ভারত ছাড়ো আন্দোলন
Set by- Manas Adhikary
ভারত ছাড়ো আন্দোলন তৃতীয় পর্ব। Quit India Movement– III.
ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারত ছাড়ো আন্দোলন। এই পর্বে থাকছে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ভারত ছাড়ো আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Quit India Movement MCQ.
৫১) 1942 সালের আন্দোলনের সময় ডঃ রাজেন্দ্র প্রসাদ কোন কারাগারে বন্দী রাখা হয়েছিল?
- পাটনা (বাঁকিপুর) জেলে
(ডঃ রাজেন্দ্র প্রসাদকে 1942 সালের 9 আগস্ট গ্রেফতার করা হয়। আগা খান প্রাসাদে মহাত্মা গান্ধী ও সরোজিনী নাইডু এবং আহমেদনগর দুর্গে জওহরলাল নেহেরু।)
৫২) কোন নেতা ভারত ছাড়ো আন্দোলনের সময় গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় কারাগারের দেয়ালে উঠে পালিয়ে গিয়ে গুপ্ত কার্যক্রমে সক্রিয় হয়েছিলেন?
- জে.পি. নারায়ণ (1942 সালের 9 নভেম্বর।)
৫৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় জয়প্রকাশ নারায়ণকে কোন কারাগারে রাখা হয়েছিল?
- কেন্দ্রীয় কারাগার হাজারীবাগ
৫৪) ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজিকে গ্রেপ্তার করার পর, কংগ্রেসের কোন সমাজতান্ত্রিক সদস্য গোপনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?
- জয়প্রকাশ নারায়ণ
৫৫) ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আসাফ আলীকে কোন জেলে বন্দী করে রাখা হয়?
- তিহার জেলে
৫৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজির মুক্তির দাবিতে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদ থেকে কে পদত্যাগ করেছিলেন?
- H.P. মোদি, M.S. গনি, N.আর.সরকার,
(1942 সালের 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। পরদিন 9 আগস্ট সকালে অপারেশন জিরো আওয়ারে গান্ধীজিসহ অনেক নেতাকে গ্রেফতার করা হয়।)
৫৭) ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে অপারেশন জিরো আওয়ারের অধীনে সমস্ত বিশিষ্ট কংগ্রেস নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিহারের কোন অ্যাডভোকেট জেনারেল তার পদ থেকে পদত্যাগ করেছিলেন?
- বলদেব সহায়
৫৮) ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কোন মন্ত্রী পদত্যাগ করেন?
- শ্যামাপ্রসাদ মুখার্জী (অর্থমন্ত্রী ছিলেন)
৫৯) কংগ্রেসের প্রধান নেতাদের গ্রেফতারের পর কোন দল ভারত ছাড়ো আন্দোলনকে প্রয়োজনীয় গতি প্রদান করেছিল?
- কংগ্রেস সমাজতান্ত্রিক দল
৬০) ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- কেউ দেয় নি
(এজন্য একে নেতৃত্ববিহীন আন্দোলনও বলা হয়।)
৬১) কোন কোন দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি?
- পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, র্যাডিক্যাল পার্টি
৬২)
ভারত ছাড়ো আন্দোলনে ইংরেজদেরকে কোন দল সাহায্য করে?
- র্যাডিক্যাল পার্টি
৬৩) ভারত ছাড়ো আন্দোলনে মুসলিম লীগের প্রতিক্রিয়া কী ছিল?
- বিরোধিতা করেছিল
৬৪) ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেছিল কোন দল?
- ফরওয়ার্ড ব্লক
৬৫) বামপন্থীরা ভারত ছাড়ো আন্দোলনকে কি অভিহিত করেছিলেন?
- গনবিপ্লব
৬৬) কোন জাতীয় নেতা ভারত ছাড়ো আন্দোলন সমর্থন করেননি?
- ভীমরাও আম্বেদকর, চক্রবর্তি রাজগোপাল চারী
৬৭) আম্বেদকর এবং অ্যান্টনির নেতৃত্বে কোন সংগঠন ‘ভারত ছাড়ো আন্দোলন’ এর বিরোধিতা করেছিল ?
- অ্যাংলো ইন্ডিয়া সমাজ
৬৮) কোন সংগঠন হিন্দুদের ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করতে নিষেধ করেছিল?
- বীর সাভারকরের হিন্দু মহাসভা
৬৯) ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী জেলে কতদিন অনশন করবেন বলে ঘোষনা করেন?
- 21
৭০) ভারত ছাড়ো আন্দোলনের সময় আগা খান প্রাসাদের কারাগারে মহাত্মা গান্ধীর একুশ দিনের অনশন সম্পর্কে কে বলেছিলেন – ‘মহাত্মার মৃত্যু ভারতীয় রাজনীতিতে সত্যিকারের অবদান হয়ে উঠবে’?
- হোমি মোদি
৭১) ভারত ছাড়ো আন্দোলনের সময় 21 দিনের অনশনের সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হলে মহাত্মা গান্ধীর মুক্তির দাবিতে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন ?
- এম এস গনি, NR সরকার, এইচ পি মোদী
৭২) ভারত ছাড়ো আন্দোলনের প্রথম বৈপ্লবিক ঘটনা কোথায় ঘটেছিল?
- যোধপুর
৭৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় কোনটিকে অপরাধীদের জেলা বলে ঘোষণা করা হয়েছিল?
- সরণ
৭৪) ভারত ছাড়ো আন্দোলনের সময়, জগৎ লাল চৌধুরী কোথায় জনগণকে থানা পুড়িয়ে দিতে এবং ইন্সপেক্টরকে বস্তায় বন্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন?
- সরন
৭৫) ভারত ছাড়ো আন্দোলন কোন কোন প্রদেশে জঙ্গি আকার ধারন করে?
- উত্তরপ্রদেশ ও বিহারে
৭৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় বার্তাবাহক হিসেবে কারা সহযোগিতা করেছিলেন?
- ছাত্র
৭৭) ভারত ছাড়ো আন্দোলনের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর আসামে আন্দোলনের নেতৃত্ব কে দেন?
- জ্যোতি প্রসাদ আগরওয়াল
৭৮) গান্ধিজী গ্রেপ্তার হওয়ার পর কে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন?
- জয়প্রকাশ নারায়ন এবং জয়প্রকাশ নারায়ন গ্রেপ্তার হওয়ার পর অরুনা আসফ আলি
৭৯) বোম্বেতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- অরুনা আসাফ আলি
৮০) ভারত ছাড়ো আন্দোলনে আসামে নেতৃত্ব দেন কে?
- কনকলতা বড়ুয়া
৮১) পাঞ্জাবে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- ভোগেশ্বরী ফুকোননী নামক এক গৃহবধু
৮২) বালিয়াতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- ছিটু পান্ডে
৮৩) মহারাষ্ট্রে ভারত ছাড়ো আন্দোলনএর নেতৃত্ব কে দেন?
- নানা পাতিল
৮৪) মনিপুরে ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী কে ছিলেন?
- রানী গিদালু
৮৫) সিহোরা তহসিল থেকে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- পণ্ডিত মহারাজদিন মিশ্র
৮৬) মহারাষ্ট্রে ভারতছাড়ো আন্দোলনের কে নেতৃত্ব দেন?
- নানা পাতিল
৮৭)মনিপুর ভারতছাড়ো আন্দোলনের কে নেতৃত্ব দেন
- রানীগিদালু
৮৮) বালিয়াতে ভারতছাড়ো আন্দোলনের কে নেতৃত্ব দেন?
- ছিট্টুপান্ডে
৮৯) পাঞ্জাবে ভারতছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন কে?
- ভোগেশ্বরী ফুকননি
৯০) ভারত ছাড়ো আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম করো?
- শান্তাবাঈ ভালেরাও
৯১) ভারত ছাড়ো আন্দোলনের সময় নাগরিক অবাধ্যতার সর্বাত্মক প্রচারের জন্য গান্ধীর প্রস্তাবের সবচেয়ে উত্সাহী সমর্থক কে ছিলেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
৯২) কবে জয়প্রকাশ নারায়ণ জাতীয় পর্যায়ের নেতার স্বীকৃতি পান?
- ভারত ছাড়ো আন্দোলন
৯৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে সর্বভারতীয় আজাদ দাস্তা গঠন করেছিলেন?
- জয়প্রকাশ নারায়ণ
(নেপালের তরাইয়ের বাকরি দ্বীপে)
৯৪) বিহারের আজাদ দাস্তা কোন আন্দোলনের সময় সক্রিয় ছিলেন?
- ভারত ছাড়ো আন্দোলন
(আজাদ দাস্তার মূল উদ্দেশ্য ছিল সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে সরকারকে যুদ্ধ অভিযানে বাধা দেওয়া।)
৯৫) 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত ধ্রুব দলের কমান্ডার কে ছিলেন?
- জয়প্রকাশ নারায়ণ
৯৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন নেতা সরকারের দ্বারা সংঘটিত বাড়াবাড়িকে 'সিংহের মতো হিংসা' বলে অভিহিত করেছিলেন?
- জয়প্রকাশ নারায়ণ
৯৭) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠন করেছিলেন?
- জয়প্রকাশ নারায়ণ
(তিনি আজাদ দাস্তা গঠন করে গণবিপ্লবের কর্মসূচি সম্পন্ন করার চেষ্টাও করেছিলেন।)
৯৮) 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে কোন স্বাধীনতা সংগ্রামীর গোপন নাম ছিল ‘কুসুম’?
- অচ্যুত পটবর্ধন
৯৯) অচ্যুত পটবর্ধনকে গ্রেফতারের হাত থেকে বাঁচাতে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে প্রতিদিন একটি নতুন গাড়ির ব্যবস্থা করেছিল?
- সুমিত মোরারজি
(সুমিত মোরারজি পরে দেশের শীর্ষস্থানীয় মহিলা শিল্পপতি হয়ে ওঠেন।)
১০০) ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন স্থানকে ভারতের স্তালিনগ্রাদ বলা হত?
- আহমেদাবাদ
ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় পর্ব ( অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>
ভারত ছাড়ো আন্দোলন চতুর্থ পর্ব ( অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.