Type Here to Get Search Results !

মোপলা বিদ্রোহ [Malabar Rebellion]

 

মোপলা বিদ্রোহ

Set by- Manas Adhikary  



মোপলা বিদ্রোহ Malabar Rebellion.

মোপলা বিদ্রোহ,মোপলা বিদ্রোহ কী?,মোপালা বিদ্রোহ,মোপলা বিদ্রোহের কারণ,মোপলা বিদ্রোহ কী কারণে হয়েছিল?,মোপালা বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল, মোপলা বিদ্রোহ #activityonporasuna #ssc #shorts #india #madhyamik #shortsvideo,মালাবার আন্দোলন, malabar rebellion,malabar rebellion history,moplah rebellion,malabar rebellion upsc,malabar rebellion of 1921,malabar rebellion 1921,history of malabar rebellion,malabar,malabar rebellion and wagon tragedy,1921 malabar rebellion,malabar rebellion in 1921,mappila rebellion,moplah rebellion 1921,moplah rebellion of 1921,malabar rebellion psc,malabar rebellion pdf,ems malabar rebellion,malabar rebellion.,malabar rebellion date.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো  মোপলা বিদ্রোহ এই পর্বে থাকছে  মোপলা বিদ্রোহ সম্পর্কে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

মোপলা বিদ্রোহ  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরMalabar Rebellion MCQ .

 

) মালাবারের মুসলিম কৃষকদের কি বলা হয়?

- মোপালা

) মোপলারা কোথাকার বাসিন্দা  ছিল?

- দক্ষিণ মালাবার 

) প্রথম মোপলা বিদ্রোহ কবে সংঘটিত হয়?

- 1836 (1836 প্রথম 1921 দ্বিতীয় বিদ্রোহ)

) মোপলা বিদ্রোহের কারণ কী ছিল?

- অর্থনৈতিক 

) কোন আন্দোলন কৃষি অসন্তোষ থেকে শুরু হয়েছিল কিন্তু অসহযোগ-খিলাফত আন্দোলন আকস্মিকভাবে স্থগিত করার প্রতিক্রিয়ায় সাম্প্রদায়িক-রাজনৈতিক রূপ ধারণ করে?

- মোপলা আন্দোলন 

) অসহযোগ আন্দোলনের সময় সারাদেশে আন্দোলন হয়। এর মধ্যে মোপলা বিদ্রোহও ছিল একটি বড় বিদ্রোহ। মোপলা বিদ্রোহ কোন অঞ্চলের সাথে সম্পর্কিত ছিল?

- কেরালা, মালাবার  

) অসহযোগ আন্দোলন চলাকালীন সর্বাপেক্ষা ব্যাপক ভয়াবহ কৃষক আন্দোলন কোনটি ছিল?

- মোপলা আন্দোলন

) কোন ঘটনাটি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িকতার আগুনে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিল?

- মোপলা বিদ্রোহ

) 1921 সালের মোপলা আন্দোলনের কোন শাখায় ছিল?

- খিলাফত আন্দোলনের  

 ১০) কোন বিদ্রোহের অধীনে, খিলাফত আন্দোলনের দ্বারা ধর্মান্ধতার উত্থানের কারণে দক্ষিণ ভারতের মালাবারের পশ্চিম উপকূলে একটি ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল?

- মোপলা বিদ্রোহ 

১১) সাঁওতাল বিদ্রোহ, দাক্ষিণাত্য দাঙ্গা মোপলা বিদ্রোহ কোন প্রকার?

- কৃষক বিদ্রোহ 

১২) কোন গভর্নর জেনারেলের আমলে 1921 সালের মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

- লর্ড রিডিং

১৩) মোপলা বিদ্রোহের কয়েকজন নেতার নাম করুন?  

- সৈয়দ ফলদ, আলি মুজালিয়র, ইরনদ বহ বল্লুভানাদ তালুকা,  সৈয়দ আলবী, ভারিয়ামকুন্নাথ কুঞ্জহামহাদ হাজি।

১৪) খিলাফত আন্দোলনের কোন নেতা মোপলা বিদ্রোহকে সমর্থন করেছিলেন?

- মৌলানা আবুল কালাম আজাদ, শওকত আলী, মহাত্মা গান্ধী

১৫) মোপলা বিদ্রোহ কে সমর্থন করেনি?

- সুরেন্দ্র নাথ ব্যানার্জী 

১৬) কোন বিদ্রোহে জিহাদের স্লোগান দেওয়া হয়েছিল?

- মোপলা বিদ্রোহ

(মোপলা প্রজারা ছিলেন মুসলিম কৃষক। এর নেতৃত্বে ছিলেন মুসলিম ধর্মীয় নেতা আলিমুসলিয়ার এবং পরে ভারিয়ান কুন্নাথ কুন আহমেদ হাজী।)

১৭) অসহযোগ আন্দোলনের সময়, 1921 সালের 20 আগস্ট কেরালায় মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যা থামাতে, অস্ত্রের সন্ধানের লক্ষ্যে পুলিশ কোথায় অভিযান করেছিল?

- তিরুগাদি মসজিদে  

১৮) মোপলা বিদ্রোহের সাথে সম্পর্কিত পোদানুরের "ব্ল্যাক হোল দুর্ঘটনায়" রেলওয়ের বগিতে তালাবদ্ধ হয়ে কতজন মোপলা মারা গিয়েছিল?

- 66 

(1921 সালের মোপলা বিদ্রোহের সময়, 71 জন মোপলা বন্দীর মধ্যে 66  জনকে একটি বন্ধ রেলওয়ের পণ্যবাহী ওয়াগনে তালাবন্ধ করে কোয়েম্বাটুর কারাগারে আনা হয়েছিল, যারা 10 নভেম্বর 1921 সালে শ্বাসরোধে মারা গিয়েছিল। এই ঘটনাটি ইতিহাসে ওয়াগন ট্র্যাজেডি নামে পরিচিত।)

১৯) মোপলা বিদ্রোহের বর্ণনা দিতে গিয়ে কে লিখেছেন যে:- 20 নভেম্বর, 66 জন মোপলাদের মৃতদেহ, যারা শ্বাসরোধে মারা গিয়েছিল, পোদুনুরের একটি বন্ধ রেলওয়ে বগিতে পাওয়া গিয়েছিল?

- সুমিত সরকার 

২০) মোপলা দাঙ্গা প্রসঙ্গে কে বলেন যে- মালাবারের হিন্দুদের সাথে যে আচরণ করা হয়েছে তাতে আমি খুবই মর্মাহত।

- বি আর আম্বেদকর 

২১) কোন বিষয়ের গবেষণার জন্য কনরাড উড বিখ্যাত?

- মোপলা বিদ্রোহ 

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 মোপলা বিদ্রোহ,মোপলা বিদ্রোহ কী?,মোপালা বিদ্রোহ,মোপলা বিদ্রোহের কারণ,মোপলা বিদ্রোহ কী কারণে হয়েছিল?,মোপালা বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল, মোপলা বিদ্রোহ #activityonporasuna #ssc #shorts #india #madhyamik #shortsvideo,মালাবার আন্দোলন, malabar rebellion,malabar rebellion history,moplah rebellion,malabar rebellion upsc,malabar rebellion of 1921,malabar rebellion 1921,history of malabar rebellion,malabar,malabar rebellion and wagon tragedy,1921 malabar rebellion,malabar rebellion in 1921,mappila rebellion,moplah rebellion 1921,moplah rebellion of 1921,malabar rebellion psc,malabar rebellion pdf,ems malabar rebellion,malabar rebellion.,malabar rebellion date.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad