Type Here to Get Search Results !

অসহযোগ আন্দোলন তৃতীয় পর্ব [Osohojog Movement]

 

অসহযোগ আন্দোলন

Set by- Manas Adhikary



অসহযোগ আন্দোলন তৃতীয় পর্ব। Non Cooperation Movement – III.

অসহযোগ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন কি, অসহযোগ আন্দোলন প্রত্যাহার, অসহযোগ আন্দোলনের গুরুত্ব, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, অসহযোগ আন্দোলন কারন ও ফলাফল, অসহযোগ আন্দোলনের পটভূমি, অসহযোগ আন্দোলন কাকে বলে, অসহযোগ আন্দোলন কি ব্যাখ্যা কর, অসহযোগ আন্দোলন মানে কি, অসহযোগ আন্দোলন ssc, চৌরিচৌরা ঘটনা, চৌরিচৌরা, চৌরিচৌরা ঘটনা কী, চৌরিচৌরার ঘটনা, চৌরিচৌরা ঘটনা কী ?, চৌরিচৌরা ঘটনাটি কি, চৌরিচৌরা ঘটনা কত সালে হয়, চৌরিচৌরা কোথায় অবস্থিত, চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী ছিল, চৌরিচৌরা ঘটনা কোথায় ঘটেছিল?, চৌড়া চুরি ঘটনা, Non Cooperation Movement, Non-Cooperation Movement, Non Cooperation Movement in India, Non Cooperation Movement class 10, Non Cooperation Movement UPSC, Non Cooperation Movement India, Non Cooperation Movement NCERT, Non-Cooperation Movement 1920, Indian National Movement, Non Cooperation Movement Year.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো  অসহযোগ আন্দোলন এই পর্বে থাকছে  অসহযোগ আন্দোলন সম্পর্কে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

অসহযোগ আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরNon Cooperation Movement  MCQ.   

 

৫১) অসহযোগ আন্দোলনের সময়কাল নির্দেশ করুন।

-  1920 থেকে 1922 সাল পর্যন্ত।

৫২) প্রধানত কোন কোন কর্মসূচি অসহযোগ আন্দোলনের অন্তর্ভুক্ত ছিল?

- বিদেশী পণ্য বয়কট, সরকারি পদ ত্যাগ, আইনজীবীদের দ্বারা আদালত বয়কট

৫৩) অসহযোগ আন্দোলনের সময় কংগ্রেস গঠনমূলক কর্মসূচির একটি তালিকা তৈরি করে। সেই তালিকার মধ্যে কি কি ছিল?

- ক) জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন

খ) গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠা

গ) চরকা এবং বুননের জন্য প্রণোদনা (দেশীয় পণ্য, প্রধানত হস্ত চরকা এবং তাঁত, চরকা এবং খাদির ব্যবহার শুরু হয়েছিল)

ঘ) হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর

ঙ) অস্পৃশ্যতার অবসান

চ) অহিংসা মেনে চলার উপর জোর

ছ) যতটা সম্ভব হিন্দি ভাষার ব্যবহার ।

জ) সমস্ত প্রাপ্তবয়স্কদের কংগ্রেসের সদস্য করা। 

ঝ) সর্বভারতীয় কংগ্রেস কার্যনির্বাহী কমিটি গঠন এবং ভাষাগত ভিত্তিতে প্রাদেশিক কংগ্রেস কমিটির পুনর্গঠন। 

৫৪) অসহযোগ আন্দোলনের সময় 1921 সালে (বিজয়াওয়াড়া) অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভায় কোন কোন সিদ্ধান্ত গৃহীত  হয়?

- ক) তিলক স্বরাজ তহবিলের জন্য 1 কোটি টাকা সংগ্রহ করা হবে।

খ) কংগ্রেস সদস্যের সংখ্যাও 1 কোটিতে উন্নীত করা হবে।

গ) 1921 সালের  জুনের মধ্যে 20 লাখ চরকা বিতরণ করা হবে। 

ঘ) 1921 সালের নভেম্বরে প্রিন্স অফ ওয়েলসের ভারত সফর বয়কট করবে।

 

 ৫৫) অসহযোগ আন্দোলনকে সমর্থন করেছিল কোন দল?  

- সমাজতান্ত্রিক

৫৬) কে অসহযোগ আন্দোলনকে সমর্থন করেছিলেন কিন্তু এর ফলাফল দেখতে পাননি?

- বাল গঙ্গাধর তিলক

৫৭) মহাত্মা গান্ধির জাতীয় আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন হিন্দু ও মুসলমান উভয়ের সমর্থন পায়?

- অসহযোগ আন্দোলন 

৫৮) অসহযোগ ও খিলাফত আন্দোলনের জন্য জনসমর্থন জোগাড় করতে গান্ধীজির ভারত সফরে তাঁর সাথে সর্বদা কে ছিলেন?

- শওকত আলী

৫৯) 1921 সালে, গান্ধীজি অসহযোগ আন্দোলনের সময় দেশব্যাপী সফর করেছিলেন। কে তাঁর সাথে ছিলেন?

- প্রভু দাস 

৬০) অসহযোগ আন্দোলনের সময়, কংগ্রেসের অনেক নেতা অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত ‘লেজিসলেটিভ কাউন্সিল বর্জন’ বিষয়টির বিরোধিতা করছিলেন। তাদের মধ্যে নিচের কোন নেতা ছিলেন?

- সি আর দাস

৬১) কে প্রথম ভারতবাসীকে অসহযোগ বা নিষ্ক্রিয় প্রতিরোধের মন্ত্রে দীক্ষিত করেন?

- বিপিন চন্দ্র পাল

৬২) কোন কোন জাতীয়তাবাদি নেতা অসহযোগ আন্দোলনকে সমর্থন করেননি?

- বিপিন চন্দ্র পাল, মোহাম্মদ আলী জিন্নাহ, বিপিন চন্দ্র পাল, অ্যানি বেসান্ত

৬৩) অসহযোগ আন্দোলনের প্রস্তাবে অসন্তুষ্ট হয়ে কংগ্রেস ত্যাগ করেন কে?

- অ্যানি বেসান্ট, G.S. খাপর্দে, মি. আলী জিন্নাহ, বিপিন চন্দ্র পাল

৬৪) কে গান্ধীজীর অসহযোগ আন্দোলনের প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে বলেছিলেন, ‘এই প্রস্তাবটি ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় আঘাত। এটি একটি বোকামি প্রতিবাদ এবং সমাজ ও সভ্য জীবনের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা’।

- অ্যানি বেসান্ট 

৬৫) অসহযোগ আন্দোলনের সময়, কে 1920 সালে বোম্বেতে গঠিত ‘অসহযোগ বিরোধী সংস্থা’ এর সভাপতি ছিলেন?

- পুরুষোত্তম দাস ঠাকুর  (কিছু বড় ব্যবসায়ী মিলে একটি অসহযোগ আন্দোলন  বিরোধী সংগঠন গড়ে তোলেন।)

৬৬) মহাত্মা গান্ধী কোন আন্দোলনকে 'অহিংস সত্যাগ্রহ' নামে অভিহিত করেন?

- অসহযোগ আন্দোলন

৬৭) গান্ধিজীর কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয়?

- অসহযোগ আন্দোলন

৬৮) অসহযোগ আন্দোলনে গান্ধিজীর ডান হাত কারা ছিলেন?

- আলি ভ্রাতৃদ্বয়

৬৯) কোন আন্দোলনে গান্ধিজী বিদেশী দ্রব্য বর্জন করার ডাক দেন?

- অসহযোগ

৭০) অসহযোগ আন্দোলনে কোন শ্রেনীর মানুষ সবথেকে বেশী উৎসাহী ছিলেন?

- শ্রমিক শ্রেনীর মানুষ

৭১) অসহযোগ আন্দোলনের প্রতীক কি ছিল?

- চরকা ও খাদি 

৭২) মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল?

- তাঁর চরকা 

৭৩) অসহযোগ আন্দোলনের সময় কি স্বরাজের সাংস্কৃতিক প্রতীক হয়ে ওঠে?

- খাদি 

৭৪) কোন আন্দোলনের কারণে গান্ধীজি ধুতি ও কুর্তা পরা বন্ধ করে কোটি পরা শুরু করেন এবং সারা জীবন অর্ধনগ্ন ফকিরের মতো জীবনযাপন করেন?

- অসহযোগ আন্দোলন   (1921 সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলন সম্পর্কিত কংগ্রেসের বিজয়ওয়াড়া অধিবেশনে কংগ্রেসের সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রা এক কোটি নির্ধারণ করা হয়েছিল।এই অধিবেশন থেকে গান্ধীজি ধুতি ও কুর্তা পরা বন্ধ করে দেন।)

৭৫) কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কাইজার-ই-হিন্দ উপাধি ফিরিয়ে দেন?

- অসহযোগ আন্দোলনের সময় 

৭৬) অসহযোগ আন্দোলনে গান্ধীজি তার মর্যাদাপূর্ণ কেসর-ই-হিন্দ খেতাব ফিরিয়ে দেন। তিনি কবে এই উপাধি পেয়েছিলেন?

- ভারতে ফিরে আসার পর অ্যাংলো-বোয়ারে তার কাজের জন্য 

৭৭) অসহযোগ আন্দোলনের সময় কে ‘রায়বাহাদুর’ উপাধি ফিরিয়ে দেন?

- জামনালাল বাজাজ 

৭৮) অসহযোগ আন্দোলনের প্রভাবে কোন ঘটনা ঘটে?

- ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্বদেশীকে প্রণোদনা, ব্রিটিশ আদালত বয়কট

৭৯) কোন আন্দোলনের সময় রাজেন্দ্র প্রসাদ ওকালতি ছেড়ে দিয়েছিলেন?

- অসহযোগ আন্দোলন

৮০) অসহযোগ আন্দোলনে শিক্ষা বয়কটকে সমর্থন করেননি কে?

- রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়, লালা লাজপত রায় , সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৮১) অসহযোগ আনদোলন এর সময়, শিক্ষা বয়কটের মধ্যে কে 'নিছক শুনতার নৈরাজ 'দেখেছেন?

- রবীন্দ্রনাথ ঠাকুর 

৮২) কে অসহযোগ আন্দোলন পর্বে বিদেশি বস্ত্রে অগ্নিসংযোগকে কাণ্ডজ্ঞানহীন অপচয় (‘এটি একটি নিষ্ঠুর অপচয়) বলে কে মনে করেছিলেন?

- রবীন্দ্রনাথ ঠাকুর  

৮৩) অসহযোগ আন্দোলনের সময় কোন দল নির্বাচন বয়কট করেনি?

- জাস্টিস পার্টি 

৮৪) চিত্তরঞ্জন দাশ অসহযোগ আন্দোলনের কোন নেতিবাচক কর্মসূচির বিরোধিতা করছিলেন?

- বিধান পরিষদ বয়কট 

৮৫) কোন আন্দোলনে 20 লক্ষ চরকা বেকারদের মধ্যে বিতরণ করা হয়েছিল?

- অসহযোগ আন্দোলন 

৮৬) সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধীর কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?

- অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন

৮৭) অসহযোগ আন্দোলনের সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে কোথায় প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল?

- ময়মনসিং 

৮৮) অসহযোগ আন্দোলনের সময় কোথায় লালা লাজপত রায়ের প্রবেশ নিষিদ্ধ ছিল?

- লাহোর 

৮৯) অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি গ্রেফতার হলে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে?

- তৈয়ব জি

৯০) পিঙ্গালি ভেঙ্কাইয়া কোন আন্দোলনের সময় জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেছিলেন?

- অসহযোগ আন্দোলন  (পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার নকশা করেছিলেন এবং 1 এপ্রিল 1921 সালে বিজয়ওয়াড়া শহরে মহাত্মা গান্ধীর পরের সফরের সময় এটিকে উপস্থাপন করেছিলেন)

৯১) অসহযোগ আন্দোলনের সময় কোন কোন জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

- কাশী বিশ্ববিদ্যালয়, গুজরাট বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, বিহার বিদ্যাপীঠ,

৯২) অসহযোগ আন্দোলনের সময় কোথায় জামিয়া মিলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ?

- আলীগড় 

৯৩) অসহযোগ আন্দোলনের সময় বিহার ও উড়িষ্যায় কতগুলি স্কুল-কলেজ নির্মিত হয়েছিল?

  - 442

৯৪) অসহযোগ আন্দোলনের সময় বাংলায় কতগুলি স্কুল-কলেজ নির্মিত হয়েছিল?

- 190

৯৫) অসহযোগ আন্দোলনের সময় মুম্বাই এ কতগুলি স্কুল-কলেজ নির্মিত হয়েছিল?

- 189

৯৬) অসহযোগ আন্দোলনের সময় উত্তর প্রদেশে কতগুলি স্কুল-কলেজ নির্মিত হয়েছিল?

– 137

৯৭) কার নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সময় পাঞ্জাবে সরকারি শিক্ষালয় বর্জন করা হয়েছিল?

- লালা লাজপত রায়

৯৮) অসহযোগ আন্দোলনের সময় বাংলায় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন কে?

- চিত্তরঞ্জন দাস 

৯৯) অসহযোগ আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ প্রসঙ্গে কে বলেছিলেন- ‘শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়’ (Education can wait, Swaraj Can not)?

- সি আর দাস

১০০) অসহযোগ আন্দোলন পর্বে ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠান বয়কটের সিদ্ধান্তকে কে গান্ধীজীর tyranny over the minds of the people বলে মনে করেন?

- রবীন্দ্রনাথ ঠাকুর 

 

অসহযোগ আন্দোলন  দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>> 

অসহযোগ আন্দোলন  চতুর্থ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>  

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

অসহযোগ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন কি, অসহযোগ আন্দোলন প্রত্যাহার, অসহযোগ আন্দোলনের গুরুত্ব, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, অসহযোগ আন্দোলন কারন ও ফলাফল, অসহযোগ আন্দোলনের পটভূমি, অসহযোগ আন্দোলন কাকে বলে, অসহযোগ আন্দোলন কি ব্যাখ্যা কর, অসহযোগ আন্দোলন মানে কি, অসহযোগ আন্দোলন ssc, চৌরিচৌরা ঘটনা, চৌরিচৌরা, চৌরিচৌরা ঘটনা কী, চৌরিচৌরার ঘটনা, চৌরিচৌরা ঘটনা কী ?, চৌরিচৌরা ঘটনাটি কি, চৌরিচৌরা ঘটনা কত সালে হয়, চৌরিচৌরা কোথায় অবস্থিত, চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী ছিল, চৌরিচৌরা ঘটনা কোথায় ঘটেছিল?, চৌড়া চুরি ঘটনা, Non Cooperation Movement, Non-Cooperation Movement, Non Cooperation Movement in India, Non Cooperation Movement class 10, Non Cooperation Movement UPSC, Non Cooperation Movement India, Non Cooperation Movement NCERT, Non-Cooperation Movement 1920, Indian National Movement, Non Cooperation Movement Year.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad