হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Set By- Manas Adhikary
পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব । Pushyabhuti Dynasty and Harshavardhana Part-III.
পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.
মস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন। এই পর্বে থাকছে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তি পর্বে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Pushyabhuti Dynasty and Harshavardhana MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৫১) কার মত অনুসারে দ্বিতীয় পুলকেশী ছিলেন দাক্ষিনাত্যের শ্রেষ্ঠ নরপতি?
- হর্ষবর্ধন
৫২) আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থে উল্লেখিত পুন্ডবর্ধনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
- কামরূপরাজ ভাস্করবর্মা এবং মালবরাজ মাধবগুপ্তের সমর্থন পুষ্ট থানেশ্বর রাজ হর্ষবর্ধন বনাম গৌড়েশ্বর শশাঙ্ক। ৫৩) হর্ষবর্ধন রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে অনেকক্ষেত্রে কী দান করতেন?
- ভুমি বা জমি
৫৪) হর্ষবর্ধন কাকে উড়িষ্যার আশিটি গ্রাম দান করেন?
- জয়সেন নামক বৌদ্ধ পন্ডিতকে ।
৫৫) হর্ষবর্ধনের রাজত্বকালে ভুক্তি ও বিষয় কী ছিল?
- হর্ষ রাজ্য পরিচালনার সুবিধার্থে নিজের সাম্রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ। করেছিল এই ভাগগুলিকে বলা হত ভুক্তি বা প্রদেশ। এবং প্রতিটি প্রদেশকে কয়েকটি ভাগে ভাগ করেছিল, এই ভাগগুলিকে বলা বিষয় বা জেলা। জেলার ভাগগুলিকে বলা হয় গ্রাম৷
৫৬) হর্ষের রাজত্বকালে গ্রাম শাসন করত কারা?
- গ্রামিকরা। এরা করনিক নামক কর্মচারীদের সহায়তায় গ্রাম শাসন করত।
৫৭) হর্ষবর্ধনের সময় কয়ধরনের কর আদায় করা হত?
- তিনধরনের। যথা- ভাগ, হিরন্য ও বলি
৫৮) হর্ষবর্ধনের রাজত্বকালে কুন্তল কাদের বলা হত?
- অশ্বারােহী বাহিনীর প্রধানকে বলা হত কুন্তল।
৫৯) হর্ষবর্ধনের রাজত্বকালে চট বা ভট কাদের বলা হত?
- সাধারন সেনারা চট বা ভট নামে পরিচিত ছিল।
৬০) হর্ষবর্ধন প্রথম জীবনে এবং পরবর্তী জীবনে কোন ধর্মের প্রতি অনুরাগী হন?
- প্রথম জীবনে শৈব এবং পরবর্তী জীবনে বৌদ্ধ
৬১) হর্ষবর্ধন রচিত তিনটি নাটকের নাম লেখ?
- নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা ।
৬২) হর্ষবর্ধন রচিত নাগানন্দ নামক গ্রন্থটি কাকে কেন্দ্র করে রচিত?
-জীমূতবাহন।
৬৩) হর্ষবর্ধন কবে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন?
- ৬৪৩ খ্রীঃ
৬৪) হর্ষবর্ধনের হস্তাক্ষর কোন লেখ এ উল্লেখ আছে?
- বাঁশখেরা তাম্রশাসন
৬৫) শিলাদিত্য নামাঙ্কিত হর্ষবর্ধনের রৌপ্যমুদ্রা কোথায় আবিস্কৃত হয়েছে?
ফৈজাবাদ
৬৬) কাকে হর্ষবর্ধন সামন্তে পরিনিত করেন?
- ধ্রুবসেনকে
৬৭) হর্ষবর্ধন কোন সময় শিলাদিত্য উপাধি গ্রহন করেন?
- কনৌজ দখল করার পর।
৬৮) হর্ষবর্ধনের রত্নাবলি ও প্রিয়দর্শিকা নাটকের নায়ক কে ছিলেন?
- উদয়িন
৬৯) হর্ষবর্ধন ও শশাঙ্কের সংঘর্ষের বিবরন লিপিবদ্ধ আছে কোন গ্রন্থে?
-আর্যমঞ্জুশ্রী মূলকল্প।
৭০) চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী কোন নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন?
- নর্মদা
৭১) পার্বতি পরিনয় বইটির রচয়িতা কে?
- বানভট্ট
৭২) পঞ্চম বৌদ্ধসম্মেলন কার আমলে হয়?
- হর্ষবর্ধন।
৭৩) পঞ্চম বৌদ্ধসম্মেলনের সভাপতি কে ছিলেন?
- হিউয়েন সাঙ
৭৪) পঞ্চম বৌদ্ধসম্মেলন কতদিন ধরে চলেছিল?
- ১৮ দিন
৭৫) কে সর্বপ্রথম ভারতীয় নাটকে নতুনভাবে এক যুক্তি যার নাম গর্ভনাটক (নাটকের মধ্যে নাটক) চালু করেন?
- হর্ষবর্ধন
৭৬) কোন হিন্দুরাজাকে বলা হয় অশােক ও সমুদ্রগুপ্তের চরিত্রের সমাহার?
-হর্ষবর্ধন।
৭৭) মহােদয়শ্রী কার ওপর একটি নাম?
- কনৌজ
৭৮) পঞ্চভারতের অধিপতি কাকে বলা হয়?
- হর্ষবর্ধনকে
৭৯) কে হর্ষবর্ধনকে পঞ্চ ভারতের অধিপতি বলেন?
- বানভট্ট
৮০) বানভট্ট পঞ্চভারত বলতে কী বুঝিয়েছেন?
- কনৌজ, বাংলা, উৎকল, দ্বারভাঙ্গা, পাঞ্জাব
৮১) “সূর্যশতক” কে রচনা করেন?
- ময়ূরভট্ট
৮২) ময়ূরভট্ট কার সমসাময়িক ছিলেন?
- হর্ষবর্ধনের
৮৩) দিবাকর ও ময়ুরমাতংগ কোন রাজার অমলের বিখ্যাত কবি?
- হর্ষবর্ধন
৮৪) বাক্যপদীয় গ্রন্থটি কে রচনা করেন?
- ভতুহরি
৮৫) অশােক ও আকবরকে বাদ দিলে হর্ষবর্ধন ছিলেন ভারতের শ্রেষ্ঠ প্রজাহিতৈষী নরপতি- উক্তিটি কার?
- রােমিলা থাপার।
৮৬) মগধেশ্বর বলা হয় কাকে?
- হর্ষবর্ধনকে ।
৮৭) আর্যাবর্তের অধীশ্বর বলা হয় কাকে?
- হর্ষবর্ধনকে
৮৮) ভারতবর্ষের শেষ মহান হিন্দু সম্রাট কাকে বলা হয়?
- হর্ষবর্ধনকে
৮৯) এলাহবাদের বিখ্যাত কুম্ভমেলা কোন রাজার আমলে শুরু হয়?
- হর্ষবর্ধন
৯০) মধুবনী তামশাসন হর্ষবর্ধন তাঁর রাজত্বের কততম বর্ষে উৎকীর্ন করেন?
-২৫ তম
৯১) কাকে উত্তরভারতের শ্রেষ্ঠ হিন্দু রাজা বলা হয়?
- হর্ষবর্ধনকে
৯২) সােনপত লেখ থেকে কার কথা জানা যায়?
- হর্ষবর্ধন।
৯৩) কোন নরপতি দিনকে তিনটিভাগে ভাগ করেছিলেন?
- হর্ষবর্ধন
৯৪) বানভট্ট কাকে ‘হুন-হরিন-কেশরী বলেছেন?
- হর্ষবর্ধনকে
৯৫) সুপ্রভাতস্তোত্রম কার লেখা?
- হর্ষবর্ধন
৯৬) হর্ষবর্ধন কোন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন?
- বীনা
৯৭) হর্ষবর্ধন প্রয়াগের মেলার শেষ করতেন কার পূজা করে?
- গৌতমবুদ্ধের
৯৮) প্রভাকরবর্ধন এর পত্নীর নাম কী?
- যশােমতী দেবী
৯৯) রাজ্যবর্ধনের পত্নীর নাম কী?
- অঙ্গরা দেবী।
১০০) হর্ষবর্ধন রাজত্বের শেষদিকে কোন রাজ্য জয় করেন?- উড়িষ্যার কঙ্গোদ রাজ্য (গঞ্জাম)।
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here