ভারত ছাড়ো আন্দোলন
Set by- Manas Adhikary
ভারত ছাড়ো আন্দোলন পঞ্চম পর্ব। Quit India Movement– V
ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারত ছাড়ো আন্দোলন। এই পর্বে থাকছে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ভারত ছাড়ো আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Quit India Movement MCQ.
১৫১) নারায়ণী দেবী ভার্মা কবে উপজাতীয় বালিকা হোস্টেল প্রতিষ্ঠা করেন?
- 1952-53 সালে
১৫২) কস্তুরবা গান্ধী কোথায় মৃত্যুবরণ করেন?
- আগা খান প্রাসাদ
( এখানে গান্ধীজীর স্ত্রী কস্তুরবা গান্ধী এবং গান্ধীজীর ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই উভয়েই ভারত ছাড়ো আন্দোলনের সময় মারা যান।)
১৫৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন মহিলাকে তার 6 মাসের ছেলের সাথে জেলে যেতে হয়েছিল?
- নারায়ণী দেবী
১৫৪) 1942 ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে কাটিহার কে শত শত সাঁওতাল কে ঐক্যবদ্ধ করেন?
- তালেবর সারার
১৫৫) ভারতীয় জাতীয় সেনাবাহিনী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- 1942
১৫৬) কোন আন্দোলনের সময় অনেক জেলায় স্বাধীন সমান্তরাল সরকার ঘোষিত হয়?
-ভারত ছাড়ো আন্দোলন
১৫৭) ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছে?
- বালিয়া, সাতারা
১৫৮) ভারত ছাড়ো আন্দোলনের সময় বালিয়ায় সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই জেলাটি কোথায় অবস্থিত?
- উত্তরপ্রদেশে
১৫৯) কে উত্তরপ্রদেশের বালিয়ায় সমান্তরাল সরকার গঠন করেছিলেন এবং অনেক কংগ্রেস নেতাকে জেল থেকে মুক্তি দিয়েছিলেন?
- চিত্তু পান্ডে (চিট্টু পান্ডে নিজেকে গান্ধীবাদী বলে উল্লেখিত করেছেন।)
১৬০) ভারত ছাড়ো আন্দোলনের সময় সাতারায় সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই জেলাটি কোথায় অবস্থিত?
- মহারাষ্ট্রে
১৬১) 1942 খ্রিস্টাব্দ: ভারত ছাড়ো আন্দোলনের সময়, কোন জায়গায় প্রতি সরকারের নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল?
- সাতারা
১৬২) ভারত ছাড়ো আন্দোলনের সময় সাতারায় কার নেতৃত্বে সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়?
- Y.V চৌহান ও নানা পাতিল
১৬৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় কোরাপুটে কার নেতৃত্বে সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়?
- লক্ষ্মণ নায়ক
১৬৫) ভারত ছাড়ো আন্দোলনের সময় বিহারে কে সমান্তরাল সরকার গঠন করেন?
- জয়প্রকাশ নারায়ণ
১৬৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় গঠিত সমান্তরাল সরকারগুলির মধ্যে কোনটি সবচেয়ে দীর্ঘস্থায়ী সমান্তরাল সরকার ছিল?
- সাতারা সরকার
(1943 থেকে 1945 সালের মাঝামাঝি পর্যন্ত এখানে সরকার বহাল ছিল। যার নেতা ছিলেন Y.V. চৌহান ও নানা পাতিল।)
১৬৭) চিন্টু পান্ডের নেতৃত্বে বালিয়ায় প্রতিষ্ঠিত সমান্তরাল সরকারের স্থায়িত্ব কতদিন ছিল?
- এক সপ্তাহ
১৬৮) ভারত ছাড়ো আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়?
- দিনাজপুরের বালুরঘাটে এবং মেদিনীপুরের তমলুক (তাম্রলিপ্ত সরকার)
১৬৯) ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরের তমলুকে কার নেতৃত্বে সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়?
- সতীশ সামন্ত
১৭০) ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরের তমলুকে সতীশ সামন্তর নেতৃত্বে সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়। এই সমান্তরাল সরকারের নাম কি ছিল?
- তাম্রলিপ্ত জাতীয় সরকার
১৭১) তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র সামন্ত কোন উপাধিতে ভূষিত করা হয়?
- সর্বাধিনায়ক
১৭২) তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র ছিল কোনটি?
- বিপ্লবী
১৭৩) তাম্রলিপ্ত জাতীয় সরকার কার্যকর কাল উল্লেখ করুন?
- 1942 এর ডিসেম্বর-1944 এর আগস্ট
১৭৪) ভারত ছাড়ো আন্দোলনের সময় বিদ্যুৎ বাহিনী ও ভগিনী সেনা এবং রক্তবাহিনী কোথায় গঠিত হয়েছিল?
- তমলুক
১৭৫) মেদিনী পুরে কোন জায়গায় নারী পুরুষ নির্বিশেষে ভারতছাড়ো আন্দোলনের সময় অংশগ্রহন করেছিল?
- পিচবনি
১৭৬) ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় নারীদের লাঠি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল?
- বরিশাল
১৭৭) ভারত ছাড়ো আন্দোলনে মালদায় কোথায় কোথায় প্রভাব পড়েছিল?
- ভালুকা রোড, হরিশ্চন্দ্রপুর
১৭৮) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভগিনীসেনা বাহিনী গড়ে তুলেছিলেন?
- সতীশ চন্দ্র সামন্ত
১৭৯) ভগিনি সেনার নারীরা প্রধানত কোথাকার ছিলেন?
- মেদীনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্তর্গত স্বেচ্ছাসেবী
১৮০) 'সশস্ত্র বিদ্যুৎ বাহিনী' নামক সেনা সংগঠনটি কিসের সাথে সম্পর্কিত ছিল?
- জাতীয় সরকার
(আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এই বাহিনীর সদস্যা মাতঙ্গিনী হাজারা।)
১৮১) ভারত ছাড়ো আন্দোলনের সময় গঠিত কোথাকার জাতীয় সরকারের অন্তর্গত ছিলেন মাতঙ্গিনী হাজরা?
- মেদিনীপুরের (মাতঙ্গিনী হাজরা মেদিনীপুর সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সশস্ত্র বিদ্যুত বাহিনীর সদস্যা ছিলেন।)
১৮২) গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিল?
- মাতঙ্গিনী হাজরা
১৮৩) মাতঙ্গিনী হাজরার নাম কোন আন্দোলনের সাথে যুক্ত?
- ভারত ছাড়ো আন্দোলন
১৮৪) মাতঙ্গিনী হাজরা কোথায় জন্মগ্রহন করেন?
- মেদিনীপুরের তমলুক থানার হোগলা গ্রামে
১৮৫) মাতঙ্গিনী হাজরার বাবা তাঁকে কী নামে ডাকতেন?
- মাতু
১৮৬) মাতঙ্গিনী হাজরার স্বামীর নাম কী?
- ত্রিলোচন হাজরা
১৮৭) কত বছর বয়সে মাতঙ্গিনী হাজরা বিধবা হন?
-18 বছর
১৮৮) মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
- ভারত ছাড়ো
১৮৯) ভারত ছাড়ো আন্দোলন ছাড়া মাতঙ্গিনী হাজরা আর কোন কোন আন্দোলনে যুক্ত ছিলেন?
- লবন সত্যাগ্রহ, চৌকিদারি ট্যাক্স বন্ধ করার আন্দোলন
১৯০) মাতঙ্গিনী হাজরা লবন সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করে কোথায় লবন উৎপাদন করেন?
- আলিনান লবন কেন্দ্রে
১৯১) আলিনান লবন কেন্দ্রে লবন উৎপাদনের জন্য গ্রেপ্তার হলে মাতঙ্গিনী হাজরাকে কী শাস্তি দেওয়া হয়?
- দীর্ঘ পথ হেঁটে যেতে বাধ্য করা হয়।
১৯২) মাতঙ্গিনী হাজরাকে মোট কতবার গ্রেপ্তার করা হয়?
- দুবার
১৯৩) দ্বিতীয়বার গ্রেপ্তার করার পর মাতঙ্গিনী হাজরাকে কী শাস্তি দেওয়া হয়?
- ছয় মাসের কারাদন্ড
১৯৪) মাতঙ্গিনী হাজরাকে কোন জেলে পাঠানো হয়?
- বহরম পুর জেলে
১৯৫) মাতঙ্গিনী হাজরা কার মতাদর্শে বিশ্বাসী ছিলেন?
- মহাত্মা গান্ধী
১৯৬) মাতঙ্গিনী হাজরার ডাকনাম কী ছিল?
- গান্ধীবুড়ি
১৯৭) মাতঙ্গিনী হাজরা কবে মারা যান?
- 1942 সালের 29 সেপ্টেম্বর
১৯৮) মাতঙ্গিনী হাজরা যখন মারা যান তখন তাঁর বয়স কত?
-71 বছর
১৯৯) মাতঙ্গিনী হাজরাকে গুলি করে মারেন কোন পুলিশ অফিসার?
- অনিল ভট্টাচার্য
২০০) মাতঙ্গিনী হাজরা যখন মারা যান তখন তাঁর উচ্চারিত শেষ কথা ছিল কোনটি?
- বন্দেমাতরম
ভারত ছাড়ো আন্দোলন চতুর্থ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>
ভারত ছাড়ো আন্দোলন ষষ্ঠ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন টিকা, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়, ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কেন, ভারত ছাড়ো আন্দোলন বলতে কী বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, Quit India Movement, Quit India Movement 1942, Quit India Movement History, Quit India Movement Class 10 ICSE, Quit India Movement UPSC, Quit India Movement Day, Explain Quit India Movement, 1942 Quit India Movement, Quit India Movement Essay, Mahatma Gandhi Quit India Movement, #Quit India Movement, Indian National Movement.