ব্যাক্তিগত সত্যাগ্রহ
Set by- Manas Adhikary
ব্যাক্তিগত সত্যাগ্রহ। Individual Satyagraha.
ব্যাক্তিগত সত্যাগ্রহ, গান্ধীজীর সত্যাগ্রহ নীতি, গান্ধীজির অহিংসা প্রত্যয়, আগস্ট প্রস্তাব, আচার্য বিনোবা ভাবে, প্রথম ব্যাক্তিগত সত্যাগ্রাহি, Individual Satyagraha, Individual Satyagraha 1940-41, Individual Satyagraha 1940, Individual Satyagraha NCERT, MCQ on Individual Satyagraha, #Individual Satyagraha, #Individual Satyagraha 1940, Individual Satyagraha MCQ, Individual Satyagraha UPSC, Individual Satyagrah, Individual Satyagraha in India, Individual Satyagraha in Kerala, Individual Satyagraha for appsc.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ব্যাক্তিগত সত্যাগ্রহ। এই পর্বে থাকছে ব্যাক্তিগত সত্যাগ্রহ সম্পর্কে থেকে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ব্যাক্তিগত সত্যাগ্রহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Individual Satyagraha MCQ.
১) পাটনায় ব্যক্তিগত সত্যাগ্রহের জন্য গান্ধীজি কবে আহ্বান করেন?
- এপ্রিল 1934 সালে
২) কে বিহারে প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন?
- শ্রী কৃষ্ণ সিং
৩) বিহারে ব্যক্তিগত সত্যাগ্রহের দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন?
- অনুগ্রহ নারায়ণ সিং
৪) ব্যক্তিগত সত্যাগ্রহের প্রচারাভিযান কবে শুরু হয়েছিল?
- অক্টোবর 1940 সালে (1940 সালের শেষের দিকে)
৫) কোন ভাইসরয়ের সময়ে গান্ধী ব্যক্তিগত সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন এবং ক্রিপস মিশন ভারতে পৌঁছেছিল?
- লর্ড লিনলিথগো
৬) কংগ্রেস কোনটির বিরুদ্ধে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিল?
- আগস্ট অফার
৭) ব্যক্তিগত সত্যাগ্রহের মূল দাবি কি ছিল?
- বাক স্বাধীনতা
৮) মহাত্মা গান্ধীর নির্দেশে কবে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়?
- 17 অক্টোবর 1940
৯) ব্যক্তিগত সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল?
- মহারাষ্ট্র
১০) 1940 সালের 17 অক্টোবর গান্ধীজি কোন স্থান থেকে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন?
- মহারাষ্ট্রের পাবনার আশ্রম
১১) পাবনার আশ্রম কে প্রতিষ্ঠা করেন?
- বিনোবা ভাবে
১২) কোন আন্দোলনের সময় 'দিল্লি চলো' স্লোগান দেওয়া হয়েছিল?
- ব্যক্তিগত সত্যাগ্রহ
( তাছাড়া সুভাষ চন্দ্র বসুও 1943 সালের 5 জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ ফৌজকে দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন)
১৩) মহাত্মা গান্ধী ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের জন্য প্রথম সত্যাগ্রহী হিসেবে কাকে নির্বাচিত করেছিলেন?
- বিনোবা ভাবে
১৪) গান্ধীজি কেন বিনোবা ভাবেকে ব্যক্তিগত সত্যাগ্রহে প্রথম সত্যাগ্রাহি হিসাবে বেছে নেন?
- ভূদান আন্দোলনের প্রতিষ্ঠাতা বিনোবা পাবনার আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিনোবা ভাবে প্রথম সত্যাগ্রহী হয়েছিলেন।
১৫) সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি 1940 সালে পাভানারে শুরু করেছিলেন, যার প্রথম ছিলেন বিনোভা ভাবে। এই সত্যাগ্রহের দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন?
- জওহরলাল নেহেরু
১৬) সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি 1940০ সালে পাভানারে শুরু করেছিলেন, যার প্রথম এবং দ্বিতীয় সত্যাগ্রহী ছিলেন বিনোভা ভাবে এবং নেহেরু। এই সত্যাগ্রহের তৃতীয় সত্যাগ্রহী কে ছিলেন?
- ব্রহ্মদত্ত
১৭) ব্যক্তিগত সত্যাগ্রহের চতুর্থ সত্যাগ্রহী কে ছিলেন?
- প্যায়ারেলাল
১৮) ব্যক্তিগত সত্যাগ্রহের পঞ্চম সত্যাগ্রহী কে ছিলেন?
- মৌলানা আবুল কালাম আজাদ
১৯) ব্যক্তিগত সত্যাগ্রহের ষষ্ঠ সত্যাগ্রহী কে ছিলেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
২০) ব্যক্তিগত সত্যাগ্রহের একমাত্র সত্যাগ্রহী কে ছিলেন যিনি 4 মাসের কারাদণ্ডে দণ্ডিত হন?
- জওহরলাল নেহেরু
২১) কোন আন্দোলনের নাম ছিল ‘দিল্লি চলো আন্দোলন’?
- ব্যক্তিগত সত্যাগ্রহ দ্বিতীয় পর্যায়
(কংগ্রেস আগস্ট প্রস্তাব বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিজেকে দূরে রাখতে গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন শুরু করেছিল।)
২২) ব্যক্তিগত সত্যাগ্রহের দ্বিতীয় পর্ব কবে শুরু হয়?
- 5 জানুয়ারী 1941
২৩) কবে ব্যক্তিগত সত্যাগ্রহ বন্ধ হয়ে যায়?
- 1941
২৪) ব্যক্তিগত সত্যাগ্রহের পরে এবং ক্রিপস মিশনের আগে, তেজ বাহাদুর সাপ্রু 1941 সালে ব্রিটিশ সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে এবং ভারতীয় দৃষ্টিভঙ্গিকে সামনে রাখার জন্য একটি সম্মেলনের আয়োজন করেন। তিনি কোথায় এই সম্মেলনের আয়োজন করেছিলেন?
- বোম্বে
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ব্যাক্তিগত সত্যাগ্রহ, গান্ধীজীর সত্যাগ্রহ নীতি,
গান্ধীজির অহিংসা প্রত্যয়, আগস্ট প্রস্তাব, আচার্য বিনোবা ভাবে, প্রথম ব্যাক্তিগত
সত্যাগ্রাহি, Individual Satyagraha, Individual Satyagraha 1940-41, Individual Satyagraha
1940, Individual Satyagraha NCERT, MCQ on Individual Satyagraha, #Individual Satyagraha,
#Individual Satyagraha 1940, Individual Satyagraha MCQ, Individual Satyagraha UPSC,
Individual Satyagrah, Individual Satyagraha in India, Individual Satyagraha in Kerala,
Individual Satyagraha for appsc.