Type Here to Get Search Results !

আজাদ হিন্দ ফৌজ দ্বিতীয় পর্ব [Indian National Army]

 

আজাদ হিন্দ ফৌজ

Set by- Manas Adhikary 



আজাদ হিন্দ ফৌজ  দ্বিতীয় পর্ব। Indian National Army - II.

আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ, স্বাধীন ভারতে ব্রাত্য আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভার কার হাতে তুলে দেয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, #আজাদ হিন্দ ফৌজ নিয়ে কি বলেছিলেন নেতাজী, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, #আজাদ হিন্দ বাহিনী গঠন, নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী, স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনী, কত ছিল আজাদ হিন্দ বাহিনীর সম্পত্তি, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল, আজাদ হিন্দ ফৌজের গান, আজাদ হিন্দ বাহিনীর বিচার, লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচারAzaad Hind Fouj, Azaad Hind fauj, Azaad Hind Foj ka Iitihaas, Azad Hind Fauj, Azad Hind Faouz, #Azadhindfauj, Azad Hind Fauj Day, Indian National Army, Indian National Army Trials, Indian National Army History, Indian National Army Trials UPSC, The Famous Trials of Indian National Army, #The Indian National Army, Indian National Army UPSC, #The Indian National Army 1945, #The Indian National Army 1945 Notes, Indian National Army Red Fort Trials, Indian National Army Subhas Chandra Bose, Subhash Chandra Bose & Indian National Army.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো আজাদ হিন্দ ফৌজ। এই পর্বে থাকছে  আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

আজাদ হিন্দ বাহিনী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Azad Hind Fouj MCQ.

 

১) স্বাধীন ভারত সংঘ (ইন্ডিয়ান লিজন ) কোথায় গঠিত হয়?

- জার্মানি

২) কত জন সদস্য নিয়ে সুভাষ Free India Centre গড়ে তোলেন?

- 20

৩) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের (1907) প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- তারকনাথ দাস  (1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ - রাশ বিহারী বসু)

৪) কবে ভারতীয় স্বাধিনতা সঙ্ঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লীগ প্রতিষ্ঠিত হয়?

-জুন 15, 1942

৫) 1942 এর 15 জুন থাইল্যান্ডের ব্যাংকক শহরে কার সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ?

- রাসবিহারী বসু 

৬) আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়?

- সিঙ্গাপুর 

৭) আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়?

- 01 সেপ্টেম্বর 1942 

৮) কবে টোকিওতে দক্ষিন পূব এশিয়ার প্রবাশি ভারতীয়দের এক সম্মেলন আহুত হয়?

- মার্চ 28, 1942 

৯) 1942 সালের মার্চ মাসে টোকিওতে ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’ কে প্রতিষ্ঠা করেন?

- রাশ বিহারী বসু

১০) রাসবিহারী বসু কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’ কোন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?

- ব্যাংকক সম্মেলন

১১) কোন সম্মেলনে 34-দফা প্রস্তাব পাস হয়েছিল, যার দ্বারা আজাদ হিন্দ ফৌজকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের অধীনস্থ করা হয়েছিল?

- ব্যাংকক সম্মেলন

১২) INA-এর ব্যাংকক সম্মেলনে কে সভাপতিত্ব করেন যেখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠিত হয়?

- রাস বিহারী বসু  (আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ব্যাংকক সম্মেলনেই। এর আগে ক্যাপ্টেন মোহন সিং আড়াই হাজার যুদ্ধবন্দী নিয়ে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন। এর সভাপতি ছিলেন রাসবিহারী বসু। এই সম্মেলনে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব সুভাষ চন্দ্র বসুর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।)

১৩) 1943 রাশ বিহারী বস কোথায় সুভাষ চন্দ্র বসুর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন?

- ব্যাংকক 

১৪) আজাদ হিন্দ ফৌজের ধারণা কে প্রস্তাব করেছিলেন?

- ক্যাপ্টেন মোহন সিং 

১৫) আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠার পর প্রথম কাকে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক করা হয়?

অথবা, আজাদ হিন্দ ফৌজের প্রথম কম্যান্ডার কে ছিলেন? 

- ক্যাপ্টেন মোহন সিং

১৬) সিঙ্গাপুর জাপানিদের অধিনস্ত হওয়ার পর, 1942 সালের শেষ নাগাদ কতজন লোক আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে রাজি হয়েছিল?

- 40,000 

১৭) ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনে কোন জাপানি মেজর উল্লেখযোগ্য সহযোগিতা করেন?

- ফুজিওয়ারা

১৮) আজাদ হিন্দ ফৌজ গঠনের জন্য সিঙ্গাপুরের ব্রিটিশ অফিসার কোলো কর্নেল হান্টের কাছ থেকে প্রাপ্ত 40,000 ভারতীয় যুদ্ধবন্দীদের জাপানি সেনা অফিসার মেজর ফুজিহারা কার কাছে হস্তান্তর করেছিলেন?

- ক্যাপ্টেন মোহন সিং

১৯) মোহন সিং পাঞ্জাবের কত নম্বর রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলেন?

- 14

২০) প্রীতম সিং যিনি ক্যাপ্টেন মোহন সিংকে উৎসাহিত করেছিলেন INA-এর নেতৃত্ব দানের জন্য, তিনি কোন স্থানের বাসিন্দা ছিলেন?

- ব্যাংকক 

২১) আজাদ হিন্দ ফৌজের প্রথম সভাপতি কে ছিলেন?

- রাসবিহারী বসু

২২) 1942 সালের সেপ্টেম্বরে যখন আজাদ হিন্দ ফৌজের প্রথম বিভাগ গঠিত হয়, তখন তাতে কতজন সৈন্য ছিল?

- 16,300

২৩) মোহন সিং কত হাজার সেনা সহ জাপানিদের হাতে বন্দি হন?

- 45

২৪) 1942 সালের ডিসেম্বরে জাপানে কার গ্রেপ্তারের সাথে সাথে প্রথম আজাদ হিন্দ ফৌজ শেষ হয়?

- ক্যাপ্টেন মোহন সিং

২৫) 1942 সালের ডিসেম্বরে কোন জাপানি সামরিক অফিসার জেনারেল মোহনসিংহকে বৈঠকের অজুহাতে ডেকে নিয়ে তাকে গ্রেফতার করে সেন্ট জন দ্বীপের একটি বাংলোতে আটকে রাখে?

- ইওয়াকুরা কিকান 

২৬) জেনারেল ইওয়াকুরা আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়ার পর, 1943 সালের ফেব্রুয়ারিতে রাসবিহারী বসুর প্রচেষ্টায় এটি কোন জায়গায় পুনর্গঠিত হয়েছিল?

- সিঙ্গাপুর

২৭) রাসবিহারী বসু কবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের সভাপতির দায়িত্বভার সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন?

- 2 জুলাই 1943 খ্রিস্টাব্দ 

২৮) রাসবিহারী বসু কবে নেতাজীকে সিঙ্গাপুরে এক জনসভায় আমন্ত্রণ জানান?

- 1943, 4 জুলাই 

২৯) সুভাষ চন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন?

- 4 জুলাই 1943

৩০) জার্মানিতে দুই বছর কাটানোর পর, বোস 1943 সালে কোথায় পৌঁছান এবং INA-এর সর্বোচ্চ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন?

- সিঙ্গাপুর

৩১) আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নেতাজীর হাতে কে অর্পন করেন?

- রাসবিহারী বসু

৩২) আজাদ হিন্দ ফৌজের সর্বোচ্চ সেনাপতি কে ছিলেন?

- সুভাষ চন্দ্র বসু 

৩৩) সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের পথ গ্রহণ করেন?

অথবা, সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?

- 25 আগস্ট 1943 খ্রিস্টাব্দ

৩৪) নেতাজী সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজকে কয়টি ব্রিগেডে ভাগ করেন ও কী কী?

-6 টি

ক) গান্ধী ব্রিগেড, খ) নেহেরু ব্রিগেড, গ) সুভাষ ব্রিগেড ঘ) আজাদ ব্রিগেড ঙ) ঝাঁসির রানী ব্রিগেড,চ)  বাল সেনা দল

৩৫) আজাদ হিন্দ ফৌজের প্রথম ব্রিগেডের নাম কী?

- গান্ধী ব্রিগেড

৩৬)  আজাদ হিন্দ ফৌজের প্রথম ডিভিশনটি (গান্ধী ব্রিগেড) কে পরিচালনা করেন?

- জামান কিয়নি

৩৭) গান্ধি ব্রিগেডের ওপর নাম কী?

- দ্বিতীয় গোরিলা রেজিমেন্ট

৩৮)  নেহেরু ব্রিগেডের সেনাপতি কে ছিলেন?

- গুরুবক্স সিং ধীলন

৩৯) নেহেরু ব্রিগেডের ওপর নাম কী?

- চতুর্থ গোরিলা রেজিমেন্ট

৪০) আজাদ হিন্দ ফৌজের 'সুভাষ ব্রিগেডের' সেনাপতি কে ছিলেন?

- শাহনাওয়াজ খান

৪১) কার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের একটি ব্যাটালিয়নকে ভারত-বার্মা সীমান্ত আক্রমণ করার জন্য জাপানী সেনাবাহিনীর সাথে বার্মায় পাঠানো হয়েছিল?

- শাহনওয়াজ খান 

৪২) আজাদ ব্রিগেডের ওপর নাম কী?

- তৃতীয় গোরিলা রেজিমেন্ট

৪৩) আজাদ ব্রিগেডের সেনাপতি কে ছিলেন?

- গুলজারা সিং

৪৪) ঝাঁসিররানী ব্রিগেডের সেনাপতি কে ছিলেন?

- লক্ষ্মী স্বামীনাথন (সেহেগল)

৪৫) আজাদ হিন্দ ফৌজের শীর্ষপদে তিনজন সেনাধ্যক্ষ তিনটি ভিন্ন ধর্মমতালম্বি ছিলেন। এদের মধ্যে মুসলিম সেনাধ্যক্ষের নাম কি?

- শাহনওয়াজ খান 

৪৬) আজাদ হিন্দ ফৌজের সাথে যুক্ত কয়েকজন ব্যক্তির নাম করুন?

- মেজর জেনারেল শাহনওয়াজ খান, কর্নেল প্রেম কুমার সেহগাল, কর্নেল শওকত আলী মালিক

৪৭) INA এর জেনারেল শাহনওয়াজ, গুরদিয়াল সিং ধিলোন এবং প্রেম সেহগাল আগে কোন সেনাবাহিনীতে অফিসার ছিলেন?

- ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী 

৪৮) ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে শাহ নওয়াজ খান, প্রেম কুমার সেহগাল এবং গুরবকশ সিং ধিল্লনের কথা কিসের জন্য স্মরণীয়?

- আজাদ হিন্দ ফৌজ অফিসার হিসাবে 

৪৯)  আজাদ হিন্দ ফৌজের নারী ব্রিগেডের বাঙালি সৈনিক কে ছিলেন?

- রানু ভট্টাচার্য ওমায়া গাঙ্গুলি

৫০) অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার জন্য কে সুভাষ চন্দ্র বসুর সাথে যোগ দিয়েছিলেন, এছাড়াও INA প্রতিষ্ঠার সাথে সংযুক্ত ছিলেন?  

- শীলভদ্র ইয়াজি

 

আজাদ হিন্দ ফৌজ প্রথম  পর্ব (সংক্ষিপ্ত আলোচনা )>>>>

আজাদ হিন্দ ফৌজ  তৃতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>  

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ ফৌজ কে কবে প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ, স্বাধীন ভারতে ব্রাত্য আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এর ভার কার হাতে তুলে দেয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা, #আজাদ হিন্দ ফৌজ নিয়ে কি বলেছিলেন নেতাজী, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা, আজাদ হিন্দ বাহিনী, #আজাদ হিন্দ বাহিনী গঠন, নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী, স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনী, কত ছিল আজাদ হিন্দ বাহিনীর সম্পত্তি, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল, আজাদ হিন্দ ফৌজের গান, আজাদ হিন্দ বাহিনীর বিচার, লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচার, Azaad Hind Fouj, Azaad Hind fauj, Azaad Hind Foj ka Iitihaas, Azad Hind Fauj, Azad Hind Faouz, #Azadhindfauj, Azad Hind Fauj Day, Indian National Army, Indian National Army Trials, Indian National Army History, Indian National Army Trials UPSC, The Famous Trials of Indian National Army, #The Indian National Army, Indian National Army UPSC, #The Indian National Army 1945, #The Indian National Army 1945 Notes, Indian National Army Red Fort Trials, Indian National Army Subhas Chandra Bose, Subhash Chandra Bose & Indian National Army.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad