Type Here to Get Search Results !

ভারত ছাড়ো আন্দোলন সপ্তম পর্ব [Auguast Biplob]

 

ভারত ছাড়ো আন্দোলন

Set by- Manas Adhikary



ভারত ছাড়ো আন্দোলন সপ্তম পর্ব। Quit India Movement– VII.

ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন,  ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.  

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো ভারত ছাড়ো আন্দোলন। এই পর্বে থাকছে  ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

ভারত ছাড়ো আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Quit India Movement MCQ.

 

২৪১) ভারত ছাড়ো আন্দোলনে উচ্চ শ্রেণী এবং আমলাতন্ত্র সরকারের প্রতি অনুগত ছিল। ছাত্র, শ্রমিক ও কৃষক ছিল এই আন্দোলনের ভিত্তি।  সক্রিয়ভাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীও এই আন্দোলনে অবদান রেখেছিল।  তাই কে এটিকে ‘ছাত্র কৃষক মধ্যবিত্ত বিদ্রোহ’ বলে অভিহিত করেছিল?

- ডাঃ আম্বা প্রসাদ 

২৪২) কে ভারত ছাড়ো আন্দোলনকে বাস্তিল দুর্গের পতন এবং রাশিয়ার অক্টোবর বিপ্লবের সাথে তুলনা করেছেন?

- ঈশ্বরী প্রসাদ  

২৪৩) ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট বিপ্লব নামে কে অভিহিত করেন?

- ঈশ্বরী প্রসাদ 

২৪৪) ‘আমি দেশের বালুকনা থেকে কংগ্রেসের চেয়েও বড় আন্দোলন গড়ে তুলব’- এই উক্তিটি গান্ধীজি কোন আন্দোলনের সময় বলেছিলেন?

- ভারত ছাড়ো আন্দোলন 

(গান্ধীজিকংগ্রেসকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত না হলে আমি দেশের বালুকনা থেকে কংগ্রেসের চেয়েও বড় আন্দোলন গড়ে তুলব।) 

২৪৫) আমরা হয় ভারতকে মুক্ত করব নয়তো স্বাধীনতার অন্বেষণে মৃত্যুবরণ করব।- এই উক্তিটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?

- ভারত ছাড়ো আন্দোলন 

২৪৬) 1867 সালের আন্দোলনের পর ভারত ছাড়ো আন্দোলনকে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন  বলে অভিহিত করেন?

- লর্ড লিনলিথগো 

২৪৭)  1944 সালে গান্ধীর মুক্তির সময় কে বলেছিলেন যে 'যখন আমরা সারা বিশ্বে জয়ী হচ্ছি, আমরা কীভাবে সেই বৃদ্ধের কাছে হারতে পারি যে দীর্ঘকাল ধরে আমাদের শত্রু ছিল'?

- চার্চিল 

২৪৮) কোন আমেরিকান সাংবাদিক ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীর সাথে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন এবং তিনি  গান্ধীর জীবনীকার নামেও পরিচিত?

- লুই ফিশার 

২৪৯) ভাইসরয় লিনলিথগো কোন দিনে 'বিপ্লবী আন্দোলন' অধ্যাদেশ স্বাক্ষর করেছিলেন যার উদ্দেশ্য ছিল ভারত ছাড়ো আন্দোলন বাতিল করা?

- 12 আগস্ট 1942

২৫০) কংগ্রেসের 'দ্য টুয়েলভ-পয়েন্ট প্রোগ্রাম' পুস্তিকাটিতে প্রধানত শান্তিপূর্ণ ধর্মঘট, জনসভা, লবণ উৎপাদন এবং জমির রাজস্ব পরিশোধ না করার কথা উল্লেখ করা হয়েছে। এটি কোন জাতীয় আন্দোলনের সাথে সম্পর্কিত?

- ভারত ছাড়ো আন্দোলন 

২৫১) কোন আন্দোলনের সময় গান্ধীজি বলেছিলেন যে আমরা হয় ভারতকে স্বাধীন করব নয়তো চেষ্টা করে মরব কিন্তু আমাদের পরাধীনতা অব্যাহত দেখতে বাঁচব না?

- ভারত ছাড়ো আন্দোলন 

২৫২) 1942 সালের বিদ্রোহ তার তাৎক্ষণিক লক্ষ্যে ব্যর্থ হয়। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসকদের ভারত ত্যাগ করতে বাধ্য করে স্বাধীনতা অর্জন করা। কিন্তু সরকার নির্মমভাবে বিদ্রোহকে দমন করে।

1942 সালের হিন্দ ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে উপরের উক্তিটি কে বলেছিলেন?

- ডাঃ আম্বা প্রসাদ 

২৫৩)  ‘আমরা হয় ভারতকে মুক্ত করব না হয় স্বাধীনতার অন্বেষণে মৃত্যুবরণ করব!’ – এই উক্তিটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?

- ভারত ছাড়ো আন্দোলন

২৫৪) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বলেছিলেন যে গান্ধীর ভারতীয় রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত?

- তেজ বাহাদুর সাপ্রু 

২৫৫) মহাত্মা গান্ধী তাঁর কোন প্রবন্ধে প্রথমবার ভারত ছাড়ো আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর প্রকাশ্যে আলোকপাত করতে গিয়ে লেখেন যে, ব্রিটিশরা যদি ভারতকে তার নিজের ভাগ্যের উপর ছেড়ে দেয়, তাহলে হয়তো জাপান, অহিংস ভারতকে আক্রমন করবে না? 

- হরিজন 

২৫৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বলেছিলেন –

‘একটি সম্প্রদায় চুপচাপ তাকিয়ে থাকতে পারে না যখন তার ভাগ্য নির্ধারণ হতে চলেছে’?

- মৌলানা আবুল কালাম আজাদ 

২৫৭) ভারত ছাড়ো আন্দোলনের পরে, মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে সাংবিধানিক অচলাবস্থা দূর   করার জন্য 1944 সালে কে  'ওয়ে আউট' নামে একটি প্যামফলেট জারি করেন?

- সি রাজাগোপালাচারী

২৫৮) ভারত ছাড়ো আন্দোলনকে কে একটি অহিংস গেরিলা যুদ্ধ বলে অভিহিত করেছেন?

- সুভাষ চন্দ্র বোস 

২৫৯) কার সভাপতিত্বে ভারত ছাড় আন্দোলনের তদন্তের জন্য একটি তদন্ত কমিশন নিযুক্ত করা হয়েছিল?

- টি উইকেন্দ

২৬০) ভারত ছাড়ো আন্দোলনকে কে একটি অনন্য আন্দোলন বলে অভিহিত করেছেন?

- সর্দার প্যাটেল

২৬১) ‘আমার পুরানো বন্ধু ক্রিপস এসেছে শয়তানের উকিল হয়ে’ – উক্তিটি কার?

- গান্ধীজি

২৬২) তারাচাঁদ কার সরকারী ইতিহাসবিদ হিসাবে নিযুক্ত হয়েছিলেন?

- ভারত ছাড়ো আন্দোলন

২৬৩) ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কে বলেছিলেন, - ‘শত্রু যখন আমাদের সীমান্তে উপস্থিত তখন আইনশৃঙ্খলা দুর্বল করা পাগলামি’?

- ডঃ ভীমরাও আম্বেদকর 

২৬৪) গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনকে  হিমালয়ের মতো ভুল বলে  কে বর্ণনা করেন?

- মহম্মদ জিন্নাহ

২৬৫) কোন আন্দোলনকে ‘ছাত্র কৃষক মধ্যবিত্ত বিদ্রোহ’ বলা হয়েছে এবং কে বলেছেন?

- ভারত ছাড়ো আন্দোলন, অম্বা প্রসাদ

(নিম্ন মধ্যবিত্তরা এতে সক্রিয়ভাবে অবদান রেখেছিল, তাই ছাত্র, শ্রমিক ও কৃষকরা ছিল এই আন্দোলনের ভিত্তি।)

২৬৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় মুসলিম লীগ 'পাকিস্তান দিবস' কবে পালন করে?

- 23 মার্চ, 1943

(মুসলিম লীগ 16ই আগস্ট, 1946-এ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করে)

২৬৭) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে জনসাধারণকে সতর্ক করে দিয়ে বলেন যে - এবার আমাদের গুলি ও কামানের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে?

- রাজেন্দ্র প্রসাদ

২৬৮) ‘গত তিন বছরে ভারতে ব্রিটিশ রাজের ইতিহাসে এমন বিদ্রোহ আর কখনও হয়নি। মানুষ যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে তাতে আমরা গর্বিত’। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে কে এই কথা বলেছেন?

- সর্দার প্যাটেল

২৬৯) গান্ধীজির জীবনীকার লুই ফিশার কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

- ভারত ছাড়ো আন্দোলন

২৭০) আগস্ট প্রস্তাব কে ঘোষণা করেন?

- লিনলিথগো

২৭১) কে ভারতছাড়ো আন্দোলনকে 'যুবকদের আন্দোলন' বলেছেন?

-  অরুণচন্দ্র ভূঁইয়া

২৭২) ভারতছাড়ো আন্দোলনকে কে মহাবিদ্রোহের সঙ্গে তুলনা করেছেন?

- জওহরলাল নেহেরু

২৭৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালের 9 আগস্ট গান্ধীজিকে কার সাথে গ্রেফতার করে আগা খান প্রাসাদে রাখা হয়েছিল?

- সরোজিনী নাইডু 

২৭৪) 9 আগস্ট, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও, 9 আগস্ট মুক্তিযোদ্ধারা অন্য একটি চাঞ্চল্যকর পদক্ষেপ নিয়েছিল। সেটি কি?  

- কাকোরি গাড়ি লুট (9 আগস্ট 1925)

 

ভারত ছাড়ো আন্দোলন ষষ্ঠ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন,  ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad