Type Here to Get Search Results !

ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় পর্ব [Quit India Andolan]

 ভারত ছাড়ো আন্দোলন
Set by- Manas Adhikary 

ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় পর্ব। Quit India Movement– II.

ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন,  ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.  
নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো ভারত ছাড়ো আন্দোলন। এই পর্বে থাকছে  ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  

ভারত ছাড়ো আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Quit India Movement MCQ.


১) ভারত ছাড়ো আন্দোলনের সাম্ভাব্য কারন কী?

- জাপানের সাম্ভাব্য ভারত আক্রমন ও ক্রিপস মিশনের ব্যর্থতা

২) কোনটির প্রতিক্রিয়ায় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়?

- ক্রিপ্স প্রস্তাব 

৩) জাতীয় কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি কবে ভারত ছাড়ো প্রস্তাব অনুমোদন করে?

- 1942 সালের 14 জুলাই

৪) কবে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারতছাড়ো আন্দোলনের প্রস্তাবটি গৃহীত হয়?

 - বোম্বের বিশেষ অধিবেশনে। 1942 সালের 8 আগষ্ট

৫) জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে ভারতছাড়ো আন্দোলনএর প্রস্তাব গৃহীত ও পাশ হয়, সেই অধিবেশনের সভাপতিত্ব করেন কে?

- মৌলানা আবুল কালাম আজাদ  (জওহরলাল নেহেরু ভারতছাড়ো আন্দোলনএর প্রস্তাব করেছিলেন এবং সেটি গ্রহন বা সমর্থন করেন সর্দ্দার বল্লভ ভাই প্যাটেল)

৬) কংগ্রেস ওয়াকিং কমিটি কোন স্থানে সর্বপ্রথম ভারত ছাড়ে, আন্দোলনের প্রস্তাব গ্রহন করেন?

- ওয়ার্ধাতে

৭) ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?

-  মৌলানা আবুল কালাম আজাদ

৮) 6 জুলাই 1942 সালে, ওয়ার্ধায়, মহাত্মা গান্ধী কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তার ভারত ছাড়ো আন্দোলন নিয়ে আলোচনা করেছিলেন। তখন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

- মৌলানা আবুল কালাম আজাদ

৯) কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাস হয়?

- ওয়ার্ধা 

১০) 14 জুলাই 1942 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কর্তৃক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোথায় পেশ করা হয়েছিল?

- ওয়ার্ধাতে 

১১) ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কে প্রস্তুত করেছিলেন?

- মহাত্মা গান্ধী

(1942 সালের 9 আগস্ট ভারত ছাড় আন্দোলন শুরু হয়। একই সময়ে মহাত্মা গান্ধী 'ডু অর ডাই' স্লোগান দিয়েছিলেন।কংগ্রেস ওয়ার্কিং কমিটি  8 আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব অনুমোদন করে।)

১২) কোন প্রত্রিকায় প্রথম ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বলা হয়েছিল?

- হরিজন

১৩) হরিজন পত্রিকায় ভারত ছাড়ো আন্দোলনের সময় গৃহীত পদক্ষেপের রূপরেখা কে তৈরি করেছিলেন?

- মাসরুওয়ালা

১৪) ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কবে পেশ করা হয়?

 - 14 জুলাই 1942 ওয়ার্ধায়

১৫) 1942 সালের 7 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কে প্রস্তুত করেছিলেন?

- জওহরলাল নেহেরু

১৬) ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কবে গৃহীত হয়?

 - 8 আগস্ট 1942 মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক গ্রাউন্ডে

১৭) কে 8 আগস্টে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন?

- জওহর লাল নেহরু

১৮) কে ব্রিটিশ ভারত ছাড়ো প্রস্তাবটি সমর্থন করেছিলেন?

- বল্লভভাই প্যাটেল (ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম সমর্থন করেন পুরুষোত্তম দাস ট্যান্ডন)

১৯) মুম্বাইয়ের কোন মাঠে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাস হয়েছিল?

- গোয়ালিয়র ট্যাঙ্ক

২০) ভারতছাড়ো আন্দোলন শুরু কবে থেকে?

- 1942 সালের 9 আগষ্ট

২১) ভারত ছাড়ো আন্দোলন কয়টি ধাপে সম্পন্ন হয়েছিল?

- 6 

২২) ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কি কি ছিল?

- ক) অবিলম্বে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে হবে।

খ) ব্রিটিশদের শাসন প্রত্যাহারের পর কিছু সময়ের জন্য একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হবে।

গ) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনকে সমর্থন করেছিল।

ঘ) স্বাধীন ভারত নিজেকে সমস্ত ধরণের ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তি থেকে মুক্ত করবে

২৩) ভারতছাড়ো আন্দোলনের অপরনামগুলি কী কী?

- ওয়ার্ধা আন্দোলন, Leaderless revolt, আগষ্ট বিদ্রোহ বা বিয়াল্লিশের বিদ্রোহ

২৪) কোন আন্দোলনটি ভারত আগস্ট আন্দোলন নামেও পরিচিত ছিল?

- ভারত ছাড়ো আন্দোলন

২৫) গান্ধিজীর কোন আন্দোলনকে বলা হয় ‘Spontaneous Revolution’?

-  ভারত ছাড়ো আন্দোলন

২৬) গান্ধীজীর কোন আন্দোলনটি ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন?

- ভারত ছাড়ো আন্দোলন

২৭) গান্ধীজীর কোন আন্দোলন কখনো স্থগিত করা হয়নি?

- ভারত ছাড়ো আন্দোলন

২৮)  গান্ধীজি কাকে ‘আগস্ট সংকল্প’ বলে অভিহিত করেছেন?

- ভারত ছাড়ো আন্দোলন 

২৯) ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন?

 -লর্ড লিনলিথগো

৩০) ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

- উইনস্টন চার্চিল

(ভারত ছাড়ো আন্দোলনের সময় উইনস্টন চার্চিল

1857 সালের বিপ্লবের সময় পামস্টন

ভারতের স্বাধীনতার সময় ক্লেমেন্ট অ্যাটলি ম্যাথিউস

চেমসফোর্ড সংস্কারের সময় লয়েড জর্জ)

৩১) ভারত ছাড়ো আন্দোলনের সময় সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন?

 - লিও আমেরি

৩২) ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের সচিব কে ছিলেন?

- লর্ড পেথিক লরেন্স

(লয়েড পেথিক লরেন্স 1945 থেকে এপ্রিল 1947 পর্যন্ত ভারতের সেক্রেটারি অফ স্টেট এবং লিস্টওয়েল 1947 সালের এপ্রিল থেকে 14 আগস্ট 1947 পর্যন্ত ভারতের সেক্রেটারি অফ স্টেট ছিলেন।)

৩৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ রাজা কে ছিলেন?

 - জর্জ ষষ্ঠ

৩৪) ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?

- লর্ড ওয়েভেল

(ওয়েভেল 1942 সালে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ছিলেন, তারপরে তিনি ভারতের ভাইসরয় হন।)

৩৫) ভারত ছাড়ো আন্দোলনের সময় বঙ্গ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

- শ্যামপ্রসাদ মুখ্যার্জি

৩৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালের 9 আগস্ট মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক গ্রাউন্ডে কে পতাকা উত্তোলন করেছিলেন?

- অরুনা আসাফ আলী 

৩৭) ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন কে? 

- মহাত্মা গান্ধী

৩৮) ভারত ছাড়ো আন্দোলনের সময় জনসাধারণের উদ্দেশ্যে গান্ধীজী যে নির্দেশনা দিয়েছিলেন সেগুলি কি?

- ক) সৈনিকদের সেনাবাহিনী ছেড়ে না যাওয়ার জন্য বলেছে কিন্তু আপনার লোকদের (ভারতীয়দের) উপর গুলি করতে নিষেধ করেন

খ)  শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ  এবং পড়াশোনা ছেড়ে দিতে বলেছেন

গ) রাজাকে তার প্রজাদের সার্বভৌমত্ব মেনে নিতে হবে।

ঘ)  সরকারি কর্মচারীদের পদত্যাগ না করে কংগ্রেসের প্রতি আনুগত্য ঘোষণা করা

ঙ) রাজ্যের জনগণকে বলেছেন যে আপনার শাসক যদি সরকারপন্থী হন তবে তাকে সমর্থন করবেন না

চ) ব্রিটিশরাজকে জনগণের সার্বভৌমত্ব মেনে নিতে বলেছেন 

৩৯) কোন আন্দোলনের সময় গান্ধীজি তার জীবনের দীর্ঘতম ভাষণ দিয়েছিলেন?

- ভারত ছাড়ো আন্দোলন

(1942 সালের 8 আগস্ট 70 মিনিট)

৪০) Do or Die কথাটি কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত?

- ভারত ছাড়ো আন্দোলন

৪১) আইন অমান্য আন্দোলনে 'ডু অর ডাই' স্লোগান কে দিয়েছিলেন?

-  মহাত্মা গান্ধী

(8 আগস্ট, 1942-এ বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক গ্রাউন্ডে তার ভারত ছাড়ো ভাষণে, গান্ধী জনগণকে  'ডু অর ডাই' এর  আহ্বান জানান।)

৪২) গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান কিসের জন্য বিখ্যাত? 

- মুম্বাই এর এই ময়দান গান্ধিজী সর্বপ্রথম ভারত ছাড়ো আন্দোলনের সময় তাঁর বিখ্যাত স্লোগান ‘Do or Die’ উচ্চারন করেন।

৪৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গান্ধীজিকে 'ওল্ড রাস্কেল' বলে অভিহিত করেছেন?

- চার্চিল

৪৪) ভারত ছাড়ো আন্দোলনের নেতাদের গ্রেফতার করার জন্য ব্রিটিশ সরকার কোন অভিযান চালায়?

- অপারেশন জিরো আওয়ার 

৪৫) অপারেশন রুবিকন ছিল একটি ধর্মদ্রোহী পরামর্শ। কোনটির সময়ে এটিকে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ব্যবহার করেছিল?

- ভারত ছাড়ো আন্দোলনের সময় 

৪৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় কবে মহাত্মা গান্ধী গ্রেপ্তার হয়?

 - 1942 সালের 9 আগষ্ট (মিটিং শেষ হওয়ার পরেপরেই)

৪৭) ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার পরপরই, সরকার গান্ধীজিকে গ্রেফতার করে এবং তাকে কোথায় রেখেছিল?

- আগা খান প্যালেসে 

৪৮) ভারত ছাড়ো আন্দোলনের সময় সরোজিনী নাইডুকে গ্রেপ্তার করে কোন জেলে রাখা হয়েছিল?

-  আগা খান প্রাসাদে

৪৯) ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহরু, সীতারামাইয়া ও কৃপালানিকে গ্রেপ্তার করে কোন জেলে রাখা হয়?

- আহমেদনগর জেল

৫০) 9 আগস্ট 1942-এ গ্রেপ্তারের পর জওহরলাল নেহরুকে অন্যান্য কংগ্রেস নেতাদের সাথে আহমেদনগর দুর্গ এ বন্দি করে রাখা হয়েছিল। এই জেলে বন্দি থাকাকালীন জওহরলাল নেহেরু একটি পুস্তক রচনা করেছিলেন। তাঁর নাম কি?

- ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ বা ‘ভারত – এক খোঁজ’

( 1944 সালে লেখা বইটি 1946 সালে প্রকাশিত হয়েছিল। বইটির কিছু উপাদান আহমেদনগর কারাগারে নেহেরুর সহকর্মীদের থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছিল।  নেহরু তাঁর বইটিতে এই সহকর্মীদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ, গোবিন্দ বল্লভ পন্থ, নরেন্দ্র দেব, এবং আসফ আলী এর বিশেষভাবে উল্লেখ করেছেন। 1988 সালে রাষ্ট্রীয় দূরদর্শন চ্যানেলে প্রথম প্রচারিত ও শ্যাম বেনেগাল পরিচালিত 53-পর্বের, ভারত এক খোঁজ (1988) নামক ভারতীয় টেলিভিশন। সিরিজটি এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল।) 

 


ভারত ছাড়ো আন্দোলন প্রথম পর্ব (সংক্ষিপ্ত আলোচনা)>>>>
ভারত ছাড়ো আন্দোলন তৃতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন,  ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad