্যাতি অর্জন করেছিলেন একজন গদ্য লেখক হিসাবে ভলতেয়ারের সাহিত্যকর্মের মধ্যে দুহাজার গ্রন্থ এবং ২০ হাজার চিঠি রয়েছে বিশ্বের একজন শ্রেষ্ঠ পত্ৰলেখক হিসাবে তিনি আজও স্মরনীয় হয়ে রয়েছেন৷ তৎকালীন ফ্রান্সের প্রচলিত স্বৈরাচার, গির্জা স্থা খ্রিস্টধর্মকে ভলতেয়ার সমাজের সার্বিক বিকাশের বাধা বা অন্তরায় হিসাবে দেখতেন এই কারনেই তাঁর গির্জা তথা খ্রিস্টধর্মকে ব্যঙ্গ করে লেখা রচনাবলি স্বদেশে নির্মমভাবে সমালােচিত হয়েছিল গির্জার ভন্ডামি মূর্খতাকে জনসাধারনের সামনে তুলে ধরাই ছিল তাঁর প্রধান লক্ষ্য খ্রিস্টান গির্জা তৎকালীন ফরাসি সামাজিক আচার ছিল তাঁর ব্যঙ্গবিদ্রুপের লক্ষ্য নাগরিক স্বাধীনতা, বিশেষত ধর্মের স্বাধীনতা ন্যায়বিচারের পক্ষে তাঁর অবস্থান ছিল অটল সে সময় ফ্রান্সের কঠোর সেন্সর আইনকে উপেক্ষা করে সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন ভলতেয়ার তিনি মানুষের অজ্ঞতা, মূর্খতা, বাটপারি, অন্যায়-অবিচার, উৎপীড়নকারী স্বভাবকে মনেপ্রানে ঘৃনা করতে সেই কারনেই তিনি বলেছিলেন যেখানে অজ্ঞতা যত বেশী সেখানে অসহিষ্ণুতা এবং নিষ্ঠুরতা তত বেশী তাঁর মতে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাশক্তি বিকশিত না হওয়ার কারনেই সমাজে অন্যায়ের রাজত্ব চলতে থাকে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এবং সামন্তবাদ বিরােধী বিদ্রুপাত্মক রচনার মাধ্যমে তিনি তৎকালীন শাসকগােষ্ঠীকে নাড়িয়ে দিয়েছিলেন ফলস্বরূপ রাষ্ট্রের রােষানলে পরে কারাবরন এবং অবরােধের কবলে পড়েন তিনি ১৭১৫ সালে ডিউক-ডি আর্লিয়েন্স নামক এক অভিজাতকে বিদ্রুপ করায় ভলতেয়ারকেতুলে’ তে নির্বাসনে পাঠানাে হয়৷ ১৭১৭ সালে তিনি প্যারিসে ফিরে এসে ফরাসি সরকারকে উপহাস করেরিজেন্ট’ নাম কবিতাটি রচনা করেন এই কারনে তাঁকে বাস্তিল দুর্গে একবছরের জন্য কারারুদ্ধ রাখা হয়৷ ভলতেয়ার কারা অন্তরীন অবস্থায় ফ্রান্সের জনদরদী রাজা চতুৰ্থ হেনরিকে নিয়ে লিখে ফেলেন এক মহাকাব্যহেনরিয়ে’ এই কাব্যটিকে তিনি ইংল্যান্ডের রানী ক্যারােলিনকে উৎসর্গ করেন ১৭১৮ সালে ভলতেয়ার রচনা করেনওয়েডিপে’ নামক একটি ট্রাজিক নাটক এই নাটকটি জন্য অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের বিদগ্ধ সমাজ ভলতেয়ারকে হােমার এবং ভার্জিলের সমকক্ষ বলে অভিনন্দিত করেন ১৭২৬ সালে জনৈক ফরাসি অভিজাত ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বের কারনে তাঁকে ইংল্যান্ডে নির্বাসিত করা হয়৷ তিন বছর ইংল্যান্ডে থাকার পর প্যারিসে নিজের মাতৃভূমিতে ফিরে ১৭৩৪ সালে তিনিফিলােজফিক্যাল লেটারস অন ইংলিশ’ নামে একটি প্রবন্ধ গ্রন্থ লেখেন যেখানে তিনি ব্রিটিশ সমাজব্যবস্থার প্রশংসা করেন কিন্তু ব্রিটিশ শাসনব্যবস্থা, ফরাসি শাসনব্যবস্থার সম্পূর্ণ বিপরীত হওয়ায় তাঁর লেখাগুলি পুড়িয়ে দেওয়া হয় এবং তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয় ভলতেয়ারের লেখাগুলিকে প্রধানত চারভাগে ভাগ করা হয় যথা- কবিতা, নাটক, ঐতিহাসিক কাজ এবং দার্শনিক লেখা তার সবচেয়ে বিখ্যাত দুটি মহাকাব্য হলহেনরিয়েড’ এবংমেইড অব অরলিন্স’ যদিও শেষােক্ত মহাকাব্যটি তিনি শেষ করে যেতে পারেননি তাঁর লেখা বিখ্যাত নাটকগুলি হল ওয়েদিপাস, মারিয়ামনে, নানাইন প্রভৃতি৷ "Essay on the Customs and the Spirit of the Nations", "History of Charles XII", a "The Age of Louis XIV" গ্রন্থগুলি হল ভলতেয়ারের ইতিহাস ভিত্তিক কাজ তাঁর সবথেকে বেশি পাঠিত চর্চিত দার্শনিক রচনা হলকাঁদিদ (Candide)’ এছাড়াও তাঁর লেখা আরাে কিছু দার্শনিক ছােট গল্প হল মাইক্রোমেগাস এবং প্লেটোস ডিম ১৭৩৩ সালে প্রকাশিত হয় ভলতেয়ারের বিখ্যাত প্রবন্ধগুচ্ছলেটারস অন দ্য ইংলিশ ন্যশান’। এইসময় থেকেই তিনি প্যারিসের কাছে লােরাইন অঞ্চলে বসবাস শুরু করেন। সময় তিনি বিখ্যাত গনিতবিদ বিদূষী নারী এমিলি দু শাতেলেটের বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়ে তােলেন। মনে করা হয় যে নিউটনের উপর ভলতেয়ারের লেখাএলিমেন্টস অব নিউটনস ফিলসফি’ গ্রন্থটির সহলেখিকা ছিলেন এমিলি। ১৭৭৮ সাল নাগাদ ফরাসিরা ভলতেয়ারের চিন্তাকে স্বীকৃতি দিতে শুরু করে। ১৭৭৮ সালের ৩০ মে অষ্টাদশ শতকের এই বহুমুখী প্রতিভা মৃত্যুবরন করেন।

ভলতেয়ার সম্পর্কিত ৫০ টী প্রশ্নোত্তর| Volteyar 50 Mcq Questions and Answer| Volteyar| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Voltaire|Philosophy of The French Revolution

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) ভলতেয়ারের প্রকৃত নাম কী?

- ফ্রাঙ্কো ম্যারিক এ্যারােয়েট

) ভলতেয়ার কবে জন্মগ্রহন করেন?

- ১৬৯৪ সালের ২১ নভেম্বর

 ) ভলতেয়ারের পিতার নাম কী?

- ফ্রঁসােয়া আরুয়ে

) ভলতেয়ারের মাতার নাম কী?

- মেরি মার্গারেট দোমার

) ভলতেয়ারের ধর্মগুরুর নাম কী?

- অ্যাবে

) ভলতেয়ারের পিতার পেশা কী ছিল?

- রাজা চতুর্দশ লুই এর নােটারি সরকারের ট্রেজারি দপ্তরের এক সাধারন কর্মকর্তা

) কে চেয়েছিলেন ভলতেয়ার একজন সরকারী কর্মচারী হােক?

- তাঁর ধর্মপিতা অ্যাবে।

) ভলতেয়ারের প্রথম জীবনে কিসের চাকুরী গ্রহন করেছিলেন?

- নােটারি অ্যাসিস্ট্যান্ট এবং পরবর্তকালে ফরাসি দূতাবাসের সেক্রেটারি।।

) ফরাসি দূতাবসের সেক্রেটারি হিসাবে ভলতেয়ার কোথায় নিযুক্ত হয়েছিলেন?

- নেদারল্যান্ডের হেগ শহরে।

১০) ভলতেয়ার কোন বিখ্যাত মহাপুরুষের রাজনৈতিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন?

- কনফুসিয়াস।

১১) কোন দার্শনিকের প্রধান দাবি ছিলমতপ্রকাশের স্বাধীনতা’?

- ভলতেয়ার

১২) ভলতেয়ারের বিভিন্ন রচনাগুলির মূল লক্ষ্য কী ছিল?

- গির্জার ভন্ডামি মূর্খতাকে জনসম্মুখে তুলে ধরা।

 ১৩) কোন বিখ্যাত দার্শনিক রাষ্ট্র থেকে চার্চকে পৃথক করার আহ্বান ছিলেন?

- ভলতেয়ার

১৪) ভলতেয়ারকে প্রথম কোথায় নির্বাসিত করা হয়েছিল?

- কুঁলে।

১৫) ভলতেয়ারের প্রথম নির্বাসন কীসের জন্য হয়?

- ডিউক-ডি আর্লিয়েন্স নামক এক অভিজাতকে বিদ্রুপ করায়।

 ১৬) কোন ফরাসি দার্শনিককে বাস্তিল দূর্গে বন্দী করে রাখা হয়েছিল?

-ভলতেয়ারকে

১৭) কেন ভলতেয়ারকে বাস্তিল দূর্গে বন্দী করে রাখা হয়?

- ‘রিজেন্ট’ নামক কবিতার মাধ্যমে ফরাসি সরকারের ব্যঙ্গ করার জন্য।

১৮) ভলতেয়ারকে দ্বিতীয়বার কোথায় নির্বাসিত করা হয়েছিল?

- ইংল্যান্ডে।

১৯) ভলতেয়ারকে কিজন্য দ্বিতীয়বার ইংল্যান্ডে নির্বাসিত করা হয়?

- জনৈক ফরাসি অভিজাত ব্যক্তির সাথে দ্বন্দ্বের কারনে

20) ভলতেয়ারকে দুশাে পাউন্ড ভাতা দিতেন কে?

- ব্রিটিশ রাজপরিবার ( রানী ক্যারােলিনকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিলেন বলে)

২১) ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূত্রপাত করেন কে?

- ভলতেয়ার

২২) ভলতেয়ার লেখায় কাদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ প্রকাশ পেয়েছে?

- স্বৈরাচার, গির্জা তথা খ্রিস্টধর্ম

২৩) ভলতেয়ার কতগুলি চিঠি লিখেছিলেন?

- প্রায় ২০ হাজার

২৪) ১৭১৭ সালে ফরাসি সরকারকে ব্যঙ্গ করে তাঁর লেখা কবিতাটির নাম কী?

- রিজেন্ট

২৫) ফান্সের জনদরদী রাজা চতুর্থ হেনররিকে নিয়ে ভলতেয়ার কোন মহাকাব্যটি রচনা করেছিলেন?

- হেনরিয়েড

২৬) ভলতেয়ার তাঁরহেনরিয়ে মহাকাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

-ইংল্যান্ডের রানী ক্যারােলিনকে

২৭) ভলতেয়ার যখন হেনরিয়েড কাব্যটি লেখেন তখন তিনি কোতায় ছিলেন?

- বাস্তিল দূর্গে বন্দী ছিলেন

২৮) ভার্জিলের কোন মহাকাব্যের সাথে ভলতেয়ার লিখিত হেনরিয়েড মহাকাব্যের অনেক মিল পাওয়া যায়?

- ঈনিড

২৯) ভলতেয়ারহেনরিয়েড’ মহাকাব্যটি কতসময় ধরে লিখেছিলেন?

- ১১ মাস

৩০) ভলতেয়ার লিখিত প্রথ ট্রাজিক নাটক কোনটি?

- ওয়েডিপে

৩১) কোন রচনাটির জন্য ভলতেয়ারকে হােমার ভার্জিল এর সাথে তুলনা করা হয়?

- ওয়েডিপে।

৩২) কোন রচনার জন্য ভলতেয়ার বিখ্যাত নাট্যকার জাঁ রাসিনের যােগ্য  উত্তরসূরি হিসাবে প্রশংসিত হয়েছিলেন?

- ওয়েডিপে

৩৩) কোন রচনায় ভলতেয়ার ব্রিটিশ সমাজব্যবস্থার প্রশংসা করেন?

-ফিলােজফিক্যাল লেটার অন ইংলিশ

৩৪) ফরাসি সরকারফিলােজফিক্যাল লেটার অন ইংলিশ রচনাটি পুড়িয়ে দিয়েছিলেন কেন?

- কারন এতে ব্রিটিশ শাসনব্যবস্থার প্রভূত প্রশংসা করা হয় যা ছিল ফরাসি শাসনব্যবস্থার ঠিক বিপরীত

৩৫) ভলতেয়ার তাঁর কোন গ্রন্থটির রচনার কাজ শেষ করে যেতে পারেননি?

-মেইড অব অরলিন্স

৩৬) প্যারিসে কোন বিদূষী মহিলার সাথে ভলতেয়ারের সম্পর্ক গড়ে উঠেছিল?

- এমিলি দু শাতেলেট

৩৭) এমিলি দু শাতেলেট কে ছিলে?

- একজন গনিতবিদ

৩৮) স্যার আইজ্যাক নিউটনের উপর নির্ভর করে ভলতেয়ার কোন গ্রন্থটি রচনা করেছিলেন?

- এলিমেন্টস অব নিউটনস ফিলসফি

৩৯) এলিমেন্টস অব নিউটনস ফিলসফি গ্রন্থটি রচনার কাজে কে ভলতেয়ারকে সাহায্য করেছিল?

- এমিলি দু শাতেলেট

৪০) গটফিড উইলহাম লিবনিজ এর অতি আশাবাদী দর্শন গনিতবিদ ব্লেজ পাস্কাল কথিত নৈরাশ্যবাদী দর্শনের কটাক্ষ করে ভলতেয়ার কী রচনা করেছিলেন?

- কাঁদিদ (Candide)

৪১) কোন গ্রন্থে ভলতেয়ার সব মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন?

-Treatise on Toleration

৪২) অস্টাদশ শতকে কে জ্ঞানকোষ রচনা করেন?

- দিদেরাে

৪৩) দিদেরােকে জ্ঞানকোষ রচনার কাজে কে সাহায্য করেন?

- ভলতেয়ার

৪৪) ‘যারা আপনাকে অদ্ভুত অলীক কিছুতে বিশ্বাস করাতে পারবে, তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করিয়ে নিতে পারে’—- উক্তিটি কার?

- ভলতেয়ার

৪৫) ‘যেখানে অজ্ঞতা যত বেশী সেখানে অসহিষ্ণুতা এবং নিষ্ঠুরতা তত বেশী - বক্তা কে?

-ভলতেয়ার

৪৬) ‘তোমার মতের সাথে আমি হয়ত একমত নাও হতে পারি; কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমর জীবন পর্যন্ত উৎসর্গ করে যাবো’'- বক্তা কে?

- ভলতেয়ার

৪৭) ‘শুধুমাত্র বিশেষজ্ঞরাই অশুভ শক্তির পরিনতি সম্বন্ধে জানলে চলবে না, তাঁদের জানাতে হবে দেশের তরুনদেরকে উক্তিটি কার’?

- ভলতেয়ার

৪৮) ‘একজন মানুষকে বিচার কর তার করা প্রশ্নের গুনগত মান দেখে, উত্তর দেওয়া দেখে না,’ - উক্তিটি কার?

- ভলতেয়ার

৪৯) কোন গবেষকের মতে ইংল্যান্ডে অবস্থানের সময় নিজেকে প্রতিষ্ঠিত করতে ভলতেয়ার যরপরনাই সুবিধাবাদী হয়ে উঠেছিলেন?

- ভলতেয়ারের লেখার গবেষক প্রফেসর নিকোলাস ক্রোংক

৫০) ভলতেয়ার কতবছর বেঁচেছিলেন?

- ৮৪ বছর

৫১) ভলতেয়ার কবে মারা যান?

 - ১৭৭৮ সালের ৩০ মে

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ভলতেয়ার সম্পর্কিত ৫০ টী প্রশ্নোত্তর| Volteyar 50 Mcq Questions and Answer| Volteyar| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Voltaire|Philosophy of The French Revolution

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad