নেতাজি
সুভাষ চন্দ্র বসু
Set by- Manas Adhikary
নেতাজি সুভাষ চন্দ্র বসু পঞ্চম পর্ব। Subhash Chandra Bose – V.
নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজী র জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জওহরলাল নেহেরু। এই পর্বে থাকছে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
নেতাজি সুভাষ চন্দ্র বসু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Netaji MCQ.
১৫১) ক্যালকাটার হলওয়েল মনুমেন্ট ধ্বংস করার জন্য সুভাষচন্দ্র বসু কার সাথে জোট করেছিলেন?
- মুসলিম লীগ
১৫২) বসু লীগ চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়?
- সুভাষচন্দ্র বসু ও মুসলিম লীগের
১৫৩) কে হলওয়েল মেমোরিয়াল অপসারণের জন্য 1940 সালে মুসলিম লীগের সাথে একটি আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তাকে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টের 129 ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছিল?
- সুভাষ চন্দ্র বসু
১৫৪) কারাগার থেকে 1940 সালে একটি চিঠিতে কে লিখেছিলেন যে –‘ব্যক্তিকে অবশ্যই মরতে হবে যাতে জাতি বাঁচতে পারে। আজ আমি অবশ্যই মৃত্যুবরণ করব যাতে ভারত স্বাধীনতা ও গৌরব অর্জন করতে পারে’?
- সুভাষ চন্দ্র বসু
১৫৫)কলকাতায় হলওয়েল মূর্তি অপসারণের জন্য 1940 সালে যখন সুভাষ চন্দ্র বসুকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন সুভাষ চন্দ্র বসু কাকে লিখেছিলেন যে - ‘আমি যদি মুক্ত না হই তবে আমি প্রাণত্যাগ করব’?
- বাংলার গভর্নর
১৫৬) প্রথম পলাশি দিবস পালন করেন কে?
- নেতাজি সুভাষচন্দ্র বসু
১৫৭) নেতাজি সুভাষচন্দ্র বসু কবে সিরাজদৌলা দিবসের ডাক দিয়েছিলেন?
- 1940 খ্রিস্টাব্দের 3 রা জুলাই
১৫৮) সুভাষ চন্দ্র বসু কবে থেকে কারাগারে আমৃত্যু অনশন শুরু করেন?
- নভেম্বর 29, 1940
১৫৯) সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারত সংঘ কবে গঠন করেন?
- 1941 খ্রিস্টাব্দে
১৬০) সুভাষচন্দ্র বসুকে কোন কোন বিপ্লবী দল সহয়তা করে?
- অনুশীলন, যুগান্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্স, নওজোয়ান ভারত সভা, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি
১৬১) কোন আইনের দ্বারা ব্রিটিশ সরকার সুভাষ চন্দ্র বসুকে 1940 সালের 2 জুলাই গ্রেপ্তার করেন ও পরে তাঁকে নিজ গৃহ এলগিন রোডের বাড়িতে গহবন্দী করে রাখা হয়?
- ভারত রক্ষা আইন
১৬২) কবে সুভাষ চন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়?
- 1940 সালের 5 ডিসেম্বর
১৬৩) সুভাষচন্দ্র বসুকে কত দিন তার এলগিন রোডের বাড়িতে নজর বন্দি করে রাখা হয়েছিল?
- 1 বছর
১৬৪) শত্রুর শত্রু পরম মিত্র এই বিশ্বাসে কে বিশ্বাসী ছিলেন?
- সুভাষ চন্দ্র বসু
১৬৫) সুভাষ চন্দ্র বসু কখন 'শত্রুর শত্রু আমার মিত্র' এই নীতি গ্রহন করেন?
- যখন তিনি নিজের ঘরে গৃহবন্দি থাকেন তখন এই নীতি গ্রহন করেছিলেন।
১৬৬) সুভাষ চন্দ্র বসু কত সালে ভারত থেকে অন্তর্ধান (সদা-সতর্ক পুলিশের দৃষ্টি এড়িয়ে গৃহ ত্যাগ করেন) করেন?
- 17 জানু 1941
১৬৭) 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু পুলিশের চোখে ধুলো দিয়ে কিসের ছদ্মবেশে পালিয়ে যান?
- একজন মৌলভী
১৬৮) কলকাতায় তার বাসভবনে গৃহবন্দী থাকাকালীন সুভাষ চন্দ্র বসু কোন পাঠানের ছদ্মবেশে পালাতে সক্ষম হন?
- মহম্মদ জিয়াউদ্দিন
১৬৯) সুভাষচন্দ্র বসু মহম্মদ জিয়াউদ্দিন নাম ধারণ করে 1941 খ্রিস্টাব্দের কোন তারিখে?
- 17 জানুয়ারি
১৭০) সুভাষ চন্দ্র বসু কোলকাতা থেকে পালানোর সময় কোন স্টেশান থেকে কোন ট্রেন ধরেন?
- বিহারের গোমো স্টেশান (বর্তমান নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু গোমো স্টেশান) ট্রেনের নাম দিল্লী হাওড়া কালকা মেল।
(প্রসঙ্গত উল্লেখ্য যে আসানসোল থেকে ট্রেনে ওঠার কথা ছিল। কিন্তু শেষমুহুর্তে তিনি সিদ্ধান্ত বদলে দিয়ে গোমো স্টেশান থেকে ট্রেনে ওঠেন)
১৭১) সুভাষ চন্দ্র এর গৃহত্যাগের সময় কলকাতা থেকে গমো স্টেশন পর্যন্ত গোপন যাত্রায় সঙ্গী কে ছিলেন?
- শিশির কুমার বসু
১৭২) সুভাষ চন্দ্র বসুর দেশত্যাগ পরিকল্পনার সার্থক রূপায়নে যারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করেছিল তারা কোন পার্টির সদস্য ছিলেন?
- কৃষক প্রজা পার্টি
১৭৩) সুভাষ চন্দ্র বসুর দেশত্যাগ পরিকল্পনার সার্থক রূপায়নে সাহায্যকারী কয়েকজন ব্যক্তির নাম কর।
- আকবর শাহ, অর সিং চিমা, ভগত রাম তলোয়ার
১৭৪) সুভাষ চন্দ্র বসু যখন তাঁর বাড়ি থেকে জার্মানিতে পালিয়ে যান, তখন তাঁর কোন বন্ধু তাঁর সঙ্গে সফর সাথী হয়েছিলেন?
- ভগত রাম
১৭৫) সুভাষচন্দ্র কোন স্টেশন থেকে বিদেশ যাত্রা শুরু করেছিলেন?
- গোমো স্টেশন
১৭৬) সুভাষ চন্দ্র বসু কলকাতা থেকে কাবুল যেতে পাসপোর্টে কোন নামটি ব্যবহার করেছিলেন?
- জিয়াউদ্দিন
১৭৭) সুভাষচন্দ্রের রোমহর্ষক অন্তর্ধান পর্বের বিবরণ কোথা থেকে জানা যায়?
- মহাভিনিষ্ক্রমণ
১৭৮) কলকাতা মিউনিসিপ্যাল গেজেট অনুসারে নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারত ত্যাগের সময় আফগানিস্তান থেকে কোন দেশে যান?
- রাশিয়া
১৭৯) সুভাষ চন্দ্র বসু ভারত ত্যাগের পর সর্বপ্রথম কোন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন?
- রাশিয়ার স্ট্যালিন
১৮০) সুভাষ চন্দ্র রাশিয়া থেকে কোথায় গিয়েছিলেন?
- জার্মানিতে
১৮১) কাবুল থেকে রাশিয়া হয়ে জার্মানিতে পৌঁছানোর জন্য সুভাষ চন্দ্র বসু কাবুলে কোন নামে পাসপোর্ট নিয়েছিলেন?
- অরল্যান্ডো ম্যাসোটা
১৮২) সুভাষ চন্দ্র বসু, অরল্যান্ডো মাসোদা নামে, আফগানিস্তান থেকে মস্কো এবং জার্মানিতে ভ্রমণ করেছিলেন, এই অরল্যান্ডো মাসোদা কোন দেশের কূটনীতিবিদ ছিলেন?
- ইতালি
১৮৩) সুভাষ চন্দ্র বসু কবে নিখোঁজ হয়ে আফগানিস্তান, পেশোয়ার, কাবুল ও মস্কো হয়ে জার্মানিতে (বার্লিনে) পৌঁছান?
- 17 জানুয়ারি 1941
(জার্মানিতে সুভাষ চন্দ্র বসু হিটলারের সাথে দেখা করেন এবং ভারতের স্বাধীনতার জন্য সহযোগিতা চান।)
১৮৪) 1941 সালের মার্চ মাসে সুভাষ চন্দ্র বসু জার্মানিতে (বার্লিনে) পৌঁছালে কে তাকে স্বাগত জানায়?
- Ribbentrop, Foreign Minister
১৮৫) সুভাষ চন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ রেডিও প্রতিষ্ঠা করেন?
- বার্লিন (সুভাষ চন্দ্র বসু 28 মার্চ 1941 সালে মস্কো থেকে বার্লিনে পৌঁছান যেখানে হিটলারের প্রধান সহযোগী রিবেনট্রপ তাকে স্বাগত জানান।)
১৮৬) সুভাষচন্দ্র হিটলারের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন কবে?
- 1942, 27 মে
১৮৭) ‘আমি ভারত থেকে এসেছি, কিন্তু আপনি হ্যান্ডশেক করার আগে দয়া করে আপনার গ্লাভস খুলে ফেলুন, কারণ আমি বন্ধুত্বের মধ্যে কোন প্রকার অন্তরায় চাই না’- বক্তব্যটি কার ছিল?
- সুভাষ চন্দ্র বসু (হিটলারকে উদ্দেশ্য করে)
১৮৮) ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কে স্বাধীন ভারতীয় লিজিয়ন (ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন ) নামক সেনাবাহিনী কে গঠন করেন?
- সুভাষ চন্দ্র বসু (জার্মানিতে) (এই সেনাবাহিনী ‘টাইগার লিজিয়ন’ নামেও পরিচিত।)
১৮৯) নেতাজী সুভাষ চন্দ্র বসু কতজনকে নিয়ে 'ফ্রি ইন্ডিয়ান লিজিয়ান' গঠন করেন?
- জার্মানির হাতে বন্দী 400 জন ভারতীয় সৈন্য।
১৯০) সুভাষ চন্দ্র বসু কোথায় ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন?
- জার্মানিতে
১৯১) নেতাজী প্রতিষ্ঠিত বেতারকেন্দ্রের নাম কী ছিল?
- আজাদ হিন্দুস্তান
১৯২) কোন বছর সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র তৈরি করেন?
- 1942
১৯৩) আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র সুভাষচন্দ্র বসু কোথায় স্থাপন করেন?
- বার্লিন (জার্মানি)
১৯৪) কতজন সদস্য নিয়ে সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সোসাইটি গড়ে তোলেন?
- 20
১৯৫) সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সোসাইটি কোথায় গড়ে তোলেন?
- জার্মান
১৯৬) হিটলারের কোন ঘটনা সুভাষচন্দ্রের পছন্দ হয়নি?
- হিটলারের রাশিয়া আক্রমণ করা
১৯৭) ‘Indians cannot kill a lovuse; won't kil an Englishman either’ ভারতবাসীর সামরিক দক্ষতা সম্পর্কে এই উক্তিটি কার?
- জার্মানির নাৎসি প্রধান হিটলার
১৯৮) সুভাষ চন্দ্র বসু নেতাজী উপাধিটি কোন স্থানে পেয়েছিলেন?
- বার্লিনে (জার্মান)
১৯৯) কে প্রথম সুভাষ চন্দ্র বসুকে নেতাজি বলে অভিহিত করেন?
- অ্যাডলফ হিটলার
২০০) কে বা কারা সুভাষচন্দ্র বসুকে নেতাজী উপাধি দিয়েছিলেন?
- অ্যাডলফ হিটলার / ফ্রি ইন্ডিয়া লিজিয়ন এর সদস্যরা
নেতাজি সুভাষ চন্দ্র বসু চতুর্থ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>
নেতাজি সুভাষ চন্দ্র বসু ষষ্ঠ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজীর জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhash Chandra Bose, Subhas Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.