Type Here to Get Search Results !

রাওলাট সত্যাগ্ৰহ [Rowlatt Satyagraha]

 

রাওলাট সত্যাগ্ৰহ

Set by- Manas Adhikary 





রাউলাট সত্যাগ্ৰহ The Rowlatt Satyagraha.

রাউলাট সত্যাগ্ৰহ, রাওলাট সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ কি, রাওলাট আইন ও রাওলাট সত্যাগ্রহ, Rowlatt Satyagraha, Rowlatt Satyagraha 1919, the Rowlatt Satyagraha, Rowlatt Satyagraha Movement , Rowlatt Satyagrah 1919, Satyagraha, Rowlatt Satyagraha upsc, what is Rowlatt Satyagraha, Rowlatt Satyagraha kya hai, what is the Rowlatt Satyagraha, kya hai the Rowlatt Satyagraha, Satyagraha sabha, the Rowlatt Satyagraha 8 history.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো  রাওলাট সত্যাগ্রহ এই পর্বে থাকছে  রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

রাওলাট সত্যাগ্রহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরRowlatt Satyagraha  MCQ .

 

 

১) কোন বিষয়কে কেন্দ্র করে গান্ধীজি প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলনের উদ্যোগ নেন?

- রাওলাট আইন

২) কোন কমিটির সুপারিশের ভিত্তিতে রাওলাট আইন নির্মিত হয়েছিল ?

-রাজদ্রোহ কমিটির (18 মার্চ 1919 তারিখে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা রাওলাট  আইন পাস হয়। এই আইনে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা বিচারে সাজা দেওয়া যেতে পারে।)

৩) চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের প্রথম সত্যাগ্রহ, কিন্তু সত্যাগ্রহ শব্দটি ভারতে প্রথম কবে ব্যবহৃত হয়েছিল?

- রাওলাট আইনের  প্রতিবাদ 

৪) 1857 সালের পর সবচেয়ে সহিংস ব্রিটিশবিরোধী অভ্যুত্থান কোনটি?

- রাওলাট সত্যাগ্রহ

৫) রাওলাট আইন সত্যাগ্রহ এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

- চেমসফোর্ড 

৬) রাওলাট সত্যাগ্রহ কার দ্বারা পরিচালিত হয়েছিল?

- মহাত্মা গান্ধী 

৭) মহাত্মা গান্ধী কত সালে রাউলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেন?

- 1919

৮) কোন আন্দোলনকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় সংগ্রাম হিসেবে বিবেচনা করা হয়?

- রাওলাট সত্যাগ্রহ 

(1919 সালের এপ্রিলে, সারা দেশে মিছিল বের করা হয় এবং ধর্মঘট হয়। সরকার একটি দমনমূলক পথ অবলম্বন করে। 13 এপ্রিল, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার প্রতিবাদে ঠাকুর তার নাইট উপাধি ফিরিয়ে দেন।)

৯) গান্ধীজীর ভারতের প্রথম জাতীয় সত্যাগ্রহ কি ছিল?

- রাওলাট সত্যাগ্রহ

১০) সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীর প্রথম সাহসী পদক্ষেপ কোনটি ছিল?

- রাউলাট সত্যাগ্রহ 

১১) কোন আন্দোলনের পরে গান্ধীজী অসীম সম্ভাবনাময় সর্বভারতীয় নেতাতে পরিণত হন?

- রাওলাট সত্যাগ্রহ

১২) সর্বভারতীয় নেতৃত্বের পথে রাওলাট সত্যাগ্রহ গান্ধীজিকে প্রতিষ্ঠা দিয়েছিল এটি কার মত?

- জুডিথ ব্রাউন 

১৩) ভারতে গান্ধীজির প্রথম দেশব্যাপী সত্যাগ্রহ কোনটি ছিল?

- রাওলাট সত্যাগ্রহ

১৪) কোন আন্দোলনের সময় থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী নামক একজন নতুন নেতা জাতীয় আন্দোলনের রাশ নিজ হাতে নিয়ে নিয়েছিলেন? 

- রাউলাট সত্যাগ্রহ  

১৫) কোন ঘটনার পর গান্ধীজি একজন প্রকৃত অর্থে জাতীয় নেতা হয়ে ওঠেন?

- রাউলাট সত্যাগ্রহ

১৬) 1919 সালে মহাত্মা গান্ধী ভাইসরয়কে দেশব্যাপী সত্যাগ্রহ শুরু করার জন্য হুমকি দেওয়ার কারণ কী ছিল?

- তিনি চেয়েছিলেন সরকার রাউলাট আইন প্রত্যাহার করুক

১৭) কোন আন্দোলনের সময় গান্ধী INC-থেকে আনুষ্ঠানিক সমর্থন নেননি ?

- রাওলাট সত্যাগ্রহ

১৮) কোন সত্যাগ্রহে গান্ধীজি হোম রুল লিগ ব্যবহার করার চেষ্টা করেছিলেন?

- রাওলাট সত্যাগ্রহে

১৯) রাউলাট আইনের বিরুদ্ধে গান্ধীজীর সত্যাগ্রহের বিরোধিতা করেন কে?

- অ্যানি বেসান্ট, সুরেন্দ্র নাথ ব্যানার্জী, তেজ বাহাদুর সাপ্রু, শ্রী নিবাসন শাস্ত্রী

২০) রাউলাট সত্যাগ্রহকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার জন্য 1919 সালের 24শে ফেব্রুয়ারি গান্ধীজি 'সত্যাগ্রহ সভা' কোথায় গঠন করেছিলেন?

- বোম্বে 

 ২১) রাউলাট আইনের বিরুদ্ধে অহিংস আইন অমান্য আন্দোলনের (রাউলাট সত্যাগ্রহ) জন্য গান্ধীজি  কোন দিনটি নির্ধারণ করেছিলেন?

- 6 এপ্রিল 

২২) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় ধর্মঘট কোনটি?

- রাওলাট  সত্যাগ্রহ  

২৩) রাওলাট সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধী কবে হরতাল শুরু করেন?

- 6 এপ্রিল 

২৪) রাওলাট আইনবিরোধী সত্যাগ্রহ আন্দোলন বা দেশব্যাপী ধর্মঘট 6 ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দের সংগঠিত হলেও এই ধর্মঘটের পূর্ব নির্ধারিত দিনটি ছিল কবে?

- 30 মার্চ 1919 

২৫) রাওলাট সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধী কবে গ্রেফতার হন?

- 9 এপ্রিল

২৬) রাওলাট সত্যাগ্রহ পর্বে গান্ধীজীকে কোন রেলস্টেশনে গ্রেপ্তার করা হয়েছিল

- পালওয়াল

২৭) রাউলাট সতাগ্রহের প্রধান কেন্দ্র কোনটি ছিল?

- বোম্বে 

২৮) রাঁচিতে 1919 সালের রাউলাট আইন-বিরোধী সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে?

- বারেশ্বর সহায় ও গুলাব তিওয়ারি

২৯) রাউলাট সত্যাগ্রহের প্রেক্ষাপটে ইন্দুলাল ইয়াগনিক কোন স্থান থেকে সত্যাগ্রহের অংশগ্রহন করেছিলেন? 

- আহমেদাবাদ

৩০) স্বামী শ্রদ্ধানন্দ, যিনি আর্য সমাজের অন্তর্ভূক্ত ছিলেন, গান্ধীজি রাউলাট সত্যাগ্রহে যোগ দিতে রাজি হন। কোথা থেকে তিনি সাধারণ মানুষের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

- দিল্লি

৩১) রাওলাট আইনের প্রতিবাদে কর না দেওয়ার আন্দোলন শুরু করার পরামর্শ কে দিয়েছিলেন?

- স্বামী শ্রদ্ধানন্দ

৩২) রাওলাট সত্যাগ্রহ কোথায় সবচেয়ে ভয়াবহ রূপ নেয়?

- পাঞ্জাব 

৩৩) কোন আন্দোলনের সময় গান্ধীজি সত্যাগ্রহ সভা গঠন করেন?

- রাওলাট সত্যাগ্রহ 

৩৪) রাওলাট সত্যাগ্রহ সভা কবে প্রতিষ্ঠিত হয়?

- 1919 

৩৫) রাওলাট আইনের প্রতিবাদে গঠিত ‘সত্যগ্রহ সভা-এ কে জড়িত ছিলেন?

- জামনা লাল দাস, দ্বারকা দাস, শঙ্কর লাল বেংকর , ওমর সোমানি, বিজি হারনিমান

৩৬) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন গান্ধীবাদী সত্যাগ্রহের সাথে জড়িত ছিল?

- রাউলাট সত্যাগ্রহ

৩৭) রাওলাট সত্যাগ্রহ আন্দোলনে চরম পরিণতি দেখা যায় কার মাধ্যমে?

- জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের মাধ্যমে 

৩৮) রাওলাট আইনের সময় গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত সত্যাগ্রহ সভা কি গান্ধীজী প্রত্যাহার করেছিলেন?

- গান্ধী সত্যাগ্রহ সভা প্রত্যাহার করেন এবং এটিকে একটি ভয়ানক ভুল বলেও অভিহিত করেন। 

৩৯) গান্ধীজী কবে রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করে নেন?

- 1919 এর 18 ই এপ্রিল 

৪০) গান্ধীজী তার কোন কর্মসূচিকে হিমালয় সদৃশ্য প্রমাদ বলে অভিহিত করেন?

- রাওলাট সত্যাগ্রহ 

৪১) রাওলাট সত্যাগ্রহের 100 তম বার্ষিকী কবে পালিত হয়েছিল?

- এপ্রিল 2019 

 

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

 রাউলাট সত্যাগ্ৰহ, রাওলাট সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ কি, রাওলাট আইন ও রাওলাট সত্যাগ্রহ, Rowlatt Satyagraha, Rowlatt Satyagraha 1919, the Rowlatt Satyagraha, Rowlatt Satyagraha Movement , Rowlatt Satyagrah 1919, Satyagraha, Rowlatt Satyagraha upsc, what is Rowlatt Satyagraha, Rowlatt Satyagraha kya hai, what is the Rowlatt Satyagraha, kya hai the Rowlatt Satyagraha, Satyagraha sabha, the Rowlatt Satyagraha 8 history.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad