Type Here to Get Search Results !

আজাদ হিন্দ ফৌজ প্রথম পর্ব Azad Hind Fouj]

 

আজাদ হিন্দ ফৌজ

Set by- Manas Adhikary



আজাদ হিন্দ ফৌজ প্রথম পর্ব। [Indian National Army – I.

আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ, স্বাধীন ভারতে ব্রাত্য আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভার কার হাতে তুলে দেয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, #আজাদ হিন্দ ফৌজ নিয়ে কি বলেছিলেন নেতাজী, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, #আজাদ হিন্দ বাহিনী গঠন, নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী, স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনী, কত ছিল আজাদ হিন্দ বাহিনীর সম্পত্তি, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল, আজাদ হিন্দ ফৌজের গান, আজাদ হিন্দ বাহিনীর বিচার, লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচার, Azaad Hind Fouj, Azaad Hind fauj, Azaad Hind Foj ka Iitihaas, Azad Hind Fauj, Azad Hind Faouz, #Azadhindfauj, Azad Hind Fauj Day, Indian National Army, Indian National Army Trials, Indian National Army History, Indian National Army Trials UPSC, The Famous Trials of Indian National Army, #The Indian National Army, Indian National Army UPSC, #The Indian National Army 1945, #The Indian National Army 1945 Notes, Indian National Army Red Fort Trials, Indian National Army Subhas Chandra Bose, Subhash Chandra Bose & Indian National Army.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো আজাদ হিন্দ ফৌজ। এই পর্বে থাকছে  আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

আজাদ হিন্দ বাহিনী সংক্ষিপ্ত আলোচনা । About Azad Hind Fouj.

 

1942 সালের 17 জানুয়ারি সুভাষচন্দ্র বসু কলকাতা তথা ভারত ত্যাগ করে জার্মানিতে গমন করেন। সেখানে তিনি জার্মানদের হাতে বন্দি 400 ভারতীয় সেনাদের নিয়ে ইন্ডিয়ান ফ্রী লিজিয়ন নামক সেনাদল গঠন করেন। এই সেনারাই তাঁকে নেতাজী নামে ভুষিত করেন এবং এরাই 'জয় হিন্দ' স্লগানের জন্ম দেন। জার্মানিতে থাকাকালীন তিনি জাপানের সাথে যোগাযোগ স্থাপন করেন।

ইতিমধ্যে 1941 সালের ডিসেম্বর মাসে মালয়ে জাপানিদের কাছে ইংরেজরা পরাজিত হলে 14 নং পাঞ্জাব রেজিমেন্টের কম্যান্ডার মোহন সিং সহ 40000 ভারতীয় সৈন্য জাপানিদের কাছে আত্মসমর্পন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম পর্যায়ে জাপানিদের অস্বাভাবিক সাফলা দক্ষিন-পূর্ব এশিয়ায় অবস্থানরত ভারতীয়দের স্বাধীনতার ব্যাপারে আগ্রহী করে তোলে। তাঁরা দক্ষিন-পূর্ব এশিয়ায় ভারত স্বাধীনতাকামী ছোট ছোট সংঘ গঠন করেন। এই ধরনের একটি সংঘের নেতা ছিলেন প্রীতম সিং। প্রীতম সিং ও জাপানি সেনানায়ক মেজট ফুজিয়ারা বন্দি ভারতীয় নিয়ে একটি ভারতীয় সেনাবাহিনী গঠন করার জন্য ক্যাপ্টেন মোহন সিং কে অনুরোধ করেন। ক্যাপ্টেন মোহন সিং তাদের ডাকে সাড়া দিয়ে 40000 বন্দি ভারতীয়দের নিয়ে একটি সেনাদল গঠন করেন। এটাই ছিল আজাদ হিন্দ বাহিনী গঠনের প্রথম ধাপ।

1942 সালের 28 মার্চ খ্যাতনামা বিপ্লবী রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারতীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে একটি সভা আহ্বান করেন। সভায় স্থির হয় জাপানের অধিকৃত সমস্ত স্থানে ভারতীয় অধিবাসীদের নিয়ে ভারতীয় স্বাধীনতা সংঘ স্থাপন করা হবে এবং একটি ভারতীয় সেনাদল গঠন করা হবে। এই উদ্দেশ্যে1942 সালের 15 জুন ব্যাংককে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারতীয় সেনাদলের সেনাপতি নির্বাচিত হন ক্যাপ্টেন মোহন সিং এবং 5 সদস্যবিশিষ্ট যে কার্যকরী সমিতি গঠিত হয় তার সভাপতি হন রাসবিহারী বসু। এই সম্মেলনেই ঠিক হয় সুভাষচন্দ্র বসুকে দক্ষিন পূর্ব এশিয়ায় আসার জন্য আমন্ত্রন জাননো হবে। 1942 সালের ডিসেম্বর মাসে জাপানের সেনানায়কদের সাথে ক্যাপ্টেন মোহন সিং মতানৈক্য দেখা দিলে জাপান সরকার মোহন সিং কে গ্রেপ্তার করেন। 1943 সালের 2 জুলাই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আগমন করেন এবং 4 জুলাই রাসবিহারী সভাপতির পদ থেকে পদত্যাগ করে আজাদ হিন্দ বাহিনীর সমস্ত দায়িত্বভার তুলে দেন নেতাজী সুভাষচন্দ্রের উপর।

সুভাষচন্দ্র সর্বাধিনায়ক হয়ে আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করেন।

সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজকে ছটি ব্রিগেডে বিভক্ত করেন। লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসির রানি নামে একটি নারী বাহিনী গঠন করা হয়। অন্য চারটি বাহিনী হল গান্ধী বিগ্রেড, সুভাষ ব্রিগেড, নেহেরু ব্রিগেড এবং আজাদ ব্রিগেড। আজাদ হিন্দ ফৌজ ছিল অসাম্প্রদায়িক। শাহনওয়াজ খাঁন, জি এস ধীলন, এবং পি কে সায়গল ছিলেন এই বাহিনীর তিন বিশিষ্ট সেনানায়ক।

আইরিশ (আয়ারল্যান্ড) বিপ্লবীদের দৃষ্টান্ত অনুসারে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন 1943 সালের 21 অক্টোবর। এই সরকারের প্রধান হন নেতাজী নিজেই। জাপান সরকার তার অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ সরকারকে অর্পন করেন। সুভাষচন্দ্র 1943 সালের 31 ডিসেম্বর আন্দামানে উপস্থিত হয়ে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরন করেন শহীদ ও স্বরাজ দ্বীপ।। তিনি যুবসমাজের মনে আগুন জ্বালিয়ে বলেন 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো'। এছাড়াও তিনি এইসময় 'দিল্লী চলো' এর ডাক দেন।

আন্দামান থেকে সুভাষচন্দ্র ব্রন্ডদেশে যান এবং সেখান থেকে ভারত অভিযান শুরু করেন। প্রথমে আজাদ হিন্দ ফৌজ আরাকান দখল করে 1944 সালের 4 ফেব্রুয়ারি। এরপর 1944 সালের 18 মার্চ আজাদ হিন্দ ফৌজ ব্রন্ডদেশ অতিক্রম করে ভারতের মাটি স্পর্শ করে। মনিপুরের মৈরাং-এ ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় 1944 সালের 14 এপ্রিল। মনিপুরের কোহিমা শহরটি আজাদ হিন্দ ফৌজ দখল করে। এরপর শুরু ইম্ফল দখলের লড়াই। কিন্তু প্রবল প্রাকৃতিক বিপর্যয় আজাদ হিন্দ ফৌজের সবধরনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইঙ্গ-মার্কিনি বাহিনীর আক্রমনে জাপান বিশ্বস্ত হয়ে পড়লে জাপানের কাছ থেকে সাহায্যের সম্ভাবনা শেষ হয়ে যায়। ফলে আজাদ হিন্দ ফৌজকেও আত্মসমর্পন করতে হয়। এরপর নেতাজীর ইতিহাস রহস্যের অবগুণ্ঠনে আবৃত।

আজাদ হিন্দ ফৌজের ব্যর্থতার কারনঃ-

১) দূর্গম পর্বত সংকুল এলাকায় প্রল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ফৌজ যথাযথভাবে লড়াই করতে পারে নি।

২) জাপানের সমর্থন ও সহযোগিতা ছিল বহুলাংশে ভাঁওতা। জাপানি শক্তির সাহায্যের ওপর নির্ভরশীলতা আজাদ হিন্দ

বাহিনীকে দুর্বল করেছিল।

৩) আজাদ হিন্দ ফৌজ দেশে অভ্যন্তরে রাজনৈতিক দলগুলির কাছ থেকে যথাযথ সমর্থন পায়নি।

আজাদ হিন্দ বাহিনীর গুরুত্বঃ-

আপাত ব্যর্থ হলেও ভারতের স্বাধিনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের আবদান অস্বীকার করা যায় না। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ঐগঅ বাহিনী যেভাবে দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়েছিল তা ছিল সব প্রশংসার উর্দ্ধে। গান্ধিজী আজাদ হিন্দ বাহিনীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, 'যদিও আজাদ হিন্দ ফৌজ তাদের পক্ষ্যে পৌঁছোতে পারেনি, তথাপি তারা

এমন অনেক কিছু করেছে, যে জন্য তাঁরা গর্ববোধ করতে পারে'।

ক) আজাদ হিন্দ ফৌজ নানা ধর্ম ও জাতির মানুষকে সমন্বিত করে একতা ও জাতীয় সংহতির মহৎ আদর্শ স্থাপন করে।

খ) এই ফৌজের বীরত্বপূর্ন সংগ্রাম ও আত্মত্যাগ ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে।

গ) 1946 সালের বোম্বাইতে নৌ সেনার বিদ্রোহের অনুপ্রেরনা ছিল আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগ।

 

আজাদ হিন্দ ফৌজ  দ্বিতীয় পর্ব ( অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ, স্বাধীন ভারতে ব্রাত্য আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভার কার হাতে তুলে দেয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, #আজাদ হিন্দ ফৌজ নিয়ে কি বলেছিলেন নেতাজী, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, #আজাদ হিন্দ বাহিনী গঠন, নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী, স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনী, কত ছিল আজাদ হিন্দ বাহিনীর সম্পত্তি, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল, আজাদ হিন্দ ফৌজের গান, আজাদ হিন্দ বাহিনীর বিচার, লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচার, Azaad Hind Fouj, Azaad Hind fauj, Azaad Hind Foj ka Iitihaas, Azad Hind Fauj, Azad Hind Faouz, #Azadhindfauj, Azad Hind Fauj Day, Indian National Army, Indian National Army Trials, Indian National Army History, Indian National Army Trials UPSC, The Famous Trials of Indian National Army, #The Indian National Army, Indian National Army UPSC, #The Indian National Army 1945, #The Indian National Army 1945 Notes, Indian National Army Red Fort Trials, Indian National Army Subhas Chandra Bose, Subhash Chandra Bose & Indian National Army.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad