Type Here to Get Search Results !

হুন আক্রমণ (দ্বিতীয়পর্ব) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ Huns]

 

হুন আক্রমন (তােরমান, মিহিরকুল )

SET BY - MANAS ADHIKARY



হুন আক্রমন (দ্বিতীয় পর্ব)। Hun Akromon Part -II.

হুন আক্রমণ। তোরমান। মিহিরকুল। ভারতের রক্ষাকর্তা। ভারতের এ্যটিলা Hoon Akromon| Mihirkul| Torman। huns। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  হুন আক্রমণ(দ্বিতীয়পর্ব) আজ এই পর্বে থাকছে হুন আক্রমণ সম্পর্কিত  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


হুন আক্রমণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর |  huns Akromon MCQ .

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


) ভারতে হুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে?

- তােরমান

) কোন হুন নেতা সর্বপ্রথম ভারত আক্রমন করেন?

- তােরমান

) তােরমান কোন হুন শাখার নেতা ছিলেন?

 - শ্বেতহুন

) কৃষ্ণ হুনদের নেতার নাম কী?

- এ্যটিলা

৫) হূণদের  সরকারি ভাষা কি  ছিল?

- সংস্কৃত

৬) প্রথম কারাহর হর মহাদেব’ জয়ধ্বনি দেন?

- হুনরা  

৭) কোন ঐতিহাসিকের মতে রাজপুত, শক, কুষাণ এবং হুনরা বিদেশী ছিলেন?  

- কর্নেল জেমস টড

৮) মধ্য এশিয়ার ইউ-চি উপজাতির উপর কারা আক্রমণ করেছিল?

- হুনরা

৯) হুনদের সাথে মধ্য এশিয়া থেকে আর কারা ভারতে এসেছিলেন?

- গুর্জর

১০) কোন শাসক  কুষাণ রাজাদের বিখ্যাত উপাধিশাহী’ গ্রহণ করেছিলেন এবং নিজেকে তাদের বৈধ উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন?

- হুন শাসক

১১) রিস্তাল শিলালিপিতে কোন হুন রাজাকেহুনাধিপহিসাবে উল্লেখ করা হয়েছে?

- তোরমান

১২) হুন শাসক তোরমান কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন?

- জৈনধর্ম

১৩)  জৈন গ্রন্থকুভ্যালয়মালাঅনুসারে, কে হুন শাসক তোরমানকে জৈন ধর্মে দীক্ষিত করেন?

- হরিগুপ্ত

১৪) মধ্য এশিয়া থেকে মধ্য ভারত জয় করা প্রথম বিদেশী শাসক ছিলেন

- তোরমান

১৫) হিউয়েন সাং কাকে পঞ্চভারতের গুরু বলে বর্ণনা করেছেন?

- তোরমান (মতান্তরে মিহিরকুল)  

১৬) কোন শাসকশাহী জুবল’ উপাধি নিয়েছিলেন?

- তোরমান

১৭) হুন নেতা তােরমান কোন ধর্ম গ্রহন করেন?

 - জৈনধর্ম

 ১৮) উদ্যোতন সুরির কুভ্যালয়মালা গ্রন্থে হুন শাসক তোরমানকে জৈন ধর্মের রক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে তোরামনকে কোন জৈন পণ্ডিতের শিষ্য বলা হয়?

- হরিগুপ্ত

১৯) কোথা থেকে জানা যায় যে, হুননেতা তোরমান, ভারতীয় শাসক ভানুগুপ্তের নিকট পরাজিত হন?

- জৈনগ্রন্থ কুবলয়নামা  

২০) কোন গ্রন্থ থেকে জানা যায় যে তােরমান সূর্যপ্রতীকচিহ্ন সমন্বিত মুদ্রার প্রচলন করেছিলেন?

- জৈনগ্রন্থ কুবলয়মালা

২১) রিস্তাল শিলালিপিতে কোন হুন রাজাকে "হুনাধিপ" হিসাবে উল্লেখ করা হয়েছে?

- তোরমান

২২) কোন হুন নেতা সূর্যপ্রতীক চিহ্ন সম্বলিত মুদ্রার প্রচলন করেন?

- তােরমান

২৩) কোন হুন নেতা ধন্যবিষ্ণু মন্দির স্থাপন করেছিলেন?

- তােরমান

২৪) কোন হুন নেতার উপাধি ছিল মহারাজাধিরাজ?

- তােরমান

২৫) হুনাদের আক্রমণে কোন রাজবংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল?

- গুপ্ত  

২৬) গুপ্ত শাসনামলে হুনাদের আক্রমণের প্রমাণ  কোথায় পাওয়া যায়?

- ভিতরি স্তম্ভলেখ

২৭) কোন গুপ্ত সম্রাট হুন আক্রমন প্রতিহত করে খ্যাতিলাভ করেছিলেন?

-স্কন্দগুপ্ত

২৮) কোন শিলালিপি থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত হুন আক্রমন প্রতিহত করেন?

- ভিতােরি

২৯) হুন আক্রমন প্রতিহত করার জন্য স্কন্দগুপ্তকে কোন উপাধিতে ভুষিত করা হয়?

- ভারতের রক্ষাকর্তা

৩০) স্কন্দগুপ্ত কবার হুন আক্রমন প্রতিহত করেন?

- দুবার

৩১) কোন গুপ্ত সম্রাটের আমলে হুনরা আর ভারতবর্ষ আক্রমন করতে সাহস পায় নি?

 - গুপ্তসম্রাট স্কন্দগুপ্ত

৩২) স্কন্দগুপ্তের পর কোন শাসকের কাছে হুন নেতা তােরমান পরাজিত হয়?

 - ভানুগুপ্ত

৩৩) হুন পুষ্যমিত্রের সাথে স্কন্দগুপ্তের যুদ্ধের তথ্য আমরা  কোথা থেকে পাই?

- ভিতরি স্তম্ভলেখ  

৩৪) হুনদের পরাজিত করার পর স্কন্দগুপ্ত মালব থেকে বাকাটকদেরও তাড়িয়ে দেন  এরপর তিনি কাকে মালবে তাঁর সামন্ত (গভর্নর) হিসাবে নিযুক্ত করেছিলেন?

- প্রভাকর

৩৫) গােয়ালিয়র প্রশস্তি থেকে কোন হুন নেতার কথা জানা যায়?

- মিহিরকুল  

৩৬) ভারতের এ্যটিলা কাকে বলা হয়?  

- মিহিরকুল

৩৭) ভারতের হুন সাম্রাজ্যের শক্তিশালী নেতা কে ছিলেন?  

- মিহিরকুল

৩৮) কোন হুন নেতা সর্বপ্রথম বৌদ্ধধর্ম গ্রহন করেন?  

- মিহিরকুল

৩৯) হুনদের রাজধানী কোথায় ছিল?  

- শাকল বা শিয়ালকোট

৪০) কে হুননেতা মিহিরকুলকে প্রথম পরাজিত করেন?  

- ভানুগুপ্ত (মতান্তরে - বালাদিত্য)

৪১) কোন অধিপতির কাছে হুনরা(মিহিরকুল) পরাজিত হয়ে  সম্পূর্নভাবে বিলুপ্ত হয়?

- মান্দাশােরের অধিপতি যশােবর্মন

৪২) কোন নরপতি মালব থেকে হুন শক্তিকে উৎখাত করেছিলেন?

- যশোধর্মণ

৪৩) তোরমানের পুত্র মিহিরকুল  কোন কোন ভারতীয় নরপতির নিকট পরাজিত হন?

- মালব নরেশ যশোধর্মণ এবং নরসিংহ গুপ্ত বালাদিত্যের কাছে

৪৪) কে গঙ্গা উপত্যকায থেকে  মিহিরকুলকে উৎখাত করেন?

- নরসিংহ   

৪৫) কোন ভরতীয় শাসক, হুন আক্রমণকারী মিহিরকুলকে তার পদবন্দনা করতে বাধ্য করেছিলেন বলে কথিত আছে?

- মালবরাজ  যশোধর্মন

৪৬) কোন উৎসে মিহিরকুলকে শয়তানের অবতার হিসেবে চিহ্নিত করা হয়েছে?

- চীন

৪৭) মন্দসৌর শিলালিপি কোন ভারতীয় শাসকের সম্বন্ধে বিশদভাবে জানা যায়?

- মালব রাজ যশোধর্মন

৪৮) মন্দসৌর শিলালিপির লেখক কে  ছিলেন?

- ভাসুলা

৪৯) কোথায় উল্লেখ আছে যে মিহিরকুল শিব ছাড়া অন্য কারো সামনে মাথা নত করেননি?

- মন্দসৌর শিলালিপি

৫০) কোথা থেকে জানা যায় যে যশোধর্মণ মিহিরকুলকে তার পদপুজা করতে বাধ্য করেন?

- মন্দসৌর শিলালিপি  

৫১) মন্দসৌর   শিলালিপিটি কত সালের?

-  532 খ্রিস্টাব্দের 

৫২) কোন শাসকের মুদ্রার একপাশেজয়তু বৃষ’ লেখা আছে?

- মিহিরকুল

৫৩) কার মতে  মিহিরকুল গান্ধারের শাসক ছিলেন যিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন না এবং শয়তানদের পূজা করতেন?

- সুংউং

৫৪) ভারতীয় শাসকদের সঠিক ক্রম নির্ণয় করুন যারা হুনাদের পরাজিত করেছিলেন

স্কন্ধগুপ্ত – নরসিংহগুপ্ত- যশোধর্মণ – ঈশানবর্মা - প্রভাকরবর্ধন

৫৫) কোন কোন শাসকদের রাজধানী ছিল শাকাল বা শিয়ালকোট?

- ডেমেট্রিয়াস, মিনান্ডার,  মিহিরকুল

৫৬) বানভট্ট কাকেহুনহরিন কেশরী’ বলে আখ্যায়িত করেছেন?

- পুষ্যভুতি বংশের রাজা প্রভাকর বর্ধনকে

৫৭) মিহিরকুলের আমলে গােয়ালিয়রের পর্বতশিখরে কে একটি সূর্যমন্দির নির্মান করেছিলেন?

- মাতৃচেতা

৫৮) কোন হুন নেতার মুদ্রায়বৃষ’ এর প্রতিমূর্তি অঙ্কিত ছিল?

- মিহিরকুল

৫৯) ঐতিহাসিক রায় চৌধুরী কোন যুদ্ধকে স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন?

- হুন আক্রমণ (সম্ভবত তোরমান)

৬০) হুন রাজকুমারী 'অবল্লাদেবী' কার রানী ছিলেন?

- কর্ণদেব

 

 

 হুন আক্রমন প্রথম পর্ব (সংক্ষিপ্ত) >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad