সর্দার বল্লভভাই প্যাটেল
Set by - Manas Adhikary
সর্দার বল্লভভাই প্যাটেল তৃতীয় পর্ব। Sardar Vallabhbhai Patel – III.
সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, বল্লভভাই প্যাটেল, সরদার বল্লভ ভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল জীবনী, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেলের জীবনী, সরদার বল্লভভাই প্যাটেল জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী, সরদার বল্লভভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল এর ব্যক্তিগত জীবন, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল জীবন কাহিনী, স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, Sardar Vallabhbhai Patel, Sardar Patel, Sardar Vallabhbhai Patel Biography, Sardar Vallabh Bhai Patel, Sardar Vallabhbhai Patel Statue, Vallabhbhai Patel, Sardar Vallabhbhai Patel Jayanti, Sardar Vallabhbhai, Sardar Vallabhbhai Patel Age, Sardar Vallabhbhai Patel Bio, Sardar Vallabhbhai Patel Song, Sardar Vallabhbhai Patel Story, Sardar Vallabhbhai Patel Speech, Sardar Patel Statue, Sardar Vallabhbhai Ppatel wiki, Sardar Vallabhbhai Patel Wife.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারত ছাড়ো আন্দোলন। এই পর্বে থাকছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
সর্দার বল্লভভাই প্যাটেল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Sardar Ballabhbhai Patel MCQ.
৫১) কে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বলেছিলেন যে - এবার আন্দোলন কয়েক দিন চলবে তবে খুব ভয়ঙ্কর হবে?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৫২) ভারত ছাড়ো স্লোগানের পরিবর্তে এশিয়া ছাড়ো স্লোগানটি কে দিয়েছিল?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৫৩) কে দেশীয় রাজ্যের রাজাদের 'ভারতীয় পোশাক পরিহিত ব্রিটিশ রাজকর্মচারী' বলে অভিহিত করেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৫৪) 'একথা বললে বোধহয় অন্যায় হবে না যে ভারত বিভাজনের প্রতিষ্ঠিত ছিলেন বল্লভভাই'- উক্তিটি কার?
- মৌলানা আবুল কালাম আজাদ
৫৫) দেশভাগের জনক কাকে বলা হয়?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৫৬) 'সকল ভারতবাসীর একথা জেনে রাখা উচিত যে, নাগরিকত্বের অধিকার যেমন তাঁদের আছে, তেমনি নাগরিক হিসাবে কিছু কর্তব্যও আছে'- উক্তিটি কার?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৫৭) আমি কেবলমাত্র একটি সংস্কৃতিই জানি, সেটি হল চাষবাস' - উক্তিটি কার?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৫৮) ভারতীয় রাষ্ট্রকৃতকের জনক কে ছিলেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৫৯) ‘হিন্দুস্তান মজদুর সেবক সংঘ’ - 1938-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে কে ছিলেন?
- রাজেন্দ্র প্রসাদ এবং সর্দার প্যাটেল
৬০) হিন্দুস্তান মজদুর সভা কার উদ্যোগে 1938 খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
- সর্দার বল্লভ ভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী
৬১) সর্দার বল্লভভাই প্যাটেলকে কোন বিদেশি নেতার সাথে তুলনা করা হয়?
- বিসমার্ক
৬২) ভারতের জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়?
- 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে। (প্রসঙ্গত উল্লেখ্য যে 2014 সাল থেকে 31 অক্টোবর দিনটিকে ভারতের জাতীয় ঐকা দিবস হিসাবে পালন করা শুরু হয়)
৬৩) কবে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?
- 1991 সালে সর্দার প্যাটেলকে মরনোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল।
৬৪) কোথায় সর্দার বল্লভ ভাইকে দাহ করা হয়?
- বোম্বের শোনপুরে।
৬৫) সর্দার প্যাটেল লিডারশিপ সেন্টার' কোন জায়গায় উদ্বোধন করা হয়েছে?
- মুসৌরিতে
৬৬) কবে সর্দার প্যাটেল, বালা সাহেব গঙ্গাধর খেরের সাথে মুম্বাইয়ে 'একিকরণ অন্দোলন'এর সম্মেলনে যোগদান করেন?
-1946 (একীকরণ আন্দোলনের দশম সম্মেলন 1946 সালের 10 জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত হয়। ইহার উদ্বোধন করেন সর্দার প্যাটেল এবং এই সম্মেলনে বোম্বে প্রেসিডেন্সির সৎকালীন মুখ্যমন্ত্রী বি জি খের উপস্থিত ছিলেন। সম্মেলনে সর্দার প্যাটেল তাঁর ভাষনে বলেন যে, স্বাধীন ভারতের নতুন সরকারের অগ্রাধিকারের তালিকায় সমস্ত ভাষাগত গোষ্ঠীর স্বার্থ রক্ষিত হবে)
৬৭) সর্দার প্যাটেল কত সালে 'বরসাদ সত্যাগ্রহ' এর নেতৃত্ব দেন?
- 1923 সালে ( 1923 সালের সেপ্টেম্বরে সরকার বরসাদ তালুকের বাসিন্দাদের উপর 2.5 লক্ষ টাকা কর ধার্য করে। কারন সেখানে বিশেষ 'ডাকাত বিরোধী পুলিশ' নিয়োগ করা হয়েছিল। 16 বছরের বেশি বয়সী প্রতিটি ব্যক্তিকে এই অর্থের জন্য দুটাকা সাত আনা দিতে বাধ্য করা হয়। সর্দার প্যাটেল এবং তার সহকর্মীরা পুলিশ এবং ডাকাতের পরস্পরের সাথে যোগাযোগের প্রমান খুঁজে পান। সর্দার প্যাটেল এবং তাঁর দল গ্রামবাসীদের ধার্য করের বিরুদ্ধে আন্দোলনের জন্য সংঘঠিত করেছিল। সর্দার প্যাটেলের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর সরকার গ্রামবাসীদের কাছে হার মানতে বাধ্য হয়।
৬৮) কবে সর্দার প্যাটেল আহমেদাবাদে প্লেগ ত্রানে কাজ করেছিলেন?
- 1917 সালে ( 1917 সালের শেষের দিকে আহমেদাবাদে প্লেগ ছড়িয়ে পড়ে, যার ফলে স্কুল ও আদালত বন্ধ হয়ে যায়। আনেকে শহর ছেড়ে পালিয়ে যান। কিন্তু বল্লভভাই নিজের কথা চিন্তা না করে প্লেগ ও দুর্ভিক্ষের জন্য ব্যাপক ত্রাণ কার্য চালান।)
৬৯) কোন কংগ্রেস নেতা ক্যাবিনেট মিশন প্রস্তাব এর পূর্ণ সমর্থক ছিলেন?
- সর্দার বল্লভ ভাই প্যাটেল
৭০) ‘ক্যাবিনেট মিশন পরিকল্পনায় মুসলিমরা পাকিস্তানের বীজ এবং কংগ্রেস অখন্ড ভারতের বীজ দেখেছিল ‘ - উক্তিটি কার?
- সর্দার বল্লভ ভাই প্যাটেল
৭১) কোন আন্দোলন সর্দার প্যাটেলকে গান্ধিজীর অনুসারী হতে অনুপ্রানিত করে?
- খেদা সত্যাগ্রহ
৭২) কত সালে সর্দার প্যাটেল গান্ধিজীর রাজনীতির সাথে যুক্ত হন?
- 1917 সালে (1916-17 সালে বিশেষ করে চম্পারণে গান্ধীজির কর্মকান্ডে প্রভাবিত হয়ে প্যাটেল গান্ধিজীকে গুরু হিসাবে গ্রহন করে ছিলেন)
৭৩) আধুনিক ভারতে সর্দার বল্লভভাই প্যাটেলের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কোনটি?
- দেশীয় রাজ্যগুলির একত্রীকরন।
৭৪) আজাদ হিন্দ ফৌজের বিচারে মুক্তির জন্য গড়ে তোলা অর্থভান্ডারের দায়িত্বে কে ছিলেন?
- সর্দার বল্লভ ভাই প্যাটেল
৭৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমর্থন নিয়ে কংগ্রেস কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কাদের নিয়ে ‘যুদ্ধ - সাব কমিটি’ গঠিত হয়?
- জহরলাল নেহেরু, বল্লভ ভাই প্যাটেল, আবুল কালাম আজাদ
৭৬) ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত পার্সি মহিলা মিঠুভান পিটকে সর্দার প্যাটেল
কি উপাধি দিয়েছিলেন?
- দীন ভগিনী
(গরিবের বোন)
৭৭) 1945 সালে কোন ম্যাগাজিনে একটি কার্টুন প্রকাশিত হয়েছিল যেখানে গান্ধীজি, প্যাটেলজি এবং সুভাষ চন্দ্র বসুকে দশানন রাবণ হিসাবে চিত্রিত করা হয়েছিল?
- অগ্রণী
৭৮) কে 1944 সালে ‘অগ্রণী’ পত্রিকা প্রকাশিত করেন?
- নাথুরাম গডসে
৭৯) কে ভাষাগত ভিত্তিতে প্রদেশগুলির পুনঃসংজ্ঞায়নকে 'জাতীয়তাবাদের হত্যার' সমতুল্য বলে বর্ণনা করেছেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮০) কে বলেছিল যে –‘জিন্নাহ যে রাষ্ট্রের দাবি করেন তা দিন, এটি যাইহোক বেশিদিন টিকবে না। পাঁচ বছরের মধ্যে মুসলিম লীগ আবার ভারতকে একত্রিত করার জন্য ভারতের দ্বারে আসবে’ ?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮১) আবুল কালাম আজাদের মতে কে গান্ধী ভারত ভাগের বিরোধিতা করতে পারেননি এবং সমর্থন করেছিলেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮২) 1947 সালের 15 জানুয়ারি কে বলেছিলেন যে - যদি আমরা সত্যিকারের স্বরাজ চাই, হিন্দু-মুসলমানদের এক হতে হবে?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮৩) কে বলেছিলেন যে - "ভারত ছাড়ো স্লোগান তখনই কার্যকর হবে যখন 40 কোটি ভারতীয় এক লক্ষ ব্রিটিশকে ভারত ছেড়ে যেতে বলবে।" ,
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮৪) ‘হিন্দি চিনি ভাই ভাই’ ধারণার সাথে কে একমত ছিলেন না?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮৫) ‘শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে অবিলম্বে কেটে ফেলাই উত্তম, যাতে সারা শরীরে বিষ ছড়িয়ে না পড়ে’ - এটা কার উক্তি?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮৬) কে বলেছিল - জিন্নাহ দেশভাগ চাক বা না চাক, এখন আমি অবশ্যই দেশভাগ চাই?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮৭) ‘আমাদের লক্ষ্য যদি হয় ভারত মাতাকে বিশ্বের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, তবে তার প্রথম শর্ত হল একতা, শান্তি ও সৌহার্দ্য’- এই উক্তিটি কার?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮৮) বৃটিশরা চলে গেলেও চলে যাওয়ার সময় তারা অশান্তির বীজ বপন করে গিয়েছে – বক্তা কে?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৮৯) গান্ধীজীর ভারত ছাড়ো আন্দোলনকে একটি অনন্য আন্দোলন বলে কে অভিহিত করেছেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৯০) সর্দার প্যাটেল যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারতে কাশ্মীর, তিব্বত, চীন এবং অন্যান্য বিরোধের কোনো সমস্যাই থাকত না। উপরের বক্তব্যটি কার?
- চক্রবর্তী রাজাগোপালাচারী
৯১) নিঃসন্দেহে, নেহরুকে পররাষ্ট্রমন্ত্রী এবং সর্দার প্যাটেলকে প্রধানমন্ত্রী করা হলে ভালো হতো। - বক্তব্যটি কার?
- চক্রবর্তী রাজাগোপালাচারী
৯২) মহাত্মা গান্ধী যদি আমাদের স্বাধীনতার স্থপতি হন তাহলে সর্দার প্যাটেল হলেন ভারতীয় ইউনিয়নের বিশ্বকর্মা। - এটা কার বক্তব্য?
- এম ভি গাদলিক
৯৩) কংগ্রেস যদি দেশভাগ মেনে না নিত, তাহলে এক পাকিস্তানের বদলে বহু পাকিস্তান তৈরি হত... উক্তিটি কার?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৯৪) আপনি কি আমাকে একটা স্বাধীন দেশও দেখাতে পারবেন যেখানে আলাদা ভোটাধিকার আছে?বৃটিশরা চলে গেছে কিন্তু তারা দুষ্টুমি রেখে গেছে। গণপরিষদে বিতর্কে এ কথা কে বলেছে?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৯৫) নৌ বিদ্রোহ হচ্ছে অরাজকতা একে এখনই বন্ধ করা দরকার – এটা কার উক্তি?
- সর্দার বল্লভ ভাই প্যাটেল
৯৬) ভারত বিভাগ সম্পর্কে কে বলেছিলেন ‘There is no alternative to Divide’?
- সর্দার বল্লভ ভাই প্যাটেল
৯৭) কোন দেশে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 17 ফেব্রুয়ারি 2023 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন?
- ফিজি
৯৮) সর্দার প্যাটেল জুওলজিক্যাল পার্ক' কোথায় অবস্থিত?
- গুজরাট
৯৯) সম্প্রতি কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল স্মৃতিসৌধের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
- কর্ণাটক
১০০) সম্প্রতি কোথাকার রাজভবনের সিংহাসন কক্ষের নাম পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেল ইউনিটি রুম করা হয়েছে?
- কলকাতা
১০১) প্রথম কোন ভারতীয় কেন্দ্রীয় আইনসভার স্পিকার নির্বাচিত হন?
- বিঠল ভাই প্যাটেল
১০২) কোন সালে বিঠল ভাই প্যাটেল আহমেদাবাদ পৌরসভার সভাপতি হন?
- 1924 খ্রি
১০৩) চিত্তরঞ্জন দাস কোথাকার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন?
- কলকাতা
১০৪) রাজেন্দ্র প্রসাদ কোথাকার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন?
- পাটনা
১০৫) জওহর লাল নেহেরু কোথাকার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন?
- এলাহাবাদ
১০৬) ভগৎ সিং যখন সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ছুড়েছিলেন, তখন অ্যাসেম্বলির স্পিকার কে ছিলেন?
- বিঠলভাই প্যাটেল
১০৭) বিঠল ভাই প্যাটেল কোথাকার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন?
- আহমেদাবাদ
১০৮) 1925 সালের আগস্টে কে কেন্দ্রীয় আইনসভার সভাপতি ছিলেন?
- বিঠল ভাই প্যাটেল
১০৯) কোন মহান নেতার মৃত্যুকালের কথা ছিল - যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে স্বাধীন করো?
- বিঠলভাই প্যাটেল
১১০) 1933 সালে ভিয়েনায় মৃত্যুর আগে কে 1933 সালে সুভাষ চন্দ্র বসুর নামে 2 লক্ষ টাকার সম্পত্তি জাতীয় কাজের জন্য দিয়েছিলেন, যার বিরুদ্ধে মামলা দায়ের করে বল্লভভাই প্যাটেল এই সম্পত্তি বাতিল করেছিলেন?
- বিঠল ভাই প্যাটেল
১১১) ‘মহাত্মাজি একজন রাজনীতিবিদ হিসাবে ব্যর্থ’ – বক্তব্যটি কার?
- বিঠল ভাই প্যাটেল
১১২) কোন নেতা গান্ধীজিকে রাজনৈতিক নেতা হিসাবে অসফল ঘোষণা করেছিলেন?
- সুভাষ চন্দ্র বসু এবং বিঠল ভাই প্যাটেল
১১৩) কে সুভাষ চন্দ্র বসুর দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি তার সমস্ত সম্পত্তি সুভাষ চন্দ্র বসুর নামে দিয়েছিলেন?
- বিঠল ভাই প্যাটেল
সর্দার বল্লভভাই প্যাটেল দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, বল্লভভাই প্যাটেল, সরদার বল্লভ ভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল জীবনী, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেলের জীবনী, সরদার বল্লভভাই প্যাটেল জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী, সরদার বল্লভভাই প্যাটেল এর জীবনী, সর্দার বল্লভভাই প্যাটেল এর ব্যক্তিগত জীবন, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল জীবন কাহিনী, স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, Sardar Vallabhbhai Patel, Sardar Patel, Sardar Vallabhbhai Patel Biography, Sardar Vallabh Bhai Patel, Sardar Vallabhbhai Patel Statue, Vallabhbhai Patel, Sardar Vallabhbhai Patel Jayanti, Sardar Vallabhbhai, Sardar Vallabhbhai Patel Age, Sardar Vallabhbhai Patel Bio, Sardar Vallabhbhai Patel Song, Sardar Vallabhbhai Patel Story, Sardar Vallabhbhai Patel Speech, Sardar Patel Statue, Sardar Vallabhbhai Ppatel wiki, Sardar Vallabhbhai Patel Wife.