Type Here to Get Search Results !

হর্ষবর্ধন দ্বিতীয় পর্ব [Harshabardhana]

 হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

Set By- Manas Adhikary 



 পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব । Pushyabhuti Dynasty and Harshavardhana Part-II.

পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.

মস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধনএই পর্বে থাকছে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তি পর্বে  পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত আরো কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Pushyabhuti Dynasty and Harshavardhana MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

) হর্ষবর্ধনের পিতার নাম কী?

- প্রভাকর বর্ধন

) হর্ষবর্ধনের দাদার নাম কি?

- রাজ্যবর্ধন

) হর্ষবর্ধনের বােনের নাম কী?

- রাজ্যশ্রী

) হর্ষবর্ধনের ভগ্নীপতির নাম কী?

- গ্ৰহবর্মা

) গ্রহবর্মা কোথাকার রাজা ছিলেন?

- কনৌজের মৌখরী বংশের রাজা ছিলেন

) হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?

- পূষ্যভুতি বংশের

) হর্ষবর্ধনের সভাকবির নাম কী?

- বাণ ভট্ট

) বাণভট্ট রচিত পুস্তকগুলি কী কী?

 - কাদম্বরী হর্ষচরিত

) কোন গ্রন্থ থেকে হর্ষবর্ধনের জীবনী শাসনকাল সম্পকে বিশদভাবে জানা যায়?

 - বানভট্টের লেখা হর্ষচরিত

১০) সুপ্রভাত অষ্টাশ্রয়ী নামক দুটি বৌদ্ধ কবিতা কে লেখেন?

 - হর্ষবর্ধন

১১) জাতকমালা কার রাজত্বকালে রচিত হয়?

- হর্ষবর্ধন

১২)হর্ষবর্ধন কত বছর বয়সে সিংহাসনে বসেন?

- ষােলাে বছর বয়সে

১৩) ভান্ডি কোন রাজার প্রধান সচিব ছিলেন?

- হর্ষবর্ধন

১৪) হর্ষবর্ধন কার অনুরােধে কনৌজের সিংহাসনে বসেন?

- রাজ আমাত্য পােনি বা ভান্ডির অনুরােধে

১৫) শশাঙ্কের সাথে যুদ্ধের সময় হর্ষবর্ধন যখন অনুপস্থিত ছিল তখন যুদ্ধের দায়িত্বভার কে গ্রহন করেছিলেন?

- মন্ত্রী ভান্ডি

১৬) হর্ষবর্ধন কোন অরন্য থেকে তাঁর বােন রাজ্যশ্রীকে উদ্ধার করেন?

- বিন্ধ্য পর্বতের অরন্য থেকে

১৭) হর্ষবর্ধন কাদের সাহায্যে বােন রাজ্যশ্রীকে বিন্ধ্যপর্বত থেকে উদ্ধার করেন?

 - স্থানীয় উপজাতিদের

১৮) হর্ষবর্ধন কোন উপাধি নিয়ে সিংহাসনে আরােহন করেন?

- শিলাদিত্য

১৯) হর্ষবর্ধন কত খ্রীষ্টাব্দে সিংহাসনে আরােহন করেন?

 - ৬০৬ খ্রীস্টাব্দে

২০) হর্ষবর্ধন একটি নতুন বর্ষ গণনার প্রচলন করেন এর নাম কী?

 - হর্ষাব্দ

২১) হর্ষবর্ধন কোথা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন?

- থানেশ্বর থেকে কনৌজ

২৩) হর্ষবর্ধনের আমলে থানেশ্বরের সাথে কনৌজ যুক্ত হলে যুগ্ম রাজ্যের রাজধানীর নাম কী দেন?

- কনৌজ বা কাহ্নকুব্জ

২৪) হর্ষবর্ধন কনৌজে কী নামে পরিচিত ছিলেন?

- কুমার শিলাদিত্য

২৫) কোন রাজার উপাধি ছিলরাজপুত্র’?

- হর্ষবর্ধন

২৬) হর্ষবর্ধনের সাথে মিত্ৰতা করেন কে?

 -কামরূপ রাজ্যের রাজা ভাস্করবর্মা

২৭) কোন রাজা হর্ষের সাথে বশ্যতামূলক মিত্রতা নীতি গ্রহন করেন?

- গুজরাটের বলভীর রাজা ধ্রুবসেন

২৮) কার শিলালিপিতে হর্ষবর্ধনকে সকলােত্তরপথনাথ বলে অভিহিত করা হয়েছে?

- চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী

২৯) হর্ষবর্ধনের উপাধিগুলি কী কী?

- সকলােত্তরপথনাথ, শিলাদিত্য, রাজকুমার, মগধরাজ

৩০) কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন?

- হর্ষবর্ধন

৩১) হর্ষবর্ধনের রাজধানীর নাম কী বা হর্ষবর্ধন কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন?

- কনৌজ

৩২) হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর যে মেলাটির প্রচলন করেন তার নাম কী?

 - মহামােক্ষ-পরিষদ

৩৩) মহামােক্ষ-পরিষদ কোথায় হত?

- গঙ্গা যমুনার সংযােগস্থলে প্রয়াগ নামক স্থানে

৩৪) যে প্রান্তরে মহামােক্ষ-পরিষদ নামক মেলাটি হত তাকে বলা হত?

- দানক্ষেত্র বা সন্তোষক্ষেত্র

৩৫) মহামােক্ষ-পরিষদ নামক মেলাটি কতদিন ধরে চলত?

- তিন মাস।

৩৬) হর্ষবর্ধন রচিত পুস্তকগুলির নাম কী?

 - নাগানন্দ, প্রিয়দর্শিকা, এবং রত্নাবলী

৩৭) হর্ষবর্ধন রচিত নাটকটি নাম কী?

- রত্নাবলী

৩৮) মধুবনী তাম্রপট থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়?

 - হর্ষবর্ধন

৩৯) হিউয়েন সাঙ কার আমলে ভারতবর্ষে আসেন?

- হর্ষবর্ধন (মনে রাখার টিপস- দুজনেরই নামহ” দিয়ে শুরু)

৪০) কার সম্মানের জন্য হর্ষবর্ধন কনৌজে ধর্মসভার আয়ােজন করেছিলেন?

-হিউয়েন সাঙ

৪১) কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজে সম্মেলন আহ্বান করেছিলেন?

- মহাযান ধর্মমত

৪২) জয়সেন, ময়ূর, দিবাকর, কবি মৌর্য কবি ভতুহরি কার রাজসভা অলংকৃত করত

- হর্ষবর্ধন

৪৩) হর্ষবর্ধন যে পুষ্যভুতি বংশের রাজা ছিলেন, সেই পুষ্যভুতি বংশের প্রতিষ্ঠাতা কে?

 - পুষ্যভুতি /নরবর্ধন/ প্রভাকর বর্ধন

(পুষ্যভুতি - নরবর্ধন - রাজ্যবর্ধন - আদিত্যবর্ধন; এরা সবাই গুপ্ত সম্রাটদের অধীনে ছিল)

৪৪) পুষ্যভুতি বংশের রাজারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

 - বৈশ্য

৪৫) পুষ্যভুতিবংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

- প্রভাকর বর্ধন

৪৮) পুষ্যভুতিবংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

- প্রভাকর বর্ধন

৪৯) প্রভাকর বর্ধনের উপাধি কী?

- পরমভট্টারক মহারাজাধিরাজ, প্রতাপশীল

৫০) শেষ বৌদ্ধ সম্রাটের নাম কর যিনি সংস্কৃতে বিশারদ ছিলেন এবং সাহিত্য লেখক ছিলেন?

 - হর্ষবর্ধন

 

হর্ষবর্ধন প্রথম পর্ব >>>>

হর্ষবর্ধন তৃতীয় পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

হর্ষবর্ধন| Harsabardhana| About Harsabardhana| Harsabardhan MCQ.

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad