Type Here to Get Search Results !

নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বিতীয় পর্ব [Subhash Chandra Bose]

 

নেতাজি সুভাষ চন্দ্র বসু

Set by- Manas Adhikary  



নেতাজি সুভাষ চন্দ্র বসু  দ্বিতীয় পর্ব। [Netaji Subhash Chandra Bose - II.

নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজী র জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhash Chandra Bose, Subhas Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো জওহরলাল নেহেরু। এই পর্বে থাকছে  নেতাজি সুভাষ চন্দ্র বসু  সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

নেতাজি সুভাষ চন্দ্র বসু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Netaji Subhash Chandra Bose MCQ.

 

) সুভাষ চন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন?

- 23 জানুয়ারী 1897

) নেতাজি সুভাষ চন্দ্র বসু কোন শহরে জন্মগ্রহণ করেন?

- উড়িষ্যার কটক (তিনি 1897 সালের 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন)

) নেতাজীর জন্মদিন ভারতে কোন দিবস হিসেবে পালন করা হয়?

- পরাক্রম দিবস

) সুভাষ চন্দ্র বসুর মাতার নাম কি?

 - প্রভাবতী দেবী

) সুভাষ চন্দ্র বসুর পিতা পেশায় কি ছিলেন?

- একজন আইনজীবী

) সুভাষ চন্দ্রের ভাই বোনের সংখ্যা কত ছিল?

- 14

) সুভাষ চন্দ্র বসু তার মা এর কততম সন্তান এবং কততম পুত্র?

- 9 সন্তান এবং 6 ষ্ঠ পুত্র

) নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু পেশায় কি ছিলেন? 

- উকিল

) সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসুর আদি নিবাস কোথায় ছিল?

- চব্বিশ পরগনা

১০) কোন চরম জাতীয়তাবাদী এমিলি শেঙ্কেল নামে একজন অস্ট্রিয়ান মহিলার সাথে প্রেমে আবদ্ধ হয়ে বিয়ে করেছিলেন?

- সুভাষ চন্দ্র বসু

১১) সুভাষ চন্দ্র বসু কার সমাজতান্ত্রিক ধারণা দ্বারা অনুপ্রাণিত ছিলেন?

- বিবেকানন্দ

১২) সুভাষ চন্দ্র বসুর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?

  - বিবেকানন্দ

১৩) সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?

- চিত্তরঞ্জন দাস 

১৪) সুভাষ চন্দ্র বসুর শিক্ষাগুরু কে ছিলেন?

- বেনীমাধব দাস

১৫) কার সান্নিধ্যে তরুণ সুভাষচন্দ্রের মনে দেশপ্রেম জাতীয়তাবাদ নৈতিক মুল্যবোধের সঞ্চার সৃষ্টি হয়েছিল?

- বেনীমাধব দাস

১৬) কত সালে সুভাষ রভেনশ কলেজিয়েট স্কুলে ভর্তি হন?

- 1909

১৭) সুভাষ চন্দ্র বসু কোন কলেজে পড়তেন?

- প্রথমে প্রেসিডেন্সি কলেজে পরে স্কটিশ চার্চ

১৮) সুভাষ চন্দ্র বসু কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন?

- কেমব্রিজ

১৯) সুভাষ চন্দ্র বসু কোন বিষয়ে স্নাতক ছিলেন?

- দর্শনে

২০) প্রেসিডেন্সি কলেজে সুভাষ কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করেন?

- দর্শন

২১) কবে এডওয়াড ফালে ওটেন ছাত্রদের হাতে লাঞ্ছিত হন, যে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু?

- 1916 খ্রি

২২) কার প্রচেষ্টায় সুভাষচন্দ্র বসু স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন?

- স্যার আশুতোষ মুখোপাধ্যায়

২৩) স্কটিশ চার্চ কলেজে দুজন কৃতি ছত্রের নাম কর?

- সুভাষ চন্দ্র বসু শিশির ভাদুরি

২৪) সুভাষ চন্দ্র বসু কোন বিষয়ে বি পাস করেন?

- দর্শন 

২৫) কবে সুভাষ চন্দ বসু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন?

- 1913 খ্রি

২৬) 1913 খ্রিস্টাব্দে সুভাষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কততম স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?

- দ্বিতীয়

২৭) সুভাষ ফিলোজফিতে B.A অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। প্রশ্ন হল ফিলজফি পড়ার পূর্বে তিনি কোন বিষয় নিয়ে পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন?

- ইতিহাস

২৮) নেতাজি কবে আই পরিক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন?

- 1915 খ্রি

২৯) সুভাষ চন্দ্র বসু কোথা থেকে স্নাতক হন?

- 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে

৩০) সুভাষ চন্দ্র বসু কোন সালের আইনকে জঙ্গী হাতকড়ি ওয়ালা আইন নামে অভিহিত করেছিলেন?

- 1919

৩১) 1919 সালের আইনটি ছিল ভারতীয়দের জন্য একটি নতুন বেড়াজাল- উক্তিটি কার?

- সুভাষ চন্দ্র বসু  

৩২) সুভাষ চন্দ্র বসু ইচ্ছা না থাকা সত্বেও কার কথায় ICS পরীক্ষায় বসেন?

- পিতার কথায়

৩৩) কবে নেতাজি আই সি এস পরীক্ষা দেবার জন্য বিলাত যাত্রা করেন?

- 1919 খ্রি

৩৪) সুভাষচন্দ্র বসু আই. সি. এস. পরীক্ষায় বসার জন্য কোন জাহাজে করে ইংল্যান্ডে যাত্রা করেন?

- সিটি অফ ক্যালকাটা

৩৫) কবে নেতাজির আই সি এস পরীক্ষা শুরু হয়?

- 1920 খ্রি

৩৬) কোন সালে বসু ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন?

- 1920

৩৭) ভারতীয় সিভিল সার্ভিসেস পরীক্ষার ফলাফলে সুভাষ চন্দ্র বসু মেধা তালিকায় কোন স্থান দখল করেছিলেন?

- চতুর্থ (তিনি ইংরেজি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন।)

৩৮) একটানা কত মাস পড়াশোনা করে নেতাজি সুভাষচন্দ্র বসু আই সি এস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন?

- 8 (আট) মাস 

৩৯) কত বছর বয়সে সুভাষ চন্দ্র বসু ভারতীয় সিভিল সার্ভিসে নির্বাচিত হন?

-  24 বছর (1920 সালে)

৪০) কোন ব্যক্তি ভারতের মধ্যে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন?

- সত্যেন্দ্রনাথ ঠাকুর

৪১) আই.সি.এস. পরীক্ষা পাস করে সুভাষচন্দ্র বসু যখন বিলেত থেকে ভারতে আসেন তখন সারা ভারত জুড়ে কোন আন্দোলন চলছিল?

- অসহযোগ আন্দোলন

৪২) সুভাষ চন্দ্র বসু যখন ICS থেকে পদত্যাগ করেন তখন ভারত সচিব কে ছিলেন?

- এস মন্টেগু

৪৩) সুভাষ চন্দ্র বসু যখন ICS থেকে পদত্যাগ করেন ততদিন অবধি ICS এর প্রবেশোনার্স হওয়ার দরুন মোট কতটাকা বেতন স্বরূপ পেয়েছিলেন (যা পরবর্তীকালে ফেরত দেন)?

- একশ পাউন্ড

৪৪) 'কোনো সরকারের সমাপ্তি ঘোষনা করার সর্বশ্রেষ্ট পন্থা হল তা থেকে প্রত্যাহার করে নেওয়া'- উক্তিটি কে কখন করেন?

- সুভাষ চন্দ্র বসু ICS চাকরী থেকে পদত্যাগ করার পর।

৪৫) সুভাষচন্দ্র বসু কবে সর্বভারতীয় রাজনীতিতে যোগদান করেন?

অথবা, নেতাজী ICS এর চাকরী ছেড়ে কবে সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে প্রবেশ করেন?

- 1921

৪৬) কার আহ্বানে নেতাজী স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন?

- চিত্তরঞ্জন দাস

৪৭) অসহযোগ আন্দোলনের সময় কলকাতার ন্যাশনাল কলেজের অধ্যক্ষ কে ছিলেন?

- নেতাজি সুভাষচন্দ্র বসু

৪৮) কে জীবনের শুরু থেকেই পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন?

- সুভাষ বোস

৪৯) 1921 খ্রিস্টাব্দে 17 নভেম্বর কার নেতৃত্বে কলকাতায় পূর্ণ হরতাল পালিত হয়?

- সুভাষচন্দ্র বসু 

৫০) কবে সুভাষচন্দ্র বসু প্রথমবার গ্রেপ্তার বরণ করেন এবং ছয় মাসের জন্য কারাদন্ডে দণ্ডিত হন?

- 1921 খ্রিস্টাব্দের 10 ডিসেম্বর  

 

নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রথম পর্ব (সংক্ষিপ্ত আলোচনা)>>>>

নেতাজি সুভাষ চন্দ্র বসু তৃতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজী র জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhash Chandra Bose, Subhas Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad