Type Here to Get Search Results !

খান আব্দুল গাফফার খান [Khan Abdul Ghaffar Khan]

 

খান আব্দুল গাফফার খান

Set by- Manas Adhikary  



আব্দুল গাফফার খান। Khan Abdul Ghaffar Khan.

আব্দুল গাফফার খান, আবদুল গাফফার খান, সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফার খান, খান আব্দুল গাফফার খান মহাত্মা গান্ধী,খান, আব্দুল গাফফার খান খিলাফত আন্দোলন, সীমান্ত গান্ধী,সীমান্ত গান্ধী নামে কে পরিচিত,সীমান্ত গান্ধী কাকে বলে,সীমান্ত গান্ধী কাকে কেন বলা হয়,' সীমান্ত গান্ধী' কাকে বলা হয়, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত এবং কেন, Khan Abdul Ghaffar Khan, Abdul Ghaffar Khan, Abdul Gaffar Khan, Khan Abdul Ghaffar Khan UPSC, Khan Abdul Ghafar Khan, Khan Abdul Gaffar Khan, Frontier Gandhi Khan Abdul Ghaffar Khan, Abdul Ghaffar Khan Freedom Fighter.

   নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো আব্দুল গাফফার খান। এই পর্বে থাকছে  ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

খান আব্দুল গাফফার খান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Abdul Ghaffar Khan MCQ.

 

 

খান আব্দুল গফফার খান বা ফকর- আফগান ছিললেন পাখতুনিস্তান আন্দোলনের নেতা এবং তিনি ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ রাজের শাসনের অবসান ঘটাতে কাজ করেছিলেন।

  খান আব্দুল গফফর খানের নেতৃত্বে উত্তর-পশ্চিম সীমান্তে আইন অমান্য আন্দোলন ব্যাপক আকার ধারন করে। তিনি মহাত্মা গান্ধিজীর অনুসৃত আদর্শ কর্মপন্থার একনিষ্ঠ অনুরাগী ছিলেন। এজন্য তাঁকে সীমান্ত গান্ধি বলা হয়। 1919 সালে তিনি রাওলাট বিরোধী আন্দোলনে যোগ দেন এবং 1923 সালে সীমান্ত প্রদেশে খিলাফৎ আন্দোলন সংগঠিত করেন। কংগ্রেসের নীতি অনুসরন করে তিনি উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে খোদা--খিদমগার নামে একটি দল গঠন করেন। খোদা-- খিদমগার এর অর্থ হল ঈশ্বরের সেবক। এই দলের অনুগামীদের পোশাক লাল ছিল বলে একে লালাকুর্তাও বলা হত। খান আব্দুল গফফর খানের নেতৃত্বে খোদা--খিদমগার অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা গ্রহন করে। 1931 সালে এই দল কংগ্রেসে যোগদান করে।

আফগানিস্তানের পার্শ্ববর্তী ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত এলাকার অধিবাসী ছিলেন তিনি। পুশতুভাষী এই অঞ্চলের অধিবাসীগন নিজেদের একটি বিশিষ্ট জাতি বলে বিবেচনা করত। ভারত বিভাগের ফলে পাকিস্থানভুক্ত হলেও খান আব্দুল গফফার খান তাঁর এলাকার আত্মনিয়ন্ত্রনের জন্য 'পাখতুনিস্তান' আন্দোলন অব্যাহত রাখেন। এজন্য তাঁকে কারাবরনও করতে হয়। সীমান্ত অঞ্চলের অধিবাসীবৃন্দ প্রকৃতিগতভাবে দুর্ধর্ষ বলে পরিচিত। তাঁদের জনপ্রিয় নেতার মৃদুভাষন, নম্র আচরন, এবং আপন নীতিতে অনমনীয়তা খান আব্দুল গফফার খানকে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন করেছে। বয়সের দিক থেকে শতবর্ষ পূরনের নিকটবর্তী বয়সেও তিনি রাজনৈতিক জীবন যাপন করেছেন। পাখতুনদের আত্মনিয়ন্ত্রেনের সংগ্রামী জীবনের স্বীকৃতি হিসাবে তাঁকে 1967 সালে নেহেরু অ্যাওয়ার্ড এবং 1987 সালে ভারতরত্ন পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। 1988 সালে তাঁর মৃত্যু হয়।

প্রশ্নোত্তর পর্ব

) আব্দুল গাফ্ফার খান কোথায় জন্মগ্রহন করেন?

- উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের উত্তামাজাই তে

)  খান আব্দুল গাফফার খান  কি কি নামে পরিচিত ছিলেন?

- সীমান্ত গান্ধী, বাচ্চা খান এবং বাদশা খান

) বেলুচি গান্ধী নামে কে পরিচিত?

- খান আব্দুল সামাদ খান

) ফখর--আফগান বা আফগানের গর্বনামে কে পরিচিত?

- আব্দুল গাফ্ফার খান

(খান আব্দুল গফফার খান সাহেবকে সীমান্ত গান্ধী বলা হয় কারণ তিনি সেই সময়ে অখন্ড ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের একজন উজ্জ্বল কংগ্রেস নেতা ছিলেন এবং মহাত্মা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করেছিলেন)

) ঈশ্বরের সেবক নামে কে পরিচিত ছিলেন?

- খান আব্দুল গফ্ফর খান

)  খান আব্দুল গাফফার খান কংগ্রেসের কোন অধিবেশন দ্বারা প্রভাবিত হয়ে কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নেন?

- 1929 সালের লাহোর অধিবেশন

)  কোন আন্দোলনের মাধ্যমে আব্দুল গাফ্ফার খান ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে যোগদান করেন?

- রাওলাট সত্যাগ্রহ

)  ভারতে জাতীয়দাবাদী কোন কোন আন্দোলনে আব্দুল গাফফার খান সক্রিয়ভাবে অংশগ্রহন করেন?

-খিলাফৎ আনদোলন, অসহযোগ আন্দোলন, আইন-অমান্য আন্দোলন, সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলন

) ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে আইন অমান্য আন্দোলনের নেতা কে ছিলেন?

- খান আব্দুল গাফফার খান

১০) আইন অমান্য আন্দোলনের সময় কে বলেন -হাম তো তাবাহা হো গায়ে?

- খান আব্দুল গাফ্ফার খান

১১) পাঠান হয়েও ভারতের জাতীয় আন্দোলনের মূল ধারার সঙ্গে যুক্ত হয়ে অসামান্য কৃতিত্ব দেখানোর জন্য ভারত সরকার কাকে মরণোত্তর ভারতরত্ন উপাধি দেন?

- আব্দুল গফফর খান

১২) 1930 সালে পেশোয়ারে কার গ্রেপ্তারের ফলে রাস্তায় বিক্ষুব্ধ বিক্ষোভ সৃষ্টি হয়?

- খান আব্দুল গাফফার খান

১৩) 1947 সালের 14-15 জুন অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভায় ভারত বিভাগের বিরোধিতায় কে ভোট দিয়েছিলেন?

- খান আব্দুল গাফফার খান

১৪) গণপরিষদের একমাত্র সদস্য কে ছিলেন যিনি ইংরেজি বলতে জানতেন না?

- খান আব্দুল গাফফার খান

১৫) পাকিস্তানের সাথে বেলুচিস্তানের একীভূত হওয়ার বিষয়ে কে বলেন যে -  'আমাদেরকে নেকড়েদের কাছে নিক্ষেপ করা হচ্ছে'?

- খান আব্দুল গাফফার খান

১৬) ভারত বিভাজন কে 'বিশ্বাসঘাতকতা পূর্ন কাজ' বলে অভিহিত করেন?

- আব্দুল গাফফার খান

১৭) খান আবদুল গাফফার খান কোন ধারনা পোষণ করেছিলেন?

- তখন পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে একটি স্বাধীন পশতুন দেশ (পাখতুনিস্তান) ধারণার পক্ষে ছিলেন।

১৮) আব্দুল গাফফার খান মোট কত বছর জেলে ছিলেন?

-14 বছর

১৯)  আব্দুল গাফ্ফার খান কোন সংগঠন প্রতিষ্ঠা করেন?

- খুদাই-খিদমৎগার

২০)  খুদাই-খিদমৎগার শব্দটির অর্থ কী?

- ঈশ্বরের সেবক

২১) খুদাই-খিদমৎগার এর সদস্যরা যে বিষয়ে আন্দোলন করতেন সেগুলি কী?

- পুসতু মহিলাদের উন্নতি এবং গ্রামীন কলকারখানা উন্নয়ন (এরা মুসলীম লীগের সাম্প্রদায়িক রাজনীতি এবং বাংলা বিভাজনের ধারনার বিরোধিতা করেন)

২২) ব্রিটিশদের বিরুদ্ধে খান আবদুল গাফফার খান যে আন্দোলন শুরু করেছিলেন তার নাম কি ছিল?

- লাল কুর্তা

২৩) লাল কোর্তা আন্দোলন নামে কী পরিচিত?

- খোদাই-খিদমৎগারের সদস্যদের আন্দোলন। এই আন্দোলনের সদস্যরা লাল কুর্তি পরতেন, তাই একে লাল কুর্তা আন্দোলনও বলা হয়।

(এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের সমর্থনে পরিচালিত হয়েছিল।)

২৪) পাখতুন - নামক মাসিক রাজনৈতিক পত্রিকা কে প্রকাশ করেন?

- আব্দুল গাফফার খান (1928 সালে)

২৫) 'দসরোজা' পত্রিকা কে প্রকাশ করেন?

- আব্দুল গাফফার খান

(তিনি পাখতুন নামে একটি পত্রিকা বের করেন যা পরবর্তীতে দশরোজা নামে পরিচিতি লাভ করে)

২৬) 'ফেইত ইজ অ্যা ব্যাটেল'- কার জীবনী?

- খান আব্দুল গাফফার খান

২৭) 'দ্য ফ্রন্টিয়ার গান্ধী: মাই লাইফ অ্যান্ড স্ট্রাগল' গ্রন্থটির লেখক কে?

- খান আব্দুল গাফফার খান

২৮) বঙ্গবিভাজন রুখতে না পেরে আব্দুল গাফফার খান কীসের দাবি করেছিলেন?

- পাঠানদের জন্য আলাদা 'পাকতুনিস্তান'

২৯) প্রথম কোন বিদেশী নাগরিক  'ভারতরত্ন' উপাধি পান?

- আব্দুল গাফ্ফার খান (মরণোত্তর ভারতরত্ন)

৩০) খান আব্দুল গফফর খান কবে ভারত রত্ন উপাধি পেয়েছিলেন?

- 1987  (মরণোত্তর)

৩১) 1943 সালের এপ্রিল মাসে, জিন্নাহ কাকে জঙ্গি পাঠানদের হিন্দুকরণ এবং তাদের নপুংসক করার জন্য দায়ী ব্যক্তি বলে অভিহিত করেছিলেন?

- খান আব্দুল গাফফার খান

৩২) খান আবদুল গাফফার খান সম্পর্কে কে বলেছিলেন যে 'উচ্চতা এবং ব্যক্তিত্বের দিক থেকে তিনি পুরুষদের মধ্যে রাজা।'?

- সি এফ অ্যান্ড্রুজ

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 আব্দুল গাফফার খান, আবদুল গাফফার খান, সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফার খান, খান আব্দুল গাফফার খান মহাত্মা গান্ধী,খান, আব্দুল গাফফার খান খিলাফত আন্দোলন, সীমান্ত গান্ধী,সীমান্ত গান্ধী নামে কে পরিচিত,সীমান্ত গান্ধী কাকে বলে,সীমান্ত গান্ধী কাকে কেন বলা হয়,' সীমান্ত গান্ধী' কাকে বলা হয়, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত এবং কেন, Khan Abdul Ghaffar Khan, Abdul Ghaffar Khan, Abdul Gaffar Khan, Khan Abdul Ghaffar Khan UPSC, Khan Abdul Ghafar Khan, Khan Abdul Gaffar Khan, Frontier Gandhi Khan Abdul Ghaffar Khan, Abdul Ghaffar Khan Freedom Fighter.

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad