Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গের নদ-নদী/ River of WEST BENGAL

নমস্কার

অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই এই পর্বে আমরা জানবো ভুগােলের একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘পশ্চিমবঙ্গের নদনদী সম্পর্কে বিগত বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রায় প্রত্যেকটিতে পশ্চিমবঙ্গের নদনদী থেকে ন্যূনতম একটি প্রশ্ন আসতে দেখা গিয়েছে তাই এই টপিকটি যেকোন চাকুরীর পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন আমি আমার সাধ্যমতাে চেষ্টা করেছি এই পােষ্টে পশ্চিমবঙ্গের নদনদী সমস্ত দিকগুলি তুলে ধরার এই পােষ্টের শেষের দিকে এই টপিকের উপর মকটেষ্টের একটি লিংক দেওয়া রইল যার মাধ্যমে আপনি আপনার এই টপিকটির প্রস্তুতির অগ্রগতি সম্বন্ধে একটি ধারনা পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন টপিকের উপর মকটেস্ট দিতে নীচে দেওয়া আমাদের টেলিগাম গ্রুপ বা হােয়াটস অ্যাপ গ্রুপগুলির যে কোন একটিতে যােগদান করতে পারেন

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া যেকোন একটা  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here

হোয়াটসঅ্যাপ -1

হোয়াটসঅ্যাপ -2

হোয়াটসঅ্যাপ -3

 

 

পশ্চিমবঙ্গের নদ-নদী 

Set By - Manas Adhikary



আমাদের দেশ ভারতবর্ষে যেসব নদীমাতৃক রাজ্য রয়েছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গ একটি অন্যতম রাজ্য ভূপ্রকৃতি অনুসারে এই রাজ্যের উত্তর ও পশ্চিমদিক উঁচু এবং দক্ষিণ দক্ষিন-পূর্ব দিক বঙ্গোপসারের দিকে ক্রমশ ঢালু হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের নদনদীগুলি উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল এবং পশ্চিমে অবস্থিত মালভূমি অঞ্চল থেকে উৎপত্তিলাভ করে দক্ষিন অথবা দক্ষিন-পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে উৎপত্তি গতিপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদীগুলিকে চারটি প্রধানভাগে করা হয়৷ যথা-

) উত্তরবঙ্গের নদনদী

) সমভুমি অঞ্চলের নদনদী

) পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান নদী এবং

) দক্ষিনে সুন্দরবন অঞ্চলের নদনদী

উত্তরবঙ্গের নদনদী

উত্তরবঙ্গের নদনদীগুলির মধ্যে তিস্তা, মহানন্দা, জলঢাকা, তাের্সা, কালজানি, রায়ঢাক উল্লেখযােগ্য নীচে উক্তনদীগুলির গুরুত্বপূর্ন তথ্যগুলি দেওয়া হল

তিস্তা

উৎপত্তি- ইহা সিকিমের জেমু নামক হিমাবহ থেকে উৎপত্তি লাভ করেছে

পতন - এই নদীর প্রবাহ বাংলাদেশের যমুনা (ব্ৰহ্মপুত্ৰ) নদীর সাথে মিলিত হয়েছে

উপনদী - ছােট রঙ্গীত, বড়াে রঙ্গীত, জলঢাকা

তিস্তা নদীটি ত্রাসের নদী নামে পরিচিত একে সিকিম উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়৷ তিস্তার ডানদিক তরাই এবং বামদিক ডুয়ার্স নামে পরিচিত

 মহানন্দা

উৎপত্তি - এই নদীটি কার্শিয়াংয়ের উত্তরে মহালদিরাম নামক পার্বত্য অঞ্চলের পাগলাঝােরা নামক প্রস্রবন থেকে উৎপত্তিলাভ করেছে

পতনস্থল- মহানন্দা নদীর প্রবাহটি বাংলাদেশে প্রবেশ করে গঙ্গার ওপর শাখানদী পদ্মার সাথে মিলিত হয়েছে 

 উপনদী- রত্না, কংকাই, মেচি, বালাসন

এই নদীর উপকূলভাগ খুবই উর্বর এবং ঘনজনবসতিপূর্ন এই অঞ্চলটিদিয়ারা নামে পরিচিত৷

 জলঢাকা

উৎপত্তি - সিকিম-ভুটানের সীমান্তে অবস্থিত বিদ্যাং হ্রদ থেকে জলঢাকা নদীটি উৎপত্তি লাভ করেছে

পতন - জলঢাকা নদীর প্রবাহটি বাংলাদেশের যমুনা (ব্ৰহ্মপুত্ৰ) নদীর সাথে মিলিত হয়েছে

উপনদী - ধরলা, গিরি, ডােলং, ডায়না

এই নদীর তীরে বিখ্যাত গরুমারা অভয়ারন্যটি অবস্থিত

তাের্সা

উৎপত্তি - তিব্বতের চুম্বী উপত্যাকা থেকে তাের্সা নদীটি উৎপত্তি লাভ করেছে৷

পতনস্থল- এই নদীর প্রবাহ জলঢাকা নদীর সাথে মিলিত হয়েছে

উপনদী - মালেঙ্গি, বেলা, সুনজাই

কালজানি

উৎপত্তিস্থল - ডিমা বক্সা পাহাড় আলাইকুড়ি ভুটান পাহাড় থেকে কালজানি নদীটি উৎপত্তিলাভ করেছে 

 পতনস্থল - এই নদীর প্রবাহ বাংলাদেশে প্রবেশ করে সংকোশ নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্রে পতিত হয়েছে

উপনদী - গদাধর ননাই

রায়ঢাক

উৎপত্তি - চোমলহারি পর্বত থেকে রায়ঢাক নদীটি উৎপত্তিলাভ করেছে

পতনস্থল- বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী

উপনদী - দীপা

সমভুমি অঞ্চলের নদী

পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের নদীগুলির মধ্যে গঙ্গা নদীটি একমাত্র উল্লেখযােগ্য নদী৷ নীচে গঙ্গা নদী সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্যগুলি উল্লেখ করা হল৷

গঙ্গা

গঙ্গানদী হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্রধান নদী। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় ৫২০ কিমি৷ ইহা গঙ্গোত্রী হিমবাহের গােমুখ নামক তুষার গুহা থেকে উৎপত্তিলাভ করে প্রথমে উত্তরপ্রদেশ এবং পরে বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিছুদূর প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের কাছে ভাগীরতী পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে৷ গঙ্গার একটি শাখা ভাগীরথী-হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে৷ এবং অপর শাখা পদ্মা নাম নিয়ে দক্ষিন-পূর্বে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে এই ভাগীরথী-হুগলী নদী গঙ্গা নামে পরিচিত মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত এই নদীর নাম ভাগীরথী এবং নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর নাম হুগলী হুগলী নদীর দক্ষিণাংশে জোয়ার ভাটার প্রভাব দেখা যায়৷ অতিরিক্ত জল এনে কলকাতা বন্দরকে বাঁচানাের জন্য এই নদীর উপর ফরাক্কা ব্যারেজ নির্মান করা হয়েছে৷

গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের উপনদীগুলি হল- দামােদর, রূপনারায়ন, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয় প্রভৃতি

পশ্চিমের মালভুমি অঞ্চলের নদনদী

দামােদর

ভারতের ঝাড়খন্ড রাজ্যের ছােটনাগপুর মালভূমিতে পালামৌ জেলার টোরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে দামােদর নদী উৎপত্তি লাভ করে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী-হুগলি নদীতে পতিত হয়েছে৷ এর উপনদীগুলি হল- বরাকর, কোনার, বােকারাে, আয়ার।

দামােদর নদীতে প্রায় প্রতি বছর বন্যা দেখা দেয় বলে একে বাংলার দুঃখ বলা হয়েছে।

সূবর্নরেখা

এই নদীটি পালামৌজেলার টোরির কাছে থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগর পতিত হয়েছে। এর উপনদীগুলি হল- শঙ্খ, রুপাই, সাপুলিনালা

কংসাবতী

অযােধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর পাহাড় থেকে এই নদীটি উৎপত্তিলাভ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে হলদি নদীরূপে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে৷ এর উপনদী হল - কুমারী।

অজয়

অজয় নদীটি ছােটনাগপুর মালভূমি থেকে উৎপত্তিলাভ করে কাটোয়াতে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। এর উপনদীগুলি হল- কুনুর, হিংলা তুমুনি

ময়ূরাক্ষী

ময়ূরাক্ষী নদীটি বৈদ্যনাথ ধামের ত্রিকূট পাহাড় থেকে উৎপত্তিলাভ করে কালনাতে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। এর উপনদীর নাম পুশকনি

রূপনারায়ন

পশ্চিমের মালভুমিতে অবস্থিত তিলাবনি পাহাড় থেকে এই নদীটি উৎপত্তি লাভ করে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে এর উপনদীর নাম -মুন্ডেশ্বরী

দক্ষিনে সুন্দরবন অঞ্চলের নদনদী

এই অঞ্চলের সব নদীগুলিই জোয়ারের জলে পুষ্ট এবং এগুলি সবই হুগলী নদীর শাখানদী সুন্দরবন অঞ্চলের নদীগুলির মধ্যে উল্লেখযােগ্য নদীগুলি হল- মাতলা, ইছামতী, রায়মঙ্গল, বিদ্যাধরী, সপ্তমুখী, পিয়ালী, ঠাকুরান, কালিন্দী ইত্যাদি৷

 

) বিশ্ব জল দিবস কোনদিন?

- ২২ মার্চ

) পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কী?

- গঙ্গা

) পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিমি দৈর্ঘ্য অবস্থিত?

- ৫২০ কিমি

) গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?

- রাজমহল পাহাড়ের নিকট

) গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের অংশ কটি জেলার সীমানা দিয়ে প্রবাহিত?

-৮টি

) কোন জেলার মাঝ বরাবর দিয়ে পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রাহিত হয়েছে?

- মুর্শিদাবাদ

) পশ্চিমবঙ্গে নদী অববাহিকার সংখ্যা কত?

- ২৫ টি

) ফারাক্কা বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে?

- গঙ্গা

) পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়?

- ভাগীরথী

১০) পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা,  দুইভাগে বিভক্ত হয়েছে?

- মুর্শিদাবাদ

১১) মুর্শিদাবাদের কোথায় গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়েছে?

- ধুলিয়ানের নিকট

১২) ধূলিয়ানের নিকট গঙ্গা নদী কোন কোন শাখায় বিভক্ত হয়েছে?

- পদ্মা ভাগীরথী-হুগলী

১৩) এই শাখা দুটির মধ্যে কোনটি গঙ্গার প্রধান শাখা?

- পদ্মা

১৪) গঙ্গা নদীর কোন শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে?

- পদ্মা

১৫) পশ্চিমবঙ্গের কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে?

- ভাগীরথী (পূর্বভাগ -বাগরি এবং পশ্চিমভাগ রাঢ় নামে পরিচিত)

১৬) ভাগীরথী নদীটি কোন নদীর সাথে মিলিত হয়ে হুগলী নদী নাম ধারন করেছে?

- জলঙ্গী নদীর সাথে

১৭) ভাগীরথী নদী কোথায় জলঙ্গী নদীর সাথে মিলিত হয়ে হুগলী নামধারন করেছে?

- নবদ্বীপ

১৮) হুগলি শিম্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে?-

 হুগলী

১৯) কোন নদীকে জোয়ারি নদী বলা হয়?

- হুগলী

২০) কলকাতা শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে?

- হুগলী

২১) গরচুমুক পর্যটন কেন্দ্রটি কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত?

-দামােদর ভাগীরথী

২২) নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা য়ে** নামে পরিচিত সেটি কী?

-হুগলী

২৩) ময়ূরাক্ষী নদী মূর্শিদাবাদের কোন মহাকুমায় ভাগীরথী তে মিশেছে?

-কান্দিতে

২৪) রিহান্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

- ভাগীরথী

২৫) তেহরী ড্যাম প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত?

- ভাগীরথী

২৬) বারেন্দ্রভূমি কোথায় অবস্থিত?

- ভাগীরথী করতােয়া

২৭) কোন নদীর মােহনায় খাড়ি বেশ চওড়া?

- হুগলি

২৮) ভারতের গ্লাসগাে কোন নদীর তীরে অবস্থিত?

- হুগলী

২৯) কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়?

- দামােদর

৩০) পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?

- দামােদর

৩১) পশ্চিমবঙ্গের উচ্চ উপত্যাকা ভূমিতে প্রবাহিত দুটি প্রধান নদীর নাম লেখা

- দামােদর কাঁসাই

৩২) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ন নদী কোনটি?

-দামােদর

৩৩) পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম কর

- দামােদর

৩৪) দামােদর নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

- ছােটনাগপুর মালভুমির খামারপাত পাহাড়

৩৫) দামােদর নদীর বন্যা রােধ করার জন্য কী গঠিত হয়েছে?

- দামােদর ভ্যালি কর্পোরেশন (কৃত্রিম জলাশয়)

৩৬) ভাকরা নাঙ্গাল দামােদর ভ্যালি প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠিত হয়?

- ১৯৪৮

৩৭) দামােদর ভ্যালি কর্পোরেশান কী ধরনের সংস্থা?

- পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা

৩৮) দামােদর উপত্যাকা বহুমুখী নদী পরিকল্পনা কোন প্রকল্পের অনুকরনে পরিকল্পিত হয়?

- মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যাকা প্রজেক্ট

৩৯) দামােদর ভ্যালি কর্পোরেশনের নকশা কে প্রথম গঠন করেন?

-মেঘনাদ সাহা

৪০) ভারতের ৮০% কয়লা কোথায় সঞ্চিত আছে?

- দামােদর উপত্যাকা

৪১) দামােদর উপত্যাকার পুরানাে কয়লা খনি কোনটি?

- রাণীগঞ্জ

৪২) অজয় নদী কোন দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

- দামােদর রূপনারায়ন

৪৩) রাঁচি হাজারিবাগ কে বিভক্ত করেছে কোন নদী?

- দামােদর

৪৪) কোনটির উৎস দামােদর নদ?

- ইডেন খাল

৪৫) দামােদর নদীর দক্ষিন ভাগকে কী বলা হয়?

- রাঁচি মালভূমি

৪৬) কোন নদী গ্রস্ত উপত্যাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

- দামােদর

৪৭) দামােদর হুগলী নদী কোথায় মিলিত হয়েছে?

- গড়চুমুক

৪৮) কোন নদীর একটি উপনদীর নাম কুন্তী?

- দামােদর

৪৯) পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?

- দামােদর

৫০) দূর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে?

- দামােদর

৫১) মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত?

- দামােদর

৫২) আসানসােল শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে?

- দামােদর

৫৩) দামােদর নদীর উপনদী কোনটি?

- কোনার, বােকারাে, আয়ার।

৫৪) বরাকর কোন নদীর উপনদী?

- দামােদর

৫৫) পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী কোনটি?

- তিস্তা

৫৬) উত্তরবঙ্গের প্রধান নদীটির নাম কী?

- তিস্তা

৫৭) পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়?

- তিস্তা

৫৮) তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে?

- জেমু

৫৯) পশ্চিমবঙ্গের কোন নদীটি দার্জিলিং জেলাকে দুইভাগেভাগ করেছে?

-তিস্তা

৬০) তিস্তা নদী কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে?

- হলদিবাড়ি

৬১) পশ্চিমবঙ্গের কোন নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ন?

- উত্তরবঙ্গের নদীগুলাে

৬২) কোন নদী দুটি জলপাইগুড়ি শহরের পার্শ্ববর্তী এলাকায় প্রবাহিত হয়েছে?

- তিস্তা রাইডাক নদী।

৬৩) তিস্তা নদীর পূর্বদিকের ভূভাগ কি নামে পরিচিত?

- ডুয়ার্স

৬৪) তিস্তা নদীর পশ্চিমদিকের ভূভাগ কি নামে পরিচিত?

- তরাই

৬৫) তিস্তানদী পােট ওয়ার অববাহিকার মধ্যে কী বিস্তৃত?

- শিবালিক

৬৬) কালজনি গদাধর কার উপনদী?

- তিস্তা

৬৭) জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?

- তিস্তা করলা নদী

৬৮) তিস্তা নদী দার্জিলিং এর কাছে কোন নদীর সাথে মিলিত হয়েছে?

- গ্রেট রঙ্গীত

৬৯) উত্তরবঙ্গের তিস্তানদীর বন্যার কারন হিসাবে ভুতত্ত্ববিদগণ কোন মত পােষন করেন?

- কোশী নদীর গতিপথ পরিবর্তন

৭০) তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত?

- সিকিম

৭১) কালী তিস্তা নদীর মাঝের হিমালয় কী নামে পরিচিত?

- নেপাল হিমালয়

৭২) তিস্তা ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত?

- যমুনা

৭৩) তিস্তা নদী কোন গিরিপথের ধার দিয়ে প্রবাহিত হয়েছে?

-জেলেপ-লা-পাস

৭৪) পশ্চিমবঙ্গের একটি উত্তর প্রবাহী নদীর নাম কী?

- তিস্তা, জলঢাকা, রায়ডাক

৭৫) তিস্তা নদীর পূর্ব দিকে দুটি পর্বত রয়েছে তাদের নাম লেখ?

- দেওলা রিশিলা (উচ্চতম)

৭৬) নদীর কোন গতিতে তিস্তা নদীর গিরিখাত দেখা যায়?

- উচ্চ গতি

৭৭) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?

- জয়ী সেতু

৭৮) কোন নদীর উপর জয়ী সেতু গড়ে উঠেছে?

- তিস্তা

৭৯) কারােনেশন ব্রিজ কোন নদীর উপর অবস্থিত?

- তিস্তা

৮০) উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী?

- মহানন্দা

৮১) মহানন্দা নদীর উৎস কোথায়?

- পাগলঝােরা প্রস্রবন

৮২) মহানন্দা নদীটি কোন পর্বতের পাগলাঝােরা জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে?

- মহালধিরাম পর্বত

৮৩) মহানন্দা নদীর কতকগুলি উপনদীর নাম লিখুন?

- মেচি, বালাসন, রত্না, কংকাই

৮৪) মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমে নবীন ভূ-ভাগকে কি বলা হয়?

- দিয়ারা অজয়

৮৫) পশ্চিমবঙ্গের অজয় নদীটি কোন জলে পুষ্ট?

- বৃষ্টির জলে

৮৬) বর্ধমান বীরভূমের সীমানা দিয়ে প্রবাহিত নদীর নাম কী?

- অজয়

৮৭) কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়?

- অজয় নদী

৮৮) তুমুনি, কুনুর কোন নদীর উপনদী?

- অজয়

৮৯) পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর

-ময়ূরাক্ষী

 

৯০) তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে?

- ময়ূরাক্ষী

৯১) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে?

- সুবর্নরেখা নদী

৯২) মালভুমি অঞ্চলের কোন নদীটি হুগলী নদীতে মেশেনি?

- সুবর্নরেখা

৯৩) পশ্চিমবঙ্গে প্রবাহিত কোন নদীর মােহানা উড়িষ্যায় রয়েছে?

- সুবর্নরেখা

৯৪) গােপীবল্লভপুর কোন নদীর তীরে অবস্থিত?

- সুবর্নরেখা

৯৫) ঝাড়খন্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন কোন নদীর সংযােগস্থলে অবস্থিত?

- সূৰ্বনরেখা খরকাই

৯৬) কংসাবতী নদীর উপর কংসাবতী বাঁধ কোন জেলায় গড়ে উঠেছে?

-বাঁকুড়া

৯৭) কোন নদীর একটি উপনদীর নাম কুমারি?

- কংসাবতী

৯৮) তাের্সা নদী উৎপত্তিস্থলে কী নামে পরিচিত?

- মাচু

৯৯) কোন নদীর একটি উপনদীর নাম কালজানি?

- তাের্সা

১০০) কোলাঘাট কোন নদীর তীরবর্তী?

- রূপনারায়ন

১০১) কানাডা বাঁধ কোন নদীতে অবস্থিত?

- রূপনারায়ন

১০২) গঙ্গা ছাড়া আর কোন নদীতে ইলিশ পাওয়া যায়?

- রূপনারায়ন

১০৩) হাওড়া পূর্ব মেদিনীপুর জেলাকে পৃথক করেছে কোন নদী?

-রূপনারায়ন

১০৪) পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি?

- মেদিনীপুর খাল

১০৫) কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ন?

- শিলাবতী দ্বারকেশ্বর

১০৬) কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?

- কেলেঘাই কংসাবতী

১০৭) কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম জলঢাকা নদী?

- দিচু লিচু নদী

১০৮) উজানতে** দেখা যায় কোন নদীতে?

- সপ্তমুখী

১০৯) পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পষ্ট একটি নদীর নাম করাে?

- মাতলা

১১০) কোন অঞ্চলের নদীতে জোয়ার-ভাটা দেখা যায়?

- সুন্দরবন অঞ্চলের

১১১) সুন্দরবন অঞ্চলের নদ-নদীগুলির মূল উৎস কোন নদী?

- হুগলি নদী

১১২) কোন অঞ্চলের নদীগুলির জল লবনাক্ত?

- সক্রিয় -দ্বীপ

১১৩) কোন নদীটি কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট?

- ময়ূরাক্ষী

১১৪) কোন নদীটি কেবলমাত্র বরফগলা জলে পুষ্ট?

- তাের্সা

১১৫) বাঁকুড়া জেলা কোন নদীর তীরে গড়ে উঠেছে?

- দ্বারকেশ্বর

১১৬) বাংলার গ্রান্ড নামে পরিচিত কোন অঞ্চল?

- শিলাবতী নদীর তীরবর্তী অঞ্চল

১১৭) কোন নদীর অপর নাম ধলকিশাের?

- দ্বারকেশ্বর


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 ভুগোল সম্পর্কিত বিভিন্ন টপিকগুলি পেতে - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad