নেতাজি
সুভাষ চন্দ্র বসু
Set by- Manas Adhikary
নেতাজি সুভাষ চন্দ্র বসু অষ্টম পর্ব। [Netaji Subhash Chandra Bose – VIII.
নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজী র জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhash Chandra Bose, Subhas Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জওহরলাল নেহেরু। এই পর্বে থাকছে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
নেতাজি সুভাষ চন্দ্র বসু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Netaji S C Bose MCQ.
৩০১) বিবেকানন্দকে দেশের আধ্যাত্মিক পিতা বলে কে অভিহিত করেন?
- সুভাষ চন্দ্র বসু
৩০২) বিবেকানন্দের মধ্যে বুদ্ধের হৃদয় এবং শঙ্করাচার্যের বুদ্ধি ছিল- বক্তা কে?
- সুভাষ চন্দ্র বসু
৩০৩) স্বামী বিবেকানন্দের ধর্ম আসলে এমন একটি ধর্ম যা জাতীয়তাবাদকে উস্কে দেয়- উক্তিটি কার?
- এস সি বোস
৩০৪) জাতীয়তাবাদ মানবজাতির সর্বোচ্চ আদর্শ, সত্য, শিব এবং সুন্দর দ্বারা অনুপ্রাণিত। – উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩০৫) ভারতে জাতীয়তাবাদ একটি সৃজনশীল শক্তিকে প্রবেশ করানো হয়েছে যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল। – উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩০৬) ‘এমন সময়ে পিছু হটতে নির্দেশ দেওয়া যখন জনসাধারণের উৎসাহ তুঙ্গে ছিল। এটি একটি জাতীয় বিপর্যয়ের চেয়ে কম নয়’ – উক্তি কার?
- সুভাষ চন্দ্র বসু
৩০৭) সুভাষ চন্দ্র বসু কোন আন্দোলন সম্পর্কে বলেছিলেন যে - যখন ভারতীয়দের উৎসাহ তুঙ্গে ছিল, তখন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা একটি জাতীয় বিপর্যয়ের মতো ছিল?
- অসহযোগ আন্দোলন (চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, লালা লাজপত রায়, যাঁরা এই সময়ে কারাগারে ছিলেন, তাঁরা গান্ধীজীর এই ঘোষণায় হতবাক হয়ে গিয়েছিলেন)
৩০৮) কে গান্ধীজির লবণ সত্যাগ্রহকে নেপোলিয়নের 'এলভা টু প্যারিস মার্চ' এবং মুসোলিনির রোম মার্চের সাথে তুলনা করেছেন?
- সুভাষ চন্দ্র বসু (ডান্ডি মার্চ 1930 সালের 12 মার্চ শুরু হয়েছিল)
৩০৯) গান্ধীজীর স্বরাজ অর্জনের প্রতিশ্রুতিকে কে শিশুসুলভ কল্পনা মাত্র বলে মন্তব্য করেছিলেন?
- সুভাষচন্দ্র বসু
৩১০) মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের মুক্তি সম্ভব নহে- মন্তব্যটি কার?
- সুভাষ চন্দ্র বসু
৩১১) ভারতের প্রতি মহাত্মা গান্ধীর সেবা ও ত্যাগ অনন্য এবং অতুলনীয়, যার জন্য আমাদের জাতীয় ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে – উক্তিটি কার?
- সুভাষ চন্দ্র বসু
৩১২) কার চিঠি পড়ে নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন 'এ চিঠি নয় এ মূল্যবান জীবনদর্শন'?
- জওহরলাল নেহেরু তাঁর কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা চিঠিকে
৩১৩) আপস একটি অত্যন্ত অপবিত্র জিনিস! – উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩১৪) আমার মনে কোন সন্দেহ নেই যে আমাদের দেশের প্রধান সমস্যা যেমন দারিদ্র্য, নিরক্ষরতা, রোগ, দক্ষ উৎপাদন এবং অর্থায়ন শুধুমাত্র সমাজতান্ত্রিক উপায়েই সমাধান করা যেতে পারে। – উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩১৫) যদি সাময়িকভাবে মাথা নত করতে হয়, তাহলে বীরের মতো নত হও। – উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩১৬) ‘এখন আমাদের প্রকাশ্যে বিদ্রোহ করতে হবে এবং বিদেশী শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে এবং বন্ধুরা, আমি আপনাকে এবং আমাদের সমস্ত দেশবাসী ভাই ও বোনদেরকে এতে আমাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি’।- কে এই ঘোষণা করেছিল?
- সুভাষ চন্দ্র বসু
৩১৭) ‘স্বাধীনতা অর্জনের পথে কোন গোলাপ নেই, আছে শুধু কাঁটা। কিন্তু এই পথের শেষ প্রান্তে ক্লান্ত পথিকের জন্য আছে স্বাধীনতার হাসিমাখা গোলাপ’। - এটা কার বক্তব্য?
- সুভাষ চন্দ্র বসু
৩১৮) ‘মানুষকে মরতে হবে যাতে রাষ্ট্র বাঁচতে পারে। আজ আমাকে মরতে হবে যাতে ভারত তার স্বাধীনতা ও গৌরব ফিরে পায়’ – উক্তিটি কার?
- সুভাষ চন্দ্র বসু
৩১৯) আমি তোমাকে ক্ষুধা, যুদ্ধ, কষ্ট ছাড়া কিছুই দিতে পারব না। লাল কেল্লায় পৌঁছে জাতীয় পতাকা উত্তোলনের আগে তোমাকে সবই সহ্য করতে হবে.. এটা কার বক্তব্য?
- সুভাষ চন্দ্র বসু
৩২০) ‘পৃথিবীর এমন কোন শক্তি নেই, যা ভারতকে পদানত করে রাখতে পারে। ভারত স্বাধীন হবেই এবং তা অনতিকালের মধ্যেই’।- কার উক্তি?
- নেতাজী সুভাষ চন্দ্র বসু
৩২১) ‘যদি সংগ্রাম না হয়, যদি মুখোমুখি হওয়ার ভয় থাকে, তবে জীবনের অর্ধেক স্বাদ হারিয়ে যায়’। - এটি কোন মুক্তিযোদ্ধার ধারণা?
- সুভাষ চন্দ্র বসু
৩২২) আমি কেবলমাত্র একটা জিনিসের সাথে আপস করব আর সেটা হল সম্পূর্ণ স্বাধীনতা – উক্তিটি কার?
- সুভাষ চন্দ্র বসু
৩২৩) এই স্বাধীনতা যুদ্ধে আমাদের মধ্যে কে টিকে থাকবে জানি না। তবে এটুকু জানি, শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে।– উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩২৪) আজ আমাদের একটাই আকাঙ্খা থাকা উচিত, মরার আকাঙ্ক্ষা যাতে ভারত বাঁচতে পারে। শহিদ হয়ে মরার আকাঙ্খা যাতে শহীদদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত হয়। – উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩২৫) আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য। আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পাব তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে। – উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস
৩২৬) তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব।– উক্তিটি কার?
- নেতাজী সুভাষচন্দ্র বোস (বার্মাতে এই উক্তিটি করেছিলেন)
৩২৭) 'ভগত সিং জিন্দাবাদ এবং ইনকিলাব জিন্দাবাদের অর্থ একই' - কে বলেছেন?
- সুভাষ চন্দ্র বসু
৩২৮) কে বলেছিলেন ‘ব্রিটিশদের তাড়ালে আমাদের বিপ্লব থামবে না, তার পরেও ভারতে এক নতুন সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আরেকটি বিপ্লবের প্রয়োজন ‘?
- নেতাজি সুভাষচন্দ্র বসু
৩২৯) ‘নেতাজি সুভাষচন্দ্র বসু এমন এক দেশপ্রেমিক, যিনি তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত জাতির সেবায় নিয়োজিত ছিলেন’ - সুভাষের মূল্যায়ন প্রসঙ্গে উক্তিটি কে করেন?
- সর্বপল্লি রাধাকৃষ্ণাণ
৩৩০) কে নেতাজির কলকাতা থেকে বার্লিন পর্যন্ত সুভাষচন্দ্রের গোপন যাত্রাকে ঔরঙ্গজেবের কবল থেকে শিবাজির পলায়নের সঙ্গে তুলনা করেছেন?
- ডঃ রমেশ চন্দ্র মজুমদার
৩৩১) ‘গান্ধীজীর পরে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি নিঃসন্দেহে সুভাষ চন্দ্র বসু...এই বক্তব্য কোন ঐতিহাসিকের?
- আর সি মজুমদার
৩৩২) সুভাষ গান্ধী বিরোধ ব্যক্তিগত কারণে ঘটেছিল বললে শুধু ইতিহাসের প্রতি সরলীকরণ করা হবে না, উভয়ের প্রতি অন্যায় করাও হবে – উক্তিটি কার?
- ডঃ অমলেশ ত্রিপাঠী
৩৩৩) ‘মৃত সুভাষ জীবিত সুভাষের থেকে ঢের বেশী শক্তিশালী প্রতিপন্ন হয়েছিল’- কার উক্তি এটি?
- অমলেশ ত্রিপাঠী
৩৩৪) কার সম্পর্কে জিন্নাহ বলেছিলেন যে – ‘ আমার কাছে কেবলমাত্র ঐ একজন নেতাই গ্রহণযোগ্য?
- সুভাষ চন্দ্র বসু
৩৩৫) কে 23 জানুয়ারী, 1948 সালে সুভাষ চন্দ্র বসু সম্পর্কে বলেছিলেন, ‘আমাদের তাকে অনুসরণ করা উচিত... সুভাষ একজন মহান দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তার কাছে বর্ণ বৈষম্যের কোন গুরুত্ব ছিল না। তিনি সবার সাথে সমান আচরণ করতেন’।
- মহাত্মা গান্ধী
৩৩৬) নেতাজীর অনুরোধে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লেখেন?
- কান্ডারী হুশিয়ার
৩৩৭) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থটি সুভাষচন্দ্র বসু কে উৎসর্গ করেন?
- তাসের দেশ (তিনি লেখেন- 'কল্যানীয় সুভাষচন্দ্র, স্বদেশের চিত্তে নুতন প্রাক্ষন সঞ্চার করবার পুন্যব্রত তুমি গ্রহন করেছ, সেই কথা স্মরন করে, তোমার নামে 'তাসের দেশ' নাটিকা উৎসর্গ করলুম')
৩৩৮) সুভাষচন্দ্র বসুর জীবনীকার কে ছিলেন?
- এন.জি. যোগ
৩৩৯) সুভাষচন্দ্র বসুর অসমাপ্ত আত্মজীবনীর নাম কী?
- ইন্ডিয়ান পিলগ্রিম
৩৪০) সুভাষ চন্দ্র বসু কখন‘ইন্ডিয়ান পিলগ্রিম’ নামে বইটি লেখেন?
- 1937 সালে, তিনি ইউরোপ ভ্রমণের সময়
৩৪১) ‘তরুণের স্বপ্ন’ গ্রন্থটির লেখক কে?
- সুভাষচন্দ্র
৩৪২) ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কে লিখেছেন?
- সুভাষ চন্দ্র বসু
৩৪৩) সুভাষ চন্দ্র বসু কোথায় অবস্থানকালে ‘ইন্ডিয়ান স্ট্রাগল’ নামক বিখ্যাত বইটি রচনা করেন?
- ভিয়েনায়
৩৪৪) কে বলেছেন যে গান্ধীজীর নেতৃত্বে ভারতের মুক্তি সম্ভব নয়?
- সুভাষ চন্দ্র বসু (তাঁর আত্মজীবনীতে ইন্ডিয়ান স্ট্রাগলে)
৩৪৫) সুভাষ চন্দ্র বসুর আত্মজীবনী An Indian struggle এর কোন অংশে, এস সি বোস লিখেছেন যে গান্ধী দেশের অনেক সেবা করেছেন এবং তা করতে থাকবেন, কিন্তু গান্ধীর নেতৃত্বে ভারতের স্বাধীনতা সম্ভব নহে?
- প্রথম অংশ
৩৪৬) ‘স্প্রিগিং টাইগার’ (‘Springing Tiger’) - বইটি কার জীবনী অবলম্বনে তৈরি?
- সুভাষ চন্দ্র বসু
৩৪৭) 1959 সালে স্প্রিংগিং টাইগার নামে সুভাষ চন্দ্র বসু র উপর একটি জীবনী কে লিখেছিলেন?
- হিউগ টয় (Hugh toye)
৩৪৮) সুভাষচন্দ্রের গৃহত্যগের ঘটনাকে কেন্দ্র করে লেখা মহাভিনিস্ক্রমন (‘দ্য গ্রেট এস্কেপ’) গ্রন্থের লেখক কে?
- শিশির কুমার বসু
৩৪৯) সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ‘His Majsty's Opponent’ বইটি কে লিখেছেন?
- সৌগত বোস
৩৫০) When Bose was Ziauddin গ্রন্থের রচয়িতা কে?
- উত্তম চাঁদ মালহোত্রা
৩৫১) INA AND It's NETAJI - গ্রন্থের রচয়িতা কে?
- শাহনওয়াজ খান
৩৫২)‘Netaji in germany: a little known chapter'- গ্রন্থটির লেখক কে?
- গনপুলে
৩৫৩) সুভাষ চন্দ্র বসুকে নিয়ে লেখা ‘আই স্ট্রাগল ফর ফ্রিডম- কে লিখেছেন?
- হরদাস
৩৫৪) দ্যা তলোয়ার্স অফ পাঠানল্যান্ড এন্ড সুভাষ চন্দ্র গ্রেট এ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
- ভগত রাম তলোয়ার
৩৫৫) সুভাষ চন্দ্র বসুর উপর ভিত্তি করে চলচ্চিত্রে গাওয়া ‘কদম কদম বাড়ায়ে যা খুশি কে গীত গেয়ে যা’ গানটি 1950 সালে ব্রিটিশরা নিষিদ্ধ করেছিল। গানটি কোন ছায়াছবির?
- সমাধি
৩৫৬) রেঙ্গুনে বাহাদুর শাহ জাফরের সমাধি পাকা এবং সীমানা প্রাচীর কে তৈরি করেছিলেন...?
- সুভাষ চন্দ্র বসু
৩৫৭) সম্প্রতি গ্রান্ড ক্যানোপির নিচে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে। এর আগে এখানে কার মূর্তি ছিল?
- রাজা পঞ্চম জর্জ
৩৫৮) নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
- কলকাতা
৩৫৯) নেতাজি বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল?
- কটক
নেতাজি সুভাষ চন্দ্র বসু সপ্তম পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী, সুভাষ চন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও হিটলার, সুভাষ চন্দ্র বসুর ইতিহাস, নেতাজী সুভাষ চন্দ্র বোস, #নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু অজানা গল্প, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজী,নেতাজি, প্রিয় নেতাজী, নেতাজীর জীবনী, নেতাজির জীবনী, নেতাজি সুভাষচন্দ্র, #নেতাজী, #নেতাজী#, নেতাজী মুভি, নেতাজী জীবনী,নেতাজীর জীবনী, নেতাজীর বাণী, নেতাজীর উক্তি, #প্রিয় নেতাজী#, Subhash Chandra Bose, Netaji Subhash Chandra Bose, Subhas Chandra Bose, Netaji Subhas Chandra Bose, Subhash Chandra Bose History, Subhash Chandra Bose Mystery, Subhash Chandra Bose Plane Crash, Netaji Subhash Chandra Bose Death, Netaji Subhash Chandra Bose Jayanti, Subah Chandra Bosh, Subash Chandra Bose Bio.