Type Here to Get Search Results !

ঔরঙ্গজেব পৰৱৰ্তী মুঘল সম্রাটগণ থেকে ৯০ টী প্রশ্নোত্তর| Later Mughol Samrat.

 

পরবর্তি মুঘল সাম্রাটগন

Set by- Manas Adhikary


ঔরঙ্গজেব পৰৱৰ্তী মুঘল সম্রাটগণ থেকে ৯০ টী প্রশ্নোত্তর| Later Mughal Empire 90 Mcq Questions and Answer

ঔরঙ্গজেব পৰৱৰ্তী মুঘল সম্রাটগণ থেকে ৯০ টী প্রশ্নোত্তর|Later Mughal Empire 85 Mcq Questions and Answer| Farukshiyar| Second Bahadur shah| Second Akbar.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের মুঘল সাম্রাজ্যের ঔরঙ্গজেব পৰৱৰ্তী মুঘল সম্রাটগণ  সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও৯০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তোর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 


 

বাহাদুর শাহ (প্রথম)

মৃত্যু পথযাত্রী ঔরঙ্গজেব মানসচক্ষে মােঘল সাম্রাজ্যের পতনের চিত্র দেখতে পান এই কারনেই মৃত্যুর পূর্বে তিনি নিজ সমাজ্যকে জীবিত তিন পুত্রের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য একটা উইল করে দেন কিন্তু দুর্বিনীত তিন পুত্র পিতার কথার কোন গুরুত্ব দেননি৷ ঔরঙ্গজেব নিজ ব্যর্থতার কথা উপলব্ধি করে সেজ ছেলে আজমলকে চিঠি লিখেছিলেন, “ আমি একাই এসেছিলাম, একাই চললাম দেশ জনসাধারনের জন্য ভাল কিছু করতে পারিনি, ভবিষ্যত সম্পর্কে হতাশ হয়েছি” এছাড়াও তিনি ছােট ছেলে কামবক্সকে একটা চিঠি লিখে জানান ‘”আমার ভুল ত্রুটির বােঝা আমিই মাথায় করে নিয়ে যাচ্ছি যা আসে আসুক, আমি তরী ভাসালাম” অনন্ত দুঃখ বেদনার মধ্যে ১৭০৭ সালে মার্চ দক্ষিনাত্যের আহম্মদনগরে ৮৯ বছর বয়সে ঔরঙ্গজেব মারা যান ঔরঙ্গজেবের মৃত্যুকালে তাঁর পুত্র মুয়াজ্জম কাবুলের, মুহম্মদ আজম গুজরাটের এবং মুহম্মদ কামবক্স বিজাপুরের শাসনকর্তা ছিলেন পিতার মৃত্যু সংবাদ পেয়ে মুয়াজ্জম আজম আগ্রার দিকে অগ্রসর হয়ে আগ্রার অদুরে জাজাউ-এর যুদ্ধে অবতীর্ন হন এই যুদ্ধে ১৭০৭ সালের জুন মাসে আজম পরাজিত নিহত হয় এর কিছুদিন পর মুয়াজ্জম হায়দ্রাবাদের যুদ্ধে (১৭০৯ সাল) কামবক্সকে পরাজিত করে সিংহাসন নিষ্কন্টক করেন

এইভাবে ভ্রাতৃঘাতী মুয়াজ্জমবাহাদুর শাহ’ নাম নিয়ে সিংহাসনে বসেন। তিনি শাহ আলম এবং শাহ--বেখবর নামও নিয়েছিলেন। বাহাদুর শাহ যখন সিংহাসনে বসেন তখন তিনি বৃদ্ধ৷ সেইসময় বাহাদুর শাহের পক্ষে সর্বময় কর্তা হয়ে ওঠেন ইরানী গােষ্ঠীর নেতা জুলফিকার খান৷ মাত্র / বছর সিংহাসন ভােগ করার পর ১৭১২ সালে বাহাদুর শাহ পরলােক গমন করেন৷

জাহান্দার শাহ

প্রথম বাহাদুর শাহের মৃত্যুর পর আবারও শুরু ভ্রাতৃঘাতী দ্বন্ধ প্রথম বাহাদুর শাহের চারপুত্রের (জাহান্দার শাহ, আজিম-উসসান, রফি-উসসান, জাহান শাহ) মধ্যে। অবশেষে প্রথম বাহাদুর শাহের জেষ্ঠপুত্র জাহান্দার শাহ ইরানী নেতা জুলফিকার খানের সাহায্যে তিনভ্রাতাকে হত্যা করে  সিংহাসনে বসেন এবং জুলফিকার খানকে তাঁর উজীর বা প্রধানমন্ত্রীর পদে বসান। জাহান্দার শাহের সময় ওলন্দাজরা বাংলায় বানিজ্য করার অধিকার লাভ করে জাহান্দার শাহ ছিলেন অপদার্থ এবং সর্বদাই আমােদ-প্রমােদে ব্যস্ত থাকতেন এমনকি তিনি এক বাইজীর মােহাচ্ছন্ন হয়ে পড়েন ফলে হিন্দুস্থানী গােষ্ঠীর নেতা সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্য নিয়ে আজিম-উস-সানের পুত্র ফারুখশিয়র ১৭১৩ খ্রীষ্টাব্দে জাহান্দার শাহ জুলফিকার খানকে হত্যা করে সিংহাসনে বসেন

ফারুখশিয়র

ফারুখশিয়েরর সিংহাসন লাভের মূলে ছিল সৈয়দ ভ্রাতৃদ্বয় - পাটনার সহকারী শাসনকর্তা সৈয়দ হুসেন আলি এলাহবাদের শাসনকর্তা সৈয়দ হাসন আলি৷ পরে হাসান আলি আবদুল্লা খান নামে পরিচিত হন ফারূকশিয়রের উজীর ছিলেন আবদুল্লা এবং প্রধান সেনাপতি ছিলেন হুসেন আলি৷ ফারুখশিয়র দীর্ঘকাল অসুস্থ ছিলেন এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক প্রেরিতসুরম্যান কমিটি’র সদস্য ছিলেন উইলিয়াম হ্যামিলটন, যিনি পেশায় ডাক্তার ছিলেন তিনি ফারুখশিয়রকে সুস্থ করে তােলেন বিনিময়ে ফারুখশিয়র একটি ফরমান জারি করেন, যে ফরমানের প্রভাবে মাত্র ৩০০০ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার উড়িষ্যায় একচেটিয়া শুল্কমুক্ত বানিজ্য করার সুযােগ পান

ফারুখশিয়র বছর রাজত্ব করেন এই সময়কালে ফারুখশিয়র নামমাত্র সম্রাট ছিলেন, আসল ক্ষমতা কুক্ষিগত ছিল সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হাতে এই সময় তুরানী গােষ্ঠীর নেতা ছিলেন চিন-কিলিচ খাঁন (আসফ ঝা) সৈয়দ ভ্রাতৃদ্বয়ের প্রতি কৃতঞ্জতা ভুলে গিয়ে সম্রাট ফারুখশিয়র, তুরানী ওমরাহদের (আসফ ঝা) প্ররােচনায় সৈয়দ ভ্রাতৃদ্বয়ের প্রতি রূঢ় আচরন করতে থাকেন এবং হুসেন আলিকে দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করে পাঠান কিন্তু বুদ্ধিমান সৈয়দ ভ্রাতৃদ্বয় বাদশাহের মতলব বুঝতে পেরে বিদ্রোহী হয়ে ওঠেন এবং ফারুখশিয়রকে সিংহাসনচ্যুত করে অন্ধ করে দেন পরে নির্মমভাবে তাঁকে হত্যা করা হয়

মুহম্মদ শাহ

ফারখশিয়রের মৃত্যুর পর সৈয়দ ভ্রাতৃদ্বয় বাহাদুর শাহের নাতি এবং রফি-উস-সানের পুত্র রফি-উদ-দাজাত কে সিংহাসনে বসান কিন্তু তিনি রুগ্ন থাকায় তাকে বাদ দিয়ে তাঁর ভাই রফি-উদ-দৌল্লাকে সিংহাসনে বসান৷ অল্পদিনের মধ্যে তাঁর মৃত্যু হলে সৈয়দ ভ্রাতৃদ্বয় বাহাদুর শাহের আরেক নাতি এবং জাহান শাহের পুত্র রােশন আখতারকে সিংহাসনে বসান রােশন আখতারমুহম্মদ শাহ’ উপাধি গ্রহন করেন স্বাধীনচেতা তরুন মুহম্মদ শাহ সৈয়দ ভ্রাতৃদ্বয়ের কতৃত্বে বিরক্ত হয়ে তাদের আধিপত্য বিনষ্ট করার জন্য তুরানী গােষ্ঠীর নেতা চিন কিলিচ খান নিজাম উল মুলুকের সাথে ষড়যন্ত্র করে হুসেন আলিকে আততায়ীর দ্বারা হত্যা করেন সৈয়দ আবদুল্লা এই খবর পেয়ে মুহম্মদ শাহের এক প্রতিদন্ধীকে সিংহাসনে বসান আবদুল্লা, মুহম্মদ শাহের মুখােমুখি হলে পরাজিত বন্দী হন পরে তাকে বিষপ্রয়ােগ করে হত্যা করা হয় মুহম্মদ শাহ চিন কিলিচ খানকে প্রধানমন্ত্রীর পদে বসান৷ সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হাত থেকে মুক্ত করেও মুহম্মদ শাহ মুঘল সাম্রাজ্যের পতন রােধ করতে পারেননি বরং তাঁর আমলেই মুঘল সাম্রাজ্য ছিন্ন বিছিন্ন হতে শুরু করে তাঁর আমলেই তাঁর প্রধানমন্ত্রী চিন কিলিচ খান নিজাম উল মুলুক দাক্ষিন্যাত্যে একটি স্বাধীন রাজ্য স্থাপন করেন যা পরে হায়দ্রাবাদের নিজামরাজ্য নামে পরিচিত হয় এই সময় অযােধ্যার সাদাত খান এবং বাংলার মুর্শিদ কুলি খান নিজ নিজ এলাকায় স্বাধিনতা ঘােষনা করেন গুজরাট মালবে মারাঠাদের এবং ভরতপুরে জাঠদের প্রভুত্ব স্থাপিত হয় রােহিলা আফগানগনরা স্বাধিন রােহিলাখন্ড প্রতিষ্ঠা করেন মুহম্মদের শাহের আমলে সবথেকে গুরুত্বপূর্ন ঘটনা পারস্যরাজ নাদির শাহের ভারত আক্রমন পারস্যরাজের এই আক্রমনের ফলে দিল্লী পাঞ্জাব বিধ্বস্ত হয় এবং কাবুল উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বাদশাহের হস্তচ্যুত হয় এককথায় মুঘল সাম্রাজ্য দিল্লী নগরী তার আশেপাশের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে

আহম্মদ শাহ  ও দ্বিতীয় আলমগীর

 মুহম্মদ শাহের মৃত্যুর পর তাঁর পুত্র আহম্মদ শাহ প্রায় বছর রাজত্ব করেন আহম্মদ শাহের উজীর ছিলেন নিজামউল-মুলুকের নাতি গাজীউদ্দিন ইমাদ-উল-মুলুক আহম্মদ শাহের আমলে আহম্মদ শাহ আবদালী ভারত আক্রমন করেন গাজীউদ্দিন ইমাদ-উল-মুলুক, আহম্মদ শাহকে গদিচ্যুত করে জাহান্দার শাহের পুত্র দ্বিতীয় আলমগীরকে সিংহাসনে বসান মােঘল সম্রাট দ্বিতীয় আলমগীর আমলে পলাশীর যুদ্ধ হয় এবং আহম্মদ শাহ আবদালী দ্বিতীয়বারের জন্য ভারত আক্রমন করেন পরবর্তীকালে এই গাজীউদ্দিন ইমাদ-উল-মুলুকের চক্রান্তে দ্বিতীয় আলমগীর নিহত হন এবং সম্রাট হন তাঁর পুত্র দ্বিতীয় শাহ আলম

দ্বিতীয় শাহ আলম ও দ্বিতীয় আকবর

দ্বিতীয় শাহ আলমের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার উড়িষ্যার দেওয়ানী লাভ করে দ্বিতীয় শাহ আলমের পর তাঁর পুত্র দ্বিতীয় আকবর সিংহাসনে বসেন তিনি রাম মােহন রায়কে ব্রিটেনে রাষ্ট্রদূত হিসাবে প্রেরন করেন এবং তাঁকে রাজা উপাধি দেন তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র দ্বিতীয় বাহাদুর শাহ আলম সিংহাসনে বসেন৷ তাঁর আমলে ভারতে সিপাহী বিদ্রোহ হয় এই দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট

ঔরঙ্গজেব পৰৱৰ্তী মুঘল সম্রাটগণ থেকে ৯০ টী প্রশ্নোত্তর|Later Mughal Empire 85 Mcq Questions and Answer| Farukshiyar| Second Bahadur shah| Second Akbar.

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 


বাহাদুর শাহ (প্রথম)

) মােগল সম্রাট ঔরঙ্গজেবের পর কে সিংহাসনে বসেন?

- আজম শাহ

) আজম শাহের পর সিংহাসনে কে বসেন?

- বাহাদুর শাহ

) কাকে নিহত করে বাহাদুর শাহ সিংহাসনে বসেন?

- নিজ ভ্রাতা আজম শাহকে

) বাহাদুর শাহ কতবছর বয়সে সিহাসনে বসেন?

- ৬৩ বছর

) বাহাদুর শাহ সম্রাট হবার পূর্বে কোথাকার সুবেদার ছিলেন?

- আকবর আবাদ (বর্তমানে আগ্রার কাবুল লাহােরের)

) বাহাদুর শাহের আসল নাম কী?

- মহম্মদ মুয়াজ্জম

) বাহাদুর শাহের অপর নাম কী ছিল?

- শাহ আলম

) মারাঠাদের সরদেশমুখী আদায়ের জন্য কে অনুমতি দিয়েছিলেন?

- বাহাদুর শাহ

১০) জাজাউরের যুদ্ধ (১৭০৭) কাদের মধ্যে হয়?

- বাহাদুর শাহ আজম শাহ (বাহাদুর শাহের ভাই)

১১) জাজাউরের যুদ্ধে কে পরাজিত হন?

- আজম শাহ

১২) হায়দ্রাবাদের যুদ্ধ (১৭০৯) কাদের মধ্যে হয়?

- বাহাদুর শাহ কামবক্স

১৩) হায়দ্রাবাদের যুদ্ধে কে পরাজিত হন?

- কামবক্স।

১৪) বাহাদুর শাহ কাদের সাথে শান্তি স্থাপন করেছিলেন?

- গুরুগােবিন্দ সিং ছত্ৰসালের সাথে

১৫) শাহ--বেখবর নামে কে পরিচিত ছিল?

- বাহাদুর শাহ

১৬) বাহাদুর শাহকে কেশাহ--বেখবর’ উপাধি দেন?

- কাফি খান

১৭) বাহাদুর শাহ কবে মারা যান?

- ১৭১১ সালে

১৮) বাহাদুর শাহ কোথায় মারা যান?

- লাহাের

 

জাহান্দার শাহ

১৯) বাহাদুর শাহের পর কে সিংহাসনে বসেন?

- জাহান্দার শাহ

২০) কাকে হত্যা করে জাহান্দার শাহ সিংহাসনে বসেন?

- নিজ ভ্রাতা আজিম-উস-শান।

২১) প্রথম কোন মুঘােল সম্রাট ক্রীড়ানক (পুতুল) সম্রাট হিসাবে সিংহাসনে বসেন?

- জাহান্দার শাহ

২২) কার সাহায্যে জাহান্দার শাহ হিসানে বসেছিলেন?

- জুলফিকার

২৩) জাহান্দার শাহের সেনাপতি (ওয়াজীর) কে ছিলেন?

- জুলফিকার

২৪) জাহান্দার শাহ কতদিন সম্রাট ছিলেন?

- ১১ মাস

২৫) ঔরঙ্গজেবের আমলে মির্জা মহম্মদ ইবন ফকরুদ্দিন মহম্মদ কার জন্যতুহফাৎ-উল-হিন্দ’ রচনা করেছিলেন?

- জাহান্দার শাহ

২৬) লাল কুনওয়ার নামক বাইজীর মােহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন কোন মুঘল সম্রাট?

- জাহান্দার শাহ

২৭) কোন মুঘল সম্রাটকে লম্পট মূর্খ বলা হয়েছিল?

- জাহান্দার শাহকে

২৮) কোন মুঘল সম্রাটের সময় ওলন্দাজরা বাংলায় বানিজ্য করার অধিকার লাভ করে?

-জাহান্দার শাহ

২৯) আকবরের পর কোন মুঘল সম্রাট পাকাপাকিভাবে জিজিয়া কর অবলুপ্ত করেন?

- জাহান্দার শাহ

৩০) আগ্রার যুদ্ধ কাদের মধ্যে হয়?

- জাহান্দার শাহ ফারুখশিয়ারের মধ্যে (এই যুদ্ধে জাহান্দার শাহ পরাজিত হয়ে দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন)

ফারুখশিয়ার

৩১) King Makers of India কাদের বলা হয়?

- সৈয়দ ভ্রাতৃদ্বয়কে

৩২) সৈয়দ ভ্রাতৃদ্বয় কাকে সিংহাসনে বসিয়েছিলেন?

- ফারুখশিয়ার

৩৩) ফারুখশিয়ার কে ছিলেন?

- জাহান্দার শাহের ভ্রাতুস্পুত্র ( আজিম-উসশান এর পুত্র)

৩৪) ফারুকশিয়রের প্রধান সেনাপতি কে ছিলেন?

-সৈয়দ হােসেন আলি।

৩৫) ফারুকশিয়রের উজীর অর্থাৎ প্রধানমন্ত্রী কে ছিলেন?

- সৈয়দ হাসান আলি বা আবদুল্লাহ খান

৩৬) ফারুকশিয়ারকে কোন ডাক্তার সুস্থ করেন?

- উইলিয়াম হ্যামিলটন।

৩৭) ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে কে ফরমান (দস্তক) দেন?

- ফারুখশিয়ার

৩৮) ফারূকশিয়ার ইষ্টইন্ডিয়া কোম্পানীকে কতসালে ফরমান (দস্তক) দেন?

- ১৭১৭ সালে

৩৯) ফারুখশিয়ার কতটাকার বিনিময়ে ব্রিটিশদেরকে বানিজ্য করার অনুমতি দেন?

- বার্ষিক তিন হাজার

৪০) ফারুকশিয়ার কার হাতে ফরমান তুলে দেন?

- সুরম্যান।

৪১) ফারুখশিয়ারের ফরমানকে ম্যাগনাকটা বলে কে অভিহিত করেন?

- ব্রিটিশ ঐতিহাসিক ওর্ম

৪২) কোন মুঘল সম্রাটের আমলে মুর্শিদ কুলি খান দেওয়ান ছাড়া বাংলার নাজিম বা প্রাদেশিক শাসনকর্তা বা নায়েব সুবেদার হিসাবে নিযুক্ত হন?

- ফারুকশিয়ার

৪৩) ফতেহচাঁদকে কেশেঠ’ উপাধি দিয়েছিলেন?

- ফারুখশিয়ার (প্রসঙ্গত- ফতেহচাঁদকেজগৎ শেঠ’ উপাধি দেন মুহাম্মদ শাহ)

৪৪) হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা মীর কামারুদ্দিন খান সিদ্দিকীকে কোন মুঘল সম্রাট নিজাম-উল-মুলক উপাধি দেন?

- ফারকশিয়ার

৪৫) ফারুখশিয়ার কাকে চিনকুলিচ উপাধি দেন?

- মীর কামারুদ্দিন সিদ্দীকি (আসফ খা)

৪৬) মীর কামারুদ্দিন সিদ্দিক কে ছিলেন?

-তুরানী গােষ্ঠীর নেতা (যিনি পরে চিন কিলিচ খান বা নিজাম উল মুলুক নামে পরিচিত হন)

৪৭) ফারুখশিয়ার কোন শিখ কে হত্যা করেন?

- বান্দা বাহাদুরকে

৪৮) কোন মুঘল সম্রাটকে সৈয়দ ভ্রাতৃদ্বয় হত্যা করেন?

- যারখশিয়র

৪৯) কোন মুঘল সম্রাটকে সর্বপ্রথম তাঁর আমলারা হত্যা করেন?

- ফারুখশিয়ার

৫০) ফারুখশিয়ারকে হত্যা করতে কে সৈয়দ ভ্রাতৃদ্বয়কে সাহায্য করেছিলেন?

-পেশােয়া বালাজী বিশ্বনাথ

মুহম্মদ শাহ

৫১) কোন মুঘল সম্রাট রােশন আখতার নামেও পরিচিত ছিলেন?

- মুহম্মদ শাহ।

৫২) মহম্মদ শাহ কাকে উজীর বা প্রধানমন্ত্রী পদে নিয়ােগ করেন?

- চিন-কুলিচ খাঁ বা নিজাম-উল-মুলুক।

৫৩) কোন মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ভারত আক্রমন করেন?

- মুহম্মদ শাহ (১৭৩৯)

৫৪) কোন মুঘল সম্রাট শেষবারের মত ময়ূর হািসনে বসেন?

- মুহম্মদ শাহ

৫৫) কার্নালের যুদ্ধ কাদের মধ্যে হয়?

- নাদির শাহ মুহম্মদ শাহ

৫৬) কোন মুঘল সম্রাটের আমলে বাংলা অযােধ্যা এবং হায়দ্রাবাদ স্বাধীন হয়?

- মুহম্মদ শাহ (বাংলা স্বাধীন হয় মুর্শিদকুলি খাঁর নেতৃত্বে এবং অযােধ্যা স্বাধীন হয় সাদাত খাঁ এর নেতৃত্বে এবং হায়দ্রাবাদ স্বাধীন হয় চিনিকিলিচ খাঁ এর নেতৃত্বে)

৫৭) রঙ্গীলা উপাধি কোন মুঘল সম্রাট গ্রহন করেন?

- মুহম্মদ শাহ

৫৮) মারাঠাদের দীর্ঘদিনের দাবি চৌধ সরদেশমুখী আদায়, এই দাবি কোন মুঘল সম্রাট মঞ্জুর করেন?

- মুহম্মদ শাহ।

৫৯) বালাজী বিশ্বনাথ কোন মুঘল সম্রাটের থেকে ছটি মুঘল প্রদেশ থেকে চৌথ সরদেশমুখী আদায় করার সনদ লাভ করেছিল?

- মহাম্মদ শাহ।

৬০) প্রথম কোন মুঘল শাসক উর্দু ভাষার পৃষ্ঠপােষকতা করেন?

- মহম্মদ শাহ

৬১) কোন মােঘল সম্রাটের শাসনকালে নপুংসক মহিলাদের আধিপত্য ছিল?

- মহম্মদ শাহ

৬২) মহম্মদ শাহ কাকেমুতাসন-উল-মুলক-সুজা-উদ-দৌল্লা-আসাদ-জঙ্গ’ উপাধিতে ভুষিত করেন?

- সুজাউদ্দিন খাঁকে

৬৩) মহম্মদ শাহ কাকেবুরহান-উল-মুলুক’ উপাধি দেন?

 - সাদাৎ খাঁনকে

৬৪) মহম্মদ শাহ কার হাতে নিহত হন?

- আহম্মদ শাহ আব্দালীর হাতে ১৭৪৮ সালের অম্বুর যুদ্ধে

আহম্মদ শাহ

৬৫) আহম্মদ শাহ আবদালী যখন ভারত আক্রমন করেন তখন কে মুঘল সম্রাট ছিলেন?

-আহম্মদ শাহ

৬৬) আহম্মদ শাহের সময় আহম্মদ শাহ আব্দালী ভারত আক্রমন করে কোনগুলি দখল করেছিল?

- পাঞ্জাব মুলতান

৬৭) আহম্মদ শাহের প্রধানমন্ত্রী বা উজীর কে ছিলেন?

- সফদর জং

দ্বিতীয় আলমগীর

৬৮) কোন মােঘল সম্রাটের আমলে পলাশীর যুদ্ধ হয়?

- দ্বিতীয় আলমগীর

৬৯) কোন মুঘল সম্রাটের আমলে আহম্মদ শাহ আব্দালী দ্বিতীয়বারের জন্য ভারত আক্রমন করেন?

- দ্বিতীয় আলমগীর

৭০) দ্বিতীয় আলমগীরের আসল নাম কী ছিল?

- আজিজউদ্দীন

দ্বিতীয় শাহ আলম

৭১) দ্বিতীয় শাহ আলমের প্রকৃত নাম কী?

- আলি গহর

৭২) মােঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে কারা সিংহাসনে বসান?

- মারাঠারা

 ৭৩) কোন মুঘল সম্রাটের আমলে বক্সারের যুদ্ধ হয়?

- দ্বিতীয় শাহ আলম

৭৪) দ্বিতীয় শাহ আলমের আমলে বাংলায় কি পরিবর্তন হয়েছিল?

- ইংরেজরা বাংলা দখল করে

৭৫) কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার উড়িষ্যার দেওয়ানী লাভ করে?

- দ্বিতীয় শাহ আলম।

৭৬) মােঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় কোন রােহিলা সর্দার দিল্লীতে ক্ষমতাশীল হয়ে উঠেছিলেন?

- নজির খান ইউসুফ ভাই

৭৭) দ্বিতীয় শাহ আলম কাকেআরসালান--জঙ্গ’ (Lion of Battle) উপাধি দিয়েছিলেন?

-অ্যান্টইন পােলিয়ার

৭৮) এলাহবাদের দ্বিতীয় সন্ধি সাক্ষরিত হয় কাদের মধ্যে?

- লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে

 ৭৯) দ্বিতীয় শাহ আলমের পেনশান বাতিল কোন গভর্নর?

- ওয়ারেন হেস্টিংস

দ্বিতীয় আকবর

৮০) ‘ফুল ওয়ালন কি সাইর’ কী, ইহা কে প্রচলন করেন?

- এটি একটি হিন্দু-মুসলিম ঐক্য উৎসব। এটি প্রচলন করেন দ্বিতীয় আকবর।

৮১) কোন মুঘল সম্রাট রামমােহন রায়কে রাষ্ট্রদূত করে ব্রিটেনে পাঠান?

- দ্বিতীয় আকবর

৮২) রাজা রামমােহন রায়কেরাজা’ উপাধি দিয়েছিলেন কে?

- দ্বিতীয় আকবর শাহ

দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর

৮২) শেষ মােঘল সমাটের নাম কী?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৮৩) কাকে হিন্দুস্থানের সম্রাট বলা হত?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৮৪) কে নিজেকে হিন্দুস্থানের জাতীয় সম্রাট বলে ঘােষনা করেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৮৫) সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কাকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘােষনা করেন?

-বাহাদুর শাহ জাফর

৮৬) মির্জা আসাদউল্লা খান গালিব কোন সম্রাটের সভাকবি ছিলেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৮৭) কে জাফর ছদ্মনামে উদু কবিতা লিখতেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৮৮) কোন মুঘল সম্রাটের আমলে সিপাহী বিদ্রোহ হয়?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৮৯) সিপাহী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৯০) সিপাহী বিদ্রোহের নেতৃত্বদানকারীদের মধ্যে কে সবথেকে বৃদ্ধ ছিলেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৯১) মহাবিদ্রোহের সময় কোন নেতা পতাকা উত্তোলন করেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৯২) সিপাহী বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর কোথায় লুকিয়েছিলেন?

- হুমায়ুনের সমাধিতে

৯৩) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন?

- বাহাদুর শাহ

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ঔরঙ্গজেব পৰৱৰ্তী মুঘল সম্রাটগণ থেকে ৯০ টী প্রশ্নোত্তর|Later Mughal Empire 85 Mcq Questions and Answer| Farukshiyar| Second Bahadur shah| Second Akbar.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad