Type Here to Get Search Results !

সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম পর্ব [Sardar Vallabhbhai Patel]

 

সর্দার বল্লভভাই প্যাটেল

Set by- Manas Adhikary



সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম পর্ব। Sardar Vallabhbhai Patel – II 

সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, বল্লভভাই প্যাটেল, সরদার বল্লভ ভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল জীবনী, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেলের জীবনী, সরদার বল্লভভাই প্যাটেল জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী, সরদার বল্লভভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল এর ব্যক্তিগত জীবন, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল জীবন কাহিনী, স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, Sardar Vallabhbhai Patel, Sardar Patel, Sardar Vallabhbhai Patel Biography, Sardar Vallabh Bhai Patel, Sardar Vallabhbhai Patel Statue, Vallabhbhai Patel, Sardar Vallabhbhai Patel Jayanti, Sardar Vallabhbhai, Sardar Vallabhbhai Patel Age, Sardar Vallabhbhai Patel Bio, Sardar Vallabhbhai Patel Song, Sardar Vallabhbhai Patel Story, Sardar Vallabhbhai Patel Speech, Sardar Patel Statue, Sardar Vallabhbhai Ppatel wiki, Sardar Vallabhbhai Patel Wife.

 

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো ভারত ছাড়ো আন্দোলন। এই পর্বে থাকছে  সর্দার বল্লভভাই প্যাটেল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী পর্বে এই টপিক থেকে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

সর্দার বল্লভভাই প্যাটেল সংক্ষিপ্ত আলোচনা । About Sardar Ballabhbhai Patel.

 

সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা। তাঁর প্রকৃত নাম ছিল বল্লভ ভাই ঝাভারভাই প্যাটেল। তবে তিনি সর্দার প্যাটেল নামেই বেশি পরিচিত। তিনি গুজরাটের খেদা জেলার নাদিয়ায় এক কুর্মী পরিবারে (লেউদা প্যাটেল পতিদার সম্প্রদায়ের অন্তর্গত) জন্মগ্রহন করেন। তিনি স্বাভাবিকের তুলনায় বেশি বয়সে ম্যাট্রিক পাশ করেন (২২ বছর বয়সে)। শিক্ষা সম্পন্ন করার জন্য তিনি আইন পড়তে লন্ডনে যান। দেশে ফিরে তিনি একজন আইনজীবি হিসাবে কাজে যোগদান করেন। বাবা মায়ের কথায় নিজের স্ত্রী ঝভেরভাকে নিয়ে গোধরায় চলে আসেন বল্লভভাই এবং এখানেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন। এখান থেকেই তিনি শুরু করেন আইনচর্চা এবং ক্রমেই দক্ষ আইনজীবি হিসাবে তাঁর নাম ছড়িয়ে পড়ে। প্যাটেল দম্পতির 1904 ও 1906 সালে একটি মেয়ে সন্তান মনিবেন এবং পুত্র সন্তান দহিয়াভাইয়ের জন্ম হয়। 1909 সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বল্লভভাই এর স্ত্রী মুম্বাইতে মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর তাঁকে যখন চিরকুটে লিখে জানানো হয় তখন তিনি মামলা লড়ছিলেন এবং পত্নী বিয়োগের খবর পেয়েও তিনি মামলা লড়ে যান এবং শেষ পর্যন্ত তিনি জিতেও যান। তাঁর স্ত্রীর মৃত্যুর পর তাঁকে দ্বিতীয় বিবাহের জন্য চাপ দেওয়া হলেও তিনি রাজো হননি।

এই সময়ে তিনি তাঁর ভাই বিঠলভাইয়ের পরামর্শে বোম্বাই প্রেসিডেন্সী থেকে রাজনীইততে অংশগ্রহন লড়েন এবং আমেদাবাদে থাকতে শুরু করেন। বন্ধুদের অনুরোধে 1917 সালে স্যানিটেশন কমিশনার পদে নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। গান্ধিজীর প্রতি প্রথম দিকে তাঁর খুব একটা উঁচু ধারনা ছিল না। পরবর্তী সময়ে 1917 সালে তিনি সময়ের সাথে সাথেই নিজের চিন্তা পাল্টাতে শুরু করেন এবং সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। বল্লভভাই গান্ধিজীর অসহযোগ আন্দোলন সমর্থন করে প্রায় তিন লক্ষের মতন সদস্য জোগাড় করেন এবং বিপুল পরিমান অর্থ সংগ্রহ করেন। স্বদেশী পোশাক বিতরন, মদ্যপান বিরোধিতা, বর্নর্গত শ্রেনীর বৈষম্যের বিরুদ্ধে লড়াই, নারীর ক্ষমতায়ন, স্কুল ব্যবস্থার পরিবর্তন, নারীর শিক্ষা এমনকি বন্যা পরিস্থিতিতে আর্তদের জন্য ত্রানের ব্যবস্থাও করেছিলেন বল্লভভাই। এরপর তিনি ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হতে শুরু করেন। 1924 সালের এপ্রিলে পুরসভার দায়িত্ব থেকে সরাসরি কৃষকদের মধ্যে নেমে আসেন। এই সময় বারেলির কৃষকরা খাজনা বৃদ্ধির ফলে বিপদে পড়েন। দুর্ভিক্ষের ফলে তাদের খাজনা দেওয়া সম্ভব ছিল না। বল্লভভাই তাদের দায়িত্ব নিয়ে অহিংসার মাধ্যমে কৃষক প্রতিনিধিদের সাথে সরকার পক্ষের আলোচনা চালিয়ে যান। বল্লভভাই অহিংস নীতিতে বিশ্বাস করতেন। তিনি 1931 সালে মৌলিক অধিকার ও অর্থনৈতিক নীতির প্রস্তাব কংগ্রেসে নিয়ে আসেন। তিনি লবন সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীর সাথেই গ্রেপ্তার হন; এতে আন্দোলন আরও তীব্র আকার ধারন করে। বল্লভভাই কংগ্রেস সভাপতি থাকাকালীন গুজরাতে যাদের জমি সরকার দখল করেছিল সেই সব কৃষকদের জমি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। বল্লভভাই নেহেরুর সমাজতন্ত্রের বিরোধীতা করেন এবং সুভাষ চন্দ্র বোসের সশস্ত্র বিপ্লবী মনোভাবের বিরোধিতা করেন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে বল্লভভাই তাতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছিলেন।

প্যাটেল দেশভাগের জন্য মুসলমান অধ্যুষিত রাজ্যগুলি নিয়ে আলাদা দেশ গঠনের পক্ষে মুসলীম লীগের সাথে কথা বলেছিলেন। সেইসময় অনেক হিন্দু অধ্যুষিত অঞ্চল, বিশেষ করে বাংলা ও পাঞ্জাব পাকিস্তানের অন্তভুক্ত হয়ে পড়েছিল প্রায়। বল্লভভাই এর হস্তক্ষেপে মুসলীম লিগ শেষ অবধি এই অন্তভুক্তিকরনে ব্যর্থ হয়।

স্বাধীনতা পরবর্তী সময়ে বল্লভাই ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতবর্ষের প্রায় 522 টি রাজ্যকে ভারতের অধীনে আনতে খুব গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছিলেন বল্লভভাই। তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবা (CIVIL SERVICE) এবং ভারতীয় পুলিশ পরিষেবা প্রতিষ্ঠার মূল শক্তি।

1950 সালের 15 ডিসেম্বর প্রবলভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু হয়। 2018 সালের 31 অক্টোবর সর্দার প্যাটেলের 143 তম জন্মবার্ষিকীতে গুজরাতের কেড়ওয়াড়িতে নর্মদা নদীর তীরে 1882 মিটার (597 ফুট) উচ্চতার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। মূর্তিটির নাম দেওয়া হয়েছে 'স্ট্যাচু অব ইউনিটি'।

 

 

সর্দার বল্লভভাই প্যাটেল দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, বল্লভভাই প্যাটেল, সরদার বল্লভ ভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল জীবনী, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেলের জীবনী, সরদার বল্লভভাই প্যাটেল জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী, সরদার বল্লভভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল এর ব্যক্তিগত জীবন, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল জীবন কাহিনী, স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, Sardar Vallabhbhai Patel, Sardar Patel, Sardar Vallabhbhai Patel Biography, Sardar Vallabh Bhai Patel, Sardar Vallabhbhai Patel Statue, Vallabhbhai Patel, Sardar Vallabhbhai Patel Jayanti, Sardar Vallabhbhai, Sardar Vallabhbhai Patel Age, Sardar Vallabhbhai Patel Bio, Sardar Vallabhbhai Patel Song, Sardar Vallabhbhai Patel Story, Sardar Vallabhbhai Patel Speech, Sardar Patel Statue, Sardar Vallabhbhai Ppatel wiki, Sardar Vallabhbhai Patel Wife.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad