Type Here to Get Search Results !

নেতাজি সুভাষ চন্দ্র বসু তৃতীয় পর্ব [Netaji]

 

নেতাজি সুভাষ চন্দ্র বসু

Set by- Manas Adhikary 



নেতাজি সুভাষ চন্দ্র বসু তৃতীয় পর্ব। [Netaji Subhash Chandra Bose – III.

নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজী র জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhash Chandra Bose, Subhas Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো জওহরলাল নেহেরু। এই পর্বে থাকছে  নেতাজি সুভাষ চন্দ্র বসু  সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

নেতাজি সুভাষ চন্দ্র বসু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Subhash Chandra Bose MCQ.

 

৫১) 1921 সালে সুভাষ চন্দ্র বসুকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে মোট কতবার কারাদণ্ড দেওয়া হয়?

- 11 বার

৫২) সুভাষ চন্দ্র বসু জেলে বন্দী অবস্থায় কোন রোগে আক্রান্ত হন?

- যক্ষ্মা

৫৩) সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধীর কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?

- অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন

৫৪) বাংলার কথা নামক দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- সুভাষচন্দ্র বসু 

৫৫) ‘বাংলার কথাকোন দলের দৈনিক পত্রিকা ছিল, যার সম্পাদক ছিলেন সুভাষ চন্দ্র বসু?

- স্বরাজ পার্টি

৫৬) বাংলায় চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর কংগ্রেস নেতৃত্ব দুই শিবিরে বিভক্ত হয়ে যায়, এই দুই শিবিরের নেতা কে কে ছিলেন?

-  যতীন্দ্র মোহন সেনগুপ্ত সুভাষ চন্দ্র বসু

৫৭)  রামকৃষ্ণ বিবেকানন্দ যুবজন সভা কে গঠন করেন?

- সুভাষ চন্দ্র বসু 

৫৮) স্বরাজ্য দল প্রতিষ্ঠার সময়কালে বঙ্গীয় কংগ্রেসের সম্পাদক এবং কলকাতার কর্পোরেশনের প্রধান কর্মাধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন?

- সুভাষচন্দ্র বসু

৫৯) কত খ্রিস্টাব্দে নেতাজি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ (প্রধান কর্মাধক্ষ্য) অফিসার নিযুক্ত হন?

- 1924

৬০) সুভাষচন্দ্র বসুর ক্যালকাটা কর্পোরেশনের সিইও (প্রধান কর্মাধক্ষ্য) থাকাকালীন কলকাতা কর্পোরেশনের মেয়র কে ছিলেন?

- চিত্তরঞ্জন দাস

৬১) মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?

- সুভাষচন্দ্র বসু 

৬২) কোন সালে, সুভাষ চন্দ্র বসুকে বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে, তাকে মান্দালয়ে কারাগারে পাঠানো হয় যেখানে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন?

- 1925 

৬৩) সুভাষ চন্দ্র বসু বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচন হন কবে?

- 1927 খ্রি

৬৪) সুভাষচন্দ্র বসু কবে জামশেদপুরেটাটা আইরন এন্ড স্টিল ওয়ার্কস’ - শ্রমিক ধর্মঘটে নেতৃত্ব গ্রহণ করেন?

- 1928 খ্রিস্টাব্দে

৬৫) নেহেরু রিপোর্টের বিরোধিতা করেন কে?

- সুভাষ চন্দ্র বসু জওহরলাল নেহেরু

৬৬) নেহেরু রিপোর্টের প্রতিবাদে পূর্ণ স্বাধীনতার দাবিকে জোরালো  করতে 1928 খ্রিস্টাব্দে কে সর্বভারতীয় স্বাধীনতা লীগ ( অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ)  প্রতিষ্ঠা করেছিলেন? 

- জওহরলাল নেহেরু এবং সুভাষ চন্দ্র বসু

(এই লীগ ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রগতিশীল শক্তিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।)

৬৭) নেহেরু রিপোর্ট দ্বারা অনুমোদিত স্বাধীন উপনিবেশের ধারণার বিরোধিতা করেন কে?

- সুভাষ চন্দ্র বসু 

(সাথে জওহর লাল নেহেরু বিরোধিতা করেছিলেন)

৬৮) কে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং সুভাষ চন্দ্র বসুর সাথে যুক্ত ছিলেন

- লীলা নাগ 

৬৯) সুভাষ চন্দ্র বসু 1928 সালে কোন মহিলার নেতৃত্বে কংগ্রেসের একটি মহিলা স্বেচ্ছাসেবক দল তৈরি করেছিলেন?

- লতিকা ঘোষ

৭০) কোন সালে সুভাষ চন্দ্র বসু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি হন?

- 1929

৭১) কে 1929 সালের লাহোর অধিবেশনে একটি প্রস্তাব পেশ করেছিলেন যেখানে বলা হয়েছিল যে দেশে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করা কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত?

- সুভাষ চন্দ্র বসু 

৭২) কে 1929 সালে কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন?

- সুভাষ চন্দ্র বসু 

৭৩) কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষ চন্দ্র বসু গান্ধি আরউইন চুক্তির বিরোধিতা করেন

- করাচি

৭৪) গান্ধী আরউইন চুক্তি কংগ্রেসের পক্ষে ঘুমের বড়ির কাজ করেছিল কিন্তু সরকারের পক্ষে এটি ছিল সহায়ক -কে মন্তব্য করেন?

- সুভাষচন্দ্র বসু

৭৫) কোন চুক্তি সম্পর্কে সুভাষচন্দ্র বসু বলেন যেএই চুক্তি জাতির পক্ষে আশীর্বাদ নয়-অভিশাপ বিশেষ’?

- গান্ধী আরউইন চুক্তি 

৭৬) কলকাতা কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হিসাবে আবেদন করার সময় নেতাজি কারাবন্দি ছিলেন কোন জেলে?

- মান্দালয় জেল

৭৭) কত খ্রিস্টাব্দে নেতাজি কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হন?

- 1930 খ্রিস্টাব্দে 22 আগস্ট (1931 সালের 15 এপ্রিল পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত ছিলেন)

৭৮) 1931 খ্রিস্টাব্দেনিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসএর সভাপতি কে ছিলেন?

- সুভাষচন্দ্র (এই AITUC বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন গঠন করেন এম এন জোশী 1920 সালের 31 অক্টোবর।)

৭৯) 1933 সালে, কোন নেতা গান্ধীজিকে রাজনৈতিক নেতা হিসাবে অসফল ঘোষণা করেছিলেন?

- সুভাষ চন্দ্র বসু এবং বিঠল ভাই প্যাটেল

৮০) বসু প্যাটেল ইস্তাহার কাদের দ্বারা ঘোষিত হয়?

- সুভাষ বিঠল

৮১) বসু প্যাটেল ইস্তাহার কবে ঘোষিত হয়েছিল?

- 1933 খ্রি

৮২) আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের সময় সুভাষচন্দ্র বিঠলভাই প্যাটেল কোথায় অবস্থান করছিলেন?

- ভিয়েনা

৮৩) 1933 খ্রিস্টাব্দে গান্ধীজী আইন অমান্য আন্দোলন বন্ধ করে দিলে সুভাষচন্দ্র বসু বিঠল ভাই প্যাটেল এক বিবৃতি পেশ করেন যাবসু- প্যাটেল ইস্তাহারনামে পরিচিত। এই ইস্তাহারটি কোথা থেকে ঘোষণা করা হয়েছিল?

- ভিয়েনা

৮৪) সুভাষ চন্দ্র বসু কবে যোধপুর যাত্রা করেন?

- 1938 খ্রি

৮৫) কে 1938 সালে হিন্দু মজদুর সেবক সঙ্ঘ গঠন করেন?

- সুভাষ চন্দ্র বসু 

৮৬) কংগ্রেস মহিলা স্বয়ংসেবক দল কে প্রতিষ্ঠা করেন?

-সুভাষ চন্দ্র বসু 

৮৭) কংগ্রেসের কততম অধিবেশনে সুভাষ প্রথম সভাপতি হন

- 51

৮৮) সুভাষ চন্দ্র বসু কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন?

- 1938

(সুভাষ চন্দ্র বসুকে 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরী সম্মেলনের সভাপতি করা হয়।)

৮৯) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়?

- হরিপুরা  

৯০) 51 তম হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুকে সভাপতি পদে মনোনীত করার কথা কে ঘোষণা করেন?

- আচার্য জে বি কৃপালিনী

৯১) কোন অধিবেশনে সভাপতি পদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে শান্তিনিকেতনে বিপুল সংবর্ধনা জানান?

- হরিপুরা অধিবেশন

৯২) হরিপুরা অধিবেশনে গান্ধীজি যখন সভাপতি হিসাবে সুভাষ চন্দ্র বসুর নাম উল্লেখ করেন তখন কে এর বিরোধিতা করেন?

- সর্দার বল্লভভাই প্যাটেল

৯৩) কংগ্রেসের হরিপুরা অধিবেশন কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়েছিল?

- তাপ্তি

(এই অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসাবে সুভাষচন্দ্র বসু মনোনীত হন)

৯৪) 1938 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

- সুভাষ চন্দ্র বসু

৯৫) কোন কংগ্রেস সভাপতি তাঁর ভাষণে - হিন্দি ভাষার জন্য রোমান লিপির প্রয়োগের পক্ষে পরামর্শ দিয়েছিলেন?

- সুভাষ চন্দ্র বসু

৯৬) 'হরিপুরা' যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের 1938 সালের বার্ষিক অধিবেশন সুভাষ চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল, সেটি কোন এই রাজ্যে অবস্থিত?

- গুজরাট

৯৭) 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশন কততম অধিবেশন ছিল?

- 51

(1938 সালে, এই অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়।)

৯৮) 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে সভাপতি থাকাকালীন কোনটির উপর সুভাষচন্দ্র গুরুত্ব দিয়েছিলেন?

-  ভূমি সংস্কার; জমিদারি প্রথা লোপ; গ্রামীণ অর্থনীত মজবুত করা; হিন্দু-মুসলিম ঐক্য

৯৯) 1938 এর জাতীয় কংগ্রেসের কোন সভাপতির সময়ে প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়?

- সুভাষচন্দ্র বসু 

১০০) কে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন?

- সুভাষ চন্দ্র বসু  (জওহরলাল নেহেরু জাতীয় পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন)  

 

নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>

নেতাজি সুভাষ চন্দ্র বসু চতুর্থ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজীর জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhash Chandra Bose, Subhas Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad