Type Here to Get Search Results !

খিলাফত আন্দোলন তৃতীয় পর্ব [Khilafat Andolon]

 

খিলাফত আন্দোলন

Set by- Manas Adhikary  



খিলাফত আন্দোলন তৃতীয় পর্ব। Khilafat Andolon– III

খিলাফত আন্দোলন, খিলাফত আন্দোলন কি, খিলাফত, খিলাফত আন্দোলনের কারণ, খিলাফত আন্দোলন কাকে বলে ,খিলাফত আন্দোলন কাকে বলে, খিলাফত আন্দোলন বলতে কি বুঝো, খিলাফত আন্দোলন কেন হয়েছিলো, খিলাফত আন্দোলন কবে শেষ হয়?, সাধারন জ্ঞান খিলাফত আন্দোলন, খিলাফত আন্দোলন কবে শুরু হয়?, খিলাফত আন্দোলন (১৯১৯-১৯২২), খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়, অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলন, khilafat movement, khilafat movement upsc, khilafat movement class 10, khilafat movement in india, khilafat movement notes, what is khilafat movement, Indian national movement, khilafat movement 1919, Khilafat movement india, khilafat, Mahatma gandhi's support for khilafat movement. 

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো  খিলাফত আন্দোলন এই পর্বে থাকছে  খিলাফত আন্দোলন সম্পর্কে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

খিলাফত আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Khilafat Movement MCQ .

 

 

৫১) ইবাদন শরীয়া কোন জাতীয় আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয়?

- খিলাফত আন্দোলনের সময়   (1921 সালে)

৫২) খিলাফত আন্দোলন হিন্দু ও মুসলমান উভয়ের সমর্থন পেয়েছিল এবং গান্ধীজির নেতৃত্বে ছিল সামনে থেকে। তা সত্ত্বেও আন্দোলন গতি হারাতে থাকে কেন?

- তুরস্কে খিলাফতের পদটি বিলুপ্ত করা হয়েছিল এবং তুরস্ককে আরও ভাল শর্ত দেওয়া হয়েছিল

৫৩) কোন ঘটনাটি অসহযোগ আন্দোলনের পটভূমি তৈরি করেছিল?

- খিলাফত আন্দোলন  

৫৪) 1920 সালে, কংগ্রেসের বার্ষিক অধিবেশন নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু খিলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য গান্ধীজির অনুরোধে 1920 সালে সেপ্টেম্বরে কংগ্রেসের বিশেষ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

- কলকাতা 

৫৫) জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের নিন্দা এবং খিলাফত আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য 1919 সালে কংগ্রেস কোথায় অধিবেশনের আয়োজন করেছিল?

- অমৃতসর  (সভাপতিত্ব করেন মতিলাল নেহরু)

৫৬) কোথায় কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল যেখানে মহাত্মা গান্ধী অন্যান্য নেতাদের খিলাফতের পাশাপাশি স্বরাজের সমর্থনে অসহযোগ আন্দোলন শুরু করার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝান?

- কলকাতা 

৫৭) গান্ধিজি পাঞ্জাব ও খিলাফত অন্যায় দুটিকে একসূত্রে গ্রথিত করে অসহযোগ আন্দোলনের ডাক দেন কবে?

- 30 জুন

৫৮) মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন?

 - গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর আন্দোলনে ভারতীয় মুসলমানদের সমর্থন পেতে চেয়েছিলেন

৫৯) ভারতে কবে খিলাফত আন্দোলন বন্ধ হয়ে যায়?

- 1922 

৬০) কবে কেন্দ্রীয় খিলাফত কমিটি অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে?

- 1920 খ্রিঃ ৪ জুন

৬১) সেন্ট্রাল খিলাফত কমিটি কবে থেকে অসহযোগ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়?

- 1920 খ্রিস্টাব্দে 1 লা আগস্ট 

৬২) খিলাফত কমিটি কবে অসহযোগ আন্দোলন শুরু করে?

- 1920 খ্রিস্টাব্দে 31শে আগস্ট

৬৩) খিলাফত কমিটি কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে?

- কলকাতা অধিবেশন 

৬৪) কেন্দ্রীয় খিলাফত কমিটির এলাহাবাদ অধিবেশনে কতগুলি পর্যায়ে অসহযোগ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়?

- 4   

৬৫) অসহযোগ ও খিলাফত আন্দোলনের জন্য জনসমর্থন জোগাড় করতে গান্ধীজির সাথে কে ভারত সফরে অনশগ্রহন করেছিলেন? 

- শওকত আলী 

৬৬) কার মা, পর্দা প্রথাকে মান্য করে ‘খিলাফত ও অসহযোগ আন্দোলনে অংশ নেন?

- শওকত আলী ও মোহাম্মদ আলী 

৬৭) খিলাফত আন্দোলনে আলী ভাতৃদ্বয়ের মাতা অসহযোগ আন্দোলনে যোগদান করেছিল। তার নাম কি?

- আবিদাবানু বেগম

৬৮) অসহযোগ আন্দোলনের সময় খিলাফত আন্দোলনের কোন নেতা ছিলেন যিনি নভেম্বর মাসে আলী ভাইদের জেলে পাঠানোর জন্য ক্ষুব্ধ হয়ে গান্ধীজীর কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা পাবার লড়াইয়ের জন্য দাবি করেছিলেন এবং অহিংসার মতবাদ ত্যাগ করেছিলেন?

- হাসরাত মোহনী 

৬৯) জাতীয় কংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ, নিখিল ভারত খিলাফত কমিটির প্রধান একমাত্র নেতা কে ছিলেন?

- হাকিম আজমল খান

৭০) কে খিলাফত আন্দোলনের সময় ‘হাজিক উল মুলক উপাধি ত্যাগ করেছিলেন, যা 1908 সালে ব্রিটিশ সরকার তাকে দিয়েছিল?

- হাকিম আজমল খান  (জামনা লাল বাজাজ তার রায় বাহাদুর উপাধি ফিরিয়ে দিয়েছিলেন।)

৭১) 1919 সালে, তিনি পাঞ্জাবে জাতীয় আইনবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জেলে যান। মুক্তির পর তিনি সর্বভারতীয় খিলাফত কমিটির সভাপতি নির্বাচিত হন।  -  কোন ব্যক্তির সাথে উপরিলিখিত তথ্যগুলি সম্পর্কিত?

- সাইফুদ্দিন কিচলু 

৭২) কোন ভারতীয় জাতীয়তাবাদী  নেতা খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি?

- মদন মোহন মালব্য  ও মহম্মদ আলী জিন্নাহ

৭৩) কোন জাতীয়তাবাদী মুসলিম নেতা খিলাফত আন্দোলন সমর্থন করেনি?

- মহম্মদ আলি জিন্নাহ 

 ৭৪) কে খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর অংশগ্রহণের নিন্দা করেছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ 

৭৫) কে খিলাফত আন্দোলনকে দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত করার বিরোধী ছিলেন?

- মোহাম্মদ আলী জিন্নাহ 

৭৬) গান্ধী যখন খিলাফত আন্দোলনে হিন্দুদের অন্তর্ভুক্ত করছিলেন, তখন কে তার সমালোচনা করে বলেছিল যে এটি একটি মুসলিম সমস্যা, এতে আমরা হিন্দুদের কী করার আছে?

- মদন মোহন মালব্য 

৭৭) খিলাফত আন্দোলনে কংগ্রেসের অংশগ্রহণের বিরোধিতা করেন কে?

- মদন মোহন মালব্য

৭৮) খিলাফত আন্দোলনের ফলাফল কি ছিল?  

- হিন্দু-মুসলিম ভেদাভেদ হ্রাস পায়

৭৯) খিলাফত আন্দোলনের মাধ্যমে  কোনটি ঘটেছিল ?

- তুরস্কে মোস্তফা কামাল পাশার  ক্ষমতা দখল এবং খিলাফতের বিলুপ্তি

৮০) অসহযোগ ও খিলাফত আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে, মালাবার, কেরালার মুসলিম প্রজারা জমির মালিকদের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলেছিল। 1920 সালের এপ্রিল মাসে তারা কোন সম্মেলন থেকে এর জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন?

- মালাবার জেলার মঞ্জেরিতে অনুষ্ঠিত কংগ্রেস সম্মেলনে 

৮১) 1921 সালের মোপলা আন্দোলন কোন আন্দোলনের শাখা ছিল?

- খিলাফত আন্দোলনের  

৮২) অসহযোগ-খিলাফত আন্দোলন আকস্মিকভাবে স্থগিত করার প্রতিক্রিয়ায় কোন আন্দোলন কৃষি অসন্তোষ থেকে শুরু হয়ে  সাম্প্রদায়িক-রাজনৈতিক রূপ ধারণ করে?

- মোপলা আন্দোলন 

৮৩) কোন বিদ্রোহে খিলাফত আন্দোলনের দ্বারা ধর্মান্ধতার উত্থানের কারণে দক্ষিণ ভারতের মালাবারের পশ্চিম উপকূলে একটি ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল?

- মোপলা বিদ্রোহ   (1921 সালে)

৮৪) খিলাফত আন্দোলনের কোন নেতা মোপলা বিদ্রোহকে সমর্থন করেছিলেন?

- মৌলানা আবুল কালাম আজাদ,  শওকত আলী, মহাত্মা গান্ধী

৮৫) খিলাফত আন্দোলনকে খিলাফত বিদ্রোহ বলে অভিহিত করেছেন?

- রোম্যাঁ রোলাঁ 

৮৬) খিলাফত আন্দোলন সাম্প্রদায়িকতার প্রেরণা দিয়েছিল-  কার উক্তি এটি?

- Annie Besant

৮৭) খিলাফত আন্দোলন জাতীয়তাবাদ, রাজনীতি ও ধর্মের অপূর্ব মিলনবন্ধন - কার উক্তি?

- জওহরলাল নেহেরু

৮৮) তুরস্কের স্বার্থে তোলা খিলাফত দাবি ভারতবর্ষের স্বাধীনতার বিষয়টিকে গুরুত্বহীন করে তুলেছে -এ কথা কে কাকে চিঠিতে লিখেছিলেন?

- সি.এফ. অ্যান্ডুরজ রবীন্দ্রনাথকে লেখা চিঠিতে 

৮৯) মহাত্মা গান্ধীর খিলাফত দাবীকে সমর্থন করায় কে আপত্তি তোলেন এবং বলেন গান্ধীজী ভারতের ঐক্যের জন্য কাজ করছেন না?

- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 

৯০) খিলাফত আন্দোলন মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতাবাদে সাহায্য করেছিল এ কথা কে বলেছেন?

- ডক্টর খলিদ বিন সৈয়দ 

৯১) খিলাফত আন্দোলন জাতীয়বাদ রাজনীতি ও ধর্মের অপূর্ব মেলবন্ধন-  কে বলেছেন?

- জহরলাল নেহেরু 

৯২) কে মন্তব্য করেছেন যে - মুসলিম সমাজের মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাবের ফলই হল খিলাফত আন্দোলন?

 - মহম্মদ মুজিব

৯৩) কে খিলাফত আন্দোলনকে হিন্দু ও মুসলমানদের ঐক্যের সুযোগ হিসাবে দেখেছিল এবং যে ঐক্য পরবর্তী 100 বছরে আর দেখা দেবে না বলে মত পোষণ করেছিলাম?

- মহাত্মা গান্ধী 

৯৪) এটা কার বক্তব্য যে ‘খিলাফত আন্দোলনকে জাতীয় আন্দোলনের সাথে যুক্ত করা একটি বড় ভুল ছিল, কারণ এটি মুসলমানদের মধ্যে বাহ্যিক আনুগত্য সৃষ্টি করেছিল এবং তাই এটি সাম্প্রদায়িক নেতৃত্বকে উন্নীত করেছিল?

- মোহাম্মদ করিম ছাগলা 

৯৫) কে অসহযোগ আন্দোলনের আগে ভাইসরয়কে লিখেছিলেন যে – ‘সম্রাটের সরকার খিলাফতের ব্যাপারে প্রতারণা, অনৈতিকতা ও অবিচার করেছে... এমন সরকারের প্রতি আমার কোনো সমর্থন নেই, কোন সম্মান এবং সম্প্রীতি নেই।

- মহাত্মা গান্ধী 

৯৬) ‘এই ঘটনার পরিস্থিতিতে আমরা মুসলিমরা খেলতে পারিনি হিন্দুদের বিরুদ্ধে-  এটি কোন ঘটনার সাথে সম্পর্কিত?

- খিলাফত এবং অসহযোগ আন্দোলন 

৯৭) কোন আন্দোলনে হিন্দু-মুসলিম ঐক্যের বাস্তব রূপ প্রতিফলিত হয়েছিল?

- খিলাফত আন্দোলন 

 

খিলাফত আন্দোলন দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>> 


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

খিলাফত আন্দোলন, খিলাফত আন্দোলন কি, খিলাফত, খিলাফত আন্দোলনের কারণ, খিলাফত আন্দোলন কাকে বলে ,খিলাফত আন্দোলন কাকে বলে, খিলাফত আন্দোলন বলতে কি বুঝো, খিলাফত আন্দোলন কেন হয়েছিলো, খিলাফত আন্দোলন কবে শেষ হয়?, সাধারন জ্ঞান খিলাফত আন্দোলন, খিলাফত আন্দোলন কবে শুরু হয়?, খিলাফত আন্দোলন (১৯১৯-১৯২২), খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়, অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলন, khilafat movement, khilafat movement upsc, khilafat movement class 10, khilafat movement in india, khilafat movement notes, what is khilafat movement, Indian national movement, khilafat movement 1919, Khilafat movement india, khilafat, Mahatma gandhi's support for khilafat movement. 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad