Type Here to Get Search Results !

মতিলাল নেহেরু প্রথম পর্ব [Motilal Nehru]

 

মতিলাল নেহেরু

Set by- Manas Adhikary



মতিলাল নেহেরু প্রথম পর্ব। Motilal Nehru – I.

মতিলাল নেহেরু, মতিলাল নেহেরুর জীবনী, নেহেরু রিপোর্ট, ভারতের প্রথম সংবিধান, Motilal Nehru, Biography of Motilal Nehru, Motilal Nehru Biography, Motilal Nehru Report, Motilal Nehru History, Who was Motilal Nehru, Motilal Nehru Father Name, Motilal Nehru UPSC, Motilal Nehru Marg, Motilal Nehru Death, Motilal Nehru Father, Birth of mMtilal Nehru, Motilal Nehru Birthday.

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো মতিলাল নেহেরু। এই পর্বে থাকছে  মতিলাল নেহেরু  সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

মতিলাল নেহেরু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Motilal Nehru MCQ.

 

মতিলাল নেহেরু হলেন একজন রাজনীতিবিদ এবং পেশায় আইনজীবি। 1861 সালের 6 মে এলাহবাদে এক কাশ্মিরী ব্রাহ্মন পরিবারে মতিলাল নেহেরু জনাগ্রহন করেন। তাঁর পিতা ছিলেন দিল্লীতে কর্মরত এক পুলিশ অফিসার। মতিলাল নেহেরুর প্রাথমিক শিক্ষা হয় বাড়ীতে। এরপর তিনি কানপুর উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন এবং এলাহবাদের মুইর সেন্ট্রাল কলেজে থেকে ম্যাট্রিকুলেশান পাশ করেন। ডিগ্রী সম্পূর্ন না করলেও তিনি আইনজীবি হিসাবে পরীক্ষায় পাশ করেন এবং 1886 সালে এলাহবাদের হাইকোর্টে ওকালতির অনুশীলন শুরু করেন। নেহেরুর প্রথম পক্ষের বিবাহ বেশীদিন স্থায়ী হয়নি। প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানকে হারানোর পর তিনি পুনরায় বিবাহ করেন এবং জওহরলাল নেহেরু, বিজয়া লক্ষ্মী পন্ডিত ও কৃষা হুথিসিং ছিলেন তাঁর দ্বিতীয় পক্ষের সন্তান। নেহেরু ছিলেন একজন দৃঢ় ইচ্ছাসম্পন্ন। রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী যিনি ইংরেজ ভদ্রলোকের মতো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন।

জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বে মতিলাল নেহেরু ও তাঁর পুত্র জওহরলাল নেহেরুর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাৎপর্যপূর্ণ। মতিলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী 1920 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতা হিসাবেও ঘনিষ্ঠ মিত্র ছিলেন। গান্ধী জর প্রভাবে মতিলাল নেহেরু তাঁর ওকালতির অনুশীলন ত্যাগ করেন এবং নিজেকে সম্পূর্নরূপে জাতীয়তাবাদী উদ্দেশ্যে নিবেদিত করেন। গান্ধীজি এবং নেহেরু উভয়ই উভয়ের সাথে পরামর্শ না করে কোন গুরুপূর্ন সিদ্ধান্ত নিতে ইতস্তত করতেন। 1921 সালে মতিলাল নেহেরু তাঁর পুত্রের সাথে একসাথে গ্রেপ্তার হন। চিত্তরঞ্জন দাসের সাথে মতিলাল নেহেরু 1922 সালে স্বরাজ পার্টি গঠন করেন। তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ও সম্পাদক হিসাবে একাধিকবার দায়িত্ব পালন করেন। তাঁর পুত্র জওহরলাল এবং নাতনী ইন্দিরা গান্ধী তাঁর নির্দেশনায় রাজনীতিতে অভিজ্ঞ হয়ে ওঠেন। 1931 সালের 6 ফেব্রুয়ারি তিনি মারা যান।

 

 

 

১) ভারতীয়দের মধ্যে কোন কোন ভারতীয় স্যান্ডহার্স্ট কমিটির (সেনাবাহিনীর ভারতীয়করণের জন্য গঠিত) সদস্য ছিলেন?

- মোহাম্মদ আলী জিন্নাহ, রামচন্দ্র রাও, মতিলাল নেহেরু

২) 1906 থেকে 1916 সালের রাজনীতিকে কে ‘ধর্মীয় জাতীয়তাবাদ বলে অভিহিত করেছেন?

- মতিলাল নেহেরু

৩) মতিলাল নেহরু, গৌরীশঙ্কর মিশ্র, ইন্দ্রনারায়ণ দ্বিবেদী এবং মদনমোহন মালব্যের প্রচেষ্টায় কবে 'উত্তরপ্রদেশ কিষাণ সভা' গঠিত হয়েছিল?

- ফেব্রুয়ারি 1918 

৪) 1919 সালের অমৃতসর অধিবেশনে, খিলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সময়ে কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

- মতিলাল নেহেরু  

৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরু এবং মুসলিম লীগের সভাপতি হাকিম আজমল খান যৌথভাবে মিছিলের নেতৃত্ব দেন?

- অমৃতসর অধিবেশন 1919

৬) কে ভারতের স্ব-শাসনের দাবিতে সংবাদপত্র ইন্ডিপেনডেন্ট শুরু করেছিলেন?

- মতিলাল নেহেরু 

৭) মতিলাল নেহেরু কোন ভাষায় ইন্ডিপেনডেন্ট নামক সংবাদপত্রটি প্রকাশ করতেন?

- ইংরেজি

৮) 1920 সালে কলকাতার বিশেষ অধিবেশনে কে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রস্তাবকে সমর্থন করেছিলেন?

- মতিলাল নেহেরু (কলকাতার  কংগ্রেস অধিবেশনে অসহযোগ প্রস্তাবের বিরোধিতা করেন - চিত্তরঞ্জন দাস )

৯) মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় কে তার আইন প্র্যাকটিস ত্যাগ করেছিলেন?

- চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু

১০) মতিলাল নেহরু কবে গ্রেফতার হন?

-   1921 সালে

১১) মতিলাল নেহেরু এবং মদন মোহন মালব কবে ‘ইন্ডিপেনডেন্ট পার্টি গঠন করেন?

- 1922   (16ই ডিসেম্বর)

১২) জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গী একই ছিল?

- চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু

১৩) স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন?

- চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু  

১৪) .কংগ্রেসের কোন অধিবেশনে, কংগ্রেস থেকে পদত্যাগ করার পর চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু 1923 সালের জানুয়ারিতে এলাহাবাদে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন?

- গয়া অধিবেশন 

১৫) চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কোন সালে ‘কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন যা পরে ‘স্বরাজ পার্টি নামে বিখ্যাত হয়ে ওঠে?

- জানুয়ারী 1923

১৬) মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস কবে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন?

- মার্চ 1923

১৭) 1923 সালে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কোথায় স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

- এলাহাবাদ

১৮) 1923 খ্রিস্টাব্দে গঠিত স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন?

- মতিলাল নেহেরু

(স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন - সি. আর. দাস )

১৯) কেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস কংগ্রেসে স্বরাজ পার্টি নামে একটি পৃথক দল গঠন করেছিলেন?

- কংগ্রেস স্বরাজ অর্জনের গতিতে  সন্তুষ্ট ছিল না 

২০) 1924 সালে, কে  ব্রিটিশ সরকারের কাছে ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠনের দাবি করেছিল?

- মতিলাল নেহেরু

মতিলাল নেহেরু হলেন একজন রাজনীতিবিদ এবং পেশায় আইনজীবি। 1861 সালের 6 মে এলাহবাদে এক কাশ্মিরী ব্রাহ্মন পরিবারে মতিলাল নেহেরু জনাগ্রহন করেন। তাঁর পিতা ছিলেন দিল্লীতে কর্মরত এক পুলিশ অফিসার। মতিলাল নেহেরুর প্রাথমিক শিক্ষা হয় বাড়ীতে। এরপর তিনি কানপুর উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন এবং এলাহবাদের মুইর সেন্ট্রাল কলেজে থেকে ম্যাট্রিকুলেশান পাশ করেন। ডিগ্রী সম্পূর্ন না করলেও তিনি আইনজীবি হিসাবে পরীক্ষায় পাশ করেন এবং 1886 সালে এলাহবাদের হাইকোর্টে ওকালতির অনুশীলন শুরু করেন। নেহেরুর প্রথম পক্ষের বিবাহ বেশীদিন স্থায়ী হয়নি। প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানকে হারানোর পর তিনি পুনরায় বিবাহ করেন এবং জওহরলাল নেহেরু, বিজয়া লক্ষ্মী পন্ডিত ও কৃষা হুথিসিং ছিলেন তাঁর দ্বিতীয় পক্ষের সন্তান। নেহেরু ছিলেন একজন দৃঢ় ইচ্ছাসম্পন্ন। রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী যিনি ইংরেজ ভদ্রলোকের মতো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন।

জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বে মতিলাল নেহেরু ও তাঁর পুত্র জওহরলাল নেহেরুর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাৎপর্যপূর্ণ। মতিলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী 1920 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতা হিসাবেও ঘনিষ্ঠ মিত্র ছিলেন। গান্ধী জর প্রভাবে মতিলাল নেহেরু তাঁর ওকালতির অনুশীলন ত্যাগ করেন এবং নিজেকে সম্পূর্নরূপে জাতীয়তাবাদী উদ্দেশ্যে নিবেদিত করেন। গান্ধীজি এবং নেহেরু উভয়ই উভয়ের সাথে পরামর্শ না করে কোন গুরুপূর্ন সিদ্ধান্ত নিতে ইতস্তত করতেন। 1921 সালে মতিলাল নেহেরু তাঁর পুত্রের সাথে একসাথে গ্রেপ্তার হন। চিত্তরঞ্জন দাসের সাথে মতিলাল নেহেরু 1922 সালে স্বরাজ পার্টি গঠন করেন। তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ও সম্পাদক হিসাবে একাধিকবার দায়িত্ব পালন করেন। তাঁর পুত্র জওহরলাল এবং নাতনী ইন্দিরা গান্ধী তাঁর নির্দেশনায় রাজনীতিতে অভিজ্ঞ হয়ে ওঠেন। 1931 সালের 6 ফেব্রুয়ারি তিনি মারা যান।

 

 

 

১) ভারতীয়দের মধ্যে কোন কোন ভারতীয় স্যান্ডহার্স্ট কমিটির (সেনাবাহিনীর ভারতীয়করণের জন্য গঠিত) সদস্য ছিলেন?

- মোহাম্মদ আলী জিন্নাহ, রামচন্দ্র রাও, মতিলাল নেহেরু

২) 1906 থেকে 1916 সালের রাজনীতিকে কে ‘ধর্মীয় জাতীয়তাবাদ বলে অভিহিত করেছেন?

- মতিলাল নেহেরু

৩) মতিলাল নেহরু, গৌরীশঙ্কর মিশ্র, ইন্দ্রনারায়ণ দ্বিবেদী এবং মদনমোহন মালব্যের প্রচেষ্টায় কবে 'উত্তরপ্রদেশ কিষাণ সভা' গঠিত হয়েছিল?

- ফেব্রুয়ারি 1918 

৪) 1919 সালের অমৃতসর অধিবেশনে, খিলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সময়ে কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

- মতিলাল নেহেরু  

৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরু এবং মুসলিম লীগের সভাপতি হাকিম আজমল খান যৌথভাবে মিছিলের নেতৃত্ব দেন?

- অমৃতসর অধিবেশন 1919

৬) কে ভারতের স্ব-শাসনের দাবিতে সংবাদপত্র ইন্ডিপেনডেন্ট শুরু করেছিলেন?

- মতিলাল নেহেরু 

৭) মতিলাল নেহেরু কোন ভাষায় ইন্ডিপেনডেন্ট নামক সংবাদপত্রটি প্রকাশ করতেন?

- ইংরেজি

৮) 1920 সালে কলকাতার বিশেষ অধিবেশনে কে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রস্তাবকে সমর্থন করেছিলেন?

- মতিলাল নেহেরু (কলকাতার  কংগ্রেস অধিবেশনে অসহযোগ প্রস্তাবের বিরোধিতা করেন - চিত্তরঞ্জন দাস )

৯) মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় কে তার আইন প্র্যাকটিস ত্যাগ করেছিলেন?

- চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু

১০) মতিলাল নেহরু কবে গ্রেফতার হন?

-   1921 সালে

১১) মতিলাল নেহেরু এবং মদন মোহন মালব কবে ‘ইন্ডিপেনডেন্ট পার্টি গঠন করেন?

- 1922   (16ই ডিসেম্বর)

১২) জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গী একই ছিল?

- চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু

১৩) স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন?

- চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু  

১৪) .কংগ্রেসের কোন অধিবেশনে, কংগ্রেস থেকে পদত্যাগ করার পর চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু 1923 সালের জানুয়ারিতে এলাহাবাদে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন?

- গয়া অধিবেশন 

১৫) চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কোন সালে ‘কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন যা পরে ‘স্বরাজ পার্টি নামে বিখ্যাত হয়ে ওঠে?

- জানুয়ারী 1923

১৬) মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস কবে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন?

- মার্চ 1923

১৭) 1923 সালে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কোথায় স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

- এলাহাবাদ

১৮) 1923 খ্রিস্টাব্দে গঠিত স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন?

- মতিলাল নেহেরু

(স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন - সি. আর. দাস )

১৯) কেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস কংগ্রেসে স্বরাজ পার্টি নামে একটি পৃথক দল গঠন করেছিলেন?

- কংগ্রেস স্বরাজ অর্জনের গতিতে  সন্তুষ্ট ছিল না 

২০) 1924 সালে, কে  ব্রিটিশ সরকারের কাছে ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠনের দাবি করেছিল?

- মতিলাল নেহেরু

 

 

মতিলাল নেহেরু দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

মতিলাল নেহেরু, মতিলাল নেহেরুর জীবনী, নেহেরু রিপোর্ট, ভারতের প্রথম সংবিধান, Motilal Nehru, Biography of Motilal Nehru, Motilal Nehru Biography, Motilal Nehru Report, Motilal Nehru History, Who was Motilal Nehru, Motilal Nehru Father Name, Motilal Nehru UPSC, Motilal Nehru Marg, Motilal Nehru Death, Motilal Nehru Father, Birth of mMtilal Nehru, Motilal Nehru Birthday.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad